গুগল এডসেন্স এর বিকল্প পর্ব-২(দুই)

টিউন বিভাগ ইন্টারনেট
প্রকাশিত
জোসস করেছেন

গুগল AdSense এর বিকল্পের তালিকাটি নিম্নে দেখুন। আমি এই তালিকাটি করেছি PPC, CPm এবং CPA ad রাজস্ব প্রোগ্রাম ভিত্তি করে । সুতরাং আপনি adsense এর বিকল্প হিসেবে কোন একটি আপনার পছন্দানুযায়ী ব্যবহার করে দেখতে পারেন । আশা করি ভালো ফল পাবেন। ইতিপূর্বে গুগল এডসেন্স এর বিকল্প পার্ট-১ এ AdBrite সম্বন্ধে আলোচনা করেছিলাম, প্রয়োজনে এই লিংকটি দেখতে পারেন: https://www.techtunes.io/internet/tune-id/18175/

নিম্নে উল্লেখযোগ্য গুগলি এডসেন্স এর ১৮৪টি বিকল্প (দ্বিতীয়াংশ):

eBay AdContext

eClickZ

Enhance Interactive

Enikos

eType Europe

eType USA

exoClick

ExpoActive

Fair Ads Network

Federated Media

FindItQuick

FineClicks

FluxAds

Gokita

Gorilla Nation

Her Agency

HispanoClick

Hyperbidder

IncentaClick*

IndustryBrains

InterClick

Integri

Interevco

JoeTec

Komli

Kanoodle

Kontera

Kowabunga!

LinkBliss

LinkLike

LinkShareAds *

LinkWorth

MaxBounty

MetaReward

Microsoft adCenter

Mirago *

MIVA *

MochiAds

Money4Banners

MoreNiche

MVAV Media

NeverblueAds

Nixxie *

Nuffnang

OneMonkey

Opt-Media

Oridian *

Oxado *

PayDotCom

PayPerPost

PayPopUp

PerformancingAds

Pheedo

Phorm

PointRoll

PopUpTraffic

Premium Network

PrimaryAds

ProfitCenter

Project Wonderful

PubMatic

Pulse 360

Quigo AdSonar

QuinStreet

Real Media *

RealCast Media

RealTechNetwork

Revenue Science

Revenue.net

RevenuePILOT *

ReviewMe

RevoClix

Right Media Exchange

Robert Sherman Company

ROI Rocket

Rydium *

ScribeFire

Searchfeed

Shareasale

Shopping.com

SpeedyAds

Sponsored Reviews

Strategic Affiliates

Targetpoint *

Text Link Ads

Textads Dot Biz

TextWise

Clicksor:  Clicksor current leaders of the small publisher Adsense competition। তারা payouts এর বাজার নেতৃত্বদান করছে ৮৫% এবং বিকল্প মূল্য প্রতি ক্লিক bid এর দাম যথেষ্ট ভালো, যাতে আপনি ভালোই আয়  করতে পারে।

আভ্যন্তরীন প্রক্রিয়া:Clicksor clickable লেখার একটি নির্বাচন সহজভাবে নিম্নরেখাঙ্কনার মধ্যে দিয়ে আরও বেশি আয়ের  প্রস্তাব দেয় ,webmasters (inline লেখা লিঙ্ক) অথবা প্রদর্শনরত প্রাসঙ্গিক ads  (ব্যানারের বিভিন্ন মাপ) এর সুবিধা দেয়।

  • প্রথমেই একটি গুরুত্বপূর্ন তথ্য দিয়ে রাখি, সতর্কবাণী:একটি ওয়েব সাইটে একই পেইজে

  • Clicksor এবং গুগল / অন্যান্য এর এড কোড ব্যবহার করা যাবে না।

  • তবে ভিন্ন ভিন্ন পেইজে ব্যবহার করা যাবে।

  • Clicksor পেপাল এর মাধ্যমে কমপক্ষে ১৫ দিন পর পর পাবলিশারকে পে করে নূন্যতম ২০ ইউএসডি এবং চেক এর মাধ্যমে এর পরিমান ৫০ইউএসডি।

Clicksor’s প্রকাশক মানসমূহ সমন্বয়সাধন করতে Clicksor’s নেটওয়ার্ক নিম্ন বর্নিত নিয়মানুযায়ী কার্য সম্পাদন করে।

