গিগা টিউন: ব্লগস্পট এবং ওয়ার্ডপ্রেস এসিও

আমরা অনেকেই ব্লগস্পট এবং ওয়ার্ডপ্রেস ব্যবহার করি কিন্তু এসিও না করার ফলে আমাদের ব্লগস্পট বা ওয়ার্ডপ্রেস গুগল এ সার্চ দিলে খুঁজে পাওয়া যায় না এবং গুগল প্রথম পেজ এ নিয়ে আসাও সম্ভভ হয় না।আমি আজ আপনাদের খুব সহজে ব্লগস্পট এবং ওয়ার্ডপ্রেস এসিও করে দেখাবো যাতে আপনারা খুব সহজে এসিও করতে পারেন এবং আপনাদের ব্লগস্পট কে গুগল সার্চ এ প্রথম পেজ এ আনতে পারেনআমরা কয়েক ধাপে ব্লগস্পট এসিও শেষ করবোওয়ার্ডপ্রেস এসিও করা খুব সহজ।ব্লগস্পট এসিও করতে পারলে ওয়ার্ডপ্রেস খুব সহজেই এসিও করতে পারবেন।

 

প্রথম কাজ

১. গুগল ভেরিফিকেশন,ফিড তৈরী,গুগল এনালাইসিস এর জন্য আপনার জিমেইল একাউন্ট থাকলে সরাসরি আপনার ইমেল দিয়ে লগিন করুন।জিমেইল এ একাউন্ট না থাকলে একটা একাউন্ট খুলে নিন।

২. বিং ভেরিফিকেশন এর জন্য আপনার হট মেইল দিয়ে লগিন করুন ,হট মেইল না থাকলে হট মেইল এ একটা একাউন্ট খুলে নিন।

সাইট মাপ তৈরী

আমাদের ব্লগস্পট এর জন্য প্রথমে একটি সাইট মাপ তৈরী করবো।আর সাইট মাপ সবচেয়ে ভালো তৈরী করে দেয় এই ওয়েবসাইট টি। প্রথমে এই ওয়েবসাইট এ যান এবং URL লিখার জায়গায় আপনার ব্লগস্পট এর ঠিকানা দিন এবং স্টার্ট এ ক্লিক করুন


আমাদের সাইট মাপ তৈরী হয়ে গেলো।এখানে আমার সাইট মাপ এর ঠিকানা http://cj-bd.blogspot.com/sitemap.xml, আপনারও এই রকম একটি সাইট মাপ তৈরী হয়ে যাবে।নিচের ছবি টি লক্ষ্য করুন,লাল ইন্ডিকেট করা ঘরের মধ্যে ওটাই আপনার সাইট মাপ এর ঠিকানা।এই সাইট মাপ এর লিঙ্ক টা গুগল ওয়েবমাস্টার এবং বিং ওয়েবমাস্টার এ সাবমিট করতে হবে।XML ফাইল টা ব্লগের মেটা টাগ এ বসানোর প্রয়োজন নেই কারণ ব্লগের মেটার ভিতর ১৫০ শব্দের বেশি বসানো যায় না তাই আমরা সাইট মাপ টা ব্লগে না বসিয়ে নিচের ধাপে চলে যাবো।


গুগল ভেরিফিকেশন

এখন আপনার সাইট মাপকে গুগল এ সাবমিট করতে হবে যাতে আপনার সাইট গুগল খুঁজে পায়।এজন্য আপনাকে গুগল ওয়েবমাস্টার এ লগিন করতে হবে।লগিন করে আড্ সাইট এ ক্লিক করুন এবং আপনার ব্লগস্পট এর ঠিকানা দিন



এখন গুগল এইচটিএমএল এর কোডটি আপনার ব্লগের মেটা টাগ(আপনার ব্লগের সেটিং এর সার্চ পারফমেন্স এ ক্লিক করলে মেটা বসানোর ঘর/জায়গা পাবেন এখানেই আপনার মেটা টাগ গুলো বসাতে হবে।)এর ভিতরে বসিয়ে দিন

 

তারপর ৩ নং এর কনফার্ম এর লিঙ্কটিতে ক্লিক করুন এবং সবশেষে ভেরিফাই এ ক্লিক করুন।বাস আপনার ব্লগস্পট ভেরিফিকেশন হয়ে গেলো



এখন অপটিমাইজেশন এর সাব মিনু সাইট মাপ এ ক্লিক করুন এবং আপনার সাইটমাপ এর ঠিকানা দিন।বাস গুগল ওয়েবমাস্টারের কাজ শেষ



বিং ভেরিফিকেশন

গুগল এর মতো করে আমরা এখন বিং ভেরিফিকেশন করবো।এজন্য আপনাকে বিং ওয়েবমাস্টার এ লগিন করতে হবে।এখন আড্ সাইট এ আপনার ব্লগস্পট এর ঠিকানা দিন এবং আড্ এ ক্লিক করুন




