গত ২৪ ডিসেম্বর তারিখে মাল্টিপ্ল্যান সেন্টারের ডিজিটাল আইসিটি ফেয়ার থেকে কিনে ফেললাম একটা রুটার (আমেরিকান উচ্চারনে রাউটার)। মনে ইচ্ছে ছিল অনেকদিনের, বাসার যে কোন রুম থেকে অনায়াসে ইন্টারনেটে যাওয়ার। ব্রডব্যান্ড কানেকশনটা অন্যরুমে হবার জন্য, এই শীতের মধ্যে লেপ/কম্বল ছেড়ে উঠতে হত কোন ওয়েবসাইট দেখা বা কোন জরুরী ই-মেইল করার জন্য। এখন আর সেটা লাগছে না। সারা বাসাতেই আমি ইন্টারনেটে ঢুকতে পারব (আর আমার বাসায় অতিথি হলে আপনিও পারবেন)।
যে রুটার দিয়ে আমার বাসাকে ওয়াই-ফাই হটস্পট করলাম সেটি হল Tp link TL-WR720N। এটার দাম আমার জানা মতে রুটারদের মধ্যে সর্বনিম্নঃ ১,৫০০/- মাত্র।
রুটার মডেলটা দেখতে দারুন। কেমন যেন একটা স্টারওয়ার্স এর রোবট টাইপের ভাব আছে। চিরাচরিত এক/দুই শিংওয়ালা রুটার এর মত নয়।
আমি জানি অনেকেই বলবেন কি দরকার ছিল, ল্যাপটপ থেকে এমনিই তো ব্রডব্যান্ড কানেকশন শেয়ার করা যায়। হ্যাঁ যায়, তবে রুটার দিয়ে হটস্পট বানানোর পর আপনি বিচরণের যে স্বাধীনতা উপভোগ করবেন, তা কিন্তু অনন্য। আমি এখন দুইটা ল্যাপটপ, তিনটা স্মার্টফোন আর একটা ট্যাব দিয়ে সমানে ইন্টারনেট ব্রাউজ করে চলেছি। হটস্পট বানানোর পদ্ধতিটা দারুন সোজা। আপনার ব্রডব্যান্ড কেবলটি রুটারের WAN পোর্টে প্রবেশ করান আর প্রদত্ত কেবলটি একটি পিসি বা ল্যাপটপের সাথে কানেক্ট করে সেখানে প্রদত্ত সিডিটি চালান। তারপর স্ক্রিনে আসা নির্দেশনা অনুযায়ী রুটারকে কনফিগার করে নিন। ব্যাস।
ওয়াই-ফাই বাসাকে আমি আসলেও এনজয় করছি। আপনিও পারবেন। ও, বাই দ্য ওয়ে, আমি TP-Link এর কোন সেলস এজেন্ট নই। আমার দেখা মতে এটা সবচেয়ে সস্তা (এবং কাজেরও বটে) হওয়ায় জানাতে চাইলাম। আশা করি অনেকের কাজে লাগবে।
এক নজরে Tp-Link TL-WR720N রুটারঃ
Interface | 2 10/100Mbps LAN Ports 1 10/100Mbps WAN Port |
---|---|
Button | WPS/Reset |
External Power Supply | 9VDC / 0.6A |
Dimensions (W X D X H) | 6.2 x 4.8 x 1.3 in.(158 x 122 x 32 mm) |
Antenna | Internal |
WIRELESS FEATURES | |
---|---|
Wireless Standards | IEEE 802.11b, IEEE 802.11g, IEEE 802.11n |
Frequency | 2.4-2.4835GHz |
Signal Rate | Up to 150Mbps |
EIRP | <20dBm |
Reception Sensitivity | 130M: -68dBm@10% PER 108M: -68dBm@10% PER 54M: -68dBm@10% PER 11M: -85dBm@8% PER 6M: -88dBm@10% PER 1M: -90dBm@8% PER |
Wireless Functions | Enable/Disable Wireless Radio, WDS Bridge, WMM, Wireless Statistics |
Wireless Security | 64/128/152-bit WEP / WPA / WPA2,WPA-PSK / WPA2-PSK |
SOFTWARE FEATURES | |
---|---|
WAN Type | Dynamic IP/Static IP/PPPoE/ PPTP/L2TP/BigPond |
Port Setting | Server, Client, DHCP Client List, Address Reservation |
Quality of Service | WMM, Bandwidth Control |
Port Forwarding | Virtual Server, Port Triggering, UPnP, DMZ |
Dynamic DNS | DynDns, Comexe, NO-IP |
VPN Pass-Through | PPTP, L2TP, IPSec (ESP Head) |
Access Control | Parental Control, Local Management Control, Host List, Access Schedule, Rule Management |
Firewall Security | DoS, SPI Firewall IP Address Filter/MAC Address Filter/Domain Filter IP and MAC Address Binding |
Management | Access Control Local Management Remote Management |
OTHERS | |
---|---|
Certification | CE, FCC, RoHS |
Package Contents | TL-WR720N Power Supply Unit Resource CD RJ-45 Ethernet Cable Quick Installation Guide |
System Requirements | Microsoft® Windows® 2000, XP, Vista™ or Windows 7, MAC® OS, NetWare®, UNIX® or Linux. |
Environment | Operating Temperature: 0℃~40℃ (32℉~104℉) Storage Temperature: -40℃~70℃ (-40℉~158℉) Operating Humidity: 10%~90% non-condensing Storage Humidity: 5%~95% non-condensing |
আমি মোহাম্মদ ইউসুফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 96 টি টিউন ও 1053 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ সুন্দর টিউন এর জন্য। বাংলালাওন মডেম দিয়া কি ওয়াই-ফাই হটস্পট বানানো যাবে?