Byethost is the best host

অনেকদিন ধরে ফ্রী ওযেব হোস্টিং এর উপর আপনাদের অনেকের tune পরেছি এবং সেগুলোর জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ ।
আজকে আমি যে ফ্রী ওযেব হোস্টিং সাইট এর উপর যে tune করছি তা আমার দেখা এবং আমার মতে Best Free Hosting Site on the Net.

কারণ : তারা যে সুবিধাগুলো দিচ্ছে তা হয়ত almost অন্য সবাই দিচ্ছে কিনতু তাদের মত এত বেশি পরিমানে নয় ।

তাহলে দেখা যাক তারা কি বিশাল সুবিধা গুলো দিচ্ছে :

  • ১. প্রথমেই আসি Space এর উপর. 5500 MB space for hosting . কি চলবে তো ? নাকি আরো লাগবে, তাও এক্কেবারে free তে ।
  • ২. মাসিক bandwidth 200 GB. আমার মতে একটি professional মানের site চালানোর জন্য যথেষ্ট । অবশ্য আপনি যদি web hosting এর সাথে একই সাইটে file hosting এর চিন্তা করেন তাহলে কোনো paid hosting এর কথা চিন্তা করতে পারেন ।
  • ৩. এবার আসি Domain এর বিষয়ে . byethost.com আপনাকে ৩ ধরনের domain দেবে প্রত্যেকটিতে আবার সর্বোচ্চ ৫০ টি করে domain তৈরী করতে পারবেন আপনি. অর্থাৎ, 50 addon domains + 50 parked domains + 50 sub domains = 150 domains (in total)
  • ৪. কিছু কিছু ফ্রী ওয়েব হোস্টিং সাইট আছে যেখানে আপনাকে sign up করার পর তাদের নির্ধারিত ফোরামে প্রতি সপ্তাহ বা দুই সপ্তাহে অন্তত একবার যোগদান করতে হয় (আপনি চান আর নাই চান ) । কিন্তু byethost.com এ এইসব অনাকাঙ্খিত আপদের মোকবিলা আপনাকে করতে হবে না । byethost.com একটি বিজ্ঞাপন মুক্ত free hosting provider.শুধু তাই নয় এখানে আপনি আপনার parent domain ও পরিবর্তন করতে পারবেন । যেমন ধরুন আপনি হয়ত mywebsite নামে একটি free domain নিতে চাচ্ছেন কিন্তু কেউ হয়ত আগে থেকেই আপনার parent domain (অর্থাৎ mywebsite.parentdomain.com অথবা mywebsite.parentdomain.net ) -এ একই নামে (mywebsite ) register করে রেখেছে এবং তা এখনও active আছে । অন্য কোনো free hosting provider হলে আপনাকে একটির বাইরে আরো একটি অথবা সর্বোচ্চ দুটি parent domainদিবে কিন্তু byethost.com আপনাকে একটি ছাড়াও অতিরিক্ত আটটি parent domain দিবে আপনার পচ্ছন্দসই domain name নেয়ার জন্য ।
  • ৫. এবার একটু ftp র ব্যাপারে আসি . byethost.com আপনাকে free hosting service user হিসেবে আপাতত একটি মাত্র ftp account প্রদান করছে. তবে এরা প্রায় সব ধরনে ফাইল আপলোড করতে দেয় ।
  • ৬. MySQL Database: সাধারণত অনন্য free hosting provider রা সর্বোচ্চ ৫ টি sql database দিয়ে থাকে । অনেকে আবার একটি বা দুইটি মাত্র দিয়ে থাকে তো এই অল্প databese নিয়ে আমরা একটি বা দুইটি site চালিয়ে থাকি। অনেকে আবার একটি detabase কে split বা share করে একাধিক dynamic website চালিয়ে থাকেন । কিন্তু byethost.কম ইউজারদের এই ধরনের কষ্ট করার কোনো দরকার নাই, কারণ byethost.com -এ প্রত্যেক ইউসেরকে ৫০ টি MySQL Database দেয়া হই তাও আবার একদম ফ্রী তে ।
  • ৭. Email Management : byethost.com আপনাকে Unlimited POP email accounts with built in email management panel . এছাড়াও রয়েছে ইমেল এর জন্য MX Record পরিবর্তন করার সুবিধা যার ফলে আপনি GMail থেকে ফ্রী account নিয়ে আপনার সাইটের MX Record পরিবর্তন করে আপনার নিজের domain -এ নিতে পারেন।

যার ফলে আপনার নতুন ইমেল ঠিকানা হবে আপনার নাম @ আপনার ডোমেইন.কম ।

আরো বিস্তারিত তথ্যের জন্য আপনারা নিচে লিঙ্ক টিতে byethost.com এর ফ্রী হোস্টিং এর সুবিধাগুলো বিস্তারিত জানতে পারবেন ।
http://byethost.com/index.php/free-hosting

কিছু অসুবিধা : byethost.com এর অসুবিধাগুলো হচ্ছে:

