প্রসঙ্গ – ডোমেইন ট্র্যান্সফার ; বিস্তারিত জেনে নিন

ডোমেইন ট্র্যান্সফার কি?

সহজ ভাবে এক রেজিস্টার থেকে অন্য রেজিস্টারে ডোমেইন হস্তান্তর করা কে ডোমেইন ট্র্যান্সফার বলে ।

কেন ডোমেইন ট্র্যান্সফার - প্রোভাইডার এর প্রাইসিং ব্যবধান এবং সার্বিস এবং সাপোর্ট এই তিনটি কারণে ডোমেইন ট্রান্সফার করা হয়ে থাকে । তবে আমাদের দেশে আরেকটি মেজর কারণে ক্লায়েন্ট ডোমেইন ট্র্যান্সফার করে থাকে , তা হচ্ছে প্রোভাইডারের স্বচ্ছতা বা বিশ্বস্ততা ।

ডোমেইন ট্রান্সফার করতে যা প্রয়োজন ,

ডোমেইন ট্র্যান্সফার করতে আপনার ডোমেইনটির নিয়ন্ত্রণ আপনার কাছে থাকা চাই । ডোমেইন ট্রান্সফার করতে আপনার প্রধানত দুটি জিনিস হলেই সম্ভব তা হল “ডোমেইন ট্র্যান্সফার কোড” এটা ভিবিন্ন নামে হতে পারে প্রোভাইডার ভেদে নামের ভিন্নতা থাকতে পারে । যেমন - auth code,transfer key, transfer secret , secret code , EPP code, EPP authentication code, or EPP । এবং দ্বিতীয় হল, যে ইমেইল দিয়ে ডোমেইন রেজিস্ট্রেশন করা আছে তার এক্সেস ।অর্থাৎ ডোমেইন এডমিন ইমেইল । কেননা , ট্রান্সফার রিকুয়েস্ট এর পর আপনার কাছে অনুমতি চেয়ে একটা মেইল যাবে , যা থেকে আপনাকে সম্মতি দিতে হবে ।

প্রক্রিয়া,

  • আপনার ডোমেইন প্যানেলে লগইন করুন । ডোমেইন ম্যানেজমেন্ট থেকে আপনার ডোমেইন টি লক করা থাকলে আন-লক করে নিন এবং “ডোমেইন ট্র্যান্সফার কোড” সংরক্ষণ করুন ।

[ কিছু সীমাবদ্ধতায় অনেকের কাছে ডোমেইন কন্টুল থাকে না, আপনি যার থেকে ডোমেইন নিয়েছেন তার সাথে কথা বলে ডোমেইনটি আনলক করে নিন এবং “ডোমেইন ট্র্যান্সফার কোড” চেয়ে নেন । এবং আপনার ইমেইল আইডি দিয়ে আপডেট করে দিতে বলেন । এবং বলে রাখেন আপনি ডোমেইনটি অন্যত্র নিয়ে যাচ্ছেন তিনি যেন অনুমতি দেন । মানে তিনি যদি আপনার রিসেলার হয়ে থাকে তাহলে সে বাধা প্রধান করতে পারবে । ]

  • আপার নতুন প্রোভাইডারের ওয়েব সাইটে সাইন আপ করে নেন আগে বাগেই । তারপর ডোমেইন ট্রান্সফার অপশনে ক্লিক করুন । দেখবেন আপনার “ডোমেইন ট্র্যান্সফার কোড” চাচ্ছে । কোড দিয়ে দিন , প্রোভাইডার ভেদে কিছু তথ্য বা এডন দেখাতে পারে তা বুঝতে সমস্যা হবে না আসা করি এবং অর্ডার কমপ্লিট করুন ।
  • ডোমেইন এডমিন ইমেইলে অনুমতি চেয়ে একটা মেইল যাবে , যা থেকে সম্মতি দিয়ে দিন । মানে এরকম, আপনি ডোমেইনটি অন্যত্র সরিরে নিতে চাচ্ছেন বা কেউ নিতে চাচ্ছেন আপনি রাজি আছেন । একটি লিঙ্ক থাকবে তাতে ক্লিক করেই এপ্রুভ করতে হবে ।

ব্যাস শেষ , এবার ৫ দিনের মধ্যে আপনার ডোমেইনটি নিউ প্রোভাইডারের ট্র্যান্সফার হয়ে যাবে ।

যে কারণে ডোমেইন ট্র্যান্সফার প্রবলেম হতে পারে,

  • ডোমেইন লক করা থাকলে ।
  • এডমিন এপ্রুবাল রিকোয়েস্ট একসেপ্ট না করলে ।
  • আপনার প্রোভাইডার বাধা প্রধান করলে ।
  • “ডোমেইন ট্র্যান্সফার কোড” ভুল থাকলে ।