পরের স্টেপ এ আপনার সাইট মাপ এর ঠিকানা দিন এবং পুনরায় আড্ এ ক্লিক করুন


এখন ভেরিফিকেশন করার পালা,এজন্য আপনাকে ভেরিফাই নাও এ ক্লিক করতে হবে

এখন ২ নং এর কোড টি আপনার ব্লগস্পট এর মেটা টাগ(আপনার ব্লগের সেটিং এর সার্চ পারফমেন্স এ ক্লিক করলে মেটা বসানোর ঘর/জায়গা পাবেন এখানেই আপনার মেটা টাগ গুলো বসাতে হবে।)এর মধ্যে বসিয়ে দিন এবং ভেরিফাই এ ক্লিক করুন বাস আপনার বিং ভেরিফিকেশন ও হয়ে গেলো



ব্লগস্পট সাবমিট এবং ভেরিফিকেশন এর কাজ শেষ


মেটা টাগ তৈরী

ব্লগস্পটে যেয়েতু ১৫০ শব্দ এর বেশি মেটা টাগ এ বসানো যায় না তাই আমরা ছোট করে মেটা টাগ তৈরী করবো।আপনার ব্লগের সেটিং এর সার্চ পারফমেন্স এ ক্লিক করলে মেটা বসানোর ঘর/জায়গা পাবেন এখানেই আপনার মেটা টাগ গুলো বসাতে হবে


<head> <title>"এখানে আপনার ব্লগস্পট এর টাইটেল দিন"</title> <meta name="keywords" content="এখানে কমা দিয়ে দিয়ে আপনার কি ওয়ার্ড গুলো বসান "</head>




বেশি কিছু বসবেন না সবকিছু মিলে যেনো ১৫০ শব্দের বেশি না হয় ,বেশি হলে কি ওয়ার্ড কিছু কমিয়ে দিন। ইচ্ছা করলে আপনারা এখান থেকে অথবা এখান থেকে মেটা বানিয়ে নিতে পারেন


রোবট টেস্ক তৈরী

রোবট টেস্ক খুব সাবধান ভাবে তৈরী করতে হবে এখান থেকে রোবট টেস্ক ক্রিয়েট/তৈরী করুন।সুধু মাত্র আপনার সাইট মাপ এর ঠিকানা দিন এবং ক্রিয়েট রোবট টেস্ক এ ক্লিক করুন।এখন আপনার তৈরী রোবট টেস্ক আপনার ব্লগস্পট এর কাস্টম রোবট টেস্ক বসান এবং সেভ করুন





ব্লগস্পট এনালাইসিস

এখন আপনার ব্লগস্পট এর ভিসিটর এর সংখা এবং আরো অনন্য কিছু দেখার জন্য গুগলএনালাইসিস এ লগিন করুন এবং আপনার ব্লগস্পট আড্ করে দিন তারপর আপনার এনালাইসিস কোড টি ব্লগস্পটে বসিয়ে দিনএনালাইসিস কোড টি ভেরিফিকেশন করে নিবেন



ফিড তৈরী

এবার আমরা গুগল ফিড বার্নার থেকে ফিড তৈরী করবো।প্রথমে গুগল ফিড বার্নার এ লগিন করুন এবং আপনার ব্লগস্পট এর জন্য ফিড তৈরী করুন



ফীড তৈরী হলে আপনার ফিড টি আপনার ব্লগস্পটে সাইট ফিড এ বসিয়ে দিন।বাস কাজ শেষ




ওয়ার্ডপ্রেস এসিও

ওয়ার্ডপ্রেস এ সুধু গুগল এবং বিং ভেরিফিকেশন করলেই হয়ে যাবে।আর কোনো ঝামেলা নাই

নিচের ধাপগুলো দেখুন:এখানে সর্ট কার্ট ভাবে দেওয়া হলো।বিস্তারিত ব্লগস্পট এসিও তে দেখুন।

১. সাইট মাপ তৈরী করুন

২. গুগল ওয়েবমাস্টারে আপনার সাইট লিঙ্ক/ওয়ার্ডপ্রেস এর ঠিকানা এবং সাইট মাপ সাবমিট করুন এবং ভেরিফিকেশন করুন।

৩. বিং ওয়েবমাস্টারে আপনার সাইট লিঙ্ক/ওয়ার্ডপ্রেস এর ঠিকানা এবং সাইট মাপ সাবমিট করুন এবং ভেরিফিকেশন করুন।

ফ্রী ওয়ার্ডপ্রেস এ এর চেয়ে বেশি কিছু করা যায় না।প্রিমিয়াম ওয়ার্ডপ্রেস ব্যবহার করলে ব্লগস্পট এর মতো করে এসিও করতে পারবেন।এছারাও বিভিন্ন এসিও প্লাগিন ব্যবহার করতে পারবেন।এক্ষেত্রে সাইটম্যাপ এর ফাইল টা আপনার হোস্টিং এর সার্ভার এ আড্ করতে হবে।এবং মেটা টাগ-থিম কাস্টমাইজ এ গিয়ে হিডার পিএচপি এর মধ্যে বসাতে হবে।


