সুপ্রভাত বাংলাদেশ।
আশা করি সবাই ভালো আছেন। আমরা যারা দেশের বাইরে আছি তাদের প্রতি নিয়ত দেশে কল করতে হয় । আরা যারা দেশে আছে তাদের নানা প্রয়োজনে বিদেশে কল করতে হয়। কিন্তু মোবাইল থেকে কল করাটা ব্যায় বহুল তাই আপনি আপনার কম্পিউটার থেকে কম রেটে কথা বলতে পারেন ... বিশ্বের যেকোন দেশে । এটা অনেক সাশ্রয়ী ... আমি নিজে একজন সাধারন ব্যবহারকারী। আমি নেট থেকেই দেশে কল করি। অনেকই হয়তো এ সম্পকে ধারনা আছে ... তবে যাদের ধারনা নেই তাদের জন্য আমার এই ছোট পোস্ট ।
আমি যে বিষয়টি আপনাদের মাঝে তুলে ধরবো তাহলো কিভাবে সাশ্রয়ী রেটে কথা বলতে পারবেন । আমি Rynga কথা বলছি । বিশ্বের অনেক দেশ ফ্রি কল এর সুবিধা তো আছেই । একবার ভিজিট করে দেখুন এর কল রেট ... অবাক হতে পারেন । আকষনীয় কলরেট এর জন্য সাইটি আমার কাছে ভালো লেগেছে । https://www.rynga.com/en/calling-rates.html
আশা করি উপকৃত হবেন অনেকই। Rynga যদি আপনি ব্যবহার করতে চান তবে আপনাকে একটি একাউন্ট খুলতে হবে। যা একদম ফ্রি এবং একটি সফটত্তয়ার ডাউনলোড করতে হবে। এটা অনেক সহজ। এখান থেকে ডাউনলোড করে নিন ।
প্রথমে আপনি কিছু ফ্রি মিনিট পাবেন এর কোয়ালিটি যাচাই করারা জন্য। তবে এটা সব দেশের জন্য প্রযোজ্য নয় ।এতে টাকা রিচাজ করা সহজ । আমার এখানে [মালএশিয়ায়] লোকাল এজেন্ট আছে। বিশ্বের অনেক দেশেই এর এজেন্ট আছে। এছাড়া আপনি আরো নানা উপায়ে টাকা রিচাজ করতে পারবেন।
একবার http://www.rynga.com ভিজিট করে আসুন সব বুঝতে পারবেন। যারা ক্রেডিট ত্রুয় করতে আগ্রহী তারা প্রথমে RYNGA তে একাউন্ট খুলে Sing in করুন। হোম পেইজের উপরের দিকের ডান পার্শ্বে সাইন ইন করার অপশন আছে।
তারপর আপনার একাউন্ট পেইজ খুলবে। পেইজের বাম পার্শ্বে দেখবেন buy credit একটি অপশন আছে। সেখান থেকে বিভিন্ন পদ্ধতিতে আপনি ক্রডিট ক্রয় করতে পারবেন । Western Union, Visa, MasterCard/Eurocard ইত্যাদির মাধম্যে ।
এছাড়া আপনি লোকাল এজেন্ট এর মাধ্যমে ক্রেডিট ক্রয় করতে পারেন । সেজন্য আপনাকে আপনার একা্উন্ট পেইজের বাম দিক থেকে LOCAL AGENTS এ ক্লিক করতে হবে। যদি আপনার দেশে লোকাল এজেন্ট থাকে তবে সেখানে তার লিষ্ট দেখাবে, ফোন নাম্বার, ই-মেইল ইত্যাদি তথ্য দেখাবে যেন আপনি তার সাথে যোগাযোগ করে সহজে ক্রেডিট ক্রয় করতে পারেন । আপনার যত খুশি আপনি টাকা রিচার্জ করতে পারবেন ৫ ইউরো ১০ ইউরো এতে কোন বাধ্যবাধকতা নেই।
এছাড়া প্রতি রিচার্জ এ আপনি 120 FREEDAYS পাবেন আর এ ফ্রি ডেইস্ এর মাঝে আপনি বিশ্বের অনেক দেশে একদম ফ্রি কথা বলতে পারবেন। আর মনে রাখবেন এতে ভ্যাট দেখালেও কোন প্রকার ভ্যাট যোগ হয় না ।
আর প্লিজ কেউ বাজে কমেন্ট করবেন না । ধন্যবাদ সবাইকে.... ভালো থাকবেন.
সেই শুভ কামনায় - নাবিল
আমি নাবিল আমিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 119 টি টিউন ও 738 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
নাবিল.আমিন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই রকম একটা সাহায্যকারী পোষ্ট আমার দরকার ছিলো যা আপনার মাধ্যমে অবগত হলাম। পুরোপুরি আস্থা পেলে ধন্যবাদের মাত্রা আরও বাড়িয়ে দেব 🙂
([email protected])