ব্লগিং স্কুল – হয়ে উঠুন একজন সফল ব্লগার [১ম ক্লাস] :: ব্লগিং কি, আমাকে কি জানতে হবে, ব্লগিং এর লাভ, ব্লগ থেকে আয়

টিউন বিভাগ ইন্টারনেট
প্রকাশিত
জোসস করেছেন

সবাইকে ব্লগিং স্কুলের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের ১ম ক্লাসটি।

১ম ক্লাসে আপনাদের কে ব্লগিং সম্পর্কে কিছু ধারনা দেব। আজকে আমি যেই বিষয় গুলি নিয়ে আলচনা করব, সেগুলি হলঃ

  • ১. ব্লগিং কি?
  • ২. আমাকে কি জানতে হবে?
  • ৩. ব্লগিং করে লাভ কি?

আমরা আজকে এই তিনটি বিষয় সম্পর্কে ধারনা নেয়ার চেস্টা করব। আশা করি এই ক্লাসের মাধ্যমেই আপনি ব্লগিং সম্পর্কে বিস্তারিত ধারনা পাবেন।

১. ব্লগিং কিঃ

ব্লগিং হল এমন একটি বিষয়, যেখানে আপনাকে শুধু একটি ওয়েবসাইট বা ব্লগে লিখতে হবে। সাধারনত যেই ওয়েবসাইটে ব্লগিং করা হয় সেটাকে ওয়েবসাইট না বলে ব্লগ বলা হয়। আমরা পরবর্তী ক্লাশে ব্লগ সম্পর্কে জানব। ব্লগে আপনার লেখালেখিকেই মূলত ব্লগিং বলা হয়। এখন প্রশ্ন হচ্ছে ব্লগে কি নিয়ে লেখা হয়? উত্তরঃ একজন ব্লগার যা জানেন তাই ব্লগে লিখে থাকেন, সেটা যেকোনো বিষয় নিয়ে হতে পারে। যেমনঃ ভ্রমন সম্পর্কিত তথ্য, প্রযুক্তি বিষয়ক তথ্য, বই সম্পর্কিত তথ্য, মুভি বিষয়ক তথ্য, কম্পিউটার বিষয়ক তথ্য, ইত্তাদি। আবার অনেক ব্লগার আছেন যারা শুধুমাত্র তার নিজের দৈনন্দিন কারযবলি নোট করে থাকেন। এক কথায় কোন ব্লগে লেখালেখিকেই ব্লগিং বলা হয়। ব্লগিং আবার দুই ধরনের হয়,

  • ক. প্রফেশনাল ব্লগিং,
  • খ. গেস্ট ব্লগিং।

প্রফেশনাল ব্লগিং: প্রফেশনাল ব্লগিং হল, নিজস্ব একটা ব্লগ তৈরি করে সেখানে ব্লগিং করা। প্রফেশনাল ব্লগাররা নিজস্ব ডোমেইন ও হস্টিং কিনে তার নিজস্ব ব্লগিং প্লাটফর্ম তৈরি করেন। মূলত এটাই আদর্শ ব্লগিং ব্যবস্থা।

গেস্ট ব্লগিং: গেস্ট ব্লগিং হল অন্য কারো ব্লগে গিয়ে লেখা। ইন্টারনেটে অনেক ব্লগ আছে যেখানে, আপনি লেখার সুযোগ পাবেন। আর আপনার লেখা থেকে যতটুকু আয় হবে তার থেকে আপনি একটা অংশ পাবেন।

এই হল ব্লগিং। আশা করি বুঝতে পেরেছেন। আরও কিছু জানার থাকলে কমেন্ট করুন।

২. আমাকে কি জানতে হবেঃ

ব্লগিং শুরু করার আগে আপনাকে যা জানতে হবে তা হল, ১. যে ভাষায় ব্লগিং করবেন (ইংরেজি হলেই বেস্ট), ২. রাইটিং স্পিড, ৩. ধৈর্য।
এই তিনটি বিষয় জানা থাকলেই আপনি আপনার ব্লগিং লাইফ শুরু করতে পারেন। আর আপনাকে গাইড লাইন দেয়ার জন্য ব্লগিং স্কুলতো আছেই। ব্লগিং জগতে সবচেয়ে প্রয়োজনীয় হচ্ছে ধৈর্য। ধৈর্য ছাড়া আপনি এখানে উন্নতি করতে পারবেন না। আপনি এক সময় খুবই বিরক্ত হয়ে পরবেন, কিন্তু তখনই আপনাকে আপনার ধৈর্যের পরীক্ষা দিতে হবে। আর আপনি যদি ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হন, তাহলেই আপনি সাফল্য পাবেন।

