৬ টি কারন: কেন আপনার ফ্রী হোস্টিং ব্যবহার করা উচিত নয়

ফ্রী হোস্টিং ব্যাবহার করেনি এমন ব্লগার খুব কম ই পাওয়া যাবে। ব্লগিং জীবনের প্রাথনিক অবস্থায় কম-বেশ সবাই ই ফ্রী হোস্টিং ব্যাবহার করেন। অনেকে দেখা যায় ডোমেইন হোস্টিং দুটাই ফ্রীতে চালায়(যেমন ব্লগার অথবা ওয়ার্ডপ্রেস) আবার অনেকে শুধু ফ্রীতে হোস্টিং ব্যাবহার করেন মানে ডোমেইন টাকায় কেনা কিন্তু ফ্রী হোস্টিং ব্যাবহার করেন। প্রকৃতপক্ষে ফ্রী হোস্টিং কখনোই আপনাকে পুরোপুরি সন্তুষ্ট করতে পারবে না। আপনার সামান্য কিছু টাকা হয়তবা বেঁচে যাবে কিন্তু কখনোই আপনি তৃপ্ত হতে পারবেন না। কারন? কারনগুলো দেখে নিন

by gmshovo

১। ফ্রী হোস্টিং নির্ভরযোগ্য নয়

একটা কথা প্রচলিত আছে “মাগনা গরুর দাত ভাল না” মানে ফ্রীতে কোন জিনিস পেলেন আর তাতে কোন প্রব্লেম থাকবেনা, এমনটা কখনোই হবে না। যারা ফ্রী হোস্টিং দেয় তারা নিজের পকেটের টাকা খরচ করে আপনাকে হোস্টিং দেয়। তাই একটু নড় চড় হলে একাউন্ট টার্মিনেট করে দেয়। তাছাড়া আপনার সাইট যদি বেশী স্পেস ব্যাবহার করে তাতে যে কোনো সময় বিনা নোটিশে অজ্ঞ্যাত কারনে আপনার একাউন্ট ব্লক করে দিতে তাদের একটু ও কষ্ট হবে না। তাই এত পরিশ্রম করে সাইট তৈরি করলেন আর তা যদি কেউ একটা বাটনে চেপে শেষ করে দেয় স্বাভাবিক ভাবেই আপনার কষ্ট লাগবে। তাই অল্প কিছু টাকা বাচানোর চেষ্টার চেয়ে ভাল হোস্টিং কিনে সাইট চালানো উচিত।

তাছাড়া যারা ফ্রী হোস্টিং দেন তারা প্রফেশনাল মনোভাব নিয়ে কাজ করেন না। আর অপেশাদার মনোভাব যাদের তাদের কাছ থেকে আপনি নিশ্চয়াতা পাবেন, তা কখনোই হবে না।

২। নেই আপনার কোনো স্বাধীনতা

ফ্রী হোস্টিং এ আপনি আপনার ওয়েবসাইটটি কখনোই স্বাধীনভাবে চালাতে পারবেন না যেমনটা পেইড হোস্টিং এ পারবেন। ফ্রী হোস্টিং এ এত এত নিয়ম কানুন যে মাঝে মাঝে আপনার মনে হবে ফ্রী হোস্টিং দিয়ে একটা ছোটখাট ব্লগ ছাড়া আর কিছু করা পসিবল না! ফ্রী হোস্টিং আপনাকে কখনোই স্বাধীন ভাবে আপনার সাইট চালাতে দেয় না। ফ্রী হোস্টিং এ নিয়মের বেড়াজালে বন্দি হয়ে থাকতে হবে আপনাকে। আর ডাটাবেস ব্যাকআপ রাখতে রাখতে হুশ থাকবে না। ফ্রী হোস্টিং এ কখনো নাল্ড স্ক্রীপ্ট,পাইরেটেড কনটেন্ট ব্যাবহার বা ডাওনলোড লিঙ্ক দিলে আপনাকে আর হোস্টিং এর আশা রাখতে হবে না।

by gmshovo

৩। ফ্রী হোস্টিং সিকিউরিটিবিহীন

বাংলায় একটা কথা আছে “গাছে তুলে মই কাড়া” মানে সাহায্যের আশা দিয়ে সাহায্য না করা। ফ্রী হোস্টিং প্রোভাইডাররা তাদের ওয়েবসাইটে মিষ্টি ভাষায় যা ই লিখুক না কেন, তাদের কাছ থেকে আপনি কখনোই সাধারন কিছু সাহায্য ছাড়া আর কিছুই পাবেন না। ফ্রী হোস্টিং এর কোন সিকিউরিটি নেই বললেই চলে। অধিকাংশ হোস্টিং প্রোভাইডার ই তার কাছে থাকা সাইটগুলোর ব্যাকআপ নিয়ে থাকেন। কিন্তু ফ্রী হোস্টিং প্রোভাডাররা কখনোই আপনার সাইটের ব্যাকআপ রাখবে না কারন তারা পেশাদার নয়।

অনেক ফ্রী হোস্টিং এ সাধারন সিকিউরিটি ই থাকে না, তাই যেকোনো সময় আপনার ওয়েবসাইট চলে যেতে পারে হ্যাকারদের হাতে!

