প্রসঙ্গঃ ইন্টারনেট ব্যান্ডউইথ। সময় এসেছে এবার পথে নামার। আপনি বিকলাঙ্গ হলে এ পোস্টে ঢোকার প্রয়োজন নেই! আপডেটেড উইথ এক্সক্লুসিভ নিউজ!

যেদিকে তাকাই-শুধু পরিবর্তনের হাওয়া। আমি শুভ পরিবর্তন গুলোর কথা বলছি।

আমাদের ছোট্ট এ দেশটির অনেক কিছুই বদলেছে, আবার অনেক কিছুই অপরিবর্তিত অবস্থায় রয়ে গেছে। ইন্টারনেট ইউসেজ এর মুল্য ৫/৬ বছর আগে যা ছিল এখন ও তাই আছে।

আগে পার কিলো বাইট দুই পয়সা ছিল, এখনো তাই। এক জিবি ৩৫০টাকা ছিল, এখনো তাই। ভাবা যায়!

কিছু কিছু প্যাকেজের মুল্য কমেছে কিন্তু তা আশানুরুপ নয়।

অতীতের কথা বাদ দিলাম। তখন ব্যান্ডউইথের মুল্য অনেক বেশি ছিল। কিন্তু এখন তো আগের অবস্থা নেই। সরকার দফায়-দফায় ব্যান্ডউইথের মুল্য কমিয়ে ৮০০০টাকাতে এনেছে। তারপরেও আমরা ভোক্তারা এর সুফল ভোগ করতে পারছিনা।

এটা গেল সার্ভিস প্রোভাইডারদের ভোক্তাদের বাশ দেবার কথা।

এবার আসুন দেখি সরকারের নীতি নির্ধারক মহল কি করছে।

২০১২ সালের হিসাব মতে, বাংলাদেশের ব্যান্ডউইথ ক্যাপাসিটি ১৬৪ (আরেক সূত্রমতে ২০০) জিবিপিএস/সেকেন্ড। এর মধ্যে মাত্র ২৬গিগাবাইট ব্যান্ডউইথ আমরা সবাই মিলে ব্যবহার করি।

তবে আসল কথা হল, আমাদের ব্যান্ডউইথ ক্যাপাসিটি বর্তমানে কত আছে এবং কত ব্যান্ডউইথ পড়ে আছে, কেউই এ ব্যাপারে সঠিক তথ্য দিচ্ছেনা।

প্রশ্ন জাগেনা- বাকি ব্যান্ডউইথ তাহলে গেল কোথায়? সরকারের নীতি নির্ধারকদের কথা অনুযায়ী এই ২৬গিগাবাইট ব্যান্ডউইথ বাদে বাকি ব্যান্ডউইথ রিজার্ভ রাখা হয়!

ব্যান্ডউইথ সোনা নাকি জমি যে রিজার্ভ অবস্থায় ফেলে রেখে দিলে এর মুল্য বা চাহিদা বাড়বে অথবা ইন্টারনেট ইউজারদের কোন উপকারে আসবে!

মুল্য যতই কমানো হোক, প্রায় ৮০% ব্যান্ডউইথ ফেলে রাখলে সেটা দেশের কোন উপকারে আসবে?

প্রয়োজন হলে ব্যান্ডউইথের দাম আরো কমিয়ে সম্পুর্ন ব্যান্ডউইথ সকল সার্ভিস প্রোভাইডারদের মধ্যে বন্টন করে দেওয়া হোক। কারন কয়েক শ কোটি টাকার ব্যান্ডউইথ ফেলে রেখে তো কোন উপকারে আসছেনা!

ভাবছেন কি গর্দভ সরকারের নীতি নির্ধারক মহলের লোকগুলো! ভুলেও তা ভাবতে যাবেন না।

ওরা আপনার আমার চাইতে অনেক অনেক বুদ্ধিমান এবং নিজের আখের গোছাতে সচেষ্ট।

বিভিন্ন সূত্রমতে, কিছু প্রভাবশালী মহল সরকারের উঁচু পর্যায়ের কিছু অফিসিয়ালের সাথে যোগসাজশ করে অব্যবহৃত ব্যান্ডউইথ দিয়ে অবৈধ ভিওআইপি বিজনেস চালাচ্ছে।

যে কারনে আমরা টাকা দিয়ে কলা কিনছি ঠিকই কিন্তু কপালে কলার খোসা ছাড়া আর কিছুই জুটছেনা। অথচ আমাদের যে ব্যান্ডউইথ রিজার্ভ আছে বলা হচ্ছে সেই ব্যান্ডউইথ গুলো সঠিকভাবে এ্যালোকেট করলে এবং যে টাকা আমরা ইন্টারনেট ইউজের জন্য ব্যয় করি, তাতে আমাদের কমপক্ষে ৭থেকে ৮গুণ বেশি স্পীড পাবার কথা।

তথ্যগুলো আপনারা আমার থেকে অনেক ভাল জানেন, ব্লগে বা ফেসবুকেও কম লেখালেখি হল না।

কথা সেটা নয়।  কথা হল আর কতকাল এভাবে চুপ থাকব আমরা? আর কতকাল নিজেদের পশ্চাৎদেশ সার্ভিস প্রোভাইডার আর সরকারের নীতি নির্ধারকদের দিকে মেলে বসে থাকব?? পশ্চাৎদেশে আর কত বাশমারা খেলে আপনাদের ঘুম ভাঙ্গবে???

ব্লগে/ফেবুতে তো অনেক লাফালাফি হল, মাঠে নামার সময় কি এখনো হয়নি?

ফেসবুক/ব্লগে প্রতিবাদ করে আমাদের দ্বায়িত্ব শেষ মনে না করি।

যদি সৎ উপার্জনের টাকায় ইন্টারনেট ইউজ করে থাকেন, তাহলে আসুন এবার পথে নামি।

ব্লগে/ফেবুতে অনেক বড় বড় ব্লগার আছেন, যাদের একটি ডাকে হাজার হাজার মানুষ আসবে।

তাদের কেউ একজন কি এই বিষয়ে স্ট্যান্ড নিতে পারেন না?

কাউকে না কাউকে দ্বায়িত্ব নিতে হবেই। কেউ একজন স্ট্যান্ড না নিলে এরা সারাজীবন ধরে আমাদের টাকা ভ্যাম্পায়ারের মত চুষেই খাবে।

*আপডেটঃ

আমরা শাহবাগ/বিটিসিএল কার্যালয় অথবা কোন টিভি চ্যানেলের সামনে মানব বন্ধন করার মাধ্যমে সবার দৃষ্টি আকর্ষন করার চেষ্টা করব।
আমি জানি শুধু মানব বন্ধনে কোন কাজ হবেনা, তবে প্রাইমারি স্টেপ হিসাবে এটার বিকল্প কিছু দেখছিনা।

মিডিয়া কাভারেজ হিসাবে আমরা ইটিভি কে পাশে পাচ্ছি ইনশাল্লাহ। তাছাড়া কয়েকটি পত্রিকার সাথেও কথা হচ্ছে।
ওরা এটা নিয়ে নিউজ করবে এবং মানব বন্ধনের দিন রিপোর্টার পাঠাবে।
তবে তার জন্য আপনাদের হেল্প দরকার।
ওরা একটা প্রেস নোট চেয়েছে। কতটুকু ব্যান্ডউইথ রিজার্ভ আছে, কতটুকু ইউজ হচ্ছে ইত্যাদি বিষয় গুলো নিয়ে একটা ডিটেইল রিপোর্ট ও চেয়েছে।
প্রেস নোট কিভাবে লিখতে হয় সে সম্পর্কে আমার কোন আইডিয়া নেই।
আর কিছু না পারেন, অন্তত এই উপকার টুকু করেন।

কবে-কিভাবে আমরা রাস্তায় নামতে পারি, সরকার কে আমাদের পাওনা ব্যান্ডউইথ দেবার কথা কিভাবে বলতে পারি আইডিয়া দিন।
সবাই আরেকটিবার জাগুন! মেসেজ টি সবার কাছে পৌছে দিন।

Level 0

আমি মাহবুব হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 377 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

খুব বেশি কিছু জানিনা। তবে যেটুকু জানি শেয়ার করতে চেষ্টা করি। ফেসবুকেঃ https://www.facebook.com/shornomrigo


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

vai amio apnar sathe akmot apnara kokhon mathe namben bolen amio aci apnader sathe..