শেষ প্রক্রিয়া: লিঙ্ক বিল্ডিং

এখন আমরা বিভিন্ন ভাবে আমাদের ব্লগ সাইট এর ভিসিটর বাড়াবো এবং গুগল এর প্রথম পেজ এ নিয়ে আসবো।এজন্য আপনি নিচের কাজ গুলো করবো

১.আপনি বিভিন্ন ব্লগ সাইটে টিউন/পোস্ট লিখুন এবং শেষে আপনার ব্লগস্পট এর ঠিকানা দিয়ে দিন।এতে আপনার ব্লগে ভিজিটর বাড়বে

২.এছারাও আপনার ব্লগস্পট এর ঠিকানা ফেইসবুকটুইটারপিন্টারেস্টলিঙ্কেডিন ইত্যাদি সোসাল সাইটে শেয়ার করুন

৩.বিভিন্ন ওয়েবসাইট,ব্লগসাইট,ফোরাম সাইট এ কমান্ট করুন যেখানে কমান্ট করতে একাউন্ট খোলা লাগে না শুধু ওয়েবসাইট এর ঠিকানা দিয়েই কমান্ট করা যায়।এক্ষেত্রে আপনি কমান্ট করার জন্য Blogspot এবং WordPress কে বেছে নিতে পারেন

অনেক কষ্ট করলেন তাই না?আর করতে হবে না।১ মাস পরে দেখুন আপনার ব্লগস্পট গুগল এর প্রথম পাতায় চলে এসেছে


এসিও তো শিখলেন,এবার আয় করুন

এখন ধরা যায় আপনি যেকোনো এসিও এর কাজ করতে পারবেন।ভাবার কিছুই নেই! ওডেস্কফ্রীল্যান্সারইলান্স এ অনেক এসিও এর কাজ আছে যা আপনি ইচ্ছা করলেই করতে পারেনএসিও এর কাজে বিড করুন এবং আপনার সাইট যে আপনি গুগল এর প্রথম পেজ এ এনেছেন তার প্রমান বায়ারকে দিন এবং কাজ জিতে নিয়ে করা শুরু করুন

নিজেকে নিয়ে কিছু কথা

ভাই আমি প্রফেশনাল ভাবে এসিও এর কাজ করিনা বা জানিওনা।আমি মূলত আমার সব কাজ আমি নিজেই করি।তাই টুক-টাক সব কাজ একটু একটু জানি cj-bd বা পেপাল লিখে গুগল এ সার্চ দিন।দেখুন তো এই সাইট টি(http://www.cj-bd.blogspot.com)গুগল এর প্রথম পাতায় আসে কিনা।আমি নিজে ঠিক এই ভাবেই এসিও করেছিলাম। আমি ওডেস্ক এর পাশাপাশি এখন ফ্রীল্যান্সার এও কাজ করি অবশ্য আমি সিও এর কাজ করি না।টুকটাক আর্টিকেল লিখার কাজ করি।নিজে নিজে ওয়েব ডেভেলপার এর কাজ শিখার চেষ্টা করতেছি।আশাকরি ১-২ বছরের মধ্যে শিখে যাবো।আমার জন্য দোয়া করবেন।সবাই ভালো থাকবেন।ধন্যবাদ!!!


আপনার ফেইসবুক, টুইটার, ইউটিউব, পিন্টারেস্ট, ইনস্ট্রাগ্রাম একাউন্ট গুলো আপডেট রাখতে ভিসিট করুন https://bestsocialplan.com



Level 2

আমি নেট সাগর। CEO, Best Social Plan, Bogra। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 58 টি টিউন ও 696 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি একজন অজানা পথের পথিক। সারাদিন ইন্টারনেটের মধ্যেই ডুবে থাকি। আমার ওয়েবসাইট: https://bestsocialplan.com/


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

রাত ১২ থেকে ৬.৩০ পর্যন্ত ঘুম জেগে আপনারদের জন্য টিউন লিখলাম।কেমন হলো মন্তব্য করবেন।গুড নাইট!!!

ধন্যবাদ সাগর ভাই!অনেকদিন হলো এই রকম টিউন এর আশাই ছিলাম।আজ আমি আমার ব্লগস্পট টা এসিও করতে পারবো।ধন্যবাদ !!!

Level 2

সাগর @: Chorom ekkhan tune korsen. tune dekhe matha nosto. eto sundor kore gusie tune korsen amar khub valo lagse. Apnake onek…………….donnobad.

very nice post…. thanks a lot bro…….apnar tune pore aj onek kisu shikhlam……. 🙂

@All Moderator Bro, Techtunes a edaning comment spamming onek bere gece…..Plz vie ai spamming comment karidar aktu banned kore dan…… Thanks.

    @মোস্তাফিজুর ফিরোজ: ফিরোজ ভাই আমি সবসময় আপনাদের শিখানোর জন্যই টিউন লিখি ।আমার টিউনগুলো পরার জন্য অনেক ধন্যবাদ।

Level 0

meta tag ki shagor vi???

