কয়েকমিনিটে নিজেই তৈরী করুন ওয়ার্ড প্রেস থিম তাও আবার কোনরকম HTML, CSS আর PHP না জেনেই

গত কয়েকদিন আগে ওয়ার্ড প্রেস থিম তৈরীর জন্য কোন ইজি আর শটকার্ট টুল খুজছিলাম। পেয়েও যাই বেশ কিছু সফট আর ওয়েবও্যার। তাই ভাবলাম তারই কয়েকটি শেয়ার করি সবার সাথে সেই অনুযায়ী ওয়ার্ড প্রেস থিম তৈরীর কয়েকটি ওয়েবওয়্যার নিয়ে আমার এই টিউনটি করা।

ঈভোসচাপ

Wordpress Theme Generator - Create your own WordPress Theme._1266354570516

এটা ওয়ার্ডপ্রেস থিম ডিজাইনের সবচাইতে সহজ পদ্ধতি বলেই আমার কাছে মনে হয়েছে। এখানে কোন রেজিষ্ট্রেশনের প্রয়োজন নেই শুধু পাশের মেন্যু থেকে টেক্সট, ব্যাকগ্রাউন্ড, বডি, সাইডবার মেন্যু, রং, ট্যাগ ও সার্চ সহ অন্যান্য প্রয়োজনীয় অপশন ইচ্ছেমত সিলেক্ট করে সেভ করুন ইচ্ছে করলে সেভ করার আগে প্রিভিউও দেখতে পারবেন প্রয়োজনে। সেভ করার পর আপনার তৈরী থিমটির জিপ ফোল্ডারের ডাউনলোড লিংক আসবে। এবার ডাউনলোড করে নিন।

থিম জেনারেটর

Theme-generator -- WordPress_1266418769358

এটিও ওয়ার্ডপ্রেস থিম ডিজাইনের আরো একটি সহজ অনলাইন টুল। এখানেও পাশের মেন্যু থেকে টেম্পলেট, হেডার, ফুটার,ব্যাকগ্রাউন্ড, সাইডবার ইচ্ছামত সব সিলেক্ট করে সেভ এবং জেনারেট করলে থিমের জিপ ফোল্ডারের ডাউনলোড লিংক চলে আসবে। এই থিমটি এখানে আবার পরে এডিটও করা যাবে।

টেম্পলেটআর

Web2.0 - templatr - Template Generator_1266418904560

এখানেও পছন্দমত লেআউট, সাইডবার, টেম্পলেট, ব্যাকগ্রাউন্ড ইত্যাদি এডিট করে নিজের পছন্দমত থিম বানিয়ে তারপর ডাউনলোড করা যাবে।

পিক্সোপয়েন্ট থিম জেনারেটর

Theme generator - Just another WordPress weblog_1266442373679

এটাও সেই একই কাহিনী পাশের মেন্যু থেকে নিজের খুশীমত টেম্পলেট, হেডার, ফুটার, সাইডবার সব এডিট করে সাবমিট এবং সেভ।

বিঃ দ্রঃ "HTML, CSS আর PHP না জেনেই" এ কথাটি শুধু এই সাইটগুলোর সুবিধা বোঝানোর জন্য বলা হয়েছে এর মাধ্যমে কাউকে HTML, CSS আর PHP না জানতে বা না শিখতে উৎসাহিত করা হচ্ছে না মোটেই। বরং শটকার্ট টুল ব্যাবহার করার পাশাপাশি HTML, CSS আর PHP শেখা উচিৎ।

Level 0

আমি প্রযুক্তি প্রেমী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 136 টি টিউন ও 2157 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভালো জিনিস … কিন্তু ভাইয়া, কোনরকম HTML, CSS আর PHP না জেনে আর কতো দিন … ভালো এবং ভবিষ্যতে ভালো কিছু করতে হলে HTML, CSS আর PHP শেখার কোন বিকল্প নাই ।

    আপনি মনে হয় পুরো টিউনটি দেখেননি তাই নিচের লেখাটি খেয়াল করেন নি। কিন্তু ভাই আমরা যারা প্রফেশনাল তারা হয়তো HTML, CSS আর PHP জানি এবং জানার চেষ্টা করি বিন্তু যারা প্রফেশনাল নয় বা এখনো জানেননা তাদের কি হবে? HTML, CSS আর PHP এর শটকার্ট নিয়ে এত সাইট বা এত টুল কিন্তু এমনি এমনি তৈরী হয়নি 🙂 , ধন্যবাদ মন্তব্যের জন্য

আমার কাছে একটা সফটওয়ার আছে যা দিয়ে আমি Joomla,wordpress.blogger,Dotnet,Drupal,HTML,ASP.net সহ যে কোন Template তৈরি করতে পারি। আর তাও একেবারে Professional যারা MS ofice 2007 ব্যবহার করে তারা পারবে সহজে।

    সফটটা আর্টিস্টার নাকি অবশ্য ওয়েব পেজ মেকারেও এটা সম্ভব এছাড়াও আরো অনেক সফট রয়েছে এধরনের আশা করছি টিউন করে আমাদের সাথে শেয়ার করবেন আপনারটা। ধন্যবাদ আপনাকে।

    তাহলে সেটা আলমারি থেকে বের করেন টেকটিউনসের জন্য।

    ঠিক আর্টিস্টার
    তবে আরেকটা আছে শুধু জুমলার জন্য Joomla templete maker

    @নাদিম আর্টিস্টার সহ আরো বেশ কিছু সফট নিয়ে আমার একটা টিউন আছে

আর্টিস্টার নিয়ে আমার টিউনটাও দেখতে পারেন।
https://www.techtunes.io/web-design/tune-id/13000/

উপরের কোন সাইটটা সবচে ভাল?

    Level 2

    সবাই সবার অভিজ্ঞতা থেকে সেরাটা শেয়ার করছেন। এখন আমাদের সবারটা থেকে নিজের জন্য সেরা কোনটি সেটাই নির্বাচন করাটাই উত্তম আমি মনে করি। কি বলেন ভায়া……………… 🙂

    প্রথমটাই বেশী ভাল আমার মতে

হুম …….. শাকিল আরো একটা হিট দিল তাহলে

চমৎকার একটা টিউন উপহার দিলেন। এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

বিনামূল্যে আধুনিক এবং রোমান্টিক সব ভিডিও গান ও সিনেমা ডাউনলোডের জন্য ভিজিট করুন

http://AllFreeVideo.tk

ভাই আপনার টিউন অনুযায়ী থিম বানিয়ে ডাউনলোড করলাম।এখন বুঝতে পারছিনা থিমটা কিভাবে আমার ব্লগ সাইটে সংযোজন করবো।উল্লেখ্য আমি ওয়ার্ডপ্রেস ফ্রী ভার্ষন ব্যবহার করি।দয়া করে সাহায্য করুন।এখানে লিখুন অথবা মেইল করুন [email protected] ধন্যবাদ।

    ভাই আমরা সবাই ওয়ার্ডপ্রেস ফ্রী ভার্ষন ব্যাবহার করি………

shakil bhai,
1.techtunes style er theme create kora jabe kivabe? member login,directory shoho.

2.theme bananur por upload nie keu help korle khub valo hoto.