স্বল্পমূল্যে নিজের বাসাটাকে হটস্পট বানিয়ে ফেললাম…

গত ২৪ ডিসেম্বর তারিখে মাল্টিপ্ল্যান সেন্টারের ডিজিটাল আইসিটি ফেয়ার থেকে কিনে ফেললাম একটা রুটার (আমেরিকান উচ্চারনে রাউটার)। মনে ইচ্ছে ছিল অনেকদিনের, বাসার যে কোন রুম থেকে অনায়াসে ইন্টারনেটে যাওয়ার। ব্রডব্যান্ড কানেকশনটা অন্যরুমে হবার জন্য, এই শীতের মধ্যে লেপ/কম্বল ছেড়ে উঠতে হত কোন ওয়েবসাইট দেখা বা কোন জরুরী ই-মেইল করার জন্য। এখন আর সেটা লাগছে না। সারা বাসাতেই আমি ইন্টারনেটে ঢুকতে পারব (আর আমার বাসায় অতিথি হলে আপনিও পারবেন)।

যে রুটার দিয়ে আমার বাসাকে ওয়াই-ফাই হটস্পট করলাম সেটি হল Tp link TL-WR720N। এটার দাম আমার জানা মতে রুটারদের মধ্যে সর্বনিম্নঃ ১,৫০০/- মাত্র।

রুটার মডেলটা দেখতে দারুন। কেমন যেন একটা স্টারওয়ার্স এর রোবট টাইপের ভাব আছে। চিরাচরিত এক/দুই শিংওয়ালা রুটার এর মত নয়।

আমি জানি অনেকেই বলবেন কি দরকার ছিল, ল্যাপটপ থেকে এমনিই তো ব্রডব্যান্ড কানেকশন শেয়ার করা যায়। হ্যাঁ যায়, তবে রুটার দিয়ে হটস্পট বানানোর পর আপনি বিচরণের যে স্বাধীনতা উপভোগ করবেন, তা কিন্তু অনন্য। আমি এখন দুইটা ল্যাপটপ, তিনটা স্মার্টফোন আর একটা ট্যাব দিয়ে সমানে ইন্টারনেট ব্রাউজ করে চলেছি। হটস্পট বানানোর পদ্ধতিটা দারুন সোজা। আপনার ব্রডব্যান্ড কেবলটি রুটারের WAN পোর্টে প্রবেশ করান আর প্রদত্ত কেবলটি একটি পিসি বা ল্যাপটপের সাথে কানেক্ট করে সেখানে প্রদত্ত সিডিটি চালান। তারপর স্ক্রিনে আসা নির্দেশনা অনুযায়ী রুটারকে কনফিগার করে নিন। ব্যাস।

ওয়াই-ফাই বাসাকে আমি আসলেও এনজয় করছি। আপনিও পারবেন। ও, বাই দ্য ওয়ে, আমি TP-Link এর কোন সেলস এজেন্ট নই। আমার দেখা মতে এটা সবচেয়ে সস্তা (এবং কাজেরও বটে) হওয়ায় জানাতে চাইলাম। আশা করি অনেকের কাজে লাগবে।