    @abdur-rob: মেটা টাগ সম্পর্কে বলতে গেলে অনেক কিছু বলেতে হবে।আপনি এইচটিএমএল এর পোস্ট থেকে মেটা টাগ কি টা শিখ্য়ে নিবেন। এসিও এর ক্ষেত্রে মেটা টাগ এর ভিতরে কি ওয়ার্ড বসাতে হবে।তাহলে আপনার কি ওয়ার্ড গুলো কাজ করবে।

    Level 0

    @abdur-rob: thank you vi

Level New

অনেক সুন্দর হয়েছে ভাইয়া। এগিয়ে যান।

    Level 0

    @আহত: হায় হায়! ঘুম চোর ভাই আহত হইলেন কেমনে?

      @KiNG: ভাই ফ্রীল্যান্স করি ,তাই রাত জেগে আগে থেকেই কাজ করি।

      Level New

      @KiNG: ভাই টিউন করে আহত হয়ে গেছি । অনেকে আছে যারা বাজে কমেন্ট করে টিউনারদের আহত করে । 🙂

        @আহত: ভালো ,খারাপ মিলেই সমাজ ,সেহেতু আমাদের সবকিছুই মেনে নিতে হবে।

    @আহত: ধন্যবাদ আহত ভাইয়া।

      Level New

      @সাগর: ভাই আপনেরে ফেবু তে অ্যাড করেছি । অনলাইন এ পাই কিন্তু চ্যাট এর তো উত্তর দেন না। আমার ছোট একটা প্রোজেক্ট আছে । ৪ টা ব্লগস্পট সাইট এর ডিজাইন করতে হবে । আপনার সাহায্য প্রয়োজন ।

        @আহত: ভাও ওডেস্ক এর চাপে ফেইসবুক এ চাট করার সময়ই হয় না।আপনার ফেইসবুকের নাম কি?আমি পরে আপনার সাথে যোগাযোগ করবো।

Level 0

Perfect Tune for all Blogger…Nice…To be continue about another Topices

Level 0

কি বলে যে ধন্যবাদ দিবো বুঝতে পারতেছিনা । আক কথায় অসাধারণ টিউন করেছেন ভাই । অনেক অনেক ধন্যবাদ ভাই । খুবী কাজে লাগবে । এই রকম আরও টিউন চাই ।

ভাই ব্লগস্পট ডিজাইন নিয়ে একটা টিউন করেন । কিভাবে ব্লগে মেনু যুক্ত করতে হয় এগুলা নিয়ে আরকি ।

    @Repon13: ধন্যবাদ রিপন ভাইয়া।ঠিক আছে এর পর ব্লগস্পট ডিজাইন নিয়ে একটা টিউন দিবো।ভালো থাকবেন।

ভাইয়া, প্রথমেই অনেক ভালো একটি পোস্ট করার জন্য ধন্যবাদ । সাইট ম্যাপ এর ক্ষেত্রে কোড টা কোথায় বসবো? মেটা টেগ এর মধ্যে সুধু কিওয়ার্ড উদাহরণ হিসেবে দেয়া, এখানে html ট্যাগ এর মাধ্যমে না দিলে কি কাজ করবেনা??? দয়া করে জানাবেন

    @Obaid Ullah Aiman: সাইট মাপ মেটা টাগ এর ঘরে বসিয়ে দিন।এখানে মেটা টাগ এইচটিএমএল এর মাধমে লিখতে হবে।পোস্টে উদাহরণ দেখুন।

Level 0

nice tune

Level 0

“তারপর Here এ ক্লিক করুন ,দেখুন কিছু কোড দেওয়া আছে যা আপনার ব্লগস্পট এর মেটা টাগ এর ভিতরে বসিয়ে দিন তারপর আপনার সাইট মাপ এর উপর ক্লিক করুন। এবার সাইট মাপ এর কাজ শেষ।”
vai, ei stage ta par hote parci na. blogspot er meta tag kothai pabo? ektu details answer dile khubi khushi hobo………please.

    @G Mostafa: ***মেটা টাগ:ব্লগস্পট মিনু>সেটিং>সার্চ পারফমেন্স>মেটা টাগ। এখানেই আপনার কোড গুলো বসিয়ে দিন।

      @সাগর: ভাই এখানেতো ১৫০ শব্দের বেশি লেখা যায়না, কিন্তু সাইট মেপ এর কোড এর চেয়েও অনেক বেশি।

        @Obaid Ullah Aiman: ওখানে আমি ইডিট করে দিচ্ছি,একটু পড়ে পোস্ট টা আবার দেখুন।

খুব ভালো পোষ্ট ………..কঠিন জিনিস কে এত সহজে বোঝানোর…..জন্য অনেক ধন্যবাদ।।

Level 0

vai wordpress blog er meta tag kun jaygay thake? kivabe sitemap add korbo help please

    @noyonr: ভাই আপনার জন্য আমি টিউন টি ইডিট করে দিলাম।

আপনাকে ধন্যবাদ না দিয়ে পারলাম না ভাই,অনেক সুন্দর লিখছেন

Level 0

thanks vai, arekta question – bing verification e likhesen, “”পরের স্টেপ এ আপনার সাইট মাপ এর ঠিকানা দিন এবং পুনরায় আড্ এ ক্লিক করুন”” ekhane sitemap er thikana bolte ki bolsen ektu clear koren plz, jekuno wordpress blog er example dile easily bujhte parbo. apnake birokto korar jonno dukkhito

    @noyonr: সাইট মাপ এর উদাহরণ: http://odeskblog.asia/sitemap.xml , উপরে লেখারে সাথে দেখুন চিত্রে সাইট মাপ কে কালারিং করে দেওয়া হয়েছে ।ওটাই হবে আপনার সাইট মাপ।

Blog ও SEO সম্পর্কে ভালো লিখেছেন ধন্যবাদ @ সাগর আর আমি একটা ভালো ব্লগ সাইট বানাতে হলে আমাকে কি করতে হবে???