* Easy-to-use অ্যাকাউন্ট অ্যাডমিন ইন্টারফেস

* Monetize  $৫০

* অর্থপ্রদান  প্রতি ১৫ দিন

* একাধিক রূপের বিজ্ঞাপনের সঙ্গে আপনার ওয়েবসাইটের পরিচয়

* প্রাসঙ্গিক  বিজ্ঞাপন  প্রকাশক

* আরও বেশি  বেশি ad কোড

* Utilizing Clicksor

Clicksor আপনার ভিসিটর এবং সবার জন্য একটি নিরাপদ এবং আনন্দময় ইন্টারনেট অভিজ্ঞতা বজায় রাখতে চেষ্টা করে। ক্লিকসোরের প্রকাশক নিবন্ধনে নীচে মানদন্ডসমূহের  রূপরেখা বর্ণনা করা হয়েছে:

* অংশগ্রহণকারী সাইটের ভিজিটর  দৃশ্যমান প্রতি দিন কমপক্ষে ৫, ০০০ পাতা।

* অংশগ্রহণকারী Sites কোনধরনের pornography প্রদর্শন করতে পারবে না।

* অংশগ্রহণকারী Sites প্রকৃতিতে libellous অথবা defamatory না।

* অংশগ্রহণকারী Sitesএর সফটওয়্যার piracyতে অথবা সংযোগ ধারণ করা উচিত নয়।

* অংশগ্রহণকারী Sites সফটওয়্যার বাণিজ্যের জন্য ব্যবহার করা যাবে না (warez)।

* অংশগ্রহণকারী Sitesএর বেআইনী কোনকিছুর সহিত কোন ধরনের সম্পৃক্ততা  উচিত নয় অথবা বেআইনি সক্রিয়তার সাথে সংযোগ (অর্থাৎ, বোম্পিং, hacking, ‘phreaking’ নির্মাণ প্রক্রিয়া ইত্যাদি)

* অংশগ্রহণকারী Sites এর প্রক্সির কোন স্থান নেই।

* অংশগ্রহণকারী Sites এ হিংসা, অশ্লীল অথবা vulgar imagery অথবা ভাষার gratuitous প্রদর্শন করতে পারবে না, এবং নিন্দাময় উপাদান ব্যবহার করা যাবে না।

* অংশগ্রহণকারী Sitesএর hate-mongeringএর যেকোন ধরন উৎসাহিত করা উচিত নয়। (অর্থাৎ, racial, রাজনৈতিক, নৃতাত্বিক, ধর্মীয়, gender-based, sexuality-based অথবা ব্যক্তিগত, ইত্যাদি)

* অংশগ্রহণকারী Sites তে অংশগ্রহণ করতে পারে না অথবা বেমানান newsgroup পোষ্টিং অথবা unsolicited ই-মেইল প্রেরণ (spam) করা যাবে না।

* অংশগ্রহণকারী Sitesএর বেআইনি, মিথ্যা অথবা deceptive বিনিয়োগ উপদেশ অথবা money-making সুযোগের সঙ্গে বেআইনি সারবত্তা, paraphernalia অথবা সক্রিয়তার যেকোন ধরন উৎসাহিত করা উচিত নয়।

* অংশগ্রহণকারী Sites এর নির্মাণ অসম্পূর্ন গ্রহনযোগ্য নয়।

* অংশগ্রহণকারী Sitesএর একটি মুক্ত হোস্টিং ওয়েবপেজ অথবা ব্যক্তিগত হোমপেজ হবে না।

* অংশগ্রহণকারী Sitesএর ভিতরের উপাদানের যেকোন ধরন ধারণ করা উচিত নয় ।

* অংশগ্রহণকারী Sitesএর Clicksor T intact এবং অপরিবর্তিত কোড ব্যবহার করা উচিত । যার ফলে কোডের জন্য কেবল একটি  স্বতন্ত্র পাতা অনুমোদন করা হয়।

pub

আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় গুগল AdSense বিকল্পের মধ্য Clicksor এর খুব ভালো অবস্থান। আপনি ও পাবলিশার হিসাবে আপনার সাইটে এড কোড ব্যবহার করুন এবং যথাযথ ভাবে আয় করুন।

