মজিলা ফায়ারফক্স এর থেকে জেনে নিন আপনার সকল Save করা Password

###########পরম করুনাময় সৃষ্টিকর্তার এর নামে শুরু করলাম############

নমস্কার /আসসালামু আলাকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালই আছেন, আমি ও আমরা আপনাদের দোয়ায় এবং আল্লাহ্র অশেষ রহমতে অনেক ভাল আছি। আমরা অনেক সময় Internet এ কাজ করার সময় Password Save করে রাখি । কিন্তু তা আমরা মাঝে মাঝে ভুলে যাই , মানে সব password মনে থাকে না।

তাই আজ আপনাদের বলব কিভাবে Mozila সেভ করা password দেখা যায়। তবে আর কথা বাড়িয়ে লাভ কি? বেশি কথা না বাড়িয়ে কাজের কথায় আসি।

১। প্রথমে আপনার Mozila Firefox এর Tools এ ক্লিক করুন

২। তারপর Option এ ক্লিক করুন /

৩। তারপর Security ট্যাব এ ক্লিক করুন ।

৪। তারপর Save Password এ ক্লিক করুন ।

৫। তারপর Show Password এ ক্লিক করুন ।

৬। যদি Are you sure you wish to show your passwords? এই লেখা আসে তবে yes দিন ।

এখন দেখুন আপনার কাঙ্খিত সকল Save করা Password ।

**যদি বুঝতে অসুবিধা হয় তবে আমার ব্লগ এ ছবি সহ দেখুন **

Level New

আমি ধীমান সরকার বাপ্পী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 236 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি শিখতে চাই ।আমাকে শেখান । আমি জানতে চাই ।আমাকে জানান । আমি জানাতে চাই । অপনি জানুন । প্রযুক্তি ভালভাসি । আছি নতুনের আশায় ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই এটা তো সবারই জানা । পারলে এটা বলেন যে , যখন কোন কারলে সবগুলি সফটওয়ার আবার দিতে হয় তখন এই পাসওয়ার্ড গুলোর ব্যাকআপ নিব কিভাবে । যেমন বুকমার্কগুলোর ব্যাকআপ নেয়া যার । পারলে সেই সিসটেম বলে দেন । উপকার হবে ।

ভাই এইটা সবাই জানে তা ঠিক নয়। আমি ও আমার মতো কম জাননেওয়ালা লোকের অভাব টেকটিউনস্ এ নেই। তাই ধন্যবাদ টিউনার ধীমান ভাইকে সেই সাথে কিভাবে বুকমার্ক করা পেজগুলোর ব্যাকআপ নেয়া যায় তা বলে দিলে আরেকটু উপকার হতো।

Level 0

thnx.but eta thik na.

vai ki thik na buzhlam na @yasinseo

ভাই আপনার সাজেশান এর জন্য ধন্যবাদ । আমি এটা নিয়ে পরবর্তী তে টিউন করব । @মোহাম্মদ খালিদ হোসাইন ।

ভাই ধন্যবাদ।