Paypal=Ebay. এবার Paypal ডলার দিয়ে Ebay থেকে ইচ্ছা মত কেনাকাটা করুন।(মেগাটিউন)।

আস-সালামু-আলাইকুম

কেমন আছেন?আমার ৭৫তম টিউনে স্বাগতম।কিভাবে কিভাবে ৭৫টা টিউন হয়ে গেলো ভাবতেও অবাক লাগে।তবে এর মধ্যে কিছু সাহায্য টিউন ও আছে।

যাই হোক,এবার আসি আসল কথায়।যারা অনলাইন এ টাকা আয় করেন তার মধ্যে Paypal অন্যতম।তবে যেহেতু বাংলাদেশ এ Paypal সাপোর্ট করেনা তাই ডলার বেচে দেয়া ছাড়া আর কোনো উপায় থাকেনা।

তবে এবার আর কোনো চিন্তা নাই।কেনা কাটা করে খরচ করুন আপনার ডলার।তাহলে আর দেরি না করে দেখে নিন কিভাবে কি করতে হয়।

তার আগে কিছু গুরুত্বপুর্ণ তথ্য জেনে নিন।

  • Paypal Verified  একাউন্ট থাকতে হবে। (ভেরিফাই কিভাবে করতে হয় সেটা এই সাইট এ দেয়া আছে,সার্চ করে দেখুন)।
  • কেনাকাটা করার সময় অবশ্যই দেখে নিবেন সেলার বাংলাদেশে সেল করবে কিনা।
  • যদি শিপিং চার্য ফ্রি হয় তবে পন্য আসতে ২৫ থেকে ৪৫ দিন পর্যন্ত সময় লাগতে পারে।(বাংলাদেশের ডাক বিভাগের দুরাবস্থার কারনে)
  • শিপিং চার্য থাকলে পন্য তারাতারি চলে আসে।
  • যেকোনো বড় আইটেম কেনার সময় সেলার কে বলে রাখবেন যে সেটা যেনো Gift হিসেবে লিখে পাঠায়।নাহলে কিন্তু বাংলাদেশ কাস্টমস আপনার উপর অনেক বড় পরিমানে ট্যাক্স ধার্য করবে।

  • আপনার সব তথ্য সঠিক ভাবে পুরন করে নিন।
  • User ID তে আপনার লগিন আইডি দিন।জেটা দিয়ে আপনি লগিন করবেন।
  • পাসওয়ার্ড দেয়ার সময় একটা বড় ওয়ার্ড এবং একটা সংখ্যা দিবেন। যেমন ঃ Mukut11234
  • লগিন করার পর উপরের ডান দিকে My Ebay লেখাতে ক্লিক করে পার্সোনাল ইনফরমেশন এ যা যা লাগবে সব পুরন করে নিন।
  • এখানে যে ঠিকানা দিবেন সেই ঠিকানাতেই আপনার পন্য আসবে।তাই খুব সাবধানে তথ্য পুরন করুন।
  • এবার পরবর্তি ধাপ অনুসরন করুন।
  • গোল করা চিহ্ন গুলো লক্ষ্য করুন।
  • এখানে পন্যের মুল্য / শিপিং চার্জ / কোথায় কোথায় পন্য ডেলিভারি হবে / সেলার এর নাম / সেলার ফীডব্যাক আছে।
  • Ship to Worldwide কিনা দেখে নিন।নাহলে কিন্তু আপনি পন্য কিনতে পারবেন না।
  • সেলার এর ফীডব্যাক ৯৬% এর উপরে না হলে তার থেকে পন্য কিনবেন না।
  • যদি পন্য পছন্দ হয় তবে Buy Now তে ক্লিক করুন।আর যদি অনেক গুলো পন্য কিনতে চান তবে Add to cart এ ক্লিক করুন।

  • এবার নিচে shipping and Payments লেখা তে ক্লিক করে Change Country থেকে বাংলাদেশ সিলেক্ট করে Get Rates এ ক্লিক করে দেখে নিন আপনার পন্য তে সেলার কত শিপিং চার্জ ধরেছে।
  • আমি এখানে ২টা ছবি দিবো  যেখানে একটা তে শিপিং চার্জ আছে এবং অন্যটাতে নাই।
  • এখন দেখাবো কিভাবে পন্য কিনতে হয়।
  • আপনি যে পন্য কিনতে চান সেটা সার্চ করে খুজে বের করুন।সব ঠিকঠাক থাকলে কিনতে পারেন।সে জন্য নিচের ধাপ অনুসরন করুন।
  • আমার এই পন্যটা পছন্দ হয়েছে তাই আমি Buy Now লেখাতে ক্লিক করার পর এই পেইজ টি এসেছে।এখানে দেখুন পন্যের দাম/ শিপিং চার্জ /পেমেন্ট মেথড দেয়া আছে।
  • এখন আমি Commit to buy এ ক্লিক করবো।
  • Commit to buy এর পরবর্তি ধাপ এটি।
  • সব ঠিকমত দেখে নিন তথ্য ঠিক আছে কিনা।
  • থাকলে Pay Now  এ ক্লিক করুন।
  • লক্ষ্য করুন আপনার Paypal একাউন্ট এ চলে গিয়েছে।
  • লগিন করুন।
  • এখন Continue এ ক্লিক করে আপনার অর্ডার কনফার্ম করুন।

