ব্লগিং স্কুল [৩য় ক্লাস] :: ব্লগস্পট দিয়ে শুরু করুন

সবাইকে ভালবাসা দিবস এর বাসি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ব্লগিং স্কুলের ৩য় ক্লাস। আজকে আমরা ব্লগিং শুরু করা নিয়ে আলোচনা করব। আপনারা ইতিমধ্যেই ফ্রি ব্লগিং প্লাটফর্ম ব্লগস্পট সম্পর্কে যেনে গেছেন। আজকে ব্লগস্পট নিয়েই আলোচনা করব।

ব্লগস্পট কি?

ব্লগস্পট কি? ব্লগস্পট হল সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগলের একটি ফ্রি ব্লগিং প্লাটফর্ম। বর্তমানে যতগুলো ফ্রি ব্লগ সার্ভিস আছে তার মধ্যে সেরা হল ব্লগস্পট। ব্লগস্পটের লিঙ্ক হলঃ http://www.blogger.com এখানে আপনি ফ্রিতে আপনার প্রথম ব্লগটি সুন্দরভাবে তৈরি করতে পারবেন। কোন প্রোগ্রামিং জ্ঞান ছাড়াই এখানে একটি খুব সুন্দর মানের ব্লগ তৈরি করা সম্ভব।

 ব্লগস্পট এর সুবিধাঃ

ব্লগস্পট এর মালিক গুগল চেষ্টা করে গ্রাহক কে সর্বচ্চো সুবিধা দেয়ার। আপনি ব্লগ ডিজাইনে ব্লগস্পট থেকে মোটামুটি পূর্ণ স্বাধীনতা পাবেন। ব্লগস্পটের রয়েছে বেশকিছু নিজস্ব থিম। এছাড়া ইন্টারনেটে ফ্রিতে অসংখ্য থিম পাওয়া যায়। আপনি যেকোনো একটি থিম নিয়ে ব্লগিং শুরু করে দিতে পারেন। ব্লগস্পোত এর রয়েছে হাই পারফর্মেন্স সার্ভার। আর সবচেয়ে বড় কথা হল এটি এসইও ফ্রেন্ডলি ব্লগিং প্লাটফর্ম, ফলে গুগল থেকে আপনি পাবেন অসংখ্য ভিজিটর। অনেক ব্লগ আছে যেগুলি টাকা দিয়ে তৈরি ব্লগ এর চেয়েও বেশী ভিসিটর পায়। তাই আমি আপনাদের ব্লগস্পট দিয়েই ব্লগিং শুরু করার কথা বলব। তাছাড়া অনেকে প্রথমেই টকা খরছ করতে চায় না, তাদের জন্য তো অবশ্যই ব্লগস্পট।

কেন এটি সেরা?

অনেকেই হয়ত প্রশ্ন করতে পারেন যে, কেন এটি সেরা? আমি বলব এর মালিক গুগল তাই এটি সেরা। এর ইন্টারফেস আপনার পছন্দ না হলেও এটি সেরা, কারন এর মালিক গুগল। আপনারা আবার বলতে পারেন যে গুগল বলেই সেরা? হ্যাঁ, কারন ব্লগের প্রাণই হচ্ছে ভিজিটর। আপনি যদি কোন ভিজিটর না পান, তাহলে সুন্দর ডিজাইন আপনার কোন কাজে আসবে না। গুগল ব্লগসট কে যে চোখে দেখবে অন্যান্য ফ্রি ব্লগকে নিশ্চয়ই সেই চোখে দেখবে না। ফলে ভিজিটর কিন্তু ব্লগস্পটেই বেশী পাঠাবে। আর আপনারা নিশ্চয়ই জানেন যে, গুগল ই সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন। তাই আগেই ভাবুন, পরে ব্লগস্পটের দিকে এলে আপনিই পিছিয়ে পরবেন। ব্লগস্পটে রয়েছে ডোমেইন পারকিং এর সুবিধা, যা অনেক জায়গাতেই নেই। আর এটি সম্পূর্ণ ফ্রি। গুগল আপনার কাছ থেকে একটি টাকা চাইবে না, বা কোন প্রকার সুবিধা দাবি করবে না। সব বিষয় চিন্তা করে বলা যায়, ফ্রি ব্লগিং প্লাটফর্ম হিসেবে ব্লগস্পটই সেরা।

এখান থেকে কি আয় করা সম্ভব?

