উচ্চগতির ইন্টারনেট বর্তমান বিশ্বে মানুষের মৌলিক অধিকার গুলোর একটি। পৃথিবীর অনেক দেশেই ইতিমধ্যে তা মৌলিক অধিকার হিসেবে স্বিকৃতি পেয়েছে। কিন্তু আমাদের দেশে এই খাতটি সব সময় অবহেলিত হয়ে আছসে।
আমাদের দেশের অসংখ্য তরুণেরা অনেক প্রতিকুলতার মধ্যেদিয়ে ( অনিয়মিত বিদুৎ ব্যবস্থা, ধির গতির ইন্টরনেট কানেকশন) এখন ফ্রীলান্সিংয়ের মাধ্যেমে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে দেশের অর্থনীতিকে সমৃদ্ধশালী করছে কিন্তু সেই মাত্র আরও বৃদ্ধ পেত যদি উচ্চগতির ইন্টারনেট সেবা আমাদের দেশে বহাল থাকতো। আর তখন এই খাতটিও আমাদের পোষাক শিল্পকের ছাড়িয়ে দেশের বৈদিশিক মুদ্রা অজর্ননের একনাম্বার খাত হতে পারতো। শুধু কি এই খাত কোন ক্ষেত্রে আর উচ্চগতির ইন্টারনেট প্রয়োজন নেই ? আমাদের দেশের আরেক তরুন সালমান খান যখন আমেরিকাতে বসে ইউটিউভ ভিতিও টিওটরিয়াল তৈরি করে সারা বিশ্বকে শিক্ষা দিয়ে যাচ্ছে, সেখানে আমাদের দেশের ছাত্র-ছাত্রীরই এর সুভল ভোগ করতে পারছে না । আজকে টেলেমেডিসিন বলো, ব্যবসাহিক কাজে বলো কোথায় উচ্চ গতির ইন্টারনেট সংযোগের প্রয়োজন নেই। এজন্য আমাদের অনেক দেরি হয়ে গিয়েছে আর দেরি করলে চলবে না। তাই ঐক্য বদ্ধভাবে আমাদের এই দাবি তুলতে হবে ।
আর সেই দাবি একটাই।
Bandwidth: Unlimited
Minimum Speed: 512 KBPS
Maximum Price : 250 Taka
একমত হলে লাইক দিতে ও শেয়ার করতে ভুলবেন না।
এই বিষয়ে সকল তথ্য জানতে এবং আপডেট নিউজ পেতে এই পেজে চোখ রাখুন।
আমি প্রীতম চক্রবর্তী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 39 টি টিউন ও 161 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মাঝে মাঝে নিজেকে দেখলে মনে হয়, 'হায়! আরও কত কিছু করার বাকি আছে!'
ভাইজান লিখে যান আমরা আছি আপনার সাথে