আরও কিছু তথ্য,

আপনার ডোমেইনটির বয়স ৬০ দিন হতে হবে মিনিমাম , মানে ডোমেইন রেজিস্ট্রেশন করার মিনিমাম ৬০ দিন পর ডোমেইন ট্র্যান্সফার করতে পারবেন । তেমনি , ডোমেইন আগে ট্র্যান্সফার করে থাকলে সেখানেও আপনাকে ৬০ দিন অতিক্রম করার পর ডোমেইন নতুন করে অন্যত্র ট্র্যান্সফার করতে পারবেন ।

এক প্রোভাইডার থেকে অন্য প্রোভাইডারে ডোমেইন ট্র্যান্সফার করতে পারবেন না যদি, দুটি প্রোভাইডারে রেজিস্টার একই হয়। কেননা, বেশির বাগই রিসেলার , সবাই রেজিস্টার না ।

....................................
মোঃ জোবায়ের আলম (বিপুল)
হোস্ট মাইট

Level 0

আমি জোবায়ের আলম বিপুল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 34 টি টিউন ও 426 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Contact Information : Skype : bipulbd08 Email : [email protected] Mobile : 01713305324


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমি আমার ডোমেইন ট্রান্সফার করতে চাই। কিন্তু আমার ডোমেইনের মেয়াদ শেষ হতে মাত্র ১৬দিন বাকি আছে। এ ক্ষেত্রে কি আমি অন্য কোথাও ট্রান্সফার করতে পারব?

আর যদি মেয়াদ শেষ হয়ে যায় তখণ?

বিপুল ভাই
আমি হোস্টিং কিনতে চায়, কিন্তু দেশীয় কারো কাছে পরামর্শ চায়লেই বলে আমার কাছ থেকে কিনুন এই সেই হাবি জাবি ।
যাই হোক, আমি হোস্টিং কিনতে চায়, কিন্তু আমি বিভিন্ন বড় বড় হোস্টীং কম্পানীর অফার দেখেছি তাদের কে এক সাথে অনেক টাকা প্রথমেই দিতে হয় তা হলে কম খরচ পড়ে, কিন্তু বুঝতেই পারছেন একসাথে এত টাকা দেয়া একটু কঠিনই বটে ।
এমন ভালো কোনো হোষ্টিং কোম্পানী কি আছে যাদের কাছথেকে আমি কম খরছে হোস্টিং কিনতে পারবো এবং প্রতি মাসে বিল দিতে পারবো বাংলাদেশ থেকে ।
আশা করি উত্তর পাবো ।
ধন্যবাদ ।

    @এহসান: vai ai ta dekhte paren http://www.hostso.com/
    skrill support kore.

    @এহসান: আপনার মন্তব্যর জন্য ধন্যবাদ । খুব স্বাভাবিক , আপনি যার কাছে পরামর্শ চাবেন তার নিজের সার্বিস থাকলে সে তা বলতেই পারে । আপনি হোস্টমাইট ট্রাই করে দেখেতে পারেন । মান্থলি বা ইয়ালি যে কোন ভাবেই সেবা পাবেন। অনলাইন পেপাল,মানিবুকার্স,পেজা তাছাড়া ব্যাংক ট্র্যান্সফার , বিকাশ যে কোন ভাবেই পেমেন্ট দিতে পারবেন ।

    @এহসান: হাবিজাবি হবে কেন? যে ব্যবসা করে তার কাছে পরামর্শ চাইতে যান কেন? সে তো ব্যবসার জন্য বসছে তাই না? নাকি জনসেবায় বসছে যে তার হোস্টিং বিক্রি না করে অন্য কোম্পানিতে পাঠিয়ে দিবে? যেমন- আপনি একটা মোটরবাইক কিনবেন কিন্তু ওয়ালটনের শোরুমে গিয়ে বললেন ভাই একটা পরামর্শ দেন কোন কোম্পানি থেকে মোটরবাইক কিনব। উত্তরটা কি হবে চিন্তা করুন। অথবা নিজেকে হোস্টিং ব্যবসায়ী মনে করুন তারপর আপনি মানুষকে কি উত্তর দিবেন চিন্তা করুন। উত্তর পেয়ে যাবেন।

ভাইয়া উপকারি টিউনটির জন্য অনেক ধন্যবাদ । godaddy.com থেকে ডোমেইন কিনতে গেলে আমাদের দেশে কোন ব্যাংকে কি রকমের অ্যাকাউন্ট থাকা লাগবে যদি জানা থাকে একটু জানাবেন ।

    @Tahajib Alam: Godaddy থেকে বাংলাদেশ থেকে ডোমেইন কিনতে চাইলে বাংলাদেশের কোন ধরনের ব্যাংক একাউন্ট থেকেই কিনতে পারবেন না। এরা পেপাল, এবং ইন্টারন্যাশনাল কার্ড সাপোর্ট করে ।

thanks 4 this post