  • আরো একবার দেখে নিন।এবার Confirm and pay তে ক্লিক করুন।
  • ব্যস।আপনার কাজ শেষ।
  • এখন শুধু অপেক্ষা।হঠাত দেখবেন বাসায় আপনার কাংক্ষিত পন্য চলে এসেছে।
কেমন লাগলো?আমি এ পর্যন্ত অনেক কিছু কিনেছি। 3d চশমা থেকে শুরু করে নেইল কাটার, প্লাগ, এইচডিএমআই তার, স্পিকার,ক্যাবল, লাইট সহ অনেক কিছু কিনেছি।এমন কি শক্তিশালি বাইনোকুলার ও কিনেছি।
আমার সবচেয়ে বড় কেনা পন্য হলো Sony Vaio Laptop.যার জন্য আমাকে ১২০০০ টাকা বাংলাদেশি কাস্টমস  শুল্ক দিতে হয়েছিলো।কারন ল্যাপটপ এর মুল্য ছিলো ৭০০ ডলার।
  • কিছু বিষয়ে সতর্ক থাকবেন।
  • যদি আপনার পন্য অনেক দিন পরেও না আসে তবে আপনি সেলার এর বিপক্ষে কেস খুলতে পারেন।(ইবে তে সরাসরি কন্টাক্ট করা যায়না)কেস খুললে তারা সাথে সাথে একশন নেয়।
  • বড় কোনো পন্য কিনতে চাইলে সেলার এর সাথে আগে কন্টাক্ট করে জেনে নিন এর জন্য কোনো আলাদা কাস্টমস ডিউটি আছে কিনা।
  • কখনো ওজনে ৩কেজির বেশি হয় এমন পন্য কিনবেন না।নাহলে আপনাকে বিশাল পরিমান ট্যাক্স দিতে হবে।
আশা করি সব ঠিক মত বোঝাতে পেরেছি।তবে কারো কোনো কথা থাকলে আমাকে প্রশ্ন করুন।

টিউন টি ভালো লাগলে ফেসবুকে শেয়ার করতে ভুলবেন না ।

সবাই ভালো থাকবেন।
আল্লাহ হাফেয

Level 0

আমি ওমর ফারুক মুকুট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 86 টি টিউন ও 2091 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি মুকুট বলছি ঢাকার মানিক নগর থেকে।ভালোবাসি হাসতে।ভালোবাসি ঘুরতে,গান শুনতে ,ছবি দেখতে। অপছন্দ করি বেশি কথা বলতে।সুদ , সিগারেট ও এলকোহল কে ঘৃণা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

(ভেরিফাই কিভাবে করতে হয় সেটা এই সাইট এ দেয়া আছে,সার্চ করে দেখুন)।
kisui to pailam na vai???????????????

বাহ ! ইবে থেকে কোন পন্য কেনার দারুন একটি টিউটোরিয়াল।
আমিও খুব শিঘ্রই একটা Solid State Drive (SSD) কিনব বলে ঠিক করেছি। সমস্যা এবং ভয় শুধু কাস্টমসকে নিয়ে 🙁

একটা প্রশ্ন ছিল। ঠিকানা যদি গ্রামের হয় মানে ডাক পোস্ট ইত্যাদি দিয়ে সেক্ষেত্রে কি ডেলিভারীতো কোন সমস্যা হতে পারে? একটু বিস্তারিত বলবেন।

ধন্যবাদ।

    @সাইফুল ইসলাম: গ্রামের ঠিকানা দেয়াটা সমিচিন বলে মনে হয়না।তাহলে যদি পন্য আসেও,অনেক দেরি হবে।

    SSD কিনলে সমস্যা হবেনা।কারন এসবের উপর ট্যাক্স নাই।সেলার কে বলে রাখবেন যাতে পন্যটা কে গিফট অথবা কম্পিউটার আইটেম হিসেবে বাংলাদশে পাঠায়।
    তবে তারপরেও শুধু মাত্র ডাক বিভাগ থেকে সামান্য কিছু চার্জ নিতে পারে।২০০টাকার মত।

Level 0

I need to know one thing, does Bangladesh customs perform any illegal approach on products? Will i get my product safely without any trouble from them for both high and low price products. Please help me clearify. Thanks a lot in advance.