    @হোছাইন আহম্মদ: ভাই আপনি ফ্রী বানাতে চাইলে ব্লগার অথবা ওয়ার্ডপ্রেস থেকে বানাবেন।অনেক ভালো হবে।

Level 0

“http://odeskblog.asia/sitemap.xml” address e gele redirect hoye “http://www.socheaphost.com/?odeskblog.asia” ekhane chole ashe.. 🙁

    @noyonr: ভাই আমি তো ওটা উদহারণ হিসাবে ব্যবহার করেছি।

ওয়ার্ডপ্রেস আর ব্লগার এর মধ্যে পার্থক্যটা কি একটু বিস্তারিত বল্লেল ভালো হত। @ সাগর ভাই

    @হোছাইন আহম্মদ: ভাই ব্লগার এ এক ধরনের সুবিধা পাবেন এবং ওয়ার্ডপ্রেস এ আরেক ধরনের সুবিধা পাবেন।ফ্রী ব্লগ এর ক্ষেত্রে ব্লগার থেকে খোলা ভালো।কাস্টম ডিজাইন/থিম আড্ করতে পারবেন এবং ইডিট ও করতে পারবেন।আপনি ইচ্ছা করলে দুই সাইটেই ব্লগ খুলতে পারেন।তাহলে আপনি ব্লগস্পট এবং ওয়ার্ডপ্রেস,দুটারই কাজ শিখতে পারবেন।

Level 0

উপকারি টিউনটি করার জন্য আপনাকে অসংখ ধন্যবাদ

Level 0

This one of the Best post in TT that I have rarely found.
Thanks for Ur hard work and support.

ব্লগস্পট এর মেটা টাগ- ভাই মেটা টাগ টা আবার কি? ব্লগ এর কোথায় বসাতে হবে? একটু বললে ভাল হয়। আমি আমজনতাতো?

    @wantedvirus: মেটা টাগ:ব্লগস্পট মিনু>সেটিং>সার্চ পারফমেন্স>মেটা টাগ। এখানেই আপনার কোড গুলো বসিয়ে দিন।

Level 0

ভাই কিছু মনে করবেন না প্লিজ। একটা সাইটের জন্য এস ই ও করা আর সেই সাইটকে সার্চ পেজের প্রথম পাছ জনের ভিতর নিয়ে আসার মধ্যে অনেক তফাৎ আছে। আর যদি প্রথম তিনের মধ্যে আপনার সাইটকে দেখতে চান তাহলে একটু বেশি কষ্ট করতে হবে আর সময়ও লাগবে। আর যদি একদম সবার প্রথমে আনতে চান তবে সেটা এত সহজ না। সেটা অনেক জটিল একটা প্রক্রিয়া, যা সময়সাপেক্ষও বটে।

    @newboy: এটা ঠিক বলেছে কিন্তু ভিজিটর নিয়মিত আসলে এবং আপনার ব্লগ এর লিঙ্ক বেশি সাইট এর মধ্যে বসানো থাকলে খুব সহজেই প্রথম পেজ এর ৫ নং এর মধ্যে চলে আসবে।cj-bd বা পেপাল লিখে গুগল এ সার্চ দিন।দেখুন তো এই সাইট টি(http://www.cj-bd.blogspot.com)গুগল এর প্রথম পাতায় আসে কিনা।প্রথম পেজ এ সব ওয়েবসাইট আসবে কিন্তু সাথে আমার ব্লগস্পট ও।এখুন ভাবুন সামান্য ব্লগস্পট প্রথম পেজ এ আনা কতটা কঠিন আবার কত সহজে এনেছি।ধন্যবার আপনার মূল্যবান কমেন্ট এর জন্য।

“তারপর Here এ ক্লিক করুন ,দেখুন কিছু কোড দেওয়া আছে যা আপনার ব্লগস্পট এর মেটা টাগ এর ভিতরে বসিয়ে দিন তারপর আপনার সাইট মাপ এর উপর ক্লিক করুন। এবার সাইট মাপ এর কাজ শেষ।”
এটা কি ভাবে করতে হয় বলবেন । আমি বুঝি নাই

    @Anisuzzaman Kiron: লেখার নিচে ছবি টা লক্ষ্য করুন এবং ইংরেজি তে লিখা গুলো পড়ুন।Here এ ক্লিক করলে আমি কিছু কোড পাবেন যা আপনার ব্লগের মেটা টাগ এর ভিতর বসাতে হবে তারপর আপনার সাইটমাপ/সাইট লিঙ্ক এর উপর ক্লিক করে ভেরিফিকেশন/আপনার ব্লগে ওই কোড আছে কিনা তা সাইট মাপ কে বোঝাতে হবে /কনফার্ম করতে হবে।

কিন্তু Here-এ ক্লিক করলে Sitemap Download হয় এবং ওখানে কোন কোড খুজে পাই না । Pls help…..

