আমরা অনেকেই '''Accelerator CPROXY - speed up your internet'' software টা ফ্রী ইন্টারনেট ইউজ করার জন্য ব্যবহার করি ।
এটা দিয়ে শুধু ফ্রী ই নয় বরং fast interner free ইউজ করা যায় ।
এটা PD-Proxy,tusunami vpn,open vpn ইত্যাদি এর থেকে শতগুনে ভাল ।
কিন্তু এটার একটা নিয়ম আছে, আর সেটা হল CPROXY দিয়ে একটা পিসিতে(একটা আইপিতে) trail account মাত্র এক মাস চালানো যায় ।
একমাস ইউজ করার পর CPROXY দিয়ে অই পিসেতে আর নেট চলবে না ।
তাই হয়ত আমাদের অনেকেই আরামে CPROXY চালাচ্ছিলেন,কিন্তু এখন আর সেটি হচ্ছে না । এইতো????
ভাবছেন CPROXY এর ব্যারাম ধরেছে? 😀
না তা না । এটাই হল নিয়ম ওই CPROXY এর ।
কিন্তু একটা প্রবাদ আছে না????????????????
তাই বলে কি রইব থেমে??????????????????
না,CPROXY পিসিতে চলা বন্দ হয়ে যাবে আর আমরা সহ্য করব তা হতে পারে না,তাই একটু hacking কোউশঅল অবলম্বন করা লাগবে,তাহলে আজিবনেও এটা আর বন্ধ হবে না আপনার পিসিতে ।
যাই হোক অনেক লেকচার মারলাম এবার কাজের কথায় আসি ।
C PROXY দিয়ে কিভাবে ফ্রি নেট চালাতে হয় তা তো মনে হয় সবাই যানেন ।
তাও যারা জানেন না,তাদের জন্য আবার সংক্ষেপে বলতিসি ।(যদি C PROXY দিয়ে ফ্রি নেট চালানোর বিষয়ে আগেই টিউন হয়েছে তবুও আবার মনে করিয়ে দিছি )
প্রথমে এখান থেকে http://cproxy.com/download/cpsetup.exe আপনার পিসিতে Accelerator CPROXY ডাউওনলোড দিন ।
ও পিসিতে সেটাপ দিন ।
http://cproxy.com/ এখানে গিয়ে Sign up করুন
আপনার ই মেইল দিয়ে । আপনার মেইল এ একটা ID আর password যাবে ।
নিচে স্ক্রিন শট এর মত ID আর password কপি করুন ।
ওটা C PROXY তে paste করুন আর ছবির মত সব কিছু সেট আপ দিন ।
এবার ফ্রি নেট চালান আরামে। যেহেতু C PROXY তে
একটা Trail account ৩দিন চলে তাই বেশি বেশি ফ্রি trail account কম সময়ে তইরি করতে http://www.fakemailgeneratot.com use করুন ।
এভাবে এক মাস ফ্রি নেট চলবে ।
আমার ও চলছে,আপনাদের অ চলেছে ।
কিন্ত্ তারপর আর চলবে না ।
হ্যা উপায় আছে তাই আমাদে দুই নাম্বারি করতে হবে ।
আপনার পিসির আইপি চেঞ্জ করতে হবে?
অনেকেই পারেন নিশ্চই । আবার অনেকের কাছে হাস্যকর হতা পারে যে আইপি আবার চেঞ্জ করা যায় নাকি???