ভাই মনে করবেন না আপনি একা আমিও আছি ।এবার ওদের গলা টিপে সব রক্ত বের করে নেবো ।শুধু জানাইয়েন ।আমার ইমেইল
[email protected]

    @banglarchele:
    হাহাহাহাহহা
    ধন্যবাদ
    তবে মাথা গরম করে লাভ নেই। আমরা কিছুদিনের মধ্যেই মানববন্ধনের আয়োজন করতে যাচ্ছি।
    আশা করি আপনাদের পাশে পাব
    ভাল থাকবেন

Level New

খুব ভাল ১ টা উদ্যেগ । আমি ও আপনার সাথে আছি

Level 0

ধান্দালদের শয়েস্তা করতে আমিও আপনাদের কাতারে আছি ।

Level 0

sohomot

Level New

সহমত

তৈরি আছি…

দুনিয়া কত এগিয়ে গেছে আমরা কত পিচনে। শুধু ডিজিটাল ডিজিটাল জপে এটাই কি ডিজিটাল যেখানে 5G নিয়ে মানুষ ভাবছে সেখানে আমরা 3G-ই পাইনি। আমাদের সকলকে জাগতে হবে না হলে এভাবে সারা জীবন আমাদের মাথায় কাটাল ভেংগে খাবে।

আমার মনে হয় দেশের সব হেকার রা মিলে বর বর সরকারি বেসরকারি সাইট গুলু হেক করে সেখানে ইন্টারনেট এর দাম কমানোর জন্য বলা হক এবং হুমকি দেয়া উচিত যদি ইন্টারনেট এর দাম কমানু না হয় তাহলে এই হেকিং অব্বাহত থাকবে তাহলেই তাদেরকে শায়েস্তা করা যাবে। বিশেষ করে দেশের ব্যাংক ওয়েবসাইট গুলু ।

    @shialpondit:
    হ্যাকিং করলে সেটা তো ভার্চুয়ালিই করতে হবে, আর আমাদের আহাম্মক সরকারের মোটামাথারা ওয়েবসাইট কি সেটাও বুঝেনা!
    যা করার আমরা রাস্তায় নেমেই করব
    সাথে থাকুন

Amio akmot

100% akmot.

Level 0

এই দেশ’এর কিছু প্রভাবশালী মানুষরা সবাইকে বন্দী করে রাখেছে……………… কারন কোন ভাল কিছু আসলে আবার অনেকের পেটে লাথী খেতে পারে। তাই নতুন কিছু আসতে ও দিবে না। জনগনকে নেয়ে কে ভাবে বলেন …………… ?

Level 0

আছি আপনাদের সাথে……..

Level 0

উপরের বিষয়টির সাথে আমরা সবাই একমত । এবং এখনও যারা মতামত দিবেন তারাও একমত পোষণ করবেন বলে আশা রাখি। তবে, আমি বা আমরা দেখেছি যে, রাজপথে আন্দলন করেও যেখানে সামান্য সমস্যার সমাধান হয় না সেখানে আমাদের মত কিছু লোক যারা ইন্টারনেট ব্যবহার করি তাদের আর্তনাদের এই প্রতিধ্বনি কতদুর পৌঁছাবে
সেটাই ভাবাচ্ছে। হয়তবা, আমাদের আহাজারি এই ওয়েবসাইটের ভিতর সীমাবদ্ধ………………………..

    @rashed2you:
    মনের কথাটিই বলেছেন আপনি।
    তবে চেষ্টা করতে ক্ষতি কি! এভাবে সহ্য করে গেলে আরো কতদিন ধরে এরা আমাদের রক্তপানি করা টাকা শুষে যাবে তার ঠিক নেই।
    পাশে থাকুন।
    ধন্যবাদ

Level 0

আসলেই, আমরা সবাই এক হলে সব ই সম্ভব। কমপক্ষে চেষ্টাতো করতেই পারি। I Am Also With You…!!

Level 0

দেশে যখন সবাই হরতাল দিসচ্ছে আমরা সব টেকি ভাই বোন এটা নিয়ে হরতাল দিতে হবে

    @Diptta:
    ধন্যবাদ।
    তবে হরতাল দিয়ে কোন কাজ হবেনা। যা করার রাস্তায় নেমেই করতে হবে।

Level 0

উপরের বিষয়টির সাথে আমরা সবাই একমত

প্রথম ধাপ মানব বন্ধন হতে পারে। কিন্তু এটা প্রথম ধাপ মনে রাখতে হবে। আমরা জোর করে আমাদের পাওনা অধিকার আদায় করতে চাই। আমরা ভিক্ষা চাই না। আমাদের জিনিস আমরা ব্যবহার করতে চাই। একটা ভবিষ্যৎ ডাক শোনা যাচ্ছে এবার আর যৌবনের তাজা রক্ত শীতল থাকবে না।

    @হুমায়ুন কবির:
    ধন্যবাদ।
    প্রথম ধাপে পা রেখেই কিন্তু আমরা আস্তে আস্তে একতলা/দোতলা বা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে উঠি।
    এভাবেই আমাদের দাবি উত্থাপনের প্রথম ধাপ শুরু হোক…
    সাথে থাকুন

I o u Boss

Level 0

vai kobe shuru kora jai vabte hobe. joto taratari somvob kiso akta kora dorker.
shanti moto net shalate parina due to high price.

    @najim.ru:
    খুব শীঘ্রি।
    আপনার মত আরো অনেকেই ভুগছে ব্যাপার টা নিয়ে।
    তৈরি থাকুন

Level 0

আমি আপনার সাথে একমত।

Level New

Same to u!

অনেক ধন্যবাদ আপনার শুভ উদ্যোগ এবং টিউন এর জন্য , ভাই আমিও আছি আপনার সাথে আমি জীবন এ কোন আন্দোলন এ জাইনাই কিন্তু এ বেপারে নামবো আপনার সাথে , আমাকে আপনার একজন ভাবুন ভাই , সরকার ছাগল দিয়ে হালচাষ করাচ্ছে তাই খেতের এই হাল !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

    @ইশতিয়াক:
    ধন্যবাদ ইশতিয়াক ভাই।
    এ সমস্যা শুধু আপনার আমার নয়, সবার।
    সবাই একসাথে হলেই আমাদের চাওয়া পুরন হবে।
    পাশে পাব আশা করি

“আমরা মুক্তি যোদ্ধার সন্তান“ আপনাদের উতসাহিত করছি তবে কোন ধ্বংসাত্মক পথে নয়। ন্যায্য দাবি ন্যায় সঙ্গত ভাবেই আদায় করবো।

Level 0

অনেক ধন্যবাদ। সুন্দর পদক্ষেপ এর জন্য আমিও আপনার সাথে আছি।

    @মঈন:
    ধন্যবাদ
    এভাবে সবাইকে পাশে পেলে আমরা সরকার এবং ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের কে নাড়া দিতে সক্ষম হব।
    তৈরি থাকুন

সহমত প্রকাশ করছি এবং সাথে আছি

Level 0

ভাই আমি আপনার সাথে এক মত , আমাদের প্রতি জেলায় জেলায় মানব বন্ধন , বিক্ষোভ করা উচিত । আমাদের দাবি হবে একটাই ১০০টাকায় ১ জিবি দিতে হবে আর স্পিড দিতে হবে কম পক্ষে ২৫৬ কেবিপিএস , আর ৫০০ টাকায় আনলিমিটেড কোন ফেয়ার ইউস পলিসি থাকতে পারবে না , আর সরকার কে ইন্টারনেট চালানোর জন্য কোন ভ্যাট দিতে পারবো না , একবার চিন্তা করুন ১০০০ হাজার টাকার ইন্টারনেট কিনিলে ১৫০ টাকা জদি সরকার কে দিতে হয় তাইলে আমরা স্টুডেন্ট রা কি ভাবে নেট চালাবো , আমাদের সরকার বলছিল ডিজিটাল বাংলাদেশ গরবে সেই আশা দিয়ে ইয়ং জেনারেশন কে মিথ্যা ভরসা দিয়ে ভোট এ জিতছে কিন্তু জেই লাউ সেই কদু দেশ তো ডিজিটাল তো ভালো এনলগ ও হল না , কি আর করার আমারা তো কোন রাজনিতি করি না যে আমাদের দাবি দাওয়া নিয়ে কে উ কথা বলবে , তাই এবার সময় হয়েছে আসুন সবাই দেশ জুরে মাথা ঝারা দিয়ে উঠি , আমাদের ৬৪ জেলায় এক সাথে মানব বন্ধন ও বিক্ষোব করা উচিত , খুলনার কেউ থাকলে সারা দিন খুলনার আগামি ফেব্রুয়ারিতে একটা মানব বন্ধন ও বিক্ষোব হতে পারে । এক দফা এক দাবি

    @kaif hasan:
    ধন্যবাদ কাইফ হাসান।
    সুন্দর কিছু আইডিয়া তুলে ধরেছেন আপনি।
    এভাবে সবাই যদি এক হয়ে আমরা আমাদের চাওয়া গুলো উত্থাপণ করতে পারি, ইনশাল্লাহ আমাদের চাওয়া পুর্ন হবেই।
    তৈরি থাকুন

    Level 0

    ভাই আমি আছি খুলনার। শুধু একটু আওয়াজ দিবেন আছি আপনার সাথে।

Level 0

সহমত @kaif hasan.It is the high time to take steps. I am also with all of u teche bros.