    @অবিরত প্রয়াস: ডাউনলোড কৃত ফাইল দেখুন ব্রাওজারের মতো দেখাচ্ছে ।এখন ওই ফাইল টিতে ক্লিক করুন এবং দেখুন ব্রাওজারে এইচটিএমএল এর মতো কিছু কোড আছে যা আপনি কপি করুন এবং আপনার ব্লগের মেটা টাগ এর মধ্যে বসিয়ে দিন।

সত্যি আপনার পোস্ট পড়েই বোঝা যাচ্ছে আপনি আমাদের জন্য অনেক কষ্ট করেছেন। ধন্যবাদ এত সুন্দর পোস্ট করার জন্য।

আপনার টিউনটি পড়ে খুব ভাল লাগল…ওরকম আরো টিউন এর আশায় রইলাম…

    @Khairul Ehsan: ধন্যবাদ ভাইয়া ।অবশ্যই পোস্ট দিবো।

Level New

এখন গুগল এইচটিএমএল এর কোডটি আপনার মেটা টাগ এর ভিতরে বসিয়ে দিন(মেটা টাগ এর ভিতর থেকে সাইট মাপ এর এইচটিএমএল এর কোড মুছে দিন )তারপর ৩ নং এর কনফার্ম এর লিঙ্কটিতে ক্লিক করুন এবং সবশেষে ভেরিফাই এ ক্লিক করুন।বাস আপনার ব্লগস্পট ভেরিফিকেশন হয়ে গেলো ei kotha ta bujhlam nah… Plz ektu bolben ki…?

    @Shafkat Aziz: মানে আপনার ব্লগের মেটা থেকে আগের দেওয়া সাইট মাপ এর কোড গুলো মুছে দিন তারপর গুগল ভেরিফিকেশন এর কোড মেটা টাগ এর বসান।অতপর ভেরিফাই করুন।

Level 0

সাগর ভাই আপনার কাছে একটা জিনিশ জানতে চাছছি… এখন নাকি ব্লগস্পট এ এইচটিএমএল এর ভিতরে এইভাবে নাকি দেওয়া লাগে না ?? ব্লগস্পট মিনু>সেটিং>সার্চ পারফমেন্স>মেটা টাগ << এখানেই নাকি description+keyword বসাতে হয়?? দয়া করে আমাকে যদি একটু কষ্ট করে আপডেটেড নিউজটা জানান তাহলে খুবই উপকার হত…… আশা করি এইটু হেল্প করবেন …আসলেই আপনার পোস্ট টি দারুন হয়েছে ।। ধন্যবাদ ।।

    @R@shed: মেটার ভিতর ভেরিফিকেশন এর কোড গুলো বসিয়ে ভেরিফিকেশন হয়ে গেলে মেটার ভিতর ব্লগ এর টাইটেল এবং কি ওয়র্ড বসান। এ জন্য মেটা নিয়ে লেখা ফলো করুন।

Level 0

>>> <meta name=keyowrd content=1, 2, 3, <<<< মানে যে নিয়মটা আসে সেই নিয়মে নাকি এখন ব্লগস্পটে কী-ওয়ার্ড দেয়া লাগেনা ???

    @R@shed: এভাবে বসান,আমি উদাহরণ দিচ্ছি:
    “Techtunes(এটা ধরুন আপনার ব্লগের টাইটেল)” <meta name="keywords" content="techtunes,full version software,software(এগুলো ধরুন কি ওয়ার্ড) "
    বুঝেছেন?

মান সম্মন টিউন,অসাধারন টিউন।আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা টিউন কষ্ট করে আমাদের সাথে শেয়ার করার জন্য।

bro
khub valo post. About seo learning kisu post asa kori.

Level 3

সাগর সুন্দর পোষ্ট হয়েছে। তবে কযেকটি ধাপে বুঝালে ভাল হতো – মানে যারা নতুন তাদের কথা বললাম ।
যেমন আমি ও নতুন ।
মেটা ট্যাগ টা এবং কিভাবে কাস্টম ডিজাইন করবো ব্লগকে …এই টা নিয়ে একুট ক্ষ্ট করে হলে ও একটা পোষ্ট করলে খুব উপকৃত হবো । অসংখ্য ধন্যবাদ @সাগর

    @Mithu: ধন্যবাদ মিঠু ভাই।আপনি Blogger> Template >Backup/Restore এ গিয়ে নতুন বল্গার থিম আড্ করতে পারবেন।এবং ইডিট এইচটিএমএল থেকে আপনি আপনার মতো করে এইচটিএমএল,ছিএস এস ইডিট করে ব্লগস্পট কাস্টমাইজ করতে পারবেন।

আমার প্রশ্ন হচ্ছে যে , আপনার লেখা টি আপনার সাইটে থাকা টা স্বাভাবিক , সেটা যদি অন্য কোন সাইটে (টেক্টিউন্স) পোস্ট করেন তবে গুগল আপনার পোস্ট টি কপি-পেস্টের আওতায় (প্যাজ রেঙ্ক হ্রাস ) আনবে না?

