শিক্ষা গ্রহনের ধরন দিনে দিনে পরিবর্তিত হচ্ছে। পাবলিক লাইব্রেরীতে গিয়ে মোটা মোটা বইয়ের মাঝে ডুবে থাকার চাইতে অনলাইনে বিভিন্ন ওয়েব সাইটকে শিক্ষা গ্রহনের কাজে লাগাচ্ছে শিক্ষার্থীরা। এতে করে একদিকে যেমন সময়ের সাশ্রয় হচ্ছে, তেমনি অন্য দিকে হাতের কাছেই পাওয়া যাচ্ছে বিভিন্ন শিক্ষা উপকরন। উইকিপিডিয়ার মত তথ্যবহুল সাইটগুলো সম্পর্কে আমরা প্রায় সবাই জানি। তবে জনপ্রিয় সাইটগুলোর পাশাপাশি আরও অনেক ছোট-বড় সাইট এবং টুল রয়েছে যেগুলো শিক্ষার্থীদের কাজে লাগার মত। এমনই কয়েকটি টুলস এবং ওয়েব সাইট নিয়ে এই পোস্ট।
Fold.it মূলত একটি শিক্ষা উপকরনের পাশাপাশি একটি মজার খেলা। প্রোটিনকে আরো ভাল ভাবে বুঝার ক্ষেত্রে এটি শিক্ষার্থী এবং গবেষকদের সহায্য করবে। পূর্বের বর্ননা অনুযায়ী প্রটিন মলিকিউল করাই এই টুলের কাজ।
ডায়নামিক পিরিয়ডিক টেবিল বিভিন্ন রাসায়নিক উপাদানকে আলাদাভাবে শিখতে সাহায্য করে। এছাড়াও এগুলোকে বিভিন্ন গ্রুপ এবং এগ্রেগেট স্টেটে হাইলাইট করা যাবে। যেকোন একটি উপাদান অথবা গ্রুপে ক্লিক করলে উইকিপিডিয়ার পাতা সহ একটি উইন্ডো খুলে যাবে।
গাণিতিক কোন সমস্যায় পড়েছেন ? সমাধান এখন একদম সোজা। Mathway তে গিয়ে Enter Problem বক্সে আপনার প্রবলেম স্টেটমেন্টটি লিখে সাবজেক্ট নির্বাচন করুন। তারপর Answer বাটনে ক্লিক করুন। সমস্যার সমাধানের পাশাপাশি যেসব ধাপ অনুসরন করা হয়েছে সেগুলোও দেখিয়ে দেয়া হবে 😀
এটি একটি শক্তিশালী ডেস্কটপ ক্যালকুলেটর। বিভিন্ন গানিতিক সমস্যা সমাধানে এর রয়েছে একটি সমৃদ্ধ লাইব্রেরী।
ভাষা শেখার জন্য এটি একটি সোশ্যাল নেটওয়ার্ক। এখানে আপনি নিজে একটি ভাষা শেখার পাশাপাশি আপনার নিজের ভাষা শিখতে অন্যদের সাহায্য করতে পারেন।
ইংরেজী ভাষার শব্দ শেখার ক্ষেত্রে এটি সাহায্য করতে পারে। এটি আপনার অগ্রগতি এবং দূর্বলার রেকর্ডও সংরক্ষন করবে।
আপনার লেখার দক্ষতা বৃদ্ধিতে এই ব্লগটি যথেস্ট সহায়ক হবে। এছাড়াও এটি বিভিন্ন ইংরেজী শব্দ এবং এর ব্যবহার নিয়ে আলোচনা করে। গ্রামার শেখার জন্য এখানে একটি ফ্রী ই-বুক পাবেন।
এখানে জ্ঞান অর্জনের পাশাপাশি আপনার নিজের জ্ঞান শেয়ার করতে পারবেন। অন্যদের প্রদান করা শিক্ষা উপকরন আপনি পড়তে পারবেন এবং আপনার প্রদান করা উপকরন অন্যরা পড়তে পারবে।
আমি ইমতিয়াজ মাহমুদ সজিব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 98 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
thanks for sharing these useful sites….