Level 0

আমরা কি এই দাবি না মানলে হরতাল করতে পরিনা। দরকার হলে আমরা হরতাল ডাকব

    @rafiqul28:
    হরতাল করলে ক্ষতিগ্রস্থ হবে সাধারণ মানুষ। আমরা সেটা চাইনা।
    আমরা রাজপথে নেমে সবাইকে আমাদের কথা বলতে চাই।
    সাথে থাকুন

ভাল একটি উদ্যোগ, দেশে থাকলে আপনাদের সাথে থাকতাম । আপনাদের জন্য শুভকামনা রইল ।

    @অর্জন:
    ধন্যবাদ
    সব সময় সাথে থাকাটা জরুরী নয়, মেন্টাল সাপোর্ট টাও অনেক কাজে দেয়।
    ভাল থাকুন

ভাই আমিও আছি, ইভেন্ট আসলে জানাবেন।

Level New

বাংলাদেশে ব্যান্ডওয়াইথ সংরক্ষন করা হয় । ইউটিউব চালু করলে হয়ত ব্যান্ডওয়াইথ খরচ হয়ে যাবে এই চিন্তা করে আমাদের ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টারা ইউটিউবকে বন্ধ করে রেখেছেন । আর এই ইউটিউবকে বন্ধ করতে গিয়ে তারা জিমেইল , গুগল ড্রাইভ , প্লেস্টোর সহ আরও বেশ কয়েকটি সার্ভিস নষ্ট করে রেখেছে । আর আমরা সারাদিন অনলাইনে যদি লিখি , পত্রিকায় যদি লিখি তারপরও কাজ হবে না । আমার ধারনা মাননীয় প্রধানমন্ত্রী হয় পত্রিকা পরেন না, অথবা পত্রিকার বিশেষ কোন সংস্করন পরেন, যেখানে সুধু বাংলাদেশের উন্নয়নের কথাই লেখা থাকে ।

    @আহত:
    ধন্যবাদ।
    ইউটিউব বন্ধের অনেক বছর আগে থেকেই ব্যান্ডউইথ রিজার্ভ রাখা হয়।
    সাথে থাকুন, ইভেন্ট আসছে শীঘ্রি

    Level 0

    @আহত:
    প্রধান মন্তি আর কি করবেন উনি কি ইন্টারনেট এর কিছু বোঝেন , বুঝলে দেশের সরকারি সাইটের এই অবস্থা হয় না

      @kaif hasan: প্রধান মন্ত্রীর ছেলে নাকি আইটি বিশেষজ্ঞ। যে আইটি বিশেষজ্ঞ ইন্টারনেট ব্যান্ডউইথ সংরক্ষনে বিশ্বাসী সে কেমন আইট বিশেষজ্ঞ। নাকি অবশিষ্ট ব্যান্ডউইথ দিয়ে যে ভিওআইপ ব্যবসা হচ্ছে বলে টিউনার উল্লেখ করেছেন তাতে কি তিনি জড়িত? যদি সত্যি হয় তাহলে তো জনগনের পশ্চাতদেশে লাথি দিয়া বেশ ভালই ব্যবসা চালাইতেছে এই হারামীগুলা।

Level New

ভাই, আমিও আছি আপনাদের সাথে , তবে রাস্তা ঘাটে চিল্লাচিল্লি করলে কাজ হবে না। সরাসরি প্রধানমন্ত্রির কার্যালয়ে গিয়ে তার সাথে দেখা করে আমাদের পুরা বিষয়টা টা বুঝিয়ে বলতে হবে । একবার যদি বুঝাতে পারি তাহলে হয় দাম কমবে নাহয় স্পীড বাড়বে । আমি আপনাকে ফেসবুকে অ্যাড করে রেখেছি । সময় হলেই খবর দিবেন , আমি পোলাপাইন নিয়া চলে আসবো ।

    @আহত:
    চাইলেই প্রধানমন্ত্রীর কার্যালয়ে আপনি আমি যেতে পারবনা।
    প্রধানমন্ত্রীর কার্যালয় সাধারণ মানুষের জন্য নয়, ওটা বড় বড় ব্যবসায়ী এবং আমলাদের জন্য।
    তৈরি থাকুন, ইনশাল্লাহ জানাব

আমি সকল হ্যাকার ভাইদের অনুরোধ করব ভাই আপনারা নিয়মিত মোবাইল অপারেটরদের ওয়েবসাইট হ্যাক করেন এবং সেখানে ইন্টারনেট প্যাকেজের দাম কমানোর কথা বলেন তা হলেই ইন্টারনেট প্যাকেজের দাম কমবে। জানি আমি যত সহজে কথাটা বললাম কাজটা অত সহজ না। কিন্তু হ্যাকার ভাই আপনার এই পরিশ্রম টুকু হাজার হাজার নবীন ফ্রীল্যান্সার এবং শিক্ষানবিশ ছেলে পেলের উপকারে আসবে তা নিশ্চয় অনুমান করতে পারছেন। এই আন্দলনে আমি আপনাদের পাশে আছি।

Level 0

কিছু একটা তো করতেই হবে, তা না হলে সরকারের ঘুম ভাংবেনা। ওয়েব সাইট হ্যাক ভাল আইডিয়া, তবে রিস্কও আছে। সাবধানে করতে হবে। BTRC, তথ্য ও প্রযুক্তি সন্ত্রণালয় এর ওয়েব সাইটও হ্যাক করা যেতে পারে।

ভাই চলেন আমরা যারা টেকটিউন এ হ্যাঁকার আছি তারা একযোগে সরকারি website গুলর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি।

    @অন্তর:
    ধন্যবাদ
    শুধু ওয়েবসাইট করলেই হবেনা, আমাদের একসাথে প্রতিবাদ করতে হবে এবং সেটা রাস্তায় নেমেই।

ভাই আমাদের চুয়াডাঙ্গা জেলায় নেট এর অবস্হা আরো খারাপ তার উপর আছে ফেয়ার ইউজেস পলিসি তাই সময় এসেছে আন্দলনে ঝাপিয়ে পড়ার ।

Level 0

ভাই দয়া করিয়া শেখ হাসিনা মেডামের কোন ইমেইল আইডি থাকিলে আমাকে দেন তাহাকে কিছু কথার একটা ইমেইল সেন্ড করিতে হইবে…আমরা কোন দেশে বাস করি যে দেশে ১এমবিপিএস ব্যান্ডউইথ এর দাম কিনা 2০০০ আপ….চালায়া যান ভাই আমাদের আপনার সাথে পাবেন..ও আইডিয়াটা অনেক ভাল…আরেকটা কথা সিটিসেল হারামীদের একটা প্যাকেজ আছে যাকিনা ৭জিবি ৫০০০হাজার টাকার মত…এই প্যাকেজ টা এখনও আছে চেক করতে পারেন ওদের ওয়েবসাইট থেকে…এই প্যাকেজ দিয়া সিটিসেল হারামীরা বুঝাঈতে চাইছে যে বাংলাদেশে ধনী মানুষের আখড়া আছে…ক্যারি অন ভাইয়া আমাদের সাথে পাবেন.