    @গানের পাখি ইমন: ইমন ভাই ক
    কি করবো বলুন পোস্ট লিখি আপনদের জন্য।আমার ব্লগে শুধু পোস্ট করলে কজন পড়বে?তাই টেকটিউনস এবং প্রথম আলোতে পোস্ট পাবলিশ করি যাতে সবাই পড়ে।

এখন গুগল এইচটিএমএল এর কোডটি আপনার মেটা টাগ এর ভিতরে বসিয়ে দিন(মেটা টাগ এর ভিতর থেকে সাইট মাপ এর এইচটিএমএল এর কোড মুছে দিন )তারপর ৩ নং এর কনফার্ম এর লিঙ্কটিতে ক্লিক করুন এবং সবশেষে ভেরিফাই এ ক্লিক করুন।বাস আপনার ব্লগস্পট ভেরিফিকেশন হয়ে গেলো।

কিন্তু ভাই আমার সমস্যা হল – ভেরিফাই এ ক্লিক করলে We weren’t able to verify your site: দেখায় ।
দয়া করে বলুন ভাইয়া এখন কি করবো ।

    @Rejaul islam Reja: ভাই আপনার সমস্যা আমি বুঝতে পারতেছি।আমি আবারও আমার পোস্ট টা ইডিট করে দিচ্ছি ওখানে যাতে আপনাদের সমস্যা না হয়।

Level 0

এখন অপটিমাইজেশন>সাইট মাপ এ ক্লিক করুন এবং আপনার সাইটমাপ এর ঠিকানা দিন।বাস গুগল ওয়েবমাস্টারের কাজ শেষ।

vi error dekay ai jagae akn ki korbo??????
সাগর vi

    @abdur-rob: রব ভাইয়া ,গুগল অপটিমাইজেশন মিনুতে ক্লিক করলে সাব মিনু সাইট মাপ লিখা আসবে ,সাব মিনু সাইট মাপ এ ক্লিক করে আপনার ব্লগের সাইট মাপ সাবমিট করুন ।

vi amito sitemape a click dia disi akhon coad tuko bosale kaj hobe.

http://hotmodelnew.blogspot.com

    @tariqul Islam: আপনার সাইট মাপ আপনার ব্লগে বসাতে পারেন নাই ,তাই এই সমস্যা হচ্ছে।আমি পোস্ট টা ওখানে ইডিট করে দিচ্ছি।

Level 0

আপনার অসাধারণ টিউনের জন্য ধন্যবাদ। আপাতত পিডিএফ আকারে সেভ করে রাখলাম।

Level 0

Vai, ‘here’ a click korle ekti .xml file download hoi. ota ami dreamweaver dia open korlam. okhane onek kisu lekha ase……..r meta tag e to matro 150 character likha jai. asha kori amar problem ta bujhte parsen. help koren plzzzzzzzz……………..

    @G Mostafa: হা ভাই ,ওখানে একটু সম্যসা হয় ব্লগস্পটের জন্য,একটু অপেক্ষা করুন আমি ওখানে পোস্ট টা ইডিট করে দিচ্ছি।

GOOD
Nice tune
I thinks is very important to them
who need SEO.
go on……………………………………
We suport u.

Level New

Bhai apaar contact No ta jodi diten….! amar mail address : [email protected]

    @Shafkat Aziz: ভাইয়া আমার ফেইসবুকে যোগাযোগ করুন।আমি ফোন ব্যবহার করি না।

*********************************************************************************************************************
আপনারা অনেকই কিছু সমস্যা বোধ করতেছিলেন তাই আমি আপনাদের সমস্যা জায়গা গুলো ইডিট করে ভালোভাবে বুঝিয়ে দিয়েছি।পোস্ট টি আবারও পরে দেখবেন।কারো কোথাও বুঝতে সমস্যা হলে কমান্ট করুন।আমি যথাসাধ্য চেষ্টা করবো আপনার সমস্যা দূর করার জন্য।ধন্যবাদ!
*******************************************************************************************************************

Level New

apnar FB D ta ekto den…

    @Shafkat Aziz: ভাইয়া পোস্টের নিচে দেখুন আমার ফেইসবুকের ঠিকানা দেওয়া আছে ।ধন্যবাদ!

Level 0

vai asloaiy apne thanks paour joggoo for this nice and important post thanks
vai amare ektu help koren amar blog ayta but visit kore dekhen amar menu bar blogroll hoia ase but ami chi seta main menu hok kintu parci na plz help me
[email protected]
http://www.islamojibon.blogspot.com/

    @mohammadp: বুঝতে পারছি।আমার ফেইসবুকে যোগাযোগ করুন।আমি চেষ্টা করবো ইডিট করে ঠিক করে দিতে।ধন্যবাদ!

