ব্যাকআপ রাখুন Firefox এর Add-on গুলোর

কিছু দিন পর পর আসে Firefox এর নতুন নতুন ভারসন।আবার কম্পিউটার নতুন করে সেটাপ দিলেই প্রয়োজন হয় নতুন করে ব্রাউজার সেটআপ দেবার।আর নতুন করে সেটআপ দিলেই হারিয়া যায় পুরনো Add-on গুলো।কিন্ত এখন আপনি আপনার Add-on গুলোর ব্যাকআপ রাখতে পারবেন আর ব্রাউজার সেটআপ এর পর পরি ইন্সটল করে নিতে পারবেন Add-on গুলো।

ব্যাকআপ রাখার জন্য আপনাকে প্রথমে FEBE (Firefox Environment Backup Extension) নামের এক্সটেন্সন টা ডাউনলোড করতে হবে।ডাউনলড করুন নিচের লিঙ্ক থেকে।

https://addons.mozilla.org/en-US/firefox/addon/2109

Untitled

ডাউনলোড সেস হলে ব্রাউজার Restart করতে হবে।তারপর Tools মেনু থেকে FEBE অপশন এ যেতে হবে।FEBE option থেকে ঠিক করে দিতে হবে কোন ফোলডার এ ব্যাকআপ ফাইল গুলো জমা হবে।এরপর Perform Backup অপশন এ ক্লিক করলে FEBE ব্যাক আপ ফাইল তৈরী করবে।
১)Tools>FEBE>FEBE option
২)Tools>FEBE>Perform Backup
আপনার Select করে দেয়া ফোল্ডার চেক করে দেখুন Add-on গুলোর Backup ফাইল তৈরী হয়েছে।

এটা আমার প্রথম tune, ভুল হলে ধরিয়া দিবেন,আর ভাল লাগলে comment করতে ভুল্বেন না।

Level 0

আমি পাভেল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 37 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

http://thewisesolutions.com/


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আগেই জানতাম

    জানলে টিউন করেননি কেন এতদিন !!!

    thankuu for support apu

    Level 0

    “আগেই জানতাম”- most বিরক্তিকর comment.
    Pavel vai thanks for the tune. really usefull for me

    Level 3

    নামটা সুন্দর !! কিন্তু মন্তব্য কী সুন্দর !!!

Level 0

ধন্যবাদ ভাইয়া আমার সাইট ভিজিট করুন এক সাইট থেকে সব মেইল চেক করুন http://www.alamgers.blogspot.com

কাজের জিনিস

দারুন কাজের জিনিস…

Level 0

এটাই তো খুজছিলাম কয়েকদিন থেকে । ধন্যবাদ পাভেল ভাই আপনাকে ।

Level 0

good tune

Level 0

ধন্যবাদ আপনাকে। cleo use করে সবগুলো এডনস কে একটা এডনস বানিয়ে ফেলা যায়।
https://addons.mozilla.org/en-US/firefox/downloads/latest/2942/addon-2942-latest.xpi?src=search

Level 2

টেকটিউনস এ স্বাগতম।
একটি কাজের জিনিস উপহার দেয়ার জন্যে ধন্যবাদ।
এ ধরণের আরও টিউনের প্রত্যাশায়…………..

Level New

thanks……

পাভেল ভাই save করা add-ons গুল কি ভাবে install করব জানালে ভাল হত…….

Level 0

thank u for the tune. i was looking for it. would u kindly let us know how can we install the saved add-ons?

কাজের একটা পোষ্ট দিলেন। উপকারে আসবে।

ভাই আমার এই লিংক টা একবার হলেও দেখে আসেন। হয় adons এর ব্যাপারে কাজে লাগতে পারে। http://www.somewhereinblog.net/blog/rumman50/29330839