কি? Title দেখে চমকে গেলেন?বন্ধুরা,তাহলে এখনই পরীক্ষা করে দেখুন। http://www.kuripotxt.net এই সাইট visit করুন।সবচেয়ে মজার ব্যাপার হল যে, এখান থেকে এসএমএস পাঠাতে registration প্রয়োজন হয়না।
এইবার আমার experience থেকে বলি,মাঝে মাঝে technical error এর জন্য এসএমএস send হয়না।International এসএমএস এর ক্ষেত্রে প্রথমে sending failed আসলেও পরে আবার পাঠালে এসএমএস send হবে।আর যদি তাতেও কাজ না হয়,তাহলে আরেকটু কষ্ট করতে হবে।IP Address hide করার software দিয়ে IP change করে নিন।তবে IP Hide করার প্রয়োজন পরবে না।কারন,আমাকে IP Hide করতে হয়নি এখন পর্যন্ত।
যারা আগে থেকেই এটা জানেন,তাদের জন্য নতুন কিছু না।কিন্তু,যারা আজই জানলেন তারা হয়ত উপকার পাবেন।
আমি techtunes এর নতুন member,সপ্তাখানেক হল join করেছি।তাই ভুল ক্ষমা করবেন।আপনাদের help পেলে next time ভাল কিছু করার প্রয়াস পাব।
আমি Fortune Hunter। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 277 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অনেক পুরান কথা। নতুন করে শুনলাম।
এখান থেকে আর sms যায়না।
ধন্যবাদ।