আপনার কম্পিউটার থেকে কম রেটে কথা বলুন… বিশ্বের যেকোন দেশে

সুপ্রভাত বাংলাদেশ।

আশা করি সবাই ভালো আছেন। আমরা যারা দেশের বাইরে আছি তাদের প্রতি নিয়ত দেশে কল করতে হয় । আরা যারা দেশে আছে তাদের নানা প্রয়োজনে বিদেশে কল করতে হয়। কিন্তু মোবাইল থেকে কল করাটা ব্যায় বহুল তাই আপনি আপনার কম্পিউটার থেকে কম রেটে কথা বলতে পারেন ... বিশ্বের যেকোন দেশে । এটা অনেক সাশ্রয়ী ... আমি নিজে একজন সাধারন ব্যবহারকারী। আমি নেট থেকেই দেশে কল করি। অনেকই হয়তো এ সম্পকে ধারনা আছে ... তবে যাদের ধারনা নেই তাদের জন্য আমার এই ছোট পোস্ট ।

আমি যে বিষয়টি আপনাদের মাঝে তুলে ধরবো তাহলো কিভাবে সাশ্রয়ী রেটে কথা বলতে পারবেন । আমি Rynga কথা বলছি । বিশ্বের অনেক দেশ ফ্রি কল এর সুবিধা তো আছেই । একবার ভিজিট করে দেখুন এর কল রেট ... অবাক হতে পারেন । আকষনীয় কলরেট এর জন্য সাইটি আমার কাছে ভালো লেগেছে । https://www.rynga.com/en/calling-rates.html

আশা করি উপকৃত হবেন অনেকই। Rynga যদি আপনি ব্যবহার করতে চান তবে আপনাকে একটি একাউন্ট খুলতে হবে। যা একদম ফ্রি এবং একটি সফটত্তয়ার ডাউনলোড করতে হবে। এটা অনেক সহজ। এখান থেকে ডাউনলোড করে নিন ।

rynga

প্রথমে আপনি কিছু ফ্রি মিনিট পাবেন এর কোয়ালিটি যাচাই করারা জন্য। তবে এটা সব দেশের জন্য প্রযোজ্য নয় ।এতে টাকা রিচাজ করা সহজ । আমার এখানে [মালএশিয়ায়] লোকাল এজেন্ট আছে। বিশ্বের অনেক দেশেই এর এজেন্ট আছে। এছাড়া আপনি আরো নানা উপায়ে টাকা রিচাজ করতে পারবেন।

একবার http://www.rynga.com ভিজিট করে আসুন সব বুঝতে পারবেন। যারা ক্রেডিট ত্রুয় করতে আগ্রহী তারা প্রথমে RYNGA তে একাউন্ট খুলে Sing in করুন। হোম পেইজের উপরের দিকের ডান পার্শ্বে সাইন ইন করার অপশন আছে।

sing in page

তারপর আপনার একাউন্ট পেইজ খুলবে। পেইজের বাম পার্শ্বে দেখবেন buy credit একটি অপশন আছে। সেখান থেকে বিভিন্ন পদ্ধতিতে আপনি ক্রডিট ক্রয় করতে পারবেন । Western UnionVisa, MasterCard/Eurocard ইত্যাদির মাধম্যে ।

Buy Credit

এছাড়া আপনি লোকাল এজেন্ট এর মাধ্যমে ক্রেডিট  ক্রয় করতে পারেন । সেজন্য আপনাকে আপনার একা্উন্ট পেইজের বাম দিক থেকে  LOCAL AGENTS এ ক্লিক করতে হবে। যদি আপনার দেশে লোকাল এজেন্ট থাকে তবে সেখানে তার লিষ্ট দেখাবে, ফোন নাম্বার, ই-মেইল ইত্যাদি তথ্য দেখাবে যেন আপনি তার সাথে যোগাযোগ করে সহজে ক্রেডিট ক্রয় করতে পারেন । আপনার যত খুশি আপনি টাকা রিচার্জ করতে পারবেন ৫ ইউরো ১০ ইউরো এতে কোন বাধ্যবাধকতা নেই।

লোকাল এজেন্ট

এছাড়া প্রতি রিচার্জ এ আপনি 120 FREEDAYS পাবেন আর এ ফ্রি ডেইস্ এর মাঝে আপনি বিশ্বের অনেক দেশে একদম ফ্রি কথা বলতে পারবেন। আর মনে রাখবেন এতে ভ্যাট দেখালেও কোন প্রকার ভ্যাট যোগ হয় না ।

আর প্লিজ কেউ বাজে কমেন্ট করবেন না । ধন্যবাদ সবাইকে.... ভালো থাকবেন.

সেই শুভ কামনায়   - নাবিল

Level 0

আমি নাবিল আমিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 119 টি টিউন ও 738 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

নাবিল.আমিন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই রকম একটা সাহায্যকারী পোষ্ট আমার দরকার ছিলো যা আপনার মাধ্যমে অবগত হলাম। পুরোপুরি আস্থা পেলে ধন্যবাদের মাত্রা আরও বাড়িয়ে দেব 🙂
([email protected])

Level 0

vhai, malaysia te apnar contact number ta den pls.