এক নজরে Tp-Link TL-WR720N রুটারঃ

Interface2 10/100Mbps LAN Ports
1 10/100Mbps WAN Port
ButtonWPS/Reset
External Power Supply9VDC / 0.6A
Dimensions (W X D X H)6.2 x 4.8 x 1.3 in.(158 x 122 x 32 mm)
AntennaInternal
WIRELESS FEATURES
Wireless StandardsIEEE 802.11b, IEEE 802.11g, IEEE 802.11n
Frequency2.4-2.4835GHz
Signal RateUp to 150Mbps
EIRP<20dBm
Reception Sensitivity130M: -68dBm@10% PER
108M: -68dBm@10% PER
54M: -68dBm@10% PER
11M: -85dBm@8% PER
6M: -88dBm@10% PER
1M: -90dBm@8% PER
Wireless FunctionsEnable/Disable Wireless Radio, WDS Bridge, WMM, Wireless Statistics
Wireless Security64/128/152-bit WEP / WPA / WPA2,WPA-PSK / WPA2-PSK
SOFTWARE FEATURES
WAN TypeDynamic IP/Static IP/PPPoE/ PPTP/L2TP/BigPond
Port SettingServer, Client, DHCP Client List, Address Reservation
Quality of ServiceWMM, Bandwidth Control
Port ForwardingVirtual Server, Port Triggering, UPnP, DMZ
Dynamic DNSDynDns, Comexe, NO-IP
VPN Pass-ThroughPPTP, L2TP, IPSec (ESP Head)
Access ControlParental Control, Local Management Control, Host List, Access Schedule, Rule Management
Firewall SecurityDoS, SPI Firewall
IP Address Filter/MAC Address Filter/Domain Filter
IP and MAC Address Binding
ManagementAccess Control
Local Management
Remote Management
OTHERS
CertificationCE, FCC, RoHS
Package ContentsTL-WR720N
Power Supply Unit
Resource CD
RJ-45 Ethernet Cable
Quick Installation Guide
System RequirementsMicrosoft® Windows® 2000, XP, Vista™ or Windows 7, MAC® OS, NetWare®, UNIX® or Linux.
EnvironmentOperating Temperature: 0℃~40℃ (32℉~104℉)
Storage Temperature: -40℃~70℃ (-40℉~158℉)
Operating Humidity: 10%~90% non-condensing
Storage Humidity: 5%~95% non-condensing

Level 2

আমি মোহাম্মদ ইউসুফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 96 টি টিউন ও 1053 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ধন্যবাদ সুন্দর টিউন এর জন্য। বাংলালাওন মডেম দিয়া কি ওয়াই-ফাই হটস্পট বানানো যাবে?

রুটার আবার কি জিনিস?
রাউটার না?

আমি অনেক আগেই করেছি।
150MB এর টিপি-লিঙ্ক রাউটার।২১০০ টাকা।সিঙ্গেল এন্টেনা।আমার ১৬০০ S.Ft এর বাসায় তো পাই,রাস্তা থেকেও নেট পাওয়া যায়।ব্রডব্যান্ড কে রাউটার দিয়ে ওয়াই-ফাই বাসা বানিয়ে ফেলেছি।স্পিড ও সেইরকম।

ধন্যবাদ টিউনের জন্য।

    @মুকুট: ছেলেবেলা থেকেই ব্রিটিশ উচ্চারন শিখেছি। তাই anti কে এন্টি (এন্টাই নয়) multi কে মাল্টি (মাল্টাই নয়), route কে রুট (রাউট নয়) আর সেভাবেই router কে রুটার বলতে চাই।

    মন্তব্যের জন্য ধন্যবাদ। আসলেও সেরকম স্পীড।

      Level 0

      @অদৃশ্য: তাহলে rooter কে কি বলবেন ভাই, আপনার উচ্চারন দেখে google translate এর কথা মনে পরে গেল। আর রাউটার যারা কেনে মানুষ দেখানোর জন্য কিনে না, কাজের জন্য কিনে, LAN পোর্ট মাত্র দুইটা??! এন্টেনা না থাকলে ভালো কভারেজ ও পাওয়া যাবে না। আবার যদি wireless power বাড়াতে চান তাহলে এন্টেনা পরিবর্তন করার সুযোগ থাকে, সেটাও পাবেন না।

        @Anwar: আনোয়ার ভাই, উচ্চারন সম্পর্কে ভুল কিছু বলিনি। আমি যদি মাল্টিমিডিয়া কে মাল্টাইমিডিয়া উচ্চারন করতাম তাহলে রাউটার বলতে আপত্তি ছিল না। আপনার নামের আমেরিকান উচ্চারন ‘এনওয়ার’ কি আপনি মেনে নেবেন?