৪। বাজে আপটাইম

ফ্রী হোস্টিংগুলোর বেশীরভাগেরই আপটাইম খুবই বাজে । কিছু কিছু ফ্রী হোস্টিং এর দৈনিক একবার ডাউন থাকা ত সাধারন ব্যাপার। যেহেতু একটা ওয়েবসাইটের জন্য আপটাইম খুবই দরকারী একটা ব্যাপার, তাই ভালভাবে ওয়েবসাইট চালানোর জন্য হাই আপটাইম খুবই জরুরী কারন সাইট ডাউন থাকলে ভিজিটর হারানোর সমুহ সম্ভাবনা থাকে।

৫। কঠিন ইন্টারফেস এবং সীমাবদ্ধ সার্ভিস

ফ্রী হোস্টিং গুলোর কন্ট্রোল প্যানেল গুলোর ইন্টারফেস যথেষ্ট ইউজার আনফ্রেন্ডলী এবং কিছু দরকারী ফিচার প্রায় ই থাকে না। যেমন কিছু কিছু নামকারা ফ্রী হোস্টিং প্রোভাডার নাকি ইমেইল দেয় না, আবার অনেকে নাকি ২টার বেশী মাইএসকিউএল ডাটাবেজ এলাও করে না। তাছাড়া বিভিন্ন সহজ ব্যাপার ফ্রী হোস্টিং গুলোর কন্ট্রোল প্যানেল এ কঠিন মনে হয়। যেমন কিছু ফ্রী হোস্টিং এ এডঅন ডোমেইন এড করতে বেশ ঝামেলার মাঝে পরতে হয়।

by gmshovo

৬। নেই কোনো কাস্টমার সার্ভিস

ফ্রী হোস্টিগুলোর কাস্টমার সার্ভিস নেই বললেই চলে। যেমন জিরো জিরো ওয়েবহোস্ট এ অনেককেই দেখা গেছে হোস্টিং এর জন্য আবেদন করে একবছর এ ও পাননি। এবার বুঝেন তাহলে যারা হোস্টিং দিতে পারে না তারা কাস্টমার সার্ভিস দিবে কিভাবে? হোস্টিং নিয়ে কোনো ঝামেলায় পরলেও কিছু করার থাকে না ফ্রী হোস্টিং এ।

 

আজ এ পর্যন্তই। আশা করি আপনারা বুঝতে পেরেছেন ফ্রী হোস্টিং এর সমস্যা এবং সীমাবদ্বতাগুলো কী।

ভাল লাগলে মন্তব্য করবেন।

Level 0

আমি জিএমশুভ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 96 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি জিএমশুভ। পড়ালেখার পাশাপাশি লেখা লেখি করছি। ভালবাসি টেকনোলজিকে। নেট ব্রাউজ করা আর বই পড়া আমার প্রধান সখ।আর ভালবাসি নতুন কিছু জানতে এবং অন্যকে জানাতে। ফেসবুকে আমি: http://facebook.com/gms.me


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই খুবই ভালো লাগলো ।
কিন্তু ভাই, আমার মত ছাত্র মানুষেরা কি করে ৩ বছরের টাকা একবারে দিয়ে হোষ্টিং কিনবে । আর হ্যা দেশীয় হোস্টীং কোম্পানীগুলোর উপরে ভরসা করাও তো দায় ।
তাইলে করি কি ?

    @এহসান: ভাই ৩ বছরের টাকা একসাথে দিতে হয় এটা আজকে জানলাম। আর আমাদের দেশী কোম্পানী গুলা কিন্তু বিদেশী নামি দামী কোম্পানি যেমন হোস্টগ্যাটর,গোড্যাডি ,নেমচীপ এর রিসালার। তাই দেশী কোম্পানি গুলোর সার্ভিস ও যথেষ্ট ভাল। তবে যারা তিন বছরের টাকা একসাথে নেয় তাদের কথা বলতে পারলাম না . আর হোস্টিং এর দাম কিন্তু বেশি না। মাসে ১০০ টাকা দিয়ে ই ১ জিবি ভাল মানের হোস্টিং পাওয়া যায়

খুব সুন্দর টিউন ভাই।

Level 0

Bt aivabe to loss paid hosting nia jodi income e na hoi taile to rastai boshte hobe.

