আসসালামু আলাইকুম.
নিজস্ব ব্লগে কিংবা অন্য কোন ব্লগে যেখানে আপনি মেম্বার সেখানে কাউকে ধন্যবাদ জানাতে হলে আপনাকে শুধু হয়তো কথায় অথবা সাইন ল্যানগুয়েজ ব্যবহার করতে হয়।(কোন কোন ব্লগে আবার এই সুবিধা আছে)
নিচের স্ক্রিপ্ট গুলর মাধ্যমে আপনি খুব সহজেজে ইমেজের মাধ্যমে ব্লগে ধন্যবাদ জানাতে পারবেন।
স্ক্রিপ্টঃ
কমেণ্টে নিচের স্ক্রিপ্ট গুলোর মধ্যে যেটা প্রয়জন সেটা লেখুন।
লেখা ধন্যবাদঃ<img src="http://zangygraphics.com/zimages/thanks/1.gif" />
লিপ ধন্যবাদঃ<img src=http://zangygraphics.com/zimages/thanks/10.gif border=0>
ব্যাং এর ছবি ধন্যবাদঃ<img src=http://zangygraphics.com/zimages/thanks/5e97a126b6ec7d5ce760a57097f83d1bThank_you5.gif border=0>
হার্টের ভিতরের ধন্যবাদঃ <img src=http://zangygraphics.com/zimages/thanks/12.gif border=0>
কার্টুন ধন্যবাদঃ <img src=http://zangygraphics.com/zimages/thanks/5.jpg border=0><br>
ছোট হার্ট ধন্যবাদঃ <img src=http://zangygraphics.com/zimages/thanks/13.gif border=0><br>
এছাড়া আপনি নিজেও এই রকম তৈরি করে নিতে পারেন।এজন্য যা করতে হবেঃ
<img src=এইখানে ওয়েব এড্রেস লিখতে হবে border=0><br>
যেমনঃ<img src=http://zangygraphics.com/zimages/thanks/5.jpg border=0><br>
তাহলেই আপনার ওই কমেন্টে ইমেজটি শো করবে।
টেকটিউনে এই সিস্টেম কাজ করে না । প্রথম আলো ব্লগে এই সিস্টেম কাজ করে।এছাড়া elctronicworkshop.com এ কাজ করছে।
আমি Emilton। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 59 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।