Level 0

vhai, apnar malaysiaer contact number ta den pls.

    ভাই কিছু জানার থাকলে এখানে বলেন… আর না হয় আমাকে yahoo তে এড করুন … [email protected] পরে বলছি. Thnxxx

ভাই, আমি বাংলাদেশ হতে কুয়েতে কল করতে চাচ্ছি। এখানকার রেট দেখলাম ৬/মি. । এর সাথে কি ভ্যাট যুক্ত হবে?

    ভ্যাট দেখায় কিন্তু এড হয় না । কুয়েত এ ৬ টাকা মিনিটই পরবে । আর এটাতে কিছু ফ্রি মিনিট দেয় কল করার জন্য….Rynga তে আমাকে এড করতে পারেন nabil.aamin…. Rynga to ryanga free … voice o cleare hoi

valo tune.apnake thanks.
http://iusbd.blogspot.com

helpful tune,thanks.
http://iusbd.blogspot.com

    সাইমুন ভাই… ধন্যবাদ আপনার সুন্দর কমেন্টস্ এর জন্য ।

Level 0

ধন্যবাদ নাবিল ভাই… jinish ta kajer..!!!!!!!

thank nabiel bai god bless you

আমার কম্পিউটারে মাউথ দিয়ে রেকর্ড হচ্ছে না এবং মেসেন্জারে কথা বলা যায়না আগে যেত।হেডফোন চেইন্জ করে দেখেছি তাও হয় না কি করবো জানবেন

    may be আপনার সাউন্ড সিস্টেম এর প্রবলেম এটা। আপনি ভালো করে আপনার মাইক্রোফোনের জ্যাক চেক করুন।

Level 2

thik vai
ami china te eta use kore 3 mas dore
eta onek valo
use korte paren
china te ryinga to mobile/land phone free
allah hafej

ধন্যবাদ নাবিল ভাই এতো সুন্দর টিউন করার জন্য

ভাই আমি সৌদি আরবে থাকি কিভাবে ত্রেডিট পাওয়া যায় জানালে উপকৃত হব।ধন্যবাদ।

    আতাউর ভাই আপনার জন্য এবং আরো যারা আছেন তাদের জন্য নিচের কিছু অংশ নতুন করে সম্পাদন করলাম আশা করি উপকৃত হবেন । ধন্যবাদ আপনাকে…

ধন্যবাদ নাবিল ভাই তথ্য দেয়ার জন্য এখন চেষ্টা করে দেখব।

নাবিল ভাই আমার কিছু কথা জানার ছিল।আমি সুইডেন কল করতে চাই। আমি দেখলাম যে সুইডেন প্রতি মিনিট মোবাইলে ২.১১ টাকা এবং ল্যান্ড ফোনে ফ্রী। আমি যদি ৫ ইউরো রিচার্জ করি তবে কত মিনিট ল্যান্ড ফোনে ফ্রি কথা বলতে পারব? আমি লিখেছেন ১২০ দিন। তার মানে কি ১২০ দিন যতক্ষন ইচ্ছা ততক্ষন? আর এই সফটওয়্যারের ভয়েজ কোয়ালিটি কেমন? প্লিজ অবশ্যই আমাকে জানান। কমেন্ট করুন এবং ঐ কমেন্ট টা কপি পেষ্ট করে আমার মেইলে দিন। কারন ইদানিং টেকটিউনে কমেন্ট করলে তা মেইলে যায় না।

[email protected]

ধন্যবাদ।

    সোহেল ভাই, আপনি যদি সুইডেন এ কল করতে চান তবে বাংলাদেশী টাকায় মাত্র ৩.৫৫ পয়সা মিনিট পরবে মোবাইলে কল করার ক্ষেত্রে ( ১ ইউরো = ১০১ টাকা ) আর ১০ ইউরো রিচার্জ করলে আপনি ১২০ দিন ফ্রি ডেইস্ পাবেন এতে ফ্রি কথা বলতে পাবেন সুইডেনের ল্যান্ডফোনে। এভাবে প্রতি রিচার্জে ১২০ দিন করে যোগ হয় প্রতি রিচার্জের ক্ষেত্রে। আর ভয়েস কোয়ালিটি খুব ভালো আপনি ট্রায়াল কলগুলো ব্যবহার করে দেখতে পারেন।মনে রাখবেন এটা আপনার নেটের স্পিডের উপর নির্ভর করবে।আরো কিছু জানার থাকলে বলবেন। Thnx 🙂

thanks alot nabil vaiya thanks for ur tune…..but how way i can buy some credit easyly would u plz tell me aobut it

nabil vai credit kinbo ki vabe registration korte parsina its taking forever ……………………..plz help me

Level 0

nabil via ato sundoir tune korar jonno dhonnobad,,tobe boss registration korte parsina kisu tei aponi ki ekta registration diben kore?

আমি bangladesh থেকে united status এ call করতে চাই…এতে call rate কেমন হবে দয়া করে একটু বলবেন plss…

I need some doller in rynga ……..how can i get it ?