ব্লগিং স্কুল – হয়ে উঠুন একজন সফল ব্লগার [শেষ ক্লাস] :: হাল ছেড়ো না বন্ধু

ইচ্ছা ছিল কোর্সটা দীর্ঘ করতে কিন্তু বিভিন্ন সমস্যার কারনে ক্লাশ নেয়া এখানেই শেশ করতে হবে। জানি এতে অনেকেই আমার উপর রেগে যাবেন, এমন কি গালিও দিতে পারেন। তাই বলছি, ক্লাশ শেষ করলেও আপনাদের সাহায্যে আমি সবসময় প্রস্তুত থাকব। ব্লগিং স্কুলের ফেসবুক গ্রুপের মাধ্যমে আপনারা আমাকে সব সময় পাশে পাবেন। এই কোর্সটাতে আপনাদেরকে কিছুই শেখাতে পারি নি, কিংবা যতটুকু শেখাতে চেয়েছিলাম ততটুকু পারি নি। আমি চেস্টা করেছিলাম, আপনাদেরকে কিছু হলেও শেখাতে। হয়ত আমার উপস্থাপনা ভাল হয়নি, তাই আপনারা উপকৃত হন নি। আবার হতে পারে আমিই কিছু জানি না। যাই হক মনের আবেগে অনেক কথা বলে ফেললাম। ক্লাস শেষ করতে আমার খুবই খারাপ লাগছে, কিন্তু কিছুই করার নেই। আশা করি যতটুকু শেখানর চেস্টা করেছি, ততটুকুতে আপনি ব্লগিং করতে পারবেন। কিছু কিছু মানুষ আমার ব্লগিং স্কুলের বিপক্ষেও ছিল। যেমনঃ আমাকে এক ভাই বলেছিল আমি নাকি কপি-পেস্ট করে ক্লাস নেই। আমি তাকে বলব যে ভাই, আপনি পরের ক্লাসগুলি নেন। আবার অনেকের সুন্দর সুন্দর মন্তব্যও আমাকে লেখার অনুপ্রেরনা যুগিয়েছে। যাই হোক, ব্লগিং স্কুলের কোর্স শেষ করলেও আপনাদের মাঝে থাকব ইনশাআল্লাহ্‌। আশা করি আপনাদের মাঝথেকে একজন বিশ্বসেরা ব্লগার পাবো।
আসলে ব্লগিং কেউ কাউকে শেখাতে পারেনা। সফলতা নির্ভর করবে আপনার যোগ্যতা ও ইচ্ছা-শক্তির উপর। আপনি যদি হাল ধরে থাকেন নিশ্চয়ই একদিন সফলতা পাবেন। এইতো, আর কিছুই বলার নেই। পরবর্তীতে আমি ব্লগিং সম্পর্কিত পোস্ট নিয়ে আবার হাজির হব ইনশাআল্লাহ্‌। সকলের শুভকামনায় বিদায় নিচ্ছি।

Level 0

আমি অবুঝ বাঙালী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 35 টি টিউন ও 161 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

we miss u…but pls countinue…abuj hoye o khokon bujhte hoi.. 🙁

Level 0

ভাই আমি আপনার ”ব্লগিং স্কুল – হয়ে উঠুন একজন সফল ব্লগার” এর সব গুলো পর্বই এখন দেখলাম ,জানিনা কার কাছে কেমন লেগেছে কিন্তু আমার কাছে আনেক ভাল লাগলো ।সত্যকথা বলতে গেলে পোষ্টতো অনেকেই করে কিন্তু কয়জন মানুষকে আপনার মত পরিপূর্ণ ভাবে বুঝাতে পারে । ভাই আমি আপনার সাথে যোগাযোগ করতে চাই । দয়া করে আপনার মোবাইল নাম্বারটা যদি ……………

    @REJA121: ধন্যবাদ আপনাকে। আপনাদের জন্য আমার মবাইল সবসময় খোলা থাকবেঃ ০১৭৫৯৫৫০৫৪৭

ভাই কাজটা কি ঠিক করলেন 😕 🙁