    Level 0

    @ShOpNoHiN:
    ভাই কি আর কমু টাকা পয়াসা নাই সেশ মেস ১২০ টাকা দিয়া ৩০০ মেগা কিনে সিটিসেল এ নেট চালাই সিটিসেল একটা হারামি হালাগো নেট এ মেলা দাম মাগা র স্পিড নাই

    @ShOpNoHiN:
    ধন্যবাদ।
    তাকে ইমেইল করে কোন লাভ হবে বলে মনে হয় নাহ। আপনার আমার ইমেইল পড়ার মত সময় তার নেই।
    সাথে থাকার জন্য ধন্যবাদ।
    তৈরি থাকুন, কর্মসূচি আসছে খুব শীঘ্রি

    @ShOpNoHiN: কিইবা করতে পারবেন উনার ই-মেইল আইডি নিয়া?? যান আপনারে আমি ফোন নাম্বারও দিলামঃ
    ফোন নাম্বার ০১৭১১৫২০০০০ এবং ০১৮১৯২৬০৩৭১।ই-মেইল আইডি [email protected]

    কোন ভাবে যোগাযোগ করতে পারলে আপনারে আমি মিষ্টি খাওয়ামু…………

আমি আপনার সাথে আছি। আমাদের যে সরকার ওরা কি জীবনে নেট ব্যবহার করেছে যে নেটের কদর বুঝবে। শুধু শুনেই গেছে। এই করা যাই সেই করা যাই ইত্যাদি। আমাদের সবার জেগে ওঠা উচিত। আমি পাবনার বাসিন্দা , আমাদের যে নেটের অবস্থা….. খুব খারপ। লোডিং …..লোডিং। ও আরেক টা কথা। এদানিং একটা এ্যাড দেখছি টিভিতে। কচ্ছপ গতির ইন্টার নেট। সালাদের পিটাইতে হইবো। নেটওয়ার্ক কভারেজ দেয়ার সাধ্য নেই এ্যড দিছে। চোরের মার বড় গলা।

    @Golam Muhammad Sabbir:
    ধন্যবাদ ব্রো।
    ওরা সুন্দর সুন্দর এ্যাড বানিয়ে আমাদের আবেগকে নিয়ে খেলা করে।
    এবার আমাদের ন্যায্য হিসসা বুঝে নিতে চাই।

Level 0

আমরা বাঙ্গালিরা অনেক কিছুর জন্যই তো আন্দোলন করলাম আসেন এবার ইন্টারনেট এর দাম কমানোর জন্য আন্দোলন করি

    @kaif hasan:
    সহমত।
    এবার আমাদের ন্যায্য ব্যান্ডউইথ বুঝে নেবার সময় এসেছে।
    সাথে থাকুন

Level New

kaif hasan: vi apni je 100 tk 1gb and 500 takay unltd internet dabi korechen aita thik ase. tobe VAT diben na aita thik hoi nai karon ate rajosso kome jabe. Tai agami manob bondhone amader dabi hobe 100 tk 1gb and 500 tk unltd internet including VAT with out any fair uses policy… . .

Level 0

ভাই বাংলাদেশ এ জারা ইন্টারনেট চালায় তাদের প্রায় ৮০% ই স্টুডেন্ট তাদের পক্ষে নেত চালানোর টাকা জোগার করতে কস্ট হয় তার পর আবার ভ্যাট দিব কেন , আর সরকার তো ঘোসনা দিছে যে তারা ইন্টারনেট থেকে ভ্যাট তুলে নিবে কিন্তু কোন খবর ই নাই

    @kaif hasan:
    ঠিক বলেছেন।
    এবার আমাদের ন্যায্য হিস্যা বুঝে নেবার সময় এসেছে।
    সাথে থাকুন, সামনে কর্মসূচী আসছে।

ভাই যা করার এখনি করেন, আর পারছি নাহ। 🙁

Just আছি আছি আছি আছি আছি

pashe thakbo sobsomoy

ভাই আমি আছি বহু আগে থেকেই । দরকার হয় আরও থাকবো । যতদিন আমাগো বাঁশ দেওয়া বন্ধ না হয় ততদিন থাকবো । খালি মাঠে কবে নামতে হইবো বলবেন । অনেক সহ্য করছি ……… … …

    @Dark Prince:
    ধন্যবাদ।
    ইয়েস! দ্যাট’স দ্য স্পিরিট!
    আপনার এই স্পিরিট টাকে কাজে লাগাতে হবে।
    সাথে থাকুন।

Level 0

ভাই, মানব বন্ধন কতটা সুফল হবে সেটা সময় বলে দিবে… কারণ প্রেস ক্লাব এর সামনে অনেক মানব বন্ধন দেখা যায়, কিন্তু সেগুলোর ফলাফল পাওয়া যায় না। প্রথম স্টেপ মানব বন্ধন দিলেও সেই সাথে সেকেন্ড স্টেপ নিয়ে ভাবতে হবে, কারন আমাদের দেশে একবার দাবি করে কোনো কিছু পাওয়ার নজির নাই। তাই আশা করব মানব বন্ধন দেওয়ার কিছু দিন পরেই অন্য কিছু করা উচিত যাতে বিষয় টা সকলের নলেজে থাকে। এ ক্ষেত্রে আপনারা আমার চেয়ে আরো ভালো বুঝবেন

ধন্যবাদ

    @abir048:
    ধন্যবাদ
    বোঝাই যাচ্ছে আপনি বেশ চিন্তা-ভাবনা করেছেন বিষয়টা নিয়ে।
    আপনি ঠিকই বলেছেন। তবে আমরা যদি মানব বন্ধন করেই থেমে যাই তাহলে খুব বেশি দূর আমরা যেতে পারবনা সেটা বলার অপেক্ষা রাখেনা।
    এ্যাটলিস্ট, শুরু তো করি।
    পাশে পাব আশা করি

পোস্টা নির্বাচিত করা হোক। সাথে সাথে বিষয়টা্ও।

Level 0

সবার আগে এটাকে মেগা টিউন করা হোক। পাশে আছি ভাই। ইনশাআল্লাহ , সফলকাম হবই।এই দেশে কোনো কিছু আন্দোলন ছাড়া পাওয়া যায়নি। আগে আমাদের সবাই কে ঐক্যবদ্ধ হতে হবে। এই টিউন টি Facebook ,twitter , Blog , website যে যেভাবে পারুক ছড়িয়ে দিন।

    @laabib:
    পাশে থাকার জন্য ধন্যবাদ লাবিব।
    ঠিক বলেছেন, সবাই পাশে থাকলে আমরা সফলকাম হবই ইনশাল্লাহ।

Sathe achi IN-SHA-ALLAH”

যদি দেশে থাকতাম তাহলে অবশ্যই আপনাদের এই মহতী উদ্যোগের সাথে যোগ দিতাম। আপনাদের জন্য শুভকামনা রইল ।

Level 0

amio asi apnar/apnader satha
amra r koto avaba nirjatito hobo ?
somoy asasa din bodoler
somoy asasa rukha darabar
somoy asasa nijer odikhar adayer

সাথে তো থাকব ইনশাল্লাহ! আপনি কথা দিন যে সাথে আছেন, এভাবেই থাকবেন যত দিন না জয় করতে পারি।

অবশ্যই সাথে আছি! 🙂 আমরা যদি সোচ্চার না হই, তাহলে এভাবেই চলতে থাকবে সারাজীবন।

সহমত

Level 0

আমাদের দাবি ১০০টাকায় ১ জিবি দিতে হবে আর স্পিড দিতে হবে কম পক্ষে ২৫৬ কেবিপিএস , আর ৫০০ টাকায় আনলিমিটেড কোন ফেয়ার ইউস পলিসি থাকতে পারবে না।

    @saied07:
    আপনার এই কথাগুলোই মিডিয়ার সামনে বলতে হবে। উপযুক্ত জায়গায় উপস্থাপন করতে হবে।
    কর্মসূচীতে পাশে পাব আশা করি

    somoy khub kom ja korar akoni korte hobe cause aitai ses shomoy present Government ar……..

      @MD.SAZZAD ZAHEER:
      ঠিক বলেছেন।
      নতুন সরকার আসলে যে কোন স্টেপ বাস্তবায়ন করতে প্রচুর সময় নেবে। তাই এই সরকার থাকতে থাকতেই আমাদের দাবি উত্থাপন করতে হবে।

Level 2

ready achi. nd dak din asbo insa Allah.
r amr motah sobai jar jar fb tah ata share korun.

