আপনার এলাকায় যদি টেলিটক এর 3G কভারেজ থাকে, তাহলে বেসি টাকা দিয়ে খুভ ই জঘন্য স্পিডের ইন্টারনেট কেন চালাবেন? GP তে ১ GB এর দাম ৩৫০ টাকা, অন্যান্য অপারেটরেও এরকম। অথচ টেলিটক এ ২৫০ টাকায় 1GB তাও আবার ৫১২ স্পিডে । Waimax প্রোভাইডার রাও অনেক ঝামেলা করে ।
আমি এই টিউনে দেখাব কিভাবে টেলিটক 3G ইন্টারনেট চালাবেন গ্রামিন ফোন মডেমে ।
- আপনি টেলিটক এর জেকোন 3G ইন্টারনেট পেকেজ একটিভ করুন
- আপনার টেলিটক সিম গ্রামিন ফোন মডেমে লাগান।
- GrameenPhone Internet কানেক্ট করার সফটয়ার টা ওপেন করুন
- এবার “Tools” থাকে “Options e জান”
- Network Settings এ ক্লিক করুন
- এবার “Mode preference থেকে “3G Only” সিলেক্ট করুন
- Ok দিয়ে বের হয়ে আসুন, এবার কানেট করুন কাম খতম ।
- Gp মোডেম এর ক্ষেত্রে অন্য কোন সেটিংস চেঞ্জ করার দরকার নেই
আমার ৫১২ KBps এর স্ক্রিন সট দিলাম, স্পিড ৫১২ kbps er চেয়ে ৫০% বেশি পায়
আমি tar3k। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 17 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
3g যেখানে নাই সেখানে কি ১ জিবি ব্যবহার করা যাবে ২৫০ টাকায়।