মজিলা ফায়ার ফক্স-এ যুক্ত করুন “wed Rank toolbar” খুব সহজে!!!

আস্‌সালামু আলাইকুম!! কেমন আছেন সবাই? আল্লাহ আপনাদের সবাইকে ভাল রাখুক প্রযুক্তির সাথে।

আজ আপনাদের জানাবো কিভাবে মজিলা ফায়ার ফক্স-এ wed Rank toolbar যুক্ত করা যায়। আমরা অনেকেই SEO- এর কাজ করি। আর এ কাজ করতে ভাল Rank - এর Blog সাইট দরকার হয়। কিন্তু কিভাবে জানবেন যে এই সাইটের page Rank ভাল।  আপনার ফায়ার ফক্স ব্রাউজারে যদি wed Rank toolbar টি থাকে তাহলে ঔ সাইটে ঢোকা মাত্রই জেনে যাবেন এর page Rank কত?

আসুন দেখে নেই!!! ( লাল রঙের লেখা গুলি অনুসরন করুন )

১. প্রথমে ফায়ার ফক্স টুলবারে ক্লিক করুন। এখানে ডান সাইডের টুলবারে অনেক গুলি বার পাবেন। যেমন : Bookmarks, History, Downloads, Add-ons, Options, Help ....

২. এখান থেকে আপনি Add-ons এ ক্লিক করবেন। নতুন একটা Tab আসবে। যেখানে বাম পাশে থাকবে .. । Get Add-ons, Extensions, Appearance, Plugins.....

৩. এখান থেকে আপনি Get Add-ons এ ক্লিক করবেন। তারপর ডান পাশের উপরে Search toolbar -এ wed Rank toolbar লিখে Search দিবেন। এখানে অনেক টুলবার আসবে। wed Rank toolbar  টি দুই একটির পর পেয়ে যাবেন। 🙄

৪. এবার wed Rank toolbar টি Install করবেন। কিছুক্ষন সময় নিবে। Install হয়ে গেলে মজিলা ফায়ার ফক্স Re-start করবেন।

৫. দেখবেন মিজলা ফায়ার ফক্স এ নতুন একটা টুলবার যুক্ত হয়েছে। এখানে  আপনি একটা সাইটের Google page Rank, Alexa Rank এর সাথে সাথে আরো আনেক Page Rank এর হিসাব পাবেন। যা আপনার SEO এর কাজ করার সময় খুব সহজ হবে।

আজ এ পর্যন্তই। ভাল লাগলে কমেন্ট করবেন। আর, কিছু জানার থাকলে লিখবেন। কেউ ভাল জানলে আমাকে জানাবেন।

আমার কোন কিছু ভুল হলে ধরিয়ে দিবেন। ভাল থাকবেন সবাই। আমার জন্য দোয়া করবেন যেন নতুন কোন কিছু নিয়ে টিউন করতে পারি। আরও কিছু তথ্য।  আল্লাহ হাফেজ!!!!

Level 0

আমি Golam Muhammad Sabbir। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 115 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

Golam Muhammad Sabbir আপনি দয়া করে আপনার চশমা টা খুলে পোস্ট করুন। কারন wed Rank toolba হবে না হবে web Rank toolbar । সিম্পল জিনিস ভুল করলে খুব খারাপ লাগে।

    @Rahat, ভাই আপনার ভুল হচ্ছে মনে হয়। আমি তো কোন ভুল দেখলাম না। আর আমি তো ঘরে চশমা পড়ে থাকি না যে আপনি আমাকে চশমা খুলতে বলবেন। আমি কোথাও wed Rank toolba লিখি নাই। আবার ভাল করে চেক করেন। সবজায়গায় web Rank toolbar লেখা আছে। তারপর ও যদি আপনার চোখে না পরে তাহলে আমার কিছু করার নাই। আপনার সংশোধন হওয়া উচিত।

Vai ami mone kori ai ta Use korle ar kichhu lage na http://www.seoquake.com/

    এই টুলবারটা বেশির ভাগ ক্ষেত্রেই দরকার হয়। আপনারো লাগতে পারে।@Md Arif Hossain.
    আপনি যে সাইট টা দিয়েছে এটাও দারকারী। তবে ব্রাউজারে ওয়েব র‍্যাঙ্ক টুলবার লাগবেই। তাহলে seo খুব সহজ হয়। ধন্যবাদ ভাই আপনাকে কমেন্ট করার জন্য