অনেক কিছু আমরা Utorrent দিয়ে Torrent Download করে থাকি ।
বিশেষ করে ১ জিবি , ২ জিবি প্রভৃতী সিনেমা , সফটওয়্যার । কিন্তু Utorrent এর পরিবর্তে যদি
Vuze নামক সফটওয়্যার এর সাহায্যে
Torrent Download করে থাকেন তাহলে Utorrent থেকে বেশী
স্পীডে Vuze এর সাহায্যে যে কোনো কিছু Torrent তাড়াতাড়ী ডাউনলোড করতে পারবেন ।
আর Vuze ইনস্টল করার আগে JAVA সফটওয়্যারটি আপনাদের কম্পিউটারে ইনস্টল করতে হবে ।
আর যদি জাভা ইনস্টল করা নাও থাকে তাহলে Vuze ইনস্টল করার সময় আপনা থেকেই আপনার কম্পিউটারে জাভা ইনস্টল হবে তারপর Vuze সফটওয়্যারটি ইনস্টল হয়ে যাবে ।
আর এর জন্য আপনার কম্পিউটারে ইন্টারনেট কানেকসন্ টি অন থাকতে হবে ।
তাহলে নিচের ডাউনলোড লিঙ্ক থেকে Vuze সফটওয়্যারটি ডাউনলোড করুন এবং ইনস্টল করুন।
http://www.filehippo.com/download_vuze/
এবং নিচের ডাউনলোড লিঙ্ক থেকে JAVA সফটওয়্যারটি ডাউনলোড করুন এবং ইনস্টল করুন।
আমি বাংলার হৃদয় বাংলার হৃদয়। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
হুমম ভালো লাগল।