ক্রীসমাস ট্রীর জন্য Santas Slide Show Ornament

সবাইকে বড়দিনের শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের টিউনটি শুরু করছি। আজ আমি বড়দিন উপলক্ষে একটি ডিজিটাল ফটো ফ্রেম নিয়ে টিউন করেছি। এটি একধরণের ছোট ডিজিটাল ফটো ফ্রেম যা আপনি ক্রীসমাস ট্রীর সাথে অলংকারের মত ঝুলিয়ে রাখতে পারবেন। আর এটি আপনাকে ক্রীসমাসের বিভিন্ন ছবি স্লাইড শো আকারে দেখাবে।

এবার আসুন বলি এটি কাজ করে কিভাবে। এই ফটো ফ্রেমটি ফটো আ্পনার পিসির সাথে যুক্ত করতে হবে এবং এটিতে 50টি ছবি আপলোড করতে হবে। তারপর ক্রীসমাস ট্রীর সাথে ঝুলিয়ে দিলেই এটাতে স্লাইড শো শুরু হয়ে যাবে। আরেকটা কথা বলে নেই এটার এলসিডি হচ্ছে 1.5″ । এটা চলে দুইটা AAA সাইজের ব্যাটারীর সাহায্যে। আর এটার দাম মাত্র 34.95 ডলার।

Level New

আমি মোহাম্মদ রকিবুল হায়দার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 77 টি টিউন ও 206 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

www.downloadzone3.tk


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস