রেজিস্টার চিঠির সাথে আমরা সকলেই তো পরিচিত। গুরুত্বপূর্ণ কোন চিঠি পাঠাতে হলে আমরা সাধারণত চিঠিটি রেজিস্ট্রি করে পাঠায়, এতে নিশ্চিত হওয়া যায় চিঠিটা আসল প্রাপকের হাতেই পড়েছে কিনা। একই সেবা আপনি ই-মেইলের ক্ষেত্রেও পেতে পারেন একদম ফ্রিতে।
আপনি গুরুত্বপূর্ণ একটা মেইল পাঠাচেছন, কিন্তু ঠিক নিশ্চিত নয় সে আসলে মেইলটা রিসিভ করবে কি করবে না। সে যদি মেইল বক্স না খোলে তাহলে আপনি হয়তো বিকল্প কোন পন্থায় যোগাযোগ করবেন। তবে তার আগে জানা দরকার, আপনার পাঠানো মেইলটা প্রাপক রিসিভ করেছে কি করেনি।
Spypig আপনাকে এই কাংখিত সেবাটি দিবে। এটি একটি ই-মেইল ট্রাকিং সিস্টেম, পাঠানো ই-মেইলটা প্রাপক খোলার সাথে সাথে আপনার মেইল বক্সে একটা notification email চলে আসবে।
বিদ্র: অনেক সময় spam ফোল্ডারে মেসেজটা থাকে। তাই নটিফিকেশন কাংখিত সময়ে না পেলে spam ফোল্ডারে চেক করে দেখুন।
নিত্য নতুন ট্রিকস জানুন আর Computer tips & tricks এর সাথেই থাকুন।
আমি noor2729। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 45 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
খুবই কাজের টিউন । এমন টিউনই করবেন আশা করি।
বিনামূল্যে আধুনিক এবং রোমান্টিক সব ভিডিও গান ও সিনেমা ডাউনলোডের জন্য ভিজিট করুন
http://AllFreeVideo.tk