জেনে নিন জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনলাইনে আবেদন কিভাবে করতে হয়। যারা জানেন না তাদের জন্য।

বন্ধুগণ কেমন আছেন ? আশা করি খুবই ভাল আছেন। ইতমধ্যে শুরু হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইনে আবেদন । অনেক বন্ধুই জানেন কিভাবে আবেদন করতে হয়। আবার অনেকেই আমার মত কম জানা পাবলিক। যারা আমার মত কম কম জানেন তাদের জন্য আজকের এই ব্লগটি। কথা না বাড়িয়ে চলুন কি ভাবে আবেদন করতে হয় জেনে নেই।

প্রথমেই আপনাকে নিচের লিংক এ ক্লিক করতে হবে।

এখানে ক্লিক করুন।

নিচের মত পেইজ আসবে। তীর দিয়ে দেখানো আবেদন এ ক্লক করুন।

তার পর নিচের মত পেইজ আসবে। তথ্য গুলো সঠিক ভাবে দিয়ে ---Login এ ক্লিক করুন।

তার পর নিচের মত আরেকটি পেইজ আসবে। ভাল ভাবে নিয়ম গুলো পড়ুন এবং Proceed এ ক্লিক করুন।

তার পর নিচের মত পেইজ আসবে। নিম্নের কিছু বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে।

১। ধর্ম সিলেক্ট করতে হবে।

২। যদি কোন কোটা থাকে তাহলে কোটা সিলেক্ট করতে হবে না থাকলে বিশেষ কোটা নাই সিলেক্ট করতে হবে।

৩। বিভাগ সিলেক্ট করতে হবে। খেয়াল রাখবেন বিভাগ সিলেক্ট করে কিছু সময় অপেক্ষা করুন।

৪। কিছু সময় অপেক্ষা করার পর কলেজ অপশন টি আসবে। তখন ঐ বিভাগের কলেজ লিষ্ট আসবে সেখানে আবেদন কারী কোন কলেজে ভর্তি হতে চায় তা সিলেক্ট করুন।

তার পর নিনের মত আরেকটি পেইজ আসবে। এখানে খুবই সতর্কতার সাথে কাজ করতে হবে। আবেদন কারী পছন্দনীয় সাবজেক্ট গুলো বাম পাশের লিষ্ট থেকে ডান পাশে নিতে হবে। যদি তার প্রথম পছন্দ হয় রাষ্ট্রবিজ্ঞান তাহলে বাম পাশের টেবিলে থাকা রাষ্ট্রবিজ্ঞান সিলেক্ট করে মধ্যে থাকা এরোতে ক্লিক করলেই ডান পাশে চলে যাবে। এভাবে বাম পাশের সবগুলো সাবজেক্ট পছন্দ অনুযায়ী ডান পাশে নিতে হবে।

তার পর আবেদন কারী পছন্দনীয় বিষয়গুলো সঠিক ভাবে আসছে কি না তা দেখাবে। যদি সঠিক হয় তাহলে কনফার্ম এন্ড গ তে ক্লিক করুন।

তার পর নিচের মত একটি কনফার্মেশন ম্যাসেজ পাবেন। নিচে তীর দিয়ে দেখানো ডাউনলোড এডমিট কার্ড অপশনটিতে ক্লিক করুন। এডমিট কার্ড ডাউনলোড করুন।

আপনার কাজ শেষ। ডাউনলোড কৃত এডমিট কার্ডটি প্রিন্ট করে দিন। আবেদন কারী ফটো ও তুলতে ভূলবেন না। অবশেষে আপনার হাদিয়া নিয়ে নিন। আমাকে দেওয়া লাগবে না।

পোস্টটি ভাল লাগলে Say T--------------------------s

কোন সমস্যা হলে কমেন্টস অথবা মেইল করে জানাতে পারেন।

Level 0

আমি বিডিফয়ছল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 182 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Foysol Ahmed Dowara Bazar, Sunamgonj.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ ফয়সাল ভাই স্ক্রীন শর্ট সহ বিস্তারিত শেয়ার করার জন্য।

Level 0

Help plz…………………

subjet selecet করার পর সাবমিট বাটন আসে না আমি Opera used করি

    @Asad: মজিলা দিয়ে করেছি। মজিলা দিয়ে দ্রাই করে দেখেন আসে কি না। ধন্যবাদ

      Level 2

      @বিডিফয়ছল: ভাই আপনাকে অনেক ধন্যবাদ। নতুন কিছু শিক্ষলাম।ভিসার জন্য আবেদন করার নিয়মটি জানা থাকলে বলবেন,এবং জন্ম নিবন্ধন করার নিয়মটি। আশা করি আগামিতে এরকম আরো সুন্দর সুন্দর টিউন পাব আপনার কাছ থেকে।

Level 0

apnake dhonnobad vai… ami ekjon nu applicants

Level 0

apner tuner dakar age ami from fil up kore false but apner ei tune onek helpful.
Thanks you very much.

Level 0

আসতেছে নাতো

Level 0

Server not found

Firefox can’t find the server at admission.nu-bd.net.

