ওয়াইম্যাক্স কি মানুষের হাতের নাগালে আসবে?(update)

একদিন কিউবির ওয়েব সাইটে ঢুকে দেখলাম তাদের প্যাকেজ পরির্বতন করেছে।নতুন প্যাকেজ এইরকম

2aa0tvr1

আমি স্কাই ইজ দ্যা লিমিট লেখাটি বুজতে পারলাম না পরের দিন গুলশান প্রধান কার্যালয় গেলাম কিউবি কাস্টমার সেন্টারে কথা বললাম জিঞাসা করলাম।

আপনাদের ওয়েব সাইডে প্রোডাক্ট পেইজে লেখা স্কাই ইজ দ্যা লিমিট এর মানে কি আনলিমিটেড?

তিনি বললেন হ্যা আনলিমিটেড আবার বললনে না। স্কাই ইজ দ্যা লিমিট এর মানে হল আপনি যে আনলিমিটেড ব্যাবহার করবেন আমরা তা মনিটর করবো।যদি দেখি আপনি অতিরিক্ত ডাউনলোড করেন তাহলে আমরা আপনার স্পিড কমিয়ে দেব।

আমি বললাম বাংলা লায়ন ১২৮ কেবিপিএস ৬০০ টাকা দিচ্ছে আপনারা দিচ্ছেন না কেন?

তিনি বললেন আমরা চাচ্ছি গ্রাহকদের হাই স্পিড ইন্টারনেট দেওয়ার জন্য।তাই আমরা ২৫৬,৫১২ কেবিপিএস এবং ১ এমবিপিএস প্যাকেজ দিয়েছি আর বাংলা লায়ন শুধু তাদের ওয়েব সাইডে প্যাকেজ প্রকাশ করছে কিন্তু এখনো তারা কোথাও মডেম বিক্রি বা সেবা দেওয়া শুরু করেনি।তাদের থেকে আমরা এগিয়ে আছি।

পরিশেষে বুজতে পারলাম ওয়াইম্যাক্স এর ডাউনলোড লিমিট এবং উচ্চ মূল্যের কারনে সাধারন মানুষের হাতের নাঘালে আসবে না ও এর সুফল ভোগ করতে পারবে না।

বি দ্র:আপনাদের কারো যদি এ সম্পর্কে কিছু জানা থাকে তাহলে রেপু দিবেন

Level 0

আমি ফিরোজ আলম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 157 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

টেকটিউন এর কাছে আমার অনুরুধ আমার এই লিন্কের টিউন টি মুছে দিন
https://www.techtunes.io/internet/tune-id/16359/

ফিরোজ আলম ভাই…মিল্টন ভাই এর সাথে যোগাযোগ করতে পারেন ।
কিউবিতে চাকুরি করেন ।

আমাকে কেন বলছেন টেকটিউন কে বলুন