SEO কি ?
ভাই এইটা কোন প্রশ্ন হইল ? এখন তো সাবাই জানে SEO কি ?
আর যদি না জানেন তাহলে একটু কষ্ট করে এই ব্লগের সার্চ বারে একটা সার্চ মারেন ঃ SEO
আশা করি নিরাশ করবে না সার্চ রেসাল্ট পেয়ে যাবেন SEO সম্পর্কে বিস্তারিত
যাই হোক প্যচাল কম Google Analytic সম্পর্কে একটু লেকচার মারি...
বাদ দেন! ধরুন আপনার পাচটি দোকান আছে ... মানে বিশাল ঝামেলা...দিন শেষে এক গাদা হিসেব নিয়ে বস্তে হয়, তারপরো কারো না কারো উপর সন্ধেহ যেন তেকেই যায় । সব হিসেব ঠিক মত মিলছে তো
আপনি যখন এক দোকানে হিসেব বা দেখা শোনার জন্যে যান তখন অন্য দোকান নিয়ে আপনার একটু টেনশন হবার কথা ... কে কি করছে ? কেমন কেনা বেচা চলছে ? এই আরকি
আবার মাস শেষে সবার বেতন, তারপর লাভ-লোকশান ... লস হলেই মাথা নষ্ট
আর লাভ হলে কথাই নাই ব্যবসায় শান্তি.... তবে এত কিছুর মুলে রয়েছে আপনার একাগ্র, শ্রম, সাধনা যা স ঠিক-ঠাক মত চলাতে পারেন
এবার আসেন একটি ওয়েবসাইটের কথায়... মানে আপনার পাচটি দোকানের চেয়ে বড়- অনেক বিশাল বাজার- সারা বিশ্ব ব্যাপী কাস্টমার ভিন্ন ক্রয় ক্ষমতা, ভিন্ন চাহিদা, আবার ভিন্ন টাকার মুল্য
মানে একটি ওয়েবসাইটের কাছে আপনার পাচটি দোকান একটা মুদির দোকানের চেয়ে ক্ষুদ্র...
আর আপনাকে ম্যানেজ করতে হবে এই বিশাল কর্মযগ্য
এর জন্যে চাই সঠিক সমাধান, সময়পোযোগী কর্মপন্থা যা সবরকম কাজের কাজী
ঠিক Google Analytic আপনার হয়ে কাজ করবে আপনার ওয়েবসাইটের ভিসিটর দের ট্রাক করে
কে কোন পেইজ এ অবস্থান করছেন,
কোথা থেকে এসেছেন ?
কতক্ষন ধরে অবস্থান করছেন ?
কোণ পেইজ থেকে কোণ পেইজ এ যাচ্ছেন ?
কত জন একটি মাত্র পেইজ ভিসিট করে চলে যাচ্ছেন ?
আরো হাজারো কাজের কাজী এই Google Analytic
নিচের ইমেজটি লক্ষ্য করুন কিছু তথ্য দেখাচ্ছে
১। মোট ভিসিট
২। অনন্য ভিসিট বা ইউনিক ভিসিটর যারা এর আগে আপনার সাইট ভিসিট করেননি
৩। কতটি পেজভিউ হয়েছে
৪। গড় অবস্থান কাল বা সময়
৫। বাউন্স রেট বা কত পার্সেন্ট ভিসিটর মাত্র একটি পেজ ভিসিট করেছেন
এবং কত পার্সেন্ট অনন্য ভিসিটর
এবার কে কোন ব্রাউসার ব্যবহার করছেন তা জানবেন নিচের মত ইমেজ থেকে
লাইভ ভিউতো আছেই
মানে কোন পেইজ ভিসিট হচ্ছে এই মুহুর্তে, কোন দেশ থেকে, কোন সার্চ থেকে এসেছেন ভিসিটর,
আরো জানতে পারবেন মোবাইল থেকে আপনার সাইটে কত জন এসেছিলেন
বিভিন্ন সোশাল মিডিয়া ওয়েবসাইট থেকে আপনার সাইটে কেমন ভিসিটর আসে
বিভিন্ন সার্চ ইঞ্জিন থেকে আপনার সাইটে কে কি সার্চ করে প্রবেশ করে
মাসের কোন দিনে আপনার সাইটের স্পীড কেমন ছিল ?
এভাবেই আপনার সাইটে প্রতিটি ফ্যাক্টর ট্রাক করে আপনাকে জানিয়ে দেবে Google Analytic যা একদম ফ্রী
আর সাইটের পরিবর্তন-সাজানো আপনার উপর ...
আজকে আর বাড়ালাম না... আগামীতে Google Analytic ব্যাবহার করে কিভাবে সাইটেকে অপ্টিমাইজ করবেন তা জানাব
সৌজন্যেঃ http://www.answersbd.com
আমি answersbd। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 78 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
AnswersBD- ask question and get answers for Bangladesh
অনেক অনেক ধন্যবাদ। সিইও নিয়ে আরো কার্যকরী টিউন চাই।