তারপর ৩ নং এর কনফার্ম এর লিঙ্কটিতে ক্লিক করুন এবং সবশেষে ভেরিফাই এ ক্লিক করুন।বাস আপনার ব্লগস্পট ভেরিফিকেশন হয়ে গেলো।

কিন্তু ভাই , ভেরিফাই এ ক্লিক করলে এইটা দেখায়
Verification failed for http://rejapc.blogspot.com/ using the HTML file method (less than a minute ago). Your verification file was not found.
Verify your ownership of http://rejapc.blogspot.com/. Learn more.

ভাই অনেক চেষ্টা করলাম কিন্তু পারলাম না । দয়া করে যদি ভিডিও টিউটরিয়াল করে mediafire.com-এ আপলোড করে লিংটা দিতেন তাহলে অনেক উপক্রিত হতাম ।

    @Rejaul islam Reja: গুগল ভেরিফিকেশন এর চিত্র লক্ষ্য করুন: ১. গুগল এইচটিএমএল এর কোডটি আপনার ব্লগের মেটা টাগ(আপনার ব্লগের সেটিং এর সার্চ পারফমেন্স এ ক্লিক করলে মেটা বসানোর ঘর/জায়গা পাবেন এখানেই আপনার মেটা টাগ গুলো বসাতে হবে।)এর ভিতরে বসিয়ে দিন।
    ২. ৩ নং এর কনফার্ম এর লিঙ্কটিতে ক্লিক করুন
    ৩. এবং ভেরিফাই এ ক্লিক করুন।বাস আপনার ব্লগস্পট ভেরিফিকেশন হয়ে যাবে।
    ধন্যবার আপনাকে ।

    @Rejaul islam Reja: সরাসরি কোনো কাজ করা ,সেটা ভিডিও করার কৌসল আমার জানা নাই।কোন সফটওয়্যার এর সাহায্যে করা যায় ,আপনি জানলে আমাকে বলবেন ,আমি চেষ্টা করবো ভিডিও করে আপনাকে দিতে।

Level New

সাগর bhai FB chat room e asen ami asi….

    @Shafkat Aziz: ভাইয়া আমি ফেইসবুকের চাট সফটওয়্যার ব্যবহার করি তাই আমি সবসময়ই চাট এই তো। ধন্যবাদ ।

.সাগর ভাই আপনার জন্য আমার টিউনের কিছু অংশ ও ডাউনলোড লিঙ্ক
সাইজ 700KB
http://www.mediafire.com/?cipu6tc6njx7sbt

rar ফাইল থেকে মূল ফাইলে যেয়ে Easy Video Capture
ফাইেল ডাবল ক্লিক করে সেটাপ করুন।এর Try এ ক্লিক করে একবার ওেপন করুন।উপরে Help থেকে About এ ক্লিক করেলই দেখাবে যে আপিন Trial ভার্সন ইউজ করেছন।
চলুন ফুল ভার্সন করে নিই।তার আগে সফ্টওয়্যরটি ক্লোজ কের নিন।টাস্কবার
থেকেও ক্লোজ কের দিন।
এরপর মূল ফাল্ডার থেকে VideoCap নামের ফাইলটিকে কপি করে
C:\Program Files\Easy Video Capture এ পেষ্ট
করুন।
ব্যস কাজ শেষ।আবার উপরে Help থেকে About এ ক্লিক করলেই ছবিটির
মত দেখাবে যে আপিন Full ভার্সন ইউজ করছেন।
সফ্টওয়্যরটি ওেপন করুন।ছবির মত আউটপুট ফাল্ডার নির্বাচন করুন।
এরপর Recording এ ক্লিক করলে ছবির মত মাউেসর লেফ্ট বাটন দিয়ে ধরে রেখে শুধুমাত্র যেই জায়গাটা ভিডিও করবেন তা সিলেক্টক করুন।
যতক্ষন ইচ্ছে ভিডিও ধারণ করুন।
মনে রাখেবন ভিডিওগুলা .avi HD
ফরম্যাট এ ধারন করা হয়।প্রতিবার রেকর্ডিং এর সময় নতুন ফাইলটির নাম দিয়ে
সেভ করবেন।তা না হলে আগের ধারণকৃত ফাইলটি চলে যাবে।
আর হে
এন্টিভাইরাস ডিএকটিভ করে তারপর ক্র্যাক টি পেষ্ট করুন।ক্র্যাক কে এন্টিভাইরাস সবসময় ভাইরাস হিসেবে ধরে নেয়।

সাগর ভাই ভিডিও সাইজ বড় হলে কনভাট করে আপলোড করিয়েন ।

    @Rejaul islam Reja: ধন্যবাদ রেজা ভাই ।আমি গত কাল রাতেই ফুল স্কিন এর ওয়েবক্যাম সফটওয়ার এর ফুল ভার্সন ডাউনলোড করেছি।আশা করি কয়েকদিনের মধ্যেই এই এসিও এর উপরে একটি ভিডিও টিউটোরিয়াল দিবো।

সাগর আপনার facebook ID টা একটু দেন ।