    @tanjilp: ভাই আপনার সাথে একমত হলাম না। আপনি যদি নিজের সর্বোচ্চ দিয়ে একটা ওয়েবসাইট তৈরি করেন তাহলে আপনাকে টাকার কথা ভাবতে হবে না, টাকাই আপনার পিছন ঘুরবে. তাছাড়া অ্যামাজন এর মত সাইট ও কিন্তু প্রথম ২ বছর কোন মুনাফা লাভ করতে পারে নাই!

      @জিএমশুভ:
      সহমত। টাকাকে আপনার খুজতে হবে না, টাকাই আপনাকে খুজবে। হোস্টিং বিজনেসের জন্য অনেক ফোন রিসিভ করতে হয়। প্রায় সময়ই ফোনে শুনতে হয়, ভাইয়া ২০০০ টাকা দিয়ে ডোমেইন হোস্টিং কিনলে ভাই আমি কত টাকা পাব প্রতি মাসে! এই হচ্ছে আমাদের অবস্থা…

        @সুমির: হুম, সবার একটা বদ্ধমূল ধারনা হয় গেছে যে টাকা দিয়ে ওয়েবসাইট তৈরি করলে টাকা আয় করা যায়

এর থেকে গুগলে ব্লগার চালানো ভালো।

Level 0

1 বছর এর জন্য ডোমেইন & হোষ্টিং নিয়ে যদি কাজ শুরু করি তাহলে কিভাবে আর্ন হবে একটু বলবেন Plz…আর শুনলাম Google নাকি বাংলা ব্লগ এর জন্য Adsence দেয় না। তাহলে কিভাবে কেও টাকা খরচ করে ডোমেইন & হোষ্টিং নিবে???????

    @tanjilp: ১ জিবি হোস্টিং নিয়ে আপনি ব্লগিং স্টার্ট করতে পারেন। বাংলা ব্লগ না চালু করে ইংরেজী ব্লগ চালু করাটাই হবে ব্যাটার। কারন বাংলা ব্লগে আডসেন্স ইউজ করতে পারবেন না। তবে দেশীয় একটি ওয়েবসাইট থেকে এড ব্যাবহার করতে পারবেন। আর ইংরেজী ব্লগে শুধুমাত্র যে এডসেন্স দিয়ে আয় করা যায় তা নয়, আপনি ইনফোলিঙ্ক,ক্লিকসর,বিডভার্টাইজার,এডভ্রাইট ব্যাবহার করতে পারবেন। তবে এগুলো এডসেন্স এর মত পার ক্লিক এত বেশী দেয় না।

Level 0

তবে ব্লগারের ক্ষেত্রে এগুলো সঠিক নয়। আমার বেশ কিছু সাইট আছে যা ব্লগারে হোস্ট করা( ব্লগস্পট কিন্তু নিজস্ব ডোমেইন)। আমি ওয়ার্ডপ্রেস সাইটের জন্যে ৫০ এমবি হোস্ট নিয়েছি এবং তাতেই চলছে। ব্লগস্পট এর ক্ষেত্রে অনেক টার্মস আছে, সে গুলো না মানলে যে কোন সময় ব্লগ ডিলেট অথবা ডি-ইন্ডেক্স করে দিবে। আমাদের মাহবুব ভাই(সোর্ডফিশ) মনে হয় তার জনপ্রিয় ব্লগটি হারিয়ে ফেলেছেন, সেটা এখন খুজে পাওয়া যাচ্ছে না।
থাকলে আওয়াজ দিয়েন…

Level 0

Amar akta blog ase wordpress a http://www.itechworldbd.tk ai site ta te ami bangla post disse…bt amon kono site ki ase jeta theke earn kora jabe???

Level 0

চেষ্টাই আছি।Earn এর কোন way আছে??

Level 0

amar hosting 000webhost.com theke newa.@mahmudur

Level 0

Local add site er kono link ase?@ GM shuvo

Level 0

aktu details bolben plz…..

Level 0

kemon earn hoi ar trusted ki na?

    @tanjilp: ট্রাস্টেড বাট পে পার ক্লিক এ তেমন ভাল দেয় না…

ভালো

@http://www.itsolutionbd.net: ভাই এটা ত বিলবোর্ড না যে বিজ্ঞাপন দিবেন…