Vuze নামক সফটওয়্যার এর সাহায্যে Torrent Download

অনেক কিছু আমরা Utorrent দিয়ে Torrent Download করে থাকি ।

বিশেষ করে ১ জিবি , ২ জিবি প্রভৃতী সিনেমা , সফটওয়্যার । কিন্তু Utorrent এর পরিবর্তে যদি

Vuze নামক সফটওয়্যার এর সাহায্যে

Torrent Download করে থাকেন তাহলে Utorrent থেকে বেশী

স্পীডে Vuze এর সাহায্যে যে কোনো কিছু Torrent তাড়াতাড়ী ডাউনলোড করতে পারবেন ।

আর Vuze ইনস্টল করার আগে JAVA সফটওয়্যারটি আপনাদের কম্পিউটারে ইনস্টল করতে হবে ।

আর যদি জাভা ইনস্টল করা নাও থাকে তাহলে Vuze ইনস্টল করার সময় আপনা থেকেই আপনার কম্পিউটারে জাভা ইনস্টল হবে তারপর Vuze সফটওয়্যারটি ইনস্টল হয়ে যাবে ।

আর এর জন্য আপনার কম্পিউটারে ইন্টারনেট কানেকসন্ টি অন থাকতে হবে ।

তাহলে নিচের ডাউনলোড লিঙ্ক থেকে Vuze সফটওয়্যারটি ডাউনলোড করুন এবং ইনস্টল করুন।

http://www.filehippo.com/download_vuze/

এবং নিচের ডাউনলোড লিঙ্ক থেকে JAVA সফটওয়্যারটি ডাউনলোড করুন এবং ইনস্টল করুন।

http://www.filehippo.com/download_jre_32/

Level 0

আমি বাংলার হৃদয় বাংলার হৃদয়। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

হুমম ভালো লাগল।

ভাল লাগলো।ব্যাবহার করে দেখি …।

Level 0

uTorrent is the Best…………

Level 0

Realy Fine………………….

@মোহাম্মদ খালিদ হোসাইন : আপনা কেউ অনেক অনেক ধন্যবাদ…………….

Level 0

eita kemon kotha hoilo: “Torrent Download করে থাকেন তাহলে Utorrent থেকে বেশী
স্পীডে Vuze এর সাহ্যাযে যে কোনো কিছু Torrent তাড়াতাড়ী ডাউনলোড করতে পারবেন ।”

bujhlam Vuze dekhte shundor kintu “চক চক করলেই সোনা হয় না।”

uTorrent e better, kom memory khay

Level 0

ব্যবহার করে দেখুন আসলেই টরেন্ট ডাউনলোডার থেকে অনেক ভাল স্পীড পাবেন। আমিতো পাচ্ছি । ধন্যবাদ

@rashed2you : আপনাকে কমেণ্ট করার জন্য ধন্যবাদ ।

Level 0

আমি জানি Vaze ই সবচেয়ে ভালো টরেন্ট ডাউনলোডার। অনেক আগে থেকেই এইটি আমি ব্যবহার করছি। uTorrent সহ আরো বেশকিছু ডাউনলোডার ব্যবহার করে বাস্তব অভিজ্ঞতা থেকেই বলছি। এটায় স্পিড অন্যগুলো থেকে অনেক বেশি পাওয়া যায়। তবে এটি নিয়ে টিউন করার আইডিয়া মাথায় আসেনি। ধন্যবাদ বাংলার হৃদয় ভাই ‘চমৎকার টিউন’ করার জন্য।

@tanvirbd5 : আপনাকে অনেক অনেক ধন্যবাদ ।

vuze amio use korchi .. mone hoy eta besh valo e customized kora torrent manager .. upload kom haoar jonno .. internet connection speed joto valo vuze use kore toto beshi sufol paoa jay ,,

Level 0

very lovely post. thank you so much brother. it is wondeful. thank you!