চালিয়ে যান আমরা আছি

Level 0

@abir048:
ভাই মানব বন্ধন হল জাস্ট শো আমারা যদি ৬৪ জেলায় এক জোগে মানব বন্ধন ও এর পর দিন বিক্ষোভ করতে পারি তাহলে সফল হতে পারি আর এই জন্য আমাদের সব স্টুডেন্ট দের এক সাথে হতে হবে , প্রতি কলেজে , স্কুলে , ভারসিটিতে টীম গঠন করতে হবে , যে যে অবস্থানে আছেন সেই অবস্থা থেকে সাধ্য মত চেস্টা করতে হবে । বাংলাদেশ এ প্রায় এক কোটি জনগন ইন্টারনেট ব্যাবহার করে আর তার ৮০ ভাগ ই স্টুডেন্ট আমাদের এই শক্তিকে কাজে লাগাতে পারলেই আমরা সফল হব ইনশাআল্লাহ

Level 0

Comilla a ke kono team hoba?
Sara das thaka aksata surukorla kaj hoba
Amadar dorkar jala wise suru kora.
Waiting for fight…

    @S.a Akash:
    আমরা প্রাইমারি স্টেপ হিসাবে দেশের প্রাণকেন্দ্র ঢাকাতে মানব বন্ধন করব। আস্তে আস্তে আমাদের আন্দোলন ছড়িয়ে দিব।
    পোস্ট আপডেট হয়েছে। আবারো পড়ার আমন্ত্রণ জানাচ্ছি।

Level 0

ভালো কাজের জন্য আমি সদা প্রস্তুত.. শুধু মাত্র একটা ডাক দিবেন তাহলেই হবে…

Level 0

৬৪ জেলায় এই আন্দলন ছড়িয়ে দেয়া হোক।
পাশে আছি………চালিয়ে যান ভাই……।

Level 0

আপনার সাথেই আছি। চেষ্টা করবো উপস্থিত থাকতে। এরপর জেলা ভিত্তিক আন্দোলন শুরু করতে হবে। যারা বলে ব্যান্ডঊইথ রিজার্ভ রাখা যায়, এবং গোপনে অবৈধ ভি ও আই পি ব্যবসা করে, সরকারের চোখে ধুলো দিয়ে কোটি কোটি টাকা নিজের পকেটে ভরে, যুদ্ধাপরাধীদের সঙ্গে তাদেরও একই ট্রাইব্যুনালে বিচার হওয়া উচিত। কারন উভয়ই দেশদ্রোহী।

    @jimad:
    ধন্যবাদ
    সুন্দর বলেছেন!
    এভাবে সবাইকে পাশে পেলে আমাদের ন্যায্য পাওনা বুঝে নিতে সময় লাগবেনা।

নিজের গাঁটের টাকা খরচ কইরা অনলাইন থেকে টাকা কামাই! এমন মাইর মারবো ব্যান্ডউইথের ঠ্যালায় সৌরজগতে গিয়ে পরবে! 😛 😛 আগামী মাসের ১৭ থেকে ২০ তারিখের দিকে ধাকায় যেতে পারি। অই সময় হলে অবশ্যই উপস্থিত থাকবোই! 🙂

মানুষের সহ্যের একটা সীমা থাকে, আমাদের সহ্যের সীমা অতিক্রান্ত হয়ে গেসে। এই পোস্ট টা দেশের প্রথম সারির সকল ফোরাম এ পোস্ট করার জন্য অনুরোধ করসি।

Level 0

ভাই খুলনায় কে কে আছেন আমারা সবাই এক হলে আগামি ১০ ই ফেব্রুয়ারি নিউ মারকেট ওএলাকায় মানব বন্ধন করতে পারি , খুলনায় কেউ থাকলে সারা দিন

    @kaif hasan:
    আমি যশোরে আছি। খুলনা খুব বেশি দূরে নয়।
    আগে আপনাদের এলাকাতে সবাইকে সচেতন করেন, তারপর আস্তে আস্তে সব জায়গাতে…

Level New

G bhai ami O achi apnader sathe…..

Level New

সুন্দর পদক্ষেপ এর জন্য আমিও আপনার সাথে আছি।

খুব ভাল উদ্যোগ। কিন্তু মানব বন্ধন করে কোন লাভ হবে না। আমাদের সরকার এগুলা দেখবে না। ব্যতিক্রম কিছু করতে হবে। মজার জিনিস হিসেবেও সবাই একবার না একবার দেখবেই। আর সাংবাদিকরাও কয়েকদিন লেখার একটা টপিক পাবে। সো, অন্যরকম কিছু আইডিয়া বের করুন (মাথায় এর বেশি আসছে না)।

আর যাই করেন না কেন, সাথে আছি…।।

    @ইমরান:
    সহমত। তবে মানব বন্ধন কে আমরা প্রাইমারী স্টেপ হিসাবে নিচ্ছি। এখানেই আমরা থেমে থাকব না।
    সাথে থাকার জন্য ধন্যবাদ।

Level New

“যারা বলে ব্যান্ডঊইথ রিজার্ভ রাখা যায়, এবং গোপনে অবৈধ ভি ও আই পি ব্যবসা করে, সরকারের চোখে ধুলো দিয়ে কোটি কোটি টাকা নিজের পকেটে ভরে, যুদ্ধাপরাধীদের সঙ্গে তাদেরও একই ট্রাইব্যুনালে বিচার হওয়া উচিত। কারন উভয়ই দেশদ্রোহী।”

agreed

খুব ভাল উদ্যোগ। আমরা সাথে আছি ।

Level 0

সবার আগে একটা সংস্থা করা দরকার। মানে আমরা যে আন্দোলন করব তার একটা নাম দিতে হবে। আর কয়েক মাস আগে BTRC থেকে একটা মতামত নেয়া হয়েছিলো জরিপ এর জন্য সেইটার কি অবস্থা এবং কার্যকর কোন পদক্ষেপ নেয়া হবেনা সেইটা জানতে চাউয়া।

    @laabib:
    ধন্যবাদ।
    আপনার আইডিয়াটা ভালই তবে এটা গণমানুষের আন্দোলন। সংস্থার দাবি আর গণমানুষের দাবির মধ্যে ফারাক টা বিস্তর…
    সাথেই থাকুন

Level 0

Bhai amra Banglasesher baire thaki amra chleo apnader andolone jog dite partam na. tobe mental support ja chan sob dite prostut achi. Andolon sofol houk…….. let’s fight.

    @ruhul6:
    ধন্যবাদ ব্রো!
    এটাই চাই, বেশি কিছু নয়।
    সাথেই থাকুন আর দোয়া করুন।

সবাই থাকবে আমি না থাকলে কি হয়, আমিও আছি…………………………

আমার জানা যত গুলো ভাল গ্রুপ ছিল ফেসবুকে……….আমি সবগুলোতই পোষ্ট করেছি….আপনার এই লেখাটি……..প্রচারের জন্য…………
ধন্যবাদ…….এই টিউনের জন্য…………………..

    @অনন্ত আকাশ:
    ধন্যবাদ অনন্ত আকাশ।
    কাজের কাজ করেছেন আপনি! 🙂
    যত মানুষ এ সম্পর্কে জানবে, আমরা তত বেশি মানুষকে আমাদের পাশে পাব।
    সাথেই থাকুন

ভাই আমিও আছি। ৫২ এর ভাষা আন্দোলনে থাকতে পারি নাই, ১৩ এর ইন্টারনেট আন্দোলনে অবশ্যই আছি। চট্টগ্রাম এ কখন হবে?

    @রাহাত:
    বাহ! বেশ মজা করে বলেছেন তো!
    আগে স্ফুলিং টা ঢাকা থেকেই শুরু হোক, তারপর আস্তে আস্তে সবখানে…

ভালো লিখেছেন 😀

Level 0

কেউ সাহায্য করবেন প্লিজ! আমার FB-তে লগইন করতে দিচ্ছে না। বলছে pass invalid। Phone verification request দিয়েছি প্রায় ২০ ঘন্টা আগে। কোন রিপ্লাই পাচ্ছিনা। আমাকে একটু সাহায্য করবেন প্লিজ!

    @jimad:
    ফরগট পাসওয়ার্ড অপশন থেকে ট্রাই করেছেন? আপনার মেইলে পাসওয়ার্ড যাবার কথা।

দাারুন একটা উদ্যোগ। আমি আমার ফেসবূক ওয়ালে এটি পোষ্ট করেছি।

Level 0

সহমত। আরও আগেই এই উদ্যোগটা নেয়া উচিত ছিল।

    @somrat786:
    ধন্যবাদ। ঠিক বলেছেন।
    যা গেছে যাক, আর দেরি করা উচিৎ হবেনা আমাদের।

এই ধরনের পদক্ষেপ অনেক আগেই নেয়া দরকার ছিল। সময় এসেছে ব্লগের বাইরেও কিছু করে দেখানোর। আশা করি সবাই এই আন্দোলনে যোগ দিবেন।

ভাই যখন কোন event দিবেন হোক সেটা যেখানে, please tune করে জানাবেন। আমরা চেষ্টা করব একসাথে থাকার।
-যুদ্ধ অপরাধীর বিচার করা যায়
-দেশ কে ডিজিটাল ঘোষণা করা যায়
আর পুরাপুরি bandwith দেওয়া যায় না-
আমদের কি “ঝিকে মেরে বৌ কে শেখায়”

Level 0

মাহাবুব ভাই আমি আছি , কবে হবে , সুধু আক্তা আওয়াজ দিয়েন । একটা ছোট টিউন কইরেন , আন্তত টেকটিউনস এর মানুষ গুলারে পাইবেন ।

    @Riyad:
    ধন্যবাদ। পাশে পাব জেনে ভাল্লাগলো।
    টিউন করা হবে কিনা জানিনা, ফেসবুকে ইভেন্ট করে জানানো হবে সম্ভবত। তাই আমাকে এ্যাড করে নিলে আপডেট পেয়ে যাবেন।

amar comment ta modify kore apnar -post a post korar jonno onurod korci

Shunte kharap lagte pare..tobuo bolci..

