আস-সালামু-আলাইকুম
কেমন আছেন?আমার ৭৫তম টিউনে স্বাগতম।কিভাবে কিভাবে ৭৫টা টিউন হয়ে গেলো ভাবতেও অবাক লাগে।তবে এর মধ্যে কিছু সাহায্য টিউন ও আছে।
যাই হোক,এবার আসি আসল কথায়।যারা অনলাইন এ টাকা আয় করেন তার মধ্যে Paypal অন্যতম।তবে যেহেতু বাংলাদেশ এ Paypal সাপোর্ট করেনা তাই ডলার বেচে দেয়া ছাড়া আর কোনো উপায় থাকেনা।
তবে এবার আর কোনো চিন্তা নাই।কেনা কাটা করে খরচ করুন আপনার ডলার।তাহলে আর দেরি না করে দেখে নিন কিভাবে কি করতে হয়।
তার আগে কিছু গুরুত্বপুর্ণ তথ্য জেনে নিন।
- Paypal Verified একাউন্ট থাকতে হবে। (ভেরিফাই কিভাবে করতে হয় সেটা এই সাইট এ দেয়া আছে,সার্চ করে দেখুন)।
- কেনাকাটা করার সময় অবশ্যই দেখে নিবেন সেলার বাংলাদেশে সেল করবে কিনা।
- যদি শিপিং চার্য ফ্রি হয় তবে পন্য আসতে ২৫ থেকে ৪৫ দিন পর্যন্ত সময় লাগতে পারে।(বাংলাদেশের ডাক বিভাগের দুরাবস্থার কারনে)
- শিপিং চার্য থাকলে পন্য তারাতারি চলে আসে।
- যেকোনো বড় আইটেম কেনার সময় সেলার কে বলে রাখবেন যে সেটা যেনো Gift হিসেবে লিখে পাঠায়।নাহলে কিন্তু বাংলাদেশ কাস্টমস আপনার উপর অনেক বড় পরিমানে ট্যাক্স ধার্য করবে।
- আপনার সব তথ্য সঠিক ভাবে পুরন করে নিন।
- User ID তে আপনার লগিন আইডি দিন।জেটা দিয়ে আপনি লগিন করবেন।
- পাসওয়ার্ড দেয়ার সময় একটা বড় ওয়ার্ড এবং একটা সংখ্যা দিবেন। যেমন ঃ Mukut11234
- লগিন করার পর উপরের ডান দিকে My Ebay লেখাতে ক্লিক করে পার্সোনাল ইনফরমেশন এ যা যা লাগবে সব পুরন করে নিন।
- এখানে যে ঠিকানা দিবেন সেই ঠিকানাতেই আপনার পন্য আসবে।তাই খুব সাবধানে তথ্য পুরন করুন।
- এবার পরবর্তি ধাপ অনুসরন করুন।
- গোল করা চিহ্ন গুলো লক্ষ্য করুন।
- এখানে পন্যের মুল্য / শিপিং চার্জ / কোথায় কোথায় পন্য ডেলিভারি হবে / সেলার এর নাম / সেলার ফীডব্যাক আছে।
- Ship to Worldwide কিনা দেখে নিন।নাহলে কিন্তু আপনি পন্য কিনতে পারবেন না।
- সেলার এর ফীডব্যাক ৯৬% এর উপরে না হলে তার থেকে পন্য কিনবেন না।
- যদি পন্য পছন্দ হয় তবে Buy Now তে ক্লিক করুন।আর যদি অনেক গুলো পন্য কিনতে চান তবে Add to cart এ ক্লিক করুন।
- এবার নিচে shipping and Payments লেখা তে ক্লিক করে Change Country থেকে বাংলাদেশ সিলেক্ট করে Get Rates এ ক্লিক করে দেখে নিন আপনার পন্য তে সেলার কত শিপিং চার্জ ধরেছে।
- আমি এখানে ২টা ছবি দিবো যেখানে একটা তে শিপিং চার্জ আছে এবং অন্যটাতে নাই।
- এখন দেখাবো কিভাবে পন্য কিনতে হয়।
- আপনি যে পন্য কিনতে চান সেটা সার্চ করে খুজে বের করুন।সব ঠিকঠাক থাকলে কিনতে পারেন।সে জন্য নিচের ধাপ অনুসরন করুন।
- আমার এই পন্যটা পছন্দ হয়েছে তাই আমি Buy Now লেখাতে ক্লিক করার পর এই পেইজ টি এসেছে।এখানে দেখুন পন্যের দাম/ শিপিং চার্জ /পেমেন্ট মেথড দেয়া আছে।
- এখন আমি Commit to buy এ ক্লিক করবো।
- Commit to buy এর পরবর্তি ধাপ এটি।
- সব ঠিকমত দেখে নিন তথ্য ঠিক আছে কিনা।
- থাকলে Pay Now এ ক্লিক করুন।
- লক্ষ্য করুন আপনার Paypal একাউন্ট এ চলে গিয়েছে।
- লগিন করুন।
- এখন Continue এ ক্লিক করে আপনার অর্ডার কনফার্ম করুন।
- আরো একবার দেখে নিন।এবার Confirm and pay তে ক্লিক করুন।
- ব্যস।আপনার কাজ শেষ।
- এখন শুধু অপেক্ষা।হঠাত দেখবেন বাসায় আপনার কাংক্ষিত পন্য চলে এসেছে।
কেমন লাগলো?আমি এ পর্যন্ত অনেক কিছু কিনেছি। 3d চশমা থেকে শুরু করে নেইল কাটার, প্লাগ, এইচডিএমআই তার, স্পিকার,ক্যাবল, লাইট সহ অনেক কিছু কিনেছি।এমন কি শক্তিশালি বাইনোকুলার ও কিনেছি।
আমার সবচেয়ে বড় কেনা পন্য হলো Sony Vaio Laptop.যার জন্য আমাকে ১২০০০ টাকা বাংলাদেশি কাস্টমস শুল্ক দিতে হয়েছিলো।কারন ল্যাপটপ এর মুল্য ছিলো ৭০০ ডলার।
- কিছু বিষয়ে সতর্ক থাকবেন।
- যদি আপনার পন্য অনেক দিন পরেও না আসে তবে আপনি সেলার এর বিপক্ষে কেস খুলতে পারেন।(ইবে তে সরাসরি কন্টাক্ট করা যায়না)কেস খুললে তারা সাথে সাথে একশন নেয়।
- বড় কোনো পন্য কিনতে চাইলে সেলার এর সাথে আগে কন্টাক্ট করে জেনে নিন এর জন্য কোনো আলাদা কাস্টমস ডিউটি আছে কিনা।
- কখনো ওজনে ৩কেজির বেশি হয় এমন পন্য কিনবেন না।নাহলে আপনাকে বিশাল পরিমান ট্যাক্স দিতে হবে।
আশা করি সব ঠিক মত বোঝাতে পেরেছি।তবে কারো কোনো কথা থাকলে আমাকে প্রশ্ন করুন।
টিউন টি ভালো লাগলে ফেসবুকে শেয়ার করতে ভুলবেন না ।
সবাই ভালো থাকবেন।
আল্লাহ হাফেয
(ভেরিফাই কিভাবে করতে হয় সেটা এই সাইট এ দেয়া আছে,সার্চ করে দেখুন)।
kisui to pailam na vai???????????????