এবার এলো গুগল বাজ : ফেসবুক ও টুইটারের সঙ্গে সরাসরি প্রতিযোগিতায় গুগল

জিমেইলে আমার বাজ।

এবার ফেসবুক ও টুইটারের সঙ্গে সরাসরি প্রতিযোগিতায় অংশ নিতে সার্চ জায়ান্ট গুগলের বাজীর ঘোড়াটির নাম গুগল ‘বাজ’ বলেই জানা গেছে (Google Buzz)। যা আদতে ফেসবুক এবং টুইটারের একটি মিলিত রূপ। খবর বিবিসি টেকনোলজি এবং দ্যা টেলিগ্রাফ অনলাইনের।

সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, জিমেইলের মধ্যেই গুগল বাজ-এর সেবা যুক্ত হওয়ার ফলে, জিমেইল ব্যবহারকারীরা নতুন রেজিস্ট্রেশন ছাড়াই গুগলের এ সেবাটি উপভোগ করতে পারবেন।

বাজ এর আওতায় ব্যবহারকারীরা টুইটার অ্যাকাউন্ট থেকে স্ট্যাটাস বা তথ্য আপডেট, গুগল পিকাসা বা ইয়াহুর ফিকার থেকে ছবি শেয়ার, ইউটিউব থেকে ভিডিও শেয়ার করার সুবিধাদি পাবেন। এছাড়াও ব্যবহারকারী পছন্দমতো সরাসরি (পাবলিকলি) অথবা গোপনেও (প্রাইভেটলি) তথ্য শেয়ার করতে পারবেন। বাজ প্রাথমিকভাবে গুগল ব্যবহারকারীর কন্টাক্ট লিস্ট থেকেই সবাইকে বন্ধু হিসেবে যোগ করে নেবে। তবে পরে ব্যবহারকারী নতুন বন্ধু খুঁজে নিতেই পারবেন ফেসবুকের মতো।

জানা গেছে, শুধু তাই নয়, বাজ এসেছে মোবাইলেও। গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের মোবাইল সেট এবং আইফোনের জন্যও গুগল ‘বাজ’ বেরিয়েছে। মোবাইল থেকে স্ট্যাটাস আপডেটের বাড়তি সুবিধা হলো, এতে মোবাইলের অবস্থান থেকেই স্থানের নাম যুক্ত হয়ে যাবে প্রোফাইলের সঙ্গে। ফলে, আপনি কোথায় আছেন তা আলাদা করে বলার প্রয়োজন হবে না। এছাড়াও এতে গুগল ম্যাপস ব্যবহার করে কাছাকাছি অবস্থানরত বাজ ব্যবহারকারীদের সঙ্গে যুক্ত হওয়ারও সুবিধা রয়েছে।

বিবিসি জানিয়েছে, ‘বাজ’ সেবাটি ওয়েবে ছাড়ার মধ্য দিয়ে প্রায় ৪০ কোটি ব্যবহারকারীসমৃদ্ধ ফেসবুকের সঙ্গে সরাসরি প্রতিযোগিতায় চলে এলো সার্চ জায়ান্ট গুগল। বাজ ব্যবহার করতে ব্যবহারকারীর একটি জিমেইল একাউন্টই যথেষ্ট। সংবাদমাধ্যমটি জানিয়েছে, এই মুহুর্তে বিশ্বে প্রায় ১৭ কোটির মতো জিমেইল ব্যবহারকারী রয়েছেন। অর্থাৎ, গুগল বাজ ইতিমধ্যেই ১৭ কোটি ব্যবহারকারী পেয়েই গেছে। কারণ, জিমেইল ব্যবহারকারী তার ইনবক্সে ঢুকলেই গুগল বাজেও একই সঙ্গে লগড ইন হয়ে যাবেন। সেক্ষেত্রে গুগল বাজ-এর ব্যবহারকারী ১৭০ মিলিয়ন বললে পুরোপুরি ভুল হবে না।

তবে গুগল তাদের বাজ এর ওয়েবসাইটে জানিয়েছে, এখন পর্যন্ত সব জিমেইল একাউন্টে বাজ সেবাটি যুক্ত করা হয়নি। জিমেইলে বাজ যোগ করার কাজ এখনো চলছে এবং একজন ব্যবহারকারী যে কোনো সময় তার জিমেইলে বাজ সেবাটি দেখতে পাবেন। জানা গেছে, জি মেইলের ইনবক্সের নিচেই ‘বাজ’ নামে আলাদা একটি অপশন যোগ করা হচ্ছে যেখানে কিক করে ব্যবহারকারী একই উইন্ডোতে জিমেইল এবং বাজ সেবাগুলো উপভোগ করতে পারবেন।

সূত্রঃ বিডিনিউজটোয়েন্টিফোর টেকনোলজি

তবে আমি ইতিমধ্যেই পেয়ে গেছি গুগল বাজ। এক কথায় অসাধারণ লাগছে। অন্তত ফেসবুকের জন্য আলাদা একটি ট্যাব খুলে রাখতে হচ্ছে না। মনে হচ্ছে অরকুটের ব্যর্থতার পর এবার সত্যি সত্যিই ফেসবুককে ধাক্কা দেবে গুগল। ইতিমধ্যেই জিমেইল ব্যবহারকারীরা বাজ-এরও ব্যবহারকারী! কি চালাক গুগল!

Level 0

আমি মো. আমিনুল ইসলাম সজীব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 83 টি টিউন ও 201 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 7 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

BUZZ …… BUZZ…..BUZZ

ডিজাইটা পছন্দ হয় নাই।

অরকুটের ব্যর্থতা মনে হয় মুছে গেল।

এখনো লগইন হই নাই……সো নো কমেন্ট……
……………………………………………
http://www.airpurifier.tk
……………………………………………
http://www.alarmsystem.tk
……………………………………………
http://www.alternativeenergy.tk
……………………………………………

buzzing