কম্পিউটার থেকে ব্রাউজিং করুন যে কোনো মোবাইল ফোনের ওয়াপ সাইট

প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি যদি এই বিষয়ে কেউ টিউন করে থাকে । সেই টিউনার এবং টিউনারদের কাছে । যদিও এই টিউনটি আর একবার করছি ।

আমরা প্রত্যেকেই মোবাইল ফোন দিয়ে ওয়াপ সাইট বা ওয়েব সাইট ব্রাউজিং করে থাকি । কিন্তু যখনই কম্পিউটার দিয়ে ওই ওয়াপ সাইট বা ওয়েব সাইট গুলি কম্পিউটার ব্রাউজার দিয়ে ব্রাউজিং করেতে যাই তাহলে আর সেই সাইট গুলি আর কম্পিউটার ব্রাউজার দিয়ে ওপেন হয়না ।

তাহলে আপনি যদি কম্পিউটার ব্রাউজার দিয়ে ওই ওয়াপ সাইট বা ওয়েব সাইট গুলি ব্রাউজিং করেতে চান তাহলে প্রথমেই আপনার কম্পিউটারে Mozilla Firefox ইনস্টল করা থাকতে হবে ।

আপনি যদি চান এখান থেকে Mozilla Firefox ডাউনলোড করতে পারেন ।

আপনার কম্পিউটারে Mozilla Firefox ডাউনলোড করে ইনস্টল করার পর Mozilla Firefox এ দুটি Add-ons ইনস্টল করতে হবে ।

তাহলে প্রথম Add-ons টি ইনস্টল করুন এখান থেকে ।

এবং দ্বিতীয় Add-ons টি ইনস্টল করুন এখান থেকে ।

Add-ons দুটি ইনস্টল করার Mozilla Firefox রিস্টার্ট করুন । এরপর  Mozilla Firefox মেনুর Tools এ যান । এরপর Tools এ যাওয়ার পর Default User Agent এ যান । এরপর Default User Agent এ যাওয়ার পর iPhone 3.0 এ ক্লিক করুন ।

এরপর Mozilla Firefox এর Address বারে আপনার কাঙ্কিত ওয়াপ সাইট বা ওয়েব সাইট গুলি Type করে এন্টার প্রেস করুন । এবং সাচ্ছন্দ্যে ওয়াপ সাইট বা ওয়েব সাইট গুলি ব্রাউজিং করতে থাকুন ।

আর হে আপনি Mozilla Firefox এর এই দুটি Add-ons ইনস্টল করার পর আপনি Internet Explorer এর তিনটি Version ব্যাবহার করতে পারবেন এগুলি হল

Internet Explorer 6 , Internet Explorer 7 , Internet Explorer 8 । এর জন্য আপনাকে Mozilla Firefox মেনুর Tools এ যান । এরপর Tools এ যাওয়ার পর Default User Agent এ যান । এরপর Default User Agent এ যাওয়ার পর Internet Explorer যে Version টি ক্লিক করবেন , তাহলে সেই Version টি ব্যাবহার করতে পারবেন ।

এবার আপনি Mozilla Firefox টিকে পুনোরাই আগের অবস্তাই ফিরে পাবার জন্য Mozilla Firefox মেনুর Tools এ যান । এরপর Tools এ যাওয়ার পর Default User Agent এ যান । এরপর Default User Agent এ যাওয়ার পর Default User Agent এ ক্লিক করুন । ব্যাস তাহলে Mozilla Firefox ব্রাউজার টিকে পুনোরাই আগের অবস্তাই ফিরে ফিরে পাবেন ।

আর এই টিউনে যদি কোন ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং নিজ গুনে ক্ষমা করে দিবেন ।

{ বিঃ দ্রঃ – যদি কেউ দয়া করে বলেন টিউনে নীচের

নীল পারা ব্রডারটি কীভাবে অ্যাড্ করতে পারা যাই টিউনে । তাহলে অনেক উপকৃত হব আপনাদের কাছে । }

Level 0

আমি বাংলার হৃদয় বাংলার হৃদয়। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

iPhone 3.0 এর পরিবর্তে Nokia s40 or s60(nokia N73) হলে ভাল হতো। তাহলে http://waptrick.com or অনন্যা wap সাইট থেকে pc তে খুব সহজেই mobile apps or games নামান যেত। airokom add ons জানা থাকলে please share koren.
Thanks

@ranabd : প্রথম কমেণ্ট করার জন্য ধন্যবাদ ।

Level 0

ভাই আমি ও একমত……….এরকম add ons তারাতারি জানাবেন ……….Plz………

Level 0

ভাই আমি ও একমত……….এরকম add ons থাকলে তারাতারি জানাবেন ……….Plz………

Level 0

অনেক অনেক ধন্যবাদ……..YIFY ভাই এবং বাংলার হৃদয় ভাইকে………..

আমি পিসির আইপি চেইঞ্জ ক রতে চাই আমায় হেল্প ক রুন ।

Level 0

wmlbrowser 0.7.26 add-on ইউজ করে যেকোনো মোবাইল সাইট এ ভিজিট করতে পারবেন

Level 0

আরে ভাই হুদা কাজ করে না,আমার মজিলা ১৮