    @s_seeker: নাহ।আপনি আপনার পন্য সঠিক ভাবে আপনার হাতে পাবেন।কারন এসব পন্য রেজিস্টার করা থাকে।জদি হারিয়ে যায় তবে ডাক বিভাগ কে এর দায় বহন করতে হয়।

    আপনি যদি বড় কোনো ইলেক্ট্রনিক্স পন্য কিনেন তবে তার জন্য অবশ্যই ট্যাক্স দিতেই হবে।এটা আপনি ইবে থেকে কিনেন অথবা নিজে নিয়ে আসেন।সেটা হতে পারে মুল পন্যের ২০-৫০%।তাই বড় পন্য এখান থেকে না কেনাই ভালো।

    আমি যে ল্যাপটপ কিনেছি সেটা আমার ছোট ভাইয়ের।ডলার ও তার কামাই করা ছিলো।ল্যাপটপ আসে ফেডেক্স হয়ে।তাদের অনুযায়ি ট্যাক্স এসেছিলো প্রায় ৩০০০০টাকা।কিন্তু আমি আমার অফিসের C&F এর মাধ্যমে ১২০০০টাকায় ছাড়িয়ে নিয়েছি।

      @মুকুট: আচ্ছা আমি যদি Ali Express থেকে অর্ডার দিয়ে একটি ট্যাবলেট EMS এর মাধ্যমে শিপ করিয়ে আনি তাহলে কি তারা কি একদম আমার বাসার ঠিকানায় পাঠিয়ে দিবে নাকি আমাকে কাস্টমস এ গিয়ে আনতে হবে।

Level 0

salam,,,, vai.
sobi toh bujhlam kintu kotha holo paypal bd te accept ei korena so paypal amra kivabe verify korbo please ei bepare ektu bistarito kon ar ekhane ki neteller mastercard diaw buy kora jabe????

    @djjmahbub: আপনি যদি অনলাইনে টাকা আয় করেন এবং পেপাল এর মাধ্যমে পেমেন্ট পান তবেই আপনার পেপাল ভেরিফাই করা দরকার।

    যেতে পারে।আপনি ইবে থেকে খুজে নিন তারা কোন কোন মাধ্যম সাপোর্ট করে।তবে বেশিরভাগ সেলার পেপাল গ্রহন করে।

Level 0

ar ei paypal verification from bd without any things e ekta tutorial dile valo hoto mone hoy ,,,,

    @djjmahbub: আপনি যদি খুব ভালো পরিমানে ডলার পেপাল এর মাধ্যমে পান তবে অন্য একটা স্থায়ী ব্যবস্থায় দেখাতে পারি কিভাবে পেপাল ভেরিফাই করতে হয় একবছর/পাচ বছর এর জন্য।এর জন্য ১২ থেকে ৫০ ডলার চার্জ লাগে।

মুকুট ভাই ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারলাম। ভাই যদি মোবাইল ফোন ও এক্সসেসরি ক্রয় করি সে ক্ষেত্রে শিপিং চার্জ ও ভ্যাট কেমন ? দ্রুত পাওয়া যায় কিভাবে?

    @রুহুল আমিন: -শিপিং চার্জ সেলার এর উপর নির্ভর করে।আর মোবাইল কিনলে অন্য মোবাইল এর উপর যেমন ট্যাক্স ধরা হয় আপনার মোবাইলের উপরেও এমন ট্যাক্স আসবে।মোবাইল কিনলে ১৫দিনের মধ্যে পেয়ে যাবেন।আর শিপিং চার্জ ১০ থেকে ৫০ ডলার হতে পারে।তবে এক্সেসরিজ কিনলে শিপিং চার্জ আর ট্যাক্স খুব একটা দিতে হবেনা বলেই মনে হয়।

i need a verified paypal account permanently. Can you tell me the process how can i get one?? (the etrade method doesn’t work anymore)

my email: [email protected]

thanks in advance.

মুকুট ভাই, আমি একটি 3D গ্লাস কিনমু। প্রশ্ন হইলো। আমি অর্ডার করার পরই কি আমি নিশ্চিন্ত? মানে অর্ডার করার পরই কি আমি আমার বাসায় বসে পণ্য পেয়ে যাব?
আর যদি ফি দিতে হয় তাহলে কোথায় যেয়ে ফি দিবো?

Level New

মুকুট ভাই আমি একটা ট্যাবলেট কিনতে চাই । ইবেতে ট্যাবলেটটার দাম আছে ২০০ ডলার । শিপিং ফ্রী । এখন এই পণ্যটা কিনতে চাইলে বাংলাদেশে কাস্টমচার্জ কতো দিতে হবে আর কাস্টমচার্জ দিব কিভাবে ? ডাক বিভাগ যখন পণ্যটা বাসায় দিয়ে যাবে তখন দিব নাকি আমাকে কাস্টম অফিসে গিয়ে চার্জ দিয়ে পণ্যটা ছারিয়ে আনতে হবে ?