হ্যাঁ, ব্লগস্পট এর আরেকটি সুবিধা হল এখান থেকে প্রচুর আয় করা সম্ভব। আপনার ব্লগ যদি গুনগত মান-সম্মত হয়, তাহলে আপনি গুগল এর কাছে বিজ্ঞাপনের জন্য আবেদন করতে পারবেন। তাছাড়া আপনি অন্যান্য বিজ্ঞাপন সংস্থা থেকেও এখানে বিজ্ঞাপন দিতে পারেন। এজন্য গুগল আপনার কাছ থেকে টাকার ভাগ চাবে না। অনেক ব্লগার আছেন যারা ব্লগস্পট এ ব্লগিং করেই মাসে লক্ষ লক্ষ টাকা আয় করছেন। আমার এক ফ্রেন্ড আছে, যে গত মাসে ৬০ হাজার টাকা আয় করেছে তার দুইটা ব্লগস্পট ব্লগ থেকে। তাই আপনাদের বলব ব্লগস্পটে অন্যান্য প্রফেশনাল ব্লগ এর মতই আয় করা যায়।

কিছু অসুবিধাঃ

সব কিছুতেই একটু অসুবিধা থাকে, তারপরে এটি ফ্রি সার্ভিস। এর অসুবিধা গুলি নিম্নে দেয়া হলঃ

  • এখানে আপনি সহজেই অন্যদের লেখার সুযোগ দিতে পারবেন না।
  • এখানে আপনি ওয়ার্ডপ্রেসের মত সম্পূর্ণ স্বাধীনতা পাবেন না।
  • এখানে গুগলের নির্ধারিত নিয়ম-কানুন গুলি মেনে চলতে হবে।
  • নিয়ম ভঙ্গ করলে আপনাকে ব্যান করা হতে পারে।
  • সম্পূর্ণ প্রোগ্রামিং সুবিধা পাবেন না।
  • ব্লগিং ইন্টারফেস পরিবর্তন করতে পারবেন না।
  • আপনি শুধুমাত্র ডিজাইন টাই কাস্টমাইজ করতে পারবেন।

এর পরেও ব্লগস্পটই সেরা, কারন অন্যান্য জায়গায় এর চেয়েও বেশী অসুবিধা আপনার জন্য অপেক্ষা করছে।

আজকে ক্লাস এখানেই শেষ করছি। আগামী ক্লাসে ব্লগস্পটে একটি সম্পূর্ণ ব্লগ তৈরির নিয়মাবলি দেয়া হবে। আগামী ক্লাসের আমন্ত্রন জানিয়ে আজ এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।

সৌজন্যেঃ ব্লগিং স্কুল

Level 0

আমি অবুঝ বাঙালী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 35 টি টিউন ও 161 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

চমৎকার পোস্টের জন্য ধন্যবাদ। Waiting for next post.

waiting for next tune. I’ve a blog in blogspot but want to know from ur upcoming tune how to give it a good look. Thanks

Level 0

পোস্ট টি অনেক ভাল লাগলো। তবে ভাইয়া একটা বিষয় জানতে চায়। সেটা হচ্ছে ফ্রী ব্লগ করলে ভালো নাকি ডমেইন কিনে ব্লগ করলে ভালো হবে?

Level 0

ভাল লাগলো।আপনার সাথেই আছি।চালিয়ে যান।

পৃথিবীর সবথেকে ফালতু ব্লগিং প্লাটফর্ম হচ্ছে ব্লগস্পট । একমাত্র ফ্রী ডোমেইন , হোস্টিং , যদু মধু না বুঝেই ব্লগ বানিয়ে ফেলা যায় আর গুগলের প্রতিষ্ঠান বলে যা জনপ্রিয়তা । নাহলে কেউ এই জিনিস ছুয়েও দেখতো না ।

    @ক্রিস্টাল হার্ট: আপনি না ছুলে নাই। কিন্তু সহজ ইন্টারফেসের জন্য অনেকেরই এটা পছন্দ। আর আমি ব্লগস্পট এ ব্লগ করার জন্য কাউকে জোর করছি না। ব্লগিং শেখানোর স্বার্থে আমি সব বিষয় নিয়েই আলোচনা করব। ধন্যবাদ। আর আমার মনে হয়, ব্লগস্পট এ যেই পরিমান ভিজিটর পাবেন অন্যান্য ফ্রি ব্লগ এ এতখানি পাবেন না।

    Level 0

    @ক্রিস্টাল হার্ট: apni jodi bolen je blogspot faltu, jene rakhun ami apnar biruddhe juddho ghosona korbo. Jekono bisoy e apni wordpress er compare korte paren. Ar sob cheye boro arubidha ete php support kore na.

Level 0

thank you for this nice post…. but i wish the length of blogging class will be increased.

Level 0

আমরা বাঙ্গালি সবসময় ফ্রি ভালবাসি, শুরুতেই কেউ ইনভেষ্ট করতে চাই না । তাই আমি মনে করি নবীনদের শেখার জন্য ব্লগস্পট আর্শিবাদ সরুপ । ধন্যবাদ ৩য ক্লাশে ।

Level 0

ভাই আমি যদি ব্লগস্পট এ ব্লগিং করি , পরবতিতে আমি কি আমার এই ব্লগ টি কি ওয়ার্ডপ্রেস এ ট্রান্সফার করতে পারব। আর বতমানে ফ্রী হস্টিং পাওয়া যায়। তাহলে কি ফ্রী হস্টিং এ ওয়েবসাইট খুলে ব্লগিং করতে পারব…?