Check the address for typing errors such as
ww.example.com instead of
http://www.example.com
If you are unable to load any pages, check your computer’s network
connection.
If your computer or network is protected by a firewall or proxy, make sure
that Firefox is permitted to access the Web.

@kamal511: সার্ভারে প্রায়ই সমস্যা থাকে। কষ্ট করে কিছুক্ষন পর পর ট্রাই করেন।

ভাই এই ম্যাসেজ দিচ্ছে : দুঃখিত লগইন করা সম্ভব হয়নি! সম্ভাব্য কারণ সমূহ দেখুন এবং দয়া করে আবার চেষ্টা করুন..
কি কারণ হতে পারে একটু জানাবেন। সব তথ্য সঠিক দেওয়ার পরও।

    @faisalsarkar: @আল আমিন: একটি মাত্র ওয়েব সাইট ভিজিট করছে হাজার হাজার ভিজিটর, তাই সার্ভার একটু busy. সকালে ট্রাই করেন। ইনশাআল্লাহ সফল হবেন। ধন্যবাদ

form joma deyar somoy ki character certificate Lage? R ssc and hsc er mark shit ki babe sottayito kore? Post er jonno tx

Level 0

ভাই কিভাভে টাকা জমা দিব, আইরকম কিছু ত বললেন না। আমাকে টাকা জমার পদ্দতি সম্পর্কে বলেন;

    @Imran khan: ছ) ওয়েব সাইট থেকে প্রিন্ট করা আবেদন ফরমটির সংগে প্রার্থীর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষার নম্বরপত্র ও রেজিস্ট্রেশন কার্ডের
    সত্যায়িত কপিসহ ভর্তি পরীক্ষার আবেদন ফি বাবদ ২৭০/- (দুইশত সত্তর) টাকা সংশিষ্ট কলেজে জমা দিতে হবে।

ভাই আমি আজ সকালেও চেষ্টা করেছিলাম কিন্তু এই একই অবস্থা।

    @আল আমিন: ছ) ওয়েব সাইট থেকে প্রিন্ট করা আবেদন ফরমটির সংগে প্রার্থীর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষার নম্বরপত্র ও রেজিস্ট্রেশন কার্ডের
    সত্যায়িত কপিসহ ভর্তি পরীক্ষার আবেদন ফি বাবদ ২৭০/- (দুইশত সত্তর) টাকা সংশিষ্ট কলেজে জমা দিতে হবে।

    @আল আমিন: আমি এই মাত্র প্রবেশ করলাম কোন সমস্যা তো দেখলাম না।

    http://admission.nu-bd.net/

Level 0

Collage Bank e???@বিডিফয়ছল

Level 0

ভাই অসাধারন হইছে, কাজে লাগবে আমার। ধন্যবাদ।

somossa hoi Yaa gece; ami ssc pass kori vocational theke 2010 a; akhon hsc pass kor c comilla board er odhin arts group theke; Apnar 2no. Picture tay 4number options a ssc er roll chai tee ce; ssc vocational too dhaka board er vitor akhon ki kor boo? Please please help

    @faisalsarkar: আবেদন সংক্রান্ত সমস্যা হলে বোর্ডের নাম্বারের যোগাযোগ করেন।

Tnx a lot for ur kind information….অনেক সময় save করছেন আমার।আমি নিজেই কাজটি শেষ করেছি।আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ।
Best of luck for You…..

admission.nu-bd.net
link এ আসে না bt
http://www.admission.nu-bd.net
link এ আসে।কিন্তু সমস্যা হসছে log in দেওয়ার পর আর আসে না। Error dekhay

কাজে লাগবে ,ধন্যবাদ ভাইয়া…।

Level 0

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনলাইনে আবেদন, নিবন্ধন (Registration) সমন্ধ বিস্তারিত জানাবেন গ

Level 0

আজ আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের পেজ ওপেন হচ্ছেনা। কারো কাছে কি কোন নতুন লিংক আছে থাকলে একটু দিবেন। তানভীর কম্পিউটার, চট্টগ্রাম হতে।

Level 0

জাতীয় বিশ্ববিদ্যালয়ে vorti hoa thik na.bcoz–honers(1st) 2011

ভাই রাত ১২টার পর জাতিয় বিশ্ববিদ্যালয়ে আবেদন এর কাজ বন্ধ থাকেনা কি? যদি বন্ধ থাকে থলে দয়া করে জানাবেন সকালে কখন শুরু করব? কুরিগ্রাম থেকে খরশেদ আলম

ভাই কন অবস্থাতেই জাতিয় বিশ্ববিদ্যালয়ের সাইটে ঢুকতে পারছিনা দয়া করে একটু হেল্প করুন

Level 0

after subject choice , i can’t see proceed icon. Only ” Cancel ” button open. What can i do now???????????

net problem…..

দুবাই টিকিট চেক করার কোন সিস্টেম আছে কি না ফয়সাল ভাই?

@হোছাইন আহম্মদ

আপনি এখানে দেখুন

https://www.techtunes.io/news/tune-id/70608

foisol vy bachao r jode paro help koro plz . amer vy ar for vul kora onno group a uthay falicha akhon new form uthata gala bolca alrady apply ke korbo vy khub chintay akto help koro na onk upokar hoba amer skype baidya33