হা,আইপি চেঞ্জ না করা গেলেও নেট ইউজ করার সময় কিছু কিছু সফটঅইয়ার ইউজ করে আইপি চেঞ্জ করা যায় এতে ISP আপনার পিসির আইপি কখনোই খুজে পাবে না ।
এমনকি CPROXY
ও সেই রকম একটা সফট ।
কিন্ত CPROXY এর জন্য ও আপনাকে এবার নতুন আইপি বরাতে হবে যাতে CPROXY আপনার পিসি এর পুরাতন আইপি খুজে না পায় ।
অনেক হ্যাকার রা এসব সফট ইউজ করেন ।
আমি সবচাইতে সহজ উপায়ে আপনার পিসির আইপি চেঞ্জ করা সেখাব যেটা দিয়ে প্রতিবার আপনার পিসির আইপি আটোমেতিক চেঞ্জ হবে,আর আপনি সেই আইপি টা জানতেও পারবেন ।
PD PROXY এছাড়াও আরো অনেক সফট আছে ।গুগোল এ পাবেন ।
যাই হোক আমরা অনেকেই এই pd proxy দিয়ে ফ্রি নেট চালাই ।তবে এটার নেট স্পিড অনেক স্লো ।এর তুলনায় Cproxy অনেক fast . তাই সবাই cproxy কেই বেশী পছন্দ করে,অথচ আপনার Cproxy এক্মাস পর এই slow pd proxy er সাপোর্ট এই চলবে ,
সবাই জানি কিভাবে পিডি প্রক্সি ইউজ ক্রা লাগে,তাও অনেকেই জানেন না তাদের জন্য বলছি,
এক মাস ইউজ করার পর সিপ্রক্সি বন্ধ হলে নিচের কাজ করবেন ।
c proxy uninstall করে দিন ।
http://www.pdproxy.com এখানে গিয়ে regestration করুন ।
আমপ্নার মেইল এ যেয়ে ভেরিফাই করুন ।
এবার এখান থেকে http://downloads.pdproxy.com/PD-Proxy_VPN.zip পিডি প্রক্সি এর জিপ ফাইল ডাউনলোড দিন ।
আনজিপ করে ইনিস্টল করুন । এবার ওখান থেকে PD launcher অপেন করে নিচের ছবির মত সব কিছু দিয়ে কানেক্ট দিন ।
দেখুন হাইলাইট করা নিচের অংশে Setting IP of interface to (একটা আইপি)
দিয়েছে ।এখন ওটাই হল আপনার পিসির আইপি যা isp কে সো করবে
।
এবার ব্রাউজারের প্রক্সি সেটিং এ যেয়ে,
ছবির মত প্রক্সি আর পোট বসান ।
এবার cproxy আবার install করুন ।
ID & pass word দিয়ে নিচের ছবির মত সেটাপ দিন...
কাম শেষ...
PC restart দিন ।
এবার ভাল করে খেয়াল করুন।
*cproxy & pd proxy দুটাই open করুন ।
*নেট কানেক্ট দিন,টাকা বা মেগাবাইট রাখবেন না,তাহলে সেটা কেটে নেবে ।শুধু সিমে নেট প্যাকেজ এর মেয়াদ থাকা লাগবে ।
*নেট কানেক্টেড হলে সাথে সাথে PD proxy connect দিন,
*PD proxy কানেক্ট হলে cproxy open করে ok করুন ।
এবার ব্রাউজার অপেন ক্রেন আর দেখেন PD proxy এর support এ cproxy কিভাবে কাম করে ।
এটা আমি,নিজে বের করেছি ।তাই কেউ কপি পেস্ট করলে আমার ফেবু লিঙ্ক দিতে হবে,
ফেবু তে আমি https://www.facebook.com/kumar.a.kundu
আমার বন্ধুদের এভাবে করে দিয়েছি । ১০০% কাজ করে জিপি সিমে ।
নেট স্পীড অ অনেক ভাল ।
তাই যাদের cprxy বন্ধ হইছিল তারা এই টিউন ফলো করেন ।
ভাল লাগলে কমেন্ট করে জানাতে ভুলবেন না ।
আর কিছুদিন পর আমার HSC exam .
তাই দোয়া করবেন যাতে ভাল রেজাল্ট করে আপনাদের আরো ভাল ভাল টিউন দিতে পারি ।
যে কোন সমস্যায় আমি ঃ https://www.facebook.com/kumar.a.kundu
আর আমার টিউন নিয়ে ফেসবুকে একটা পেজ আছে,যেখানে এমন অনেক টিউন করা হয়,ভাল লাগলে একবার পেজটিতে ঘুরে আসতে পারেন,
পেজ লিঙ্কঃ https://www.facebook.com/FACEBBOOKK.TIPS.TRICKS
আমি Cyber Bhoot। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 63 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Many Many Thanks Apnake.