*DEVStEAM== apnader uddog mohot…(vebecilam) kintu aki obosta apnader!!!!
ami ai mail dia akhane account open korci..r unara amar je koita mail account ai mail ar sathe add ace sobkoitate tader oi bissri advertisement korce..==ami protibad korci atar

kivabe devsteam valo kaj korte pare:
* so devsteam ar kase arokom email ace onek.(their main purpose to collect email, i think).to tara amader ai pochoronai help korte parbe

moderatorder request korci j ..devsteam-k request kore ata choraiya dite..(ontoto akta volo kaje sohoiyota koruk)

DevsTeam ::: sorry for this :: i appreciate your work but you take the wrong way to marketing you.

vul holeo maf chacci na..totally disappoint…to DEVSTEAM for it’s marketing system.

cheers

    @damnamsogood:
    আমি ডেভসটিম ফ্যামিলির ই একজন।
    ডেভসটিম কে নিয়ে আপনার কোন অভিযোগ থাকলে আপনি সরাসরি ডেভসটিম এর কর্ণধার আল আমিন কবির কে ফেসবুকে মেসেজ দিতে পারেন।
    ভাল থাকুন

      @মাহবুব হাসান: ok, then you have enough email to broadcast our podecast 🙂
      i just want to suggest a spreadout system….
      be safe and wish the success. In sha allah, we will win. we are with you…

      @মাহবুব হাসান: ok, then you have enough email to broadcast our podecast 🙂
      i just want to suggest a spreadout system….
      be safe and wish the success. In sha allah, we will win. we are with you…
      by the way , i have already send your msg to radio amar and a news paper. they will help us. 🙂

        @damnamsogood:
        ওয়াও! বেশ কামের কাম করেছেন দেখা যাচ্ছে! 🙂
        উয়েট, বাঙ্গালী জাতির পক্ষ থেকে আপনাকে নুবেল দেওয়া হইবেক!
        ভাল লাগছে পাশে পেয়ে।

18 thousand taka for 1 gbps in 2011

Level 2

সরকারি বেসরকারি সাইট গুলু হেক করে সেখানে ইন্টারনেট এর দাম কমানোর জন্য বলা হক এবং হুমকি দেয়া উচিত যদি ইন্টারনেট এর দাম কমানু না হয় তাহলে এই হেকিং অব্বাহত থাকবে তাহলেই তাদেরকে শায়েস্তা করা যাবে।

    @mahmudkoli:
    হুমকী দিয়ে এ জগতে কিছু হয়না। বিশেষ করে দাবি দাওয়ার ক্ষেত্রে তো নয়ই।
    ভার্চুয়াল ক্ষেত্রে থেকে এবার সত্যিকারের মাঠে নামতে হবে।
    আসবেন তো?

Level 0

হুম!!! সময় এসেছে । যা করার আমাদের তরুণদের করতে হবে।পাশে আছি । চালিয়ে যান। *******ধন্যবাদ*****

Level 0

ha amader janan we will Go for manob bondhon….. oh google and youtube er bishoytao okhane tule dhorte hobe……..

আমার দেশের সরকার প্রধান তো আর সুপার ম্যান হয়ে যায়নি ছাগল-পাগলের দল নিয়ে ভিশন 2021 পুরন করতে পারবে….

সাথে আছি …….

শু— বাচ্চারা দেশের পুঙ্গি বাজিয়ে নিজেদের আখের গোচাচ্ছে। 80% ওদের পা….. দিয়ে দিলে ওদের ভাল লাগবে।

মনে কিছু করবেন না মেজাজ টা খুপ খারাপ আছে। সামনে পাইলে __________ দিতাম..

Level 0

শুধু আউয়াজ দিয়েন। নব্য সাম্রাজ্যবাদীদের জন্য সূর্য সেন সেনারা আছে।

সাথে আছি।

    @শুভ্র আকাশ:
    বাপরে! এত রাতে এই প্রোপিক দেখে ডরাইছি।
    আপনি সাথে থাকলে তো আমার অবস্থা টাইট হয়ে যাবে, প্লীজ দিনের বেলায় আসুন!

আমিও আছি ।শুধু জানাইয়েন ।

Level 0

সময় এসেছে যা করার আমাদের করতে হবে সাথে আছি।

বাহ ! দারুন উদ্দ্যোগ ! অনেক ধন্যবাদ মাহবুব হাসান ভাইকে।
ঢাকার বাইরে থাকার কারণে যোগ দিতে না পারলেও অনলাইনের এক্টিভিটিস এ সবসময় পাশে থাকব।

টেকটিউনসও পাশে আছে সমস্যা নাই 🙂

ঠিক আছে । সময় ঠিক করেন তারাতারি। আর হ্যাঁ প্রেস নোট তথ্য নির্ভুল হওয়া চাই। এতক্ষনে কিভাবে লিখতে হয় তা জেনে গেছেন মনে হয়।

Level 0

awesome post. it should be featured.

ইনশাল্লাহ্ বিজয় আমাদের হবেই ।

এমন এক মহান উদ্যোগ , আর আমি থাকবো না এটা কি হতে পারে ?
আমিও আছি প্রস্তুত …
সময় এবং স্থান জানালেই হবে …

Level 0

ভাই আছি…

Level 0

“আপনি বিকলাঙ্গ হলে” কথাটির সাথে আমি দ্বিমত পোষণ করছি । আর বাকীটা ঠিক আছে । আমরা এই টিউনটি সরকারের ইন্টারনেট বিষয়ক নীতি নির্ধারক মহলের সদয় দৃষ্টি আকর্ষণ করছি । আশাকরি ডিজিটাল বাংলাদেশ গড়ার পথকে আরও তরান্বিত করবে এমন পদক্ষেপ অচিরেই গৃহীত হবে । ধন্যবাদ ..সবাইকে ।

    @Mustafa:
    আপনার মতামত দেবার জন্য ধন্যবাদ।
    “আপনি বিকলাঙ্গ হলে” কথাটির মাধ্যমে আমি বিকলাঙ্গ কাউকে ইন্ডিকেট করিনি, যারা ভার্চুয়ালি এই করব তা করব কিন্তু ময়দানে নামলে খুজে পাওয়া যাবেনা-আমি তাদেরকে ইন্ডিকেট করেছি।
    এ ধরনের মানুষগুলোর জন্য সফল হতে যাওয়া অনেক মুভমেন্ট ব্যর্থ হয়ে যায়।
    আশা করি এবার বোঝাতে সক্ষম হয়েছি।
    ভাল থাকুন।

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে ১ মেগা বাইট প্রতি সেকেন্ড স্পীডকে ব্রডব্যান্ড হিসেবে ধরা হবে এবং এটিই হবে সর্বনিম্ন স্পীড। তাহলে আমাদের কাজ হবে সরকারের এই সিদ্ধান্ত বাস্তবায়নে বাধ্যকরা এবং ইন্টারনেটের বিল কমানো। কারন সরকার যেহেতু ঘোষণা দিয়েছে অতএব এটা আমরা আদায়ের দাবী করতেই পারে। দেখা হবে রাজপথে, সঠিক সময়ে……………।।

লিংটা শেয়ার করলাম সকলের উদ্দেশ্য http://www.thedailystar.net/newDesign/news-details.php?nid=261889

Level 0

এটাকে কলেজ , ইউনিভার্সিটি থেকে শুরু করা যেতে পারে। সবাই সবার কলেজ , ইউনিভার্সিটি তে একটা ক্যাম্প করুন।

Level 0

vai ami asi jaygay ta ar samoyta ektu janan taratari ami asi apnader satay vai
anek thanks ai uddog ta near janno