    @Wahid Khan: যদি সেলার সেটা FedEx / DHL দিয়ে পাঠায় তবে হয়তো সেটা আপনাকে বাংলাদেশে তাদের শাখা অফিস এ চার্জ দিয়ে দিলে সেটা আপনার বাসায় দিয়ে যাবে।আর যদি economy international rate হয় তবে ডাক বিভাগের লোক আপনার ঠিকানায় নিয়ে আসবে এবং ওদের রিসিট দেখেই আপনি ট্যাক্স দিয়ে পন্য নিয়ে নিবেন।আর যদি কপাল ভালো থাকে তাহলে কোনো ট্যাক্স দিতে হবেনা।আপনি সেলার কে বলবেন সেটা যেনো গিফট হিসেবে আপনাকে পাঠায়।

Level New

আপনার মোবাইল নাম্বার বা ইমেইল দিলে খুব ভাল হইত ।
[email protected]

আচ্ছা আমি যদি Ali Express থেকে অর্ডার দিয়ে একটি ট্যাবলেট EMS এর মাধ্যমে শিপ করিয়ে আনি তাহলে কি তারা কি একদম আমার বাসার ঠিকানায় পাঠিয়ে দিবে নাকি আমাকে কাস্টমস এ গিয়ে আনতে হবে।

tell me the process please. I’m very interested.

    @ফাইভার বিডি বস‌‌‌‍: ও ভাই……আমি এত কষ্ট করে সব দেখিয়ে দিলাম।আবার কি দেখাবো?সব লেখা এবং সব কমেন্ট খুব ভালো ভাবে পড়ুন।

Level 0

apnar tune ar jonno donnobad. মুকুট vai amar liberty reserve kisu dollar ase prai $76 dollar ami agolo sell korte chai apni ki amake ai bapare khono sohojogita korte paren jodi korten tahole amar kub valo hoto

    Level 0

    @kousar: bhai apni amar kase LR sell korte paren ar jodi paypal exchange chan tao dite parbo

    @kousar: নারে ভাই।আপনি টিউনার বিপুল বিডি এর সাথে যোগাযোগ করতে পারেন।

Level 0

I sell verify paypal and ebay http://www.getvcc.biz

Level New

ভাই আমার payza int. visa card আছে এটা দিয়ে কি buy করা যাবে ?

    @Rupom Mariner: যদি Seller গ্রহন করে তবে।কিন্তু ইবে তে পেপাল ই বেশি গ্রহনযোগ্য।

Level 0

verify ছাড়াও paypal দিয়ে ebay থেকে product কেনা যায়। আমি অনেক কিনেছি unverify paypal দিয়ে….

    @Zahid: That’s Good.But i don’t want any risk for my payment and shipment.

      Level 0

      @মুকুট: ভাই আপনি তো paypal use করতাছেন high risk নিয়ে.. কারণ বাংলাদেশ paypal support করে না… আর paypal এ বেশি টাকা না রাখলেই হয়… আমি গত ২ বছর যাবৎ ব্যবহার করতাছি এখনো কোন সমস্যা হয় নাই….

        @Zahid: নাহ।এখন ভেরিফাই করা।আর বেশি টাকা রাখিনা।

Level 0

@sohagpnk ha vai ami sell korte chai kinto apnar sate contract korbo kivabe doya kore apnar contruck number din otoba apnar skypy number din ami apnar sate jogajog korbo amar sky number holo kousar1222

@মুকুট: vai, i wanted to know the process to buy the verified paypal account. Thanks

    Level 0

    @ফাইভার বিডি বস‌‌‌‍: আপনি verify ছাড়াও ব্যবহার করতে পারেন… verify করলেও risk থেকে যায়… কারণ paypal যদি একবার আপনার একাউন্ট কোন করনে লিমিট করে দে তাহলে আপনি আর ছাড়াতে পারবেনা… কারণ সেখানে আপনার কোন অরজিনাল ডকুমেন্ট নাই.. তার unverify দিয়ে ব্যবহার করেন কোন সমস্যা হবে না… শুধু শুধু verify এর জন্য কতগুলো টাকা খরচ করবেন কেন…

Level 2

@মুকুট: ভাই ebay তে Economy Int’l Shipping আর Standard Int’l Shipping কোনটা দিয়ে শিপিং করলে ভাল হয়।

Economy Int’l Shipping এ খুব কম চার্জ নেয়া হয় আর পন্য আসতে অনেক সময় লাগে
Standard Int’l Shipping এ চার্জ একটু বেশি এবং পন্য Economy থেকে একটু তারাতারি আসে।

খুব ভাল টিউন করেছেন।ধন্যবাদ।