এতে যখন আপনি wordpress বা এই জাতীয় php নির্ভর এপ্লিকেসন গুলো চালাবেন তখন এই application গুলোতে থাকা automatic update বা automatic plugin install বা update করার সময় এটা সাভাবিকয় আপনার কাছে Hostname, username, pasword এবং ftp mode (ftp / stfp) জানতে চায় ।

WP update problem

এখানে এসে আমি অনেক চেষ্টা করেও কিছুই করতে পারিনি । হয়ত আমার কোনো দুর্বলতা বা অজ্ঞতা হবে ।
পরে অবশ্য জানতে পেরেছিলাম যে প্রায় সব ফ্রী হোস্টিং এ নাকি এই ধরনের তথ্য দিতে হয় কিন্তু তা কিভাবে দিতে হয়, কিভাবে কি করতে হয় তা আজও জানতে পারিনি ।

আপনারা যদি কেও এই ধরনের সমস্যার সমাধান জেনে থাকেন তাহলে অবশ্যই তার উপর একটি tune করবেন আর আমার জন্য দোয়া করবেন ।
আজ তাহলে এই পর্যন্ত রইলো । আমার দেয়া সমস্যার আশু সমাধান কামনা করে আজ বিদায় নিচ্ছি । আল্লহ হাফেজ ।

Level 0

আমি newboy। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 807 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

প্রথমেই আমার সালাম নেবেন। আমার টিউন গুলো পড়ার জন্য আর TT এর সাথে থাকার জন্য পানাদের সবাইকে ধন্যবাদ। আপনাদেরকে উপদেশ দেয়ার কোনো যোগ্যতা আমার নাই। তাই আমার টিউনগুলোকে নিতান্তই পরামর্শ হিসেবে দেখবেন আশা করি। আমি পড়ালেখা শেষ করে এখন জীবন যুদ্ধে অংশ নেয়ার প্রস্তুতি নিচ্ছি আর এর জন্য আপনাদের সবার...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই যে সমস্যার কথা বলেছেন এটাই এই সাইটের সবচেয়ে বড় সমস্যা। এই সমস্যার কারণে এই সাইটে কেউ তেমন ফল লাভ করতে পারেন না। যেমন আমি একজন। অনেক চেষ্টা করেছি কোন কাজ হয়না। সার্ভার চলে vPanel এটা আর একটা সমস্যা। ডোমেইন সেট করতে গেলে আর এক মহাবিপদ। parent ডোমেইন টা ভাল কাজ করে। আমি WordPress সেটাপ দিয়ে থিম সেটাপ নিয়ে বাধে যত বিপদ। তারপর FTP ব্যবহার করে কোন মতে সেটাপ দিলাম। তাও প্লাগইনস ইত্যাদী ইত্যাদী সমস্যা। শেষ পর্যন্ত বাধ্য হয়ে বাদ দিলাম। শুধু স্পেস আর ব্যান্ডউইথ নিয়ে কি হবে। যদি কাজে লাগাতে না পারেন? যদি 5500 মেবা. না নিয়ে 500মেবা. নিয়ে তার সুষ্ট ব্যবহার করতে পারেন সেটাই কি ভাল নয়? এই সাইট টি একটু দেখতে পারেন। এখানে আপনি পাবেন cPanel 11+ সুবিধা যা পেইড হোস্টিং ছাড়া কেউ দেয় বলে আমার জানা নাই। সর্বনিম্ন 500 মেবা. এবং সর্বউচ্চ 2500 মেবা. স্পেস পাবেন। এটা একপ্রকার লটারীর মত। কেউ 1গিবা. আবার কেউ 1.5 গিবা. কেউ আবার 500 মেবা. পেয়ে থাকে। তবে এদের সাথে থাকলে দিন দিন স্পেস বাড়িয়ে দেয় এমন কি আনলিমিটেড ও করে দেয়। যেমন আমি এখন আনলিমিটেড ব্যবহার করি। http://zcwblog.co.cc

টিউনারটাকে চেনা চেনা লাগতেছে……………….

প্রথমেতো ভালোই লেগেছিলো, কিন্তু অসুবিধাগুলো পড়েতো আর ইচ্ছে করছে না।

http://bdstocksmarket.blogspot.com/

ধন্যবাদ।

বিনামূল্যে আধুনিক এবং রোমান্টিক সব ভিডিও গান ও সিনেমা ডাউনলোডের জন্য ভিজিট করুন

http://AllFreeVideo.tk

Level 0

ভাই, bytehost এ domain কেনার পর নরমাল HTML,CSS file কিভাবে upload দিব তা যদি বলতেন। net2ftp client এ আমার ফাইল তা দিসি। এরপর কি করব বুজতেচিনা। plz help me

Level 0

If U use their (bytehost) paid or premium hosting then it is Ok but if U select free hosting service then it is the perfect time to quit from byethost. Because their free hosting service is soooooooo Baaaad on now a days.
And If U want a good free hosting provider then U can go for dhmart.info
It is Bangladeshi hosting company but their service is better then any other free hosting providers on the net.
I have hosted 2 domains and four sub domains on their site. dhmart.info is good free hosting provider. Thanks..