এখানে সাইনআপ করুন Clicksor এর এড পাবলিশার এর জন্য।

উপরোক্ত গুগলি এডসেন্স এর বিকল্প প্রতিষ্টান গুলোর দ্বিতীয়াংশ দেয়া হয়েছে বাকী অংশ এক এক করে পর্যায়ক্রমে প্রয়োজনীয় ধারাবাহিক বর্ননা অব্যাহত থাকবে।

Level 3

আমি মোহাম্মদ ইয়াকুব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 42 টি টিউন ও 322 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 16 টিউনারকে ফলো করি।

ICT Specialist & IT Business Entrepreneurship, Course Curriculum expert, eLearning, Education & Industry Partnership expert. Expertise in Cyber Security, Cloud Computing, AI, Big Data, RFID, Technology Project Management, Change management, leadership & the development of comprehensive large scale eHealth programs. Former Asset Professor in University of Kuala Lumpur, Kuala Lumpur,...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

তবে ভাই ভুলেও কিন্তু এডসেন্স এবং ক্লিকসর একসাথে ব্যাবহার কইরেন না, কারন ক্লিকসর কনটেক্সচুয়াল এড, যেটা এডসেন্স এর টার্মস বিরোধী। ইয়াহূ অথবা ক্লিকসর এডসেন্সের সাথে লাগাইলে এডসেন্স এমনিতেই ব্যান। আর এডব্রাইট এবং বিডভার্টাইজারে খেয়াল রাখবেন যেন এডসেন্স এর সাথে এডের সাইজ এবং কালার এক না হয়। তবে ক্লিকসরেরর সবচেয়ে ভাল উদাহরন http://www.music.com.bd। ধন্যবাদ আপনাকে।

হ্যা আমিও সে কথাই বলছি: একটি ওয়েব সাইটে একই পেইজে Clicksor এবং গুগল / অন্যান্য এর কনটেক্সচুয়াল এড কোড ব্যবহার করা যাবে না। শাকিল আরেফিন আপনাকেও ধন্যবাদ ।

Its Really Useful Post.
Mohitzone

Thank you for useful post.

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার ধারাবাহিকতার জন্য।
আরেকটি ধন্যবাদ এই মূল্য tune টি উপহার দেওয়ার জন্য।
দয়া করে সাইটটি দেখন তো কেমন হল: http://smoothsolution.blogspot.com

    আপনাকে ও অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্যর জন্য।

    Level 0

    ব্লগ পাওয়া যায় নি৷
    দুঃখিত, আপনি যে ব্লগটি খুঁজছিলেন সেটি বিদ্যমান নয়৷ যাইহোক, smoothsolution নামটি নিবন্ধকরণ করার জন্য উপলভ্য!

সুন্দর টিউন।
এডসেন্স এর বিকল্প আরো ১০টি অনলাইন এডপাব্লিশিং সাইটের লিঙ্ক জানতে এই লিঙ্ক থেকে ঘুরে আসতে পারেন।
http://bit.ly/fFDneJ

আপনাকে ধন্যবাদ।

অনেক ধন্যবাদ।

Level 0

এডসেন্স এর বিকল্প আরো ১০টি অনলাইন এডপাব্লিশিং সাইটের লিঙ্ক জানতে এই লিঙ্ক থেকে ঘুরে আসতে পারেন।

http://www.24dollarbd.co.cc

http://www.freeonlineearning.blogspot.com

http://www.somewhereblog.net

ধন্যবাদ আপনার সুন্দর টিউনের জন্য।
ভালো থাকবেন…

ও হে এডসেন্স পাবলিসার্শ রা এই টিউনটা অন্তত একবার হইলে ও পড়ে আসেন, আশা করি অনেক কাজে দিবে…
https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/72347
( বিষয়ঃ গুগল এডসেন্স ধারীরা সাবধান হোন : এডসেন্স ব্যান এড়াতে টিউনটিতে বিশেষ দৃষ্টি দিন )

অনেক ধন্যবাদ।
http://www.trueonlineearn.com

Level 0

vai apnar facebook id ta bolen plz

আমি Adsens Ad দিয়েছি আমার সাইটাতে কিন্তু ইনকাম ভাল হয় না কেন? সাইটটা একটু দেখে সাজেসান্স দিবেন? http://www.allittips.com

amake keu bolte parben minimum koita unique 250+ word r post thakle adsense paoar posibility thake????
—————————————-