Level 0

জি ভাই প্রতি স্কুল কলেজ ভারসিটিতে টিম গঠন করতে হবে
ফেসবুকে লিংক
https://www.facebook.com/pages/%E0%A7%A7%E0%A7%A6%E0%A7%A6-%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0-%E0%A7%A7-%E0%A6%9C%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%BF-%E0%A7%AB%E0%A7%A6%E0%A7%A6-%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC-%E0%A6%86%E0%A6%A8%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%9F%E0%A7%87%E0%A6%A1-%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%87/151460414999799#

সবাই আসুন দেখিয়ে দিন আমরা জনগন ই সকল ক্ষমতার মুল

ভাল উদ্দেগ৤ আশা করি সবাই অংশ নিবে৤ কেউ দয়া করে আলসেমি করেন না৤ এই দাবী আমাদের আদায় করতে হবে৤ দরকার হলে পরবর্তীতে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকললিপি দেয়ার পদক্ষেপ নেয়া যেতে পারে৤ আগে আমজনতাকে এ বিষয় দৃষ্টি আকর্ষণ করাতে হবে৤ কবে, কখন, কোথায় মানববন্ধনটি হবে তা উপরোক্ত ফেসবুকের পেজটির মাধ্যমে ইভেন্ট পাঠালে উপকৃত হব৤ আর অনান্য কমিউনিটিকে একত্রিত করার চেষ্টা করলে আন্দোলনটি আরো বেগবান হবে বলে আশা করছি৤ ধন্যবাদ মাহবুব ভাইকে সময়োপযোগি একটি পোস্ট দেয়ার জন্য৤ হে যুবক সময় হয়েছে ঘুম ভাঙ্গার, সময় নষ্ট করো না আর৤

    @ফারুক হোসাইন:
    ধন্যবাদ।
    কেউ বিভ্রান্ত হবেন না, উপরোক্ত পেজের সাথে আমাদের মুভমেন্টের কোনই সম্পর্ক নেই।
    কবে-কোথায়-কিভাবে সব আপনাদের জানানো হবে।

এডমিনদের দৃষ্টি আর্কষণ করছি, এই পোষ্টটাকে নির্বাচিত করা হোক।

কিছু চাঞ্চল্যকর তথ্য ইন্টারনটে ব্যাবহারকারীদের জন্য:
শিক্ষা সফর: ২০০৭, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশের সাবমেরিন ক্যাবল স্টেশন ।
স্থান: কক্সবাজার ।
আমি ইন্টারনেটের গতি বাড়ানোর ব্যাপারে জিজ্ঞেস করলে জনৈক এক কর্মকর্তা কি উত্তর দিয়েছিল তা নিচে তুলে ধরলাম:
আমি: আমাদের ইন্টারনেটের গতি এত কম কেন? এটা কি বাড়ানো সম্ভব ?
জনৈক কর্মকর্তা: ভাই, আমাদের মোট গতির ৪০%(চল্লিশভাগ) আমরা ব্যাবহার করছি কিন্তু ভাড়া দিচ্ছি ১০০% এর কারন এটা উপর ওয়ালাদের আদেশ, আমাদের কিছুই করার নাই ।
আমি: কি বলেন ! তার মানে আমরা ১০ রুমের একটা ফ্লাট ভাড়া নিয়ে ব্যাবহার করছি মাত্র ৪টি রুম আর ফ্যামিলি মেম্বার সবাই গাদাগাদি করে সেই চারটি রুমে বাস করছি । কিন্তু এটা তো অন্যায়; আমাদের ট্যাক্সের টাকা দিয়ে ভাড়া দিচ্ছে অথচ স্পিড কমিয়ে রাখছে, এটা তো সম্পূর্ন বর্বরতা ।
জনৈক কর্মকর্তা: দেখেন ভাই, এসব কথা অফিসে আলোচনা করলে যদি উপরের কেউ জানতে পারে তাহলে আর চাকরী থাকবে না ।
আমি: তাই বলে এতগুলো মানুষকে আপনারা জিম্মি করে রাখবেন, এটা কি ধরনের মানবতা ?
জনৈক কর্মকর্তা: সত্যি কথা বলতে ওনাদের ধারনা সাধারণ মানুষ এত স্পিড দিয়ে কি করবে, বুঝলেন তো ভাই আমাদের ম্যাক্সিমাম মন্ত্রী,আমলা আর রাজনীতিবদিরা অশিক্ষিত, মূর্খ তাই ওনাদের বোঝানো যায় না । তাছাড়া তথ্য প্রযুক্তি যত সহজলভ্য হবে তত মানুষ তাদের নাগালের বাইরে চলে যাবে, হয়ত এই ভয়ে…
আমি: যাক তাহলে আপনি স্বীকার করলেন যে আমাদের দেশ চালাচ্ছে কতিপয় মূর্খ রাজনীতিবিদরা । আমার আর কিছুই বলার নেই ।
জনৈক কর্মকর্তা: এটা ঠিক না কারন কিছু কিছু শিক্ষিত রাজনীতিবিদও আছে ।
আমি: আমি আসলে, ‘স্ব-শিক্ষিত’ মানে প্রকৃতি থেকে শিক্ষা নেয়ার কথা বলছিলাম । কারন কাক ময়ূরপুচ্ছ ধারণ করলেই ময়ূর হয় না, তেমনই স্কুলে পড়লেই সবাই শিক্ষিত হয় না ।
আর আসুন আমরা একটা দিন ঠিক করে বৃহ্ত্তর কর্মসূচীর ডাক দেই, কিন্তু অবশ্যই আমরা মূর্খ রাজনীতিবিদদের মত হিংস্র কোন কর্মসূচী দিয়ে দেশের অর্থনীতি ধ্বংসের দিকে ঢেলে দেব না । আমাদের কর্মসূচী হবে শান্তিপূর্ন । ধন্যবাদ সবাইকে ।
বি: দ্র: কারো আত্মীয়-স্বজন রাজনীতিবিদ হলে দয়া করে কিছু মনে করবেন না ।

    @সাকি বিল্লাহ্:
    ধন্যবাদ এবং সহমত।
    সাথেই থাকুন

    @সাকি বিল্লাহ্: চমৎকার একটি সত্য কথা আমাদের দেশ চালিয়েছে এবং চালাচ্ছে মূর্খ রাজনীতিবিদেরা। হয়তো তারা অনেকেই তথাকথিত শিক্ষিত কিন্তু তথ্য-প্রযুক্তির বিষয়ে একেবারেই মূর্খ। আর যারা কিছুটা বোঝে তারাও সত্যকে ভয় পায়। যার কারনে আমাদের ডিজি”টাল”- দেশের এই অবস্থা।

Level 2

ভাই
সাথেই আছি ইনশাল্লাহ সাথেই থাকবো

    @babu115:
    ধন্যবাদ।
    এভাবে সবাইকে পাশে পেলে আমরা আমাদের লক্ষ্যে পৌছাবই ইনশাল্লাহ

Level 0

আমিও একমত আপনাদের সাথে।

প্রথমেই মাহবুব ভাইকে ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার জন্য। তবে আমার মনে হয় এই ধরনের উদ্যোগে সবচেয়ে সঠিক কার্যক্রম ঠিক করতে পারবে তরুণ প্রজন্ম। শুধুমাত্র মানববন্ধন করে এই দাবি সফল করা বেশ কষ্টকর। উপ্রে একজন বললেন ব্যাতিক্রম কিছু করার জন্য।আমি উনার সাথে সহমত পোষণ করছি।
আমাদের প্রায় সবার বাসায় ভাংগা কি বোর্ড,মাউস,মনিটর,সিপিও প্রভৃতি আছে।মানববন্ধনে প্রত্যেকের হাতে যদি একটি করে এইসব অকেজো হার্ডওয়্যার থাকে তাহলে তা সহজেই মিডিয়ার নজরে আসবে।আর এইসব হার্ডওয়্যারের নাম দেওয়া যেতে পারে “ডিজিটাল বাংলাদেশের অস্ত্র” 😉
জনপ্রিয় আরও কিছু ব্লগে এই লেখা ফলাও করে প্রচার করা উচিত……
আরেকটা ব্যাপার
আসলেই শুধু “বিকলাংগ” হয়ে বসে থাকবেন না।নতুন কোন আইডিয়া থাকলে শেয়ার করুন।ফল কি হবে সেটা নিয়ে হতাশ হবেন না।সব ধরনের নেতিবাচক চিন্তা থেকে বেরিয়ে বৃহৎ সার্থে ঝাপিয়ে পড়ুন।আমাদের দাবি আমরাই আদায় করবো……… ইনশাল্লাহ

    @মাকসুদ:
    আপনাকেও ধন্যবাদ খুব সুন্দর একটি মন্তব্যের জন্য।
    ভাল কিছু আইডিয়া দিয়েছেন। ভাববার বিষয়।
    ভাল থাকুন এবং সাথেই থাকুন

    @মাকসুদ: ভাই আপনার আইডিয়াটা দারুণ, সুন্দর একটি আইডিয়া দেওয়ার জন্য ধন্যবাদ

বিশ্ববিদ্যালয় গুলোতে আগে campaign করতে চাই

এই পোষ্টটাকে নির্বাচিত করা হোক।

Level 0

Asole oderke bole bujanu jabena je ata dollar ar moto reserve baranur dorkar nai.Digital gov mone kore bandwith reserve korle bolbe amra dollar ar pasapahi ato.. bandwith reserve korchi.