৩. ব্লগিং এর লাভঃ

এতক্ষণে মনে হয় বুঝে গেছেন ব্লগিং কি? এখন আপনাদের বলছি এটি করে কি লাভ? আপনারা জানেন আপনার লেখা গুলি অন্য কেউ পরে উপকৃত হচ্ছে। আপনি যদি খুবই ভালো ভালো বিষয় সম্পর্কে লিখতে পারেন, তাহলে আপনার ব্লগে প্রচুর পরিমানে ভিসিটর আসবে। আর ভিসিটর আসলেই আপনার লাভ। যত বেশী ভিসিটর আসবে ততই লাভ। এখন আপনাকে প্রচুর পরিমানে ভিসিটর আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। যতদিন আপনি ভালো ভিসিটর না পান, ততদিন আপনাকে বিনামূল্যে কাজ করে যেতে হবে। এতে হতাশার কিছুই নেই। এই শ্রমটুকুই আপনাকে একদিন সাফল্য এনে দিবে।

৪. ব্লগ থেকে আয়

এখন বলি কিভাবে আয় করবেন। ব্লগ থেকে আয়ের বিভিন্ন উপায় আছে, যেমনঃ এফিলেশন, বিজ্ঞাপন প্রদর্শন, স্পন্সর পোস্ট, ইত্যাদি। এখান থেকে বিজ্ঞাপন প্রদর্শনই সবচেয়ে জনপ্রিয়। ইন্টারনেটে বিভিন্ন বিজ্ঞাপন সংস্থা আছে, যারা আপনার ওয়েবসাইটে বিজ্ঞাপন দিবে। বিনিময়ে আপনি কি পাবেন? আপনি পাবেন আপনার কাংখিত আয়। বিজ্ঞাপন প্রদর্শন নিয়ে পরবর্তীতে বিস্তারিত আলচনা করা হবে।
এভাবেই আপনি আপনার ব্লগ থেকে আয় করতে পারবেন।

পরবর্তী ক্লাশে আমন্ত্রন জানিয়ে আজকের ক্লাশ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আর সাথেই থাকবেন। ধন্যবাদ।

সৌজন্যেঃ ব্লগিং স্কুল

Level 0

আমি অবুঝ বাঙালী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 35 টি টিউন ও 161 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

আপনার ক্লাশ আমি নিয়মিত করব। এবং আমি আপনার ব্লগিং স্কুল ক্লাশ করে সফল ব্লগার হতে চায়। পরের ক্লাশের জন্য অধীক আগ্রহে বসে আছি।আপনার জন্য শুভ কামনা রইল।

Chomotkar class. 2nd class er ashay roilam & apnake oshonkho dhonnobad 🙂

Level 0

thanks ……. buddy

Level 0

Thanks. I join facebook group.

Level 0

Really mone hocche blogging start korte parbo.I’m Waiting for your next post.

Level 0

অনেক ধন্যবাদ আপনাকে…….এত সুন্দর,সহজ বাংলায় উপস্থাপন করার জন্য । আমি নতুন কিন্তু একজন সফল ব্লগার হতে চাই । আপনার ১ম ক্লাশেই মনে হচ্ছে আমি অনেকদূর যেতে পারব । আপনার সহযোগিতা পাব কি ………???

Level 0

ধন্যবাদ টিউন করার জন্য।

Level 0

Onek Sundor Post Dear…….

খুবই গুরুত্বপুর্ন ও মৌলিক লেখা।
ধন্যবাদ।

যারা ব্লগিং কে পেশা হিসেবে নিতে চান এবং ব্লগিং থেকে ভালো ইনকাম সোর্স খুঁজছেন, তাদের জন্য সম্পূর্ণ বাংলায় ব্লগিং টিউটোরিয়াল সাইট আইটিসরদার ডট কম। আরও অনেক কিছু জানতে পারবেন এখান থেকে। শুরু হোক ব্লগিং। দেখতে এখানে যান

যারা ব্লগিং কে পেশা হিসেবে নিতে চান এবং ব্লগিং থেকে ভালো ইনকাম সোর্স খুঁজছেন, তাদের জন্য সম্পূর্ণ বাংলায় ব্লগিং টিউটোরিয়াল সাইট আইটিসরদার ডট কম। আরও অনেক কিছু জানতে পারবেন এখান থেকে। শুরু হোক ব্লগিং। দেখতে এখানে যান

যারা ব্লগিং কে পেশা হিসেবে নিতে চান এবং ব্লগিং থেকে ভালো ইনকাম সোর্স খুঁজছেন, তাদের জন্য সম্পূর্ণ বাংলায় ব্লগিং টিউটোরিয়াল সাইট আইটিসরদার ডট কম। আরও অনেক কিছু জানতে পারবেন এখান থেকে। শুরু হোক ব্লগিং। দেখতে www. itsardar. com