জেনে নিন আপনার পাঠানো মেইলটা প্রাপক রিসিভ করেছে কিনা

রেজিস্টার চিঠির সাথে আমরা সকলেই তো পরিচিত। গুরুত্বপূর্ণ কোন চিঠি পাঠাতে হলে আমরা সাধারণত চিঠিটি রেজিস্ট্রি করে পাঠায়, এতে নিশ্চিত হওয়া যায় চিঠিটা আসল প্রাপকের হাতেই পড়েছে কিনা। একই সেবা আপনি ই-মেইলের ক্ষেত্রেও পেতে পারেন একদম ফ্রিতে।

আপনি গুরুত্বপূর্ণ একটা মেইল পাঠাচেছন, কিন্তু ঠিক নিশ্চিত নয় সে আসলে মেইলটা রিসিভ করবে কি করবে না। সে যদি মেইল বক্স না খোলে তাহলে আপনি হয়তো বিকল্প কোন পন্থায় যোগাযোগ করবেন। তবে তার আগে জানা দরকার, আপনার পাঠানো মেইলটা প্রাপক রিসিভ করেছে কি করেনি।

Spypig আপনাকে এই কাংখিত সেবাটি দিবে। এটি একটি ই-মেইল ট্রাকিং সিস্টেম, পাঠানো ই-মেইলটা প্রাপক খোলার সাথে সাথে আপনার মেইল বক্সে একটা notification email চলে আসবে।

আসুনে জেনে নি, Spypig কিভাবে কাজ করে-

  • Step 1. Click here এবং আপনার মেইল এড্রেস দিন, যে মেইলে আপনি নটিফিকেশনটা পেতে চান।
  • Step 2. আপনার পাঠানো মেসেজটির প্রাপপকের নাম বা মেসেজটির শিরোনাম লিখুন যার মাধ্যমে আপনি বুঝতে পারেন যে এই মেসেজটির নটিফিকেশন আমি জানতে চেয়েছিলাম।
    Free Email Tracking
  • Step 3.উপরের যেকোন একটা Spypig tracking images সিলেক্ট করুন।
  • Step 4. আপনি কতবার নটিফিকেশন মেসেজ পেতে চান তা নির্দিষ্ট করুন।
  • Step 5. উপরের বাটনটিতে ক্লিক করে SpyPig tracking image টি চালু করুন।
  • Step 6. Right-mouse ক্লিক করে SpyPig imageটা কপি করুন এবং আপনার পাঠানো মেইলের মেসেজ বডিটে যে কোন জায়গা পেস্ট করুন।
  • Step 7. ব্যস, আপনার কাজ শেষ। এখন প্রাপক মেইলটি খোলা মাত্রই আপনার ই-মেইল বক্সে একটা নটিফিকেশন চলে আসবে।

বিদ্র: অনেক সময় spam  ফোল্ডারে মেসেজটা থাকে। তাই নটিফিকেশন কাংখিত সময়ে না পেলে spam ফোল্ডারে চেক করে দেখুন।

নিত্য নতুন ট্রিকস জানুন আর Computer tips & tricks এর সাথেই থাকুন।

Level 2

আমি noor2729। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 45 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

খুবই কাজের টিউন । এমন টিউনই করবেন আশা করি।

বিনামূল্যে আধুনিক এবং রোমান্টিক সব ভিডিও গান ও সিনেমা ডাউনলোডের জন্য ভিজিট করুন

http://AllFreeVideo.tk

আমার মতে এইসব ব্যবহার না করাই ভালো। অনেক সফটওয়্যার প্রস্তুতকারী সংস্থা ট্র্যাকিং কোড বানাচ্ছে, তাদের সবাই সাধুব্যাক্তি নাও হতে পারে। ট্র্যাকিং কোডের মধ্যে দিয়ে তারা প্রাপকের কমপিউটারে কিসব কোড বসিয়ে দিচ্ছে সেইসব কি যাচাই করেছেন কেউ? আপনি এই যে টিউন লিখলেন, এর দায়িত্ব নিতে পারবেন যে প্রাপকের কোনো ক্ষতি হবেনা? নূর, কিছু মনে করবেন না, কারো ক্ষতি হয়ে গেলে আপনি সেটা জানতেও পারবেন না। এই ওয়েবসাইটে যোগাযোগের পাতা নেই। কেন? এই ডমেইন কার নামে কেনা, তার আইডি নেই, whois guard ব্যবহার করা হয়েছে। কেন? কর্তৃপক্ষ কেন নিজেদেরকে আড়ালেই রেখেছেন? আমার মতে সব জেনে নিশ্চিত হয়ে নৈতিক দায়িত্ব নিয়ে তবেই লেখা উচিৎ। এইসব ট্র্যাকিং কোডের ফলে কারো কমপিউটার হ্যাক হয়ে যাবেনা এই নিশ্চয়তা আপনি দিতে পারবেন কি?

Level 2

@ আপু, সাবধান বাণীর জন্য ধন্যবাদ। এই ব্যাপারটা আমার মাথায় আসে নাই।

নুর, বিষয়ভিত্তিক বিবেচনায় অনেক সুন্দর একটা টিউন।কিন্তু তোমার টিউন টি পড়ার সাথে সাথেই নিরাপত্তার বিষয়টা মাথায় এসেছে । কমেন্ট এ গিয়েই দেখি রিয়া আপুর কমেন্টস।নিরাপত্তার দুর্বলতার বিষয়টি তিনি এখানে সুস্পষ্টভাবে তুলে ধরেছেন। ধন্যবাদ রিয়া আপুকে।

তোমার কাছ থেকে আরো বেশি টিউন চাইছি।

thanks রিয়া

Microsoft Outlook এ কিভাবে এই Notification টা Active করবো? সিকুউরিটি রিস্ক কতোটুকু?

Microsoft Outlook এ কিভাবে এই Notification টা Active করবো? সিকুউরিটি রিস্ক কতোটুকু?
Please এখানে জানাবেন [email protected]

Microsoft Outlook এ কিভাবে এই Notification টা Active করবো? সিকুউরিটি রিস্ক কতোটুকু?
Please এখানে জানাবেন [email protected]
রিয়া আপু কে ধন্যবাদ ব্যাপারটা ধরতে পারার জন্যে…