ইনশাল্লাহ ,সাথে আছি ও থাকব।

Level 0

Totally agree,, why techtunes.io never sticky this article until the strike finished?

    @faridgem:
    ধন্যবাদ।
    সেটা টেকটিউনস কর্তৃপক্ষ-ই ভাল বলতে পারবেন।
    সাথেই থাকুন

আমি ও আপনার সাথে আছি

Level 0

আমিও আছি ।শুধু জানাইয়েন ।

আমি আছি আপনাদের সাথে। যদিও আমি ঢাকার বাইরে থাকি কিন্তু আমারা অনেকে আছি। প্রয়োজনে যেদিন ঢাকায় মানব বন্ধন হবে সেদিন আমরা আমাদের শহরেও মানব বন্ধন করব। আমার মত যারা ঢাকার বাইরে আছেন আসুন না আমরাও নিজ নিজ শহরে বা উপজেলায় একি দিনে মানব বন্ধন করি। এতে দাবী আদায়টা আরও জোরালো হবে। যে যেখানে যে ক’জনই হই একি দিনে যদি বিষয়টি হয় তাহলে জোরালো হয়। বিষটি নিয়ে একটু ভাবুন কোন ব্যাপারই না। শুধু তারিখটা আগে জানালেই আমরা একসাথে সারাদেশে মানব বন্ধন করব এবং ব্যানারে স্লোগানটাও সকলের এক হলে ভালো হয়। স্লোগানটা কি হলে ভালো হয় লিখে দিন সবাইকে। আমার মেইল [email protected] ধন্যবাদ।। সাথে আছি – থাকব সকল ন্যায্য ও ভালো কাজে।

    @যাযাবর:
    ধন্যবাদ।
    ভাল আইডিয়া! প্রত্যেকে নিজ নিজ শহরেও উদ্যোগ নিতে পারেন।
    থেমে থাকলে বা আরেকজনের জেগে ওঠার অপেক্ষায় থাকলে কখনোই সম্ভব হবেনা।
    সব জানাব…

ভাই আমিও আছি…
আমার এই পেইজে https://www.facebook.com/WebsiteDevelop স্ট্যাটাস টি শেয়ার করেছি…
আমাকে শুধু একটা ফোন দিবেন চলে আসবো
০১৮১৬৮৯৬৭৭১

Level 0

এটা অবশ্যই একটা ভালো উদ্যোগ,আসল সমস্যাটা হচ্ছে এসব বিষয়ে আমাদের ধারণার,অনেকেই জানেন,বেশিরভাগই জানেন না।আর এই সুযোগটা নিয়ে কিছু স্বার্থপর মানুষ আমাদের পকেট কাটছে।মাহবুব ভাইয়ের মতন অনেকে এর প্রতিবাদ করছেন, হয়তো কম বা বেশি,তারপরও আমার মনে হয় এবিষয়ে এখনও অনেকে জানে না।
আমাদের উচিত এসব বিষয়ে যতটা পার যায় তথ্য জোগাড় করা এবং অন্যদের কাছে পৌছে দেয়া। Blogger যারা আছেন তারা এ কাজটি অনায়াসে করতে পারেন, Internet-ই হতে পারে আমাদের প্রথম হাতিয়ার।
মানব-বন্ধনের পাশাপাশি ব্যাপারটা বিস্তারিত ছেপে মানুষের হাতে লিফলেট আকারে পৌছে দেয়ার ব্যাবস্থা করা যেতে পারে।এটা এথন শুধু আমাদের দাবি নয়, এটা আমাদের অধিকার।মাথা গরম না করে আমাদের উচিত প্রথম মানব-বন্ধনটাকে সফল করা।আমিও আছি আপনাদের সাথে।
পরিশেষে,মাহবুব ভাইকে এ ধরনের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার জন্য ধন্যবাদ।

    @Technoboy:
    অনেক ধন্যবাদ আপনার সুচিন্তিত মন্তব্যের জন্য!
    সহমত পোষণ করছি।
    এ যুদ্ধ আমার একার নয়, ইন্টারনেট ব্যবহারকারী প্রতিটি মানুষের। তাই সবাইকেই সচেতন হতে হবে তার ন্যায্য হিস্যা বুঝে পাবার জন্য।
    ভাল থাকুন

Level 0

সার্ভিস প্রোভাইডাররা আমাদের যে পরিমাণ ঠকিয়েছে তাতে এখন আমাদের বিনামূল্যে নেট ব্যবহার করতে দেওয়া উচিত।

Level 0

tt er adminer dristi akorson korsi
pls apnara tt er sokol userder apnara mail kore ei manob bondhoner jonno date o place er nam janie din

vai amio apnader sathe achi. ato taka khoroc kore net use korte khub problem hocche.

Level 0

vai amio apnader sathe asi…. ebar suru kora jaq, dekha jaq amra nobin ra kisu korte pari kina……….

Level New

“সার্ভিস প্রোভাইডাররা আমাদের যে পরিমাণ ঠকিয়েছে তাতে এখন আমাদের বিনামূল্যে নেট ব্যবহার করতে দেওয়া উচিত”

well said…@Echo_delta

আমাদের সবার একতাই আমাদের সফল করবে এবং সামনে এগিয়ে যাবার প্রেরনা যোগাবে । এগিয়ে যান হাসান ভাই, আমরা সবাই আপনার পাশে আসি ।

Level 0

আপনাদের সাতে আমি ও একমত। আপনাদের সাথে আমিও আছি শুধু ডাকদেন দেখেন আমাদের কোথায় পান।অবশ্যই আপনাদের কাতারে আমি ও দাড়াব।

Level 0

আপনাদের সাথে ১০০% একমত এবং সাথেই আছি।

কতটুকু ব্যান্ডউইথ রিজার্ভ আছে…..amar mone hoy jekono technology news journalist ai kaz ta khub easily korte pare…….ai bapera prothom alo ar Reporter k kaze lagate pari .

Level 0

আমার মনে হয় না সরকার কিংবা সাভির্স প্রভাইডররা এদিকে এখন কোন দৃষ্টিপাত করবে। কিন্তু পরে ভোট চাওয়ার সময় এটাকে সকল দল একটা ইস্যু করবে এবং ক্ষমতায় গেলে আমাদের এই সুবিধা দেয়া হবে বলে প্রতিশ্রুতি দেবে। এবং এর বাস্তবায়ন আসলেই হবে কিনা তা সহজেই অনুমেয়। সরকার চাইলে আমাদের এই দাবী পূরণ করতে বেশি সময় লাগার কথা না। সরকারের কাছে আমরা দাবী জানালাম এবং সরকার যদি আমাদের এই দাবী পূরণ না করে তাহলে আমরা ডিজিটাল আন্দোলনে নামব। এই আন্দোলনে থাকবে গুরত্তপুর্ন সরকারী এবং বেসরকারী সাইটে হ্যাকিং, নেট সাইটে ব্যাপক সাড়া জাগরণ, পত্রিকায় চিঠি প্রদান, তবে এ সমস্ত কাজ হবে যদি সরকার আমাদের দাবী পূরণে আগ্রহ না দেখায়। তার আগে আমরা মানব বন্ধন করব, পোস্টার লাগাব, শান্তিপূর্ণ কর্মসূচি পালন করব কারন আমাদের যাতে কোন বদনাম না হয়। তারপরেও যদি কোন সমাধান না হয় তবে আমরা কেউ বাসায় কম্পিউটার এর সামনে বসে থাকব না, যে কোন মুল্যে আমরা আমাদের এই দাবী পূরণ করেই ছাড়ব।
আমি কম্পিউটারের খুব বেশী কিছু না জানলেও এটা বুঝি যে একবিংশ শতাব্দীতে সহজলভ্য ইন্টারনেট সুবিধা কতটা দরকারী। তাই আমি সবসময়ই আপনাদের পাশে আছি এবং থাকব।