আইপি হাইড এখন হাতের মুঠোয় (মডেম/LAN Connection/কেবল কানেকশন সার্পোটেড)

এটা আমার প্রথম টিউন, জানি না আপনাদের কেমন লাগবে...ভাল হলে মন্তব্য করবেন।

আইপি হাইড করতে এখন আপনাকে আর আলাদা কোনো সফটওয়্যার ব্যাবহার করতে হবে না। শুধু মাত্র আপনার ব্রাউসারে এই সুবিধা পেতে পারেন ১ ক্লিকেই। এই আইপি হাইডের কাজটি করে থাকে আমদের পরিচিতো ব্রাউসার অপেরা। আর এজন্য আপনাকে আলাদা ভাবে কোনো Widgets ইনস্টল করতে হবেনা। শুধূমাত্র আপনাকে অপেরা এর সর্বশেষ ভার্সনটি ব্যবহার করতে হবে। সর্বশেষ ভার্সন পেতে http://www.opera.com/browser/next এখানে যান।

প্রথমে আপনি অপেরা ব্রাউসার ওপেন করে http://www.whatismyip.com যান এবং চেক করুন আপনার অরজিনাল আইপি।

তারপর অপেরা টারবো চালু করুন।

এরপর আবার http://www.whatismyip.com যান এবং দেখুন আপনার আইপি চেনজ হয়েছে।

ভালো লাগলো কিনা বলবেন।

Level 0

আমি শাওন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 146 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Student


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই, টারবো অন করলে এক আইপি আর অফ করলে অন্য আরেকটা…এছাড়া অন্য কোন change নাই । আইপি হাইড করার যে সব উদ্দেশ্য, তা কি মাত্র দুটো অ্যাড্রেস দিয়ে হবে ?

    সফটওয়্যার ছাড়া যতটূকূ পাওয়া ততটুকু কি ভালো নয়। এছাড়া অনেক সফটওয়্যার আছে যে এতোটুকুও কাজ করে না।

ভাল,চালিযে জান