        লিংক দুটি দেখুনঃ
        http://en.wiktionary.org/wiki/router
        http://www.howjsay.com/index.php?word=router&submit=Submit

        আর হ্যা, আমার টাইটেলে ছিল “স্বল্পমূল্যে” তাই এই রুটার এর কথা। আর যেখানে ওয়াই-ফাই কানেকশন হল মূল উদ্দেশ্য, সেখানে একটা বাসার জন্য দুটা ল্যান পোর্ট যথেষ্ট নয় কি। আর দুতা-চারটা এন্টেনা সহ রুটার নেয়া, টাকার ব্যাপার। সেটা আমার টিউনের ‘স্বল্পমূল্য” এর সাথে যায় না। আপনাকে অনেক ধন্যবাদ।

Level 0

আমারও বানাইতে মন চাচ্ছে 😀

Level 0

ভাই, আমি বাংলা লায়ন USB মডেম ব্যবহার করি। সেটা দিয়ে ল্যাপটপ এর মাধ্যমে আমি WI-FI ব্যাবহার করি বাসায়। কিন্তু আমি এমন কোন Device চাচ্ছি যেটাতে সরাসরি বাংলা লায়ন এর USB মডেম লাগালে তা থেকে WI-FI ব্যবহার করতে পারব। মূল উদ্দেশ্য হচ্ছে আমি LAPTOP থেকে মডেম টা আলাদা করে ব্যবহার করতে চাই কারন LAPTOP এ মডেম থাকলে স্বাধীনভাবে ব্যবহার করতে পারি না।

কেউ কি আমাকে এমন কোন Device এর ব্যাপারে বলতে পারেন যেটাতে সরাসরি USB মডেম Connected করে WI-FI ব্যবহার করা যাবে?

ধন্যবাদ।

    @probal90: আমার জানামতে, 3G/3.5G/4G USB মডেম এর সাথে ব্যবহার করবার জন্য রুটার পাওয়া যায়। বাংলালায়ন ওয়াই ম্যাক্স এর ক্ষেত্রে মনে হয় কোন অপশন নেই। আপনি ইউএসবি মডেমটি পরিবর্তন করে ইনডোর রুটার ব্যবহার করতে পারেন।

      Level 0

      @অদৃশ্য: ভাই বাংলা লায়ন এর রাউটার এর ব্যাপারে আমি জানি কিন্তু ওটা নিয়ে তো আর বাইরে যাওয়া যাবে না। শুধু বাসায় ই ব্যাবহার করতে হবে।

      আমারও জানা মতে বাংলা লায়ন এর মডেম টার ক্ষেত্রে কোন অপশন নেই। তারপরও সবাইকে জিজ্ঞাসা করলাম যদি কোন একটা উপায় পাওয়া যায়!!!

      ধন্যবাদ আপনার কমেন্টের জন্য।

    @probal90: বাংলালায়ন এর বিল্ট ইন রাউটার আছে।৭০০০ টাকা।তাহলে আর রাউটার লাগবেনা।সেটাই রাউটার এর কাজ করবে।

    http://banglalionwimax.com

      Level 0

      @মুকুট: ভাই বাংলা লায়ন এর রাউটার এর ব্যাপারে আমি জানি কিন্তু ওটা নিয়ে তো আর বাইরে যাওয়া যাবে না। শুধু বাসায় ই ব্যাবহার করতে হবে।

      ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

        @probal90: বাংলালায়ন এর পকেট রাউটার ও আছে।দাম ৭০০০টাকা,যেখানে ইচ্ছা সেখানে ব্যবহার করতে পারবেন।একবার চার্জ এ মনে হয় ৮ঘন্টা চলে।

    Level 0

    @probal90: গ্রামীণের বা বাংলালিঙ্ক এর মতো মডেম গুলা ব্যবহার করতে পারবেন, সেই জন্য সব কোম্পানির এ ভালো রাউওটার পাওয়া যায়, দাম বেশি পরে ৭০০০-১৫০০০ এর মধ্যে। বাংলালাইওন পারবেন না, কারনে এইগুলা সফট ইন্সটল করার যামেলা আছে।

Level 0

<<<<>>>>>

ধন্যবাদ ভাই, কিন্তু এটা কোন দোকানে পাবো, যদি একটু বলেন, খুব খুশি হব,,,,,,,,,,,,,,,,,,,,,

    @মোঃ রোবেল মাহমুদ: ভাই আমি কিনেছি এলিফ্যান্ট রোডের মাল্টিপ্ল্যান সেন্টারের “মিজান ট্রেড ইন্টারন্যাশনাল” নামের একটা ছোট দোকান থেকে। লেভেল ৪ এ। তবে আপনি এটা শিওর আইডিবি তেও পাবেন।

আমার বাংলালায়ন এর ওয়াইফাই মডেম আছে । সেটা দিয়ে কি এটা ব্যাবহার করা যাবে ?