আসসালামুআলাইকুম আশা আপনারা সবাই ভালো আছেন আমি ভালো না একটু চিন্তায় আছি সেটা হলো আপনার পোষ্ট দেখে আমি খুব খুশি হয়েছি। আমার সমস্যা হলো আমার সাইডের জন্য চিটিকার এডসেন এপলায় করেছিলাম আজ থেকে ৬ মাস আগে সে আমাকে গ্রহন করেছেন কিন্তু আমাকে এডের কোড টা দেয় কোডের জায়গায় এড দেখায় কিন্তু আমার সাইডে কোড টা পেস্টে করলে তা লেবেলের মতো হয়ে যায় এড আর থাকেনা আবার দেখি চিটিকায় সাইন হলে দেখি আনেক সময় লেবেলের ক্লক হয়েছে কিন্তু এটাউটে কোন টাকা পে হয়নি আমি টাকার জন্য চিন্তা করিনা এড টা আসে না সেটার জন্য আমি খুব চিন্তায় আছি আমাকে কউ যদি সাহ্যয়্য করেন তা হলে আমি খুব খুশি হবো আমার সাইড-www.ninjabd.blogspot.com আর আমার ইমেল –[email protected]

খোকন আপনি আমাকে আপনার রমাবাইল নাম্বার টা দেন ৮৮০১৭১৯৪৭৬৮৭৯ আপনাবে খুব সদরকার

Level 0

এম ইয়াকুব ভাই ও পাঠক ভাই-বন্ধুগন
সালাম নিবেন।
ইয়াকুব ভাই, আপনার এই লিখাটিও পড়ে বুঝার চেষ্টা করেছি। ভাল লিখেছেন।
আপনি/আপনারা আমাকে একটু পরামর্শ দিবেন- আমি সামান্য কিছুদিন পূর্বে http://www.kazirhut.com নামে একটি বাংলা ফোরাম ওপেন করেছি। সমস্ত বাংলা ভাষাভাষী ভাই-বোনদের জন্য পরিচ্ছন্ন ও নন-এডাল্ট বাংলা ফোরাম। এখন প্রশ্ন হল ফোরামে কোন ad লাগালে ভাল হয়। আশা করি এইটুকু কষ্ট আপনি/আপনারা আমার জন্য করবেন। যাদের এই বিষয়ে বাস্তব অভিজ্ঞতা আছে আমি তাদের কাছেও বিনীত নিবেদন রাখব আমার ফোরামের ad এর ব্যাপারে বাস্তবসম্মত সিদ্ধান্ত নিতে সাহায্য করবেন। সকলকে ধন্যবাদ।

ধন্যবাদ শেয়ার করার জন্য । 🙂

খুব খুব দরকারি টিউন।

Google adsense er ad er pashapasi clicksor othoba bidvertiser er ad bebohar kora jabe???

Level 0

vai goooogle adsense er bapar e ak valo post er link den plz karon eta neye ami kokhono gati ne so brothers plz help

Level 0

earningstips24 @ jotil site

Level 0

Bro amer akta earning site dorkar karon MLM commpany amake onek bass deche eber apnara ke akta sohoj earning site den plz jeta te pement valo abong sohoj

Level 0

বাংলা ব্লগ বা সাইট কি একসেপ্ট করবে?

Level 0

প্রদত্ত তালিকার অধিকাংশ এখন অকাজের

অনেক ভাল হইছে ভাই আপনাকে দন্নবাদ ।

vai eto bikolpo hole kemne colbe? বিকল্প এর স্রোতে তো ভেসে যাচ্ছি । Google Adsense Tips

ধন্যবাদ আপনার সুন্দর টিউনের জন্য।

আমি কী কোন এড পেতে পারি সাইট http://www.tunedunia.com জানবেন প্লীজ় ?

4 বছর আগের টিউন হলেও কাজে লাগল । সেভ করে রাখলাম ।

i have website, Here is little about my site:
Daily Unique Visitor Around- 70k
Daily Page View: 250K+

I still Searching Best Banner Ads Media.

We don’t need to know about 184 Google Adsense Alternative.
We only need to know 3-5 Best Ads-Media.
Its better if you present CPC/eCPM Rate, Average, Maximum Rates. So it will be easy to choose best one.

Thanks

অনেক ধন্যবাদ।

@Buy adsense account http://www.incomeusd.com: কত টাকা লাগবে আমার একখান দরকার

@earningtips24.com: ট্রাই করেন নিজে নিজেই পাবেন ।