১০০% ফ্রি VPS – ১৪ দিনের জন্য নিয়েনিন Linux বা Windows VPS সম্পূর্ন ফ্রিতে

Cloudup ইটালিয়ান বেজ ক্লাউড সার্ভিস প্রভাইডার. ক্লাউডআপ তাদের কার্যক্রম ১৯৯৬ সালে চালু করে ইন্টারনেট সার্ভিস প্রভাইাডার হিসেবে, ক্লাউডআপ’এর উল্লেখযোগ্য সার্ভিসের মধ্যে কানেক্টিভিটি সলিউসন, ডেটা সেন্টার ও টেলিফোনি সার্ভিস অন্যতম। ক্লাউডইপ’এর ৫০০ উপর চলমান সার্ভার আছে যা ১০০% আপটাইম সাপর্টেড। যাইহোক আপনি এখন ক্লাউডআপ’এর কাছ থেকে ১৪ দিনের জন্য ফ্রি লিনাক্স বা উইন্ডোজ VPS নিতে পারেন। সাইন আপের জন্য সুধু একটি মোবালই নম্বর ও ইমেইল প্রয়োজন। তো চলুন শুরুকরি::::

কিভাবে ক্লাউডআপ থেকে ফ্রি VPS রেজিস্ট্রেশন করবেন

প্রথমে এই লিংকটি তে যান http://www.cloudup.it/ ( এখানে যাবার আগে নিচের রঙ্গিন লেখাটুকু পড়ুন)

ক্লাউডআপ’এর ইটালিয়ান সার্ভিস হওয়ার কারণে এর অফিসিয়াল পেজ ইটালিয়ান ভাষায়, যা আমাদের বোধগম্য হবেনা। তাই ক্লাউডআপ’এর পেজ দেখতে হলে গুগল ট্রন্সেলেটর ব্যবহার করুন http://translate.google.com/ অথবা এই পেজটি সরাসরি গুগল ক্রম ব্যবহার করে ব্রাউজ করুন কারণ গুগল ক্রম অটোমেটিক পেজট্রানসেলেসনের অপশন সাপোর্ট করে।
1.পেজটিতে যাবার পরে ইমেইলের ঘড়ে আপনার ইমেইল টি দিন ও “FREE TRIAL” বাটনে ক্লিক করুন.

2. এরফলে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে পরবর্তী পেজে আপনাকে নিয়ে যাওয়া হবে (http://console.cloudup.it/cloudup/customer/signup). এখান থেকে Linux অথবা Windows সার্ভার অপারেটিং সিলেক্ট করুন. তারপর আপনার একাউন্টকে সক্রিয় করতে আপনার মোবাইল নম্বর দিন (মোবাইল নম্বর দেয়ার পাশে যে ড্রপ ডাউন বক্স আছে সেখান থেকে “BD” সিলেক্ট করুন, BD মানে বাংলাদেশ) , মোবাইল নম্বর দিন এভাবে 171XXXX (ধরুন আপনা মোবাইল নম্বর হল 01718XXXXXX কিন্তু আপনি লিখবেন এভাবে 1718XXXXXX – সোজা কথায় 0 বাদদিয়ে মোবাইল নম্বরটি লিখুন)। আপনার প্রদত্ত মোবাইল নম্বরে রেজিস্ট্রেশন শেষে একটি ভেরিফিকেশন SMS আসবে।

3. এবার এদের টার্মস এন্ড কন্ডিসনস সিলেক্ট করুন ও “Register” বাটনে ক্লিক করুন.

4. তাহলে আপনার ইমেইলের ইন-বক্সে একটি কনফার্মেশন লিংক সহ ইমেইল চলে আসবে এবং একই সময়ে আপনার প্রদত্ত মোবাইলেও একটি SMS আসবে।

5. এবার আপনার ইমেইল ইন-বক্স চেক করুন. (আপনি যদি Gmail এর ইমেইল ব্যবহার করেন তবে মেইলটি স্প্যাম মেইল হিসেবে আসবে তাই Gmail এর জন্য স্প্যাম চেক করুন।)

6. এবার ইমেইলটি খুলুন ও একাউন্টটি একটিভ করার জন্য একটিভেশন লিংকে ক্লিক করুন এর ফলে একটিভেশন পেজ পাবেন, সেখানে আপনার কাছে একটি কোড চাওয়া হবে যে কোডটি ইতি পূর্বে আপনার মোবাইলে SMS এর মাধ্যমে পাঠানো হয়েছে। এখানে ঐ কোডটি লিখুন ও কনটিনিউ করুন।

7. ব্যাস! আপনার প্রাথমিক কাজ শেষ, একাউন্ট একটিভ হয়ে গেছে। আপনি এখন আপনার একাউন্ট কন্ট্রোল প্যানেলে প্রবেশ করতে পারবেন। কিন্তু VPS পুরোপুরি সেটআপ হতে সর্বচ্চ ৩০ মিনিট সময় লাগবে তাই সর্বচ্চ ৩০ মিনিট অপেক্ষা করুন ও আপনার ইমেইল একাউন্ট আবার চেক করুন, নতুন একটি ইমেইল পাবেন যাতে VPS এ লগইন করার আইপি, ইউজার ও পাসওয়ার্ড দেয়া থাকবে।

কিভাবে VPS এর সাথে কানেক্ট হবেন

যদি আপনি Windows VPS সিলেক্ট করে থাকেন তবে নিচের পদক্ষেপ গুলো নিন।

Click “Start”> All Programs> Accessories> Remote Desktop Connection
> Enter the IP address
> Select the Administrator user
> Enter the password

ব্যাস সব কাজ হয়ে গেল এবার মনের ইচ্ছেমত সাধের VPS ব্যবহার করুন।

Level 0

আমি NGN-BD। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 50 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Thanks

Level 0

Welcome

ভাই ভিপিএস দিয়ে কি করে? বিস্তারিত বলা যায় না?

Level 0

VPS=Virtual Private Server

Usefull…

ভাই আমার নাম্বারে মেসেজ আসতেছে না

vaia kono box pacci najust italian er code ase BD r nai 🙁 plzz hlp me