টিউনে উল্যেখিত পদ্দতিতে কি কোন পিসি অন রাখা প্রয়োজন? (মানে রুটারের সাথে ব্রডবেন্ড লাইন ও একই সাথে পিসি অন থাকা)

Level 0

ভাই কেউ কি বলবেন কি ভাবে পিসি থেকে ব্লু-টুথ দিয়ে নেট শেয়ার করা যায়

good post

প্রয়োজন নেই, আপনার রাউটার এর ROM এ যাবতীয় Setting করার পর Mother link (Broadband) এর cable টি connect করে রাখলে E চলবে।

ভাই আপনার IP টা কি Shared IP নাকি Real IP (Dedicated) ?

ভাই আপনার IP টা কি Shared IP নাকি Real IP (Dedicated) ? @অদৃশ্য

বাংলালায়ন USB মডেম দিয়ে পিসি থেকে রাউটারের মাধ্যমে নেট শেয়ার করা যাবে।
এর জন্য পিচি অন থাকতে হবে।

ha vai ami use kori, R eta ashle router na eta ekta Access point, Ami ekta connection theke
ekshate 3 ta use kortesi. Ami Dlink Access point use kori. khub valo service dei aj 3 bochor
dore chalacchi kuno objection nai….. Dlink apn DP 550. price BDT=3000 taka hobe.

Level 0

ভাই UK এর Sky Wireless ADSL Router কি ব্রডব্যান্ড সাপোর্ট করবে
pls inform me

Level 0

বর্তমানে মোডেম দ্বারা চালিত (হতেপারে জিপি, সিটিসের কিংবা কিউবি বাংলালায়ন) সবচেয়ে সাশ্রয়ি আনলিমিটেড ইন্টারনেট প্যাকেজ কোনটি? জানা থাকলে জানাবেন প্লিজ…
repply dien

bro ami banglalion er postpaid modem ta use kori,ami chassi amr pc theke wifi er maddhome mobile e net chalate.but amr to desktop kisu bujhstesi na kivabe korbo.kau pls aktu details amake bujhaben….pls pls pls…

‘Rowter’ in US accent.

‘Rooter’ in UK accent.

Both are correct depending on where you live. It’s just another Potato/Tomato difference between British and American English. 🙂

bro ami banglalion er postpaid modem ta use kori,ami chassi amr pc theke wifi er maddhome mobile e net chalate.but amr to desktop kisu bujhstesi na kivabe korbo.kau pls aktu details amake bujhaben….pls pls pls…

Level 0

আপনার রাউটার এর হোমপেজ(সাধারণত ১৯২.১৬৮.১.১) এর একটা screen shot দেখতে চাই 😀

kau e ans day na!!!!!!!!!!

ভাই আমার রাউটার ও ব্রডব্যান্ড সম্পকে কিছু জানার আছে,আপনার ফোন বা মেইল আড্রেছ দেন,খুব বিপদে আছি।

Level 0

No fighting in Comment

obosese amio kinlam..

আমার বাসার পাশের অফিসের ওয়াই ফাই ইউজ করি। রাউটার নিচতালায়, আমি দোতলা তে থাকি। আমার বাসায় ২ টি রুমে আমি সিগনাল পাই। আমি অন্য রুমগুলোতে সিগনাল পেতে চাই। অন্য একটা রাউটার বসিয়ে রিপিটার হিসেবে ইউজ করলে কিভাবে করতে হবে, সম্ভব কিনা বিস্তারিত জানতে চাই।