বন্ধুগণ কেমন আছেন ? আশা করি খুবই ভাল আছেন। ইতমধ্যে শুরু হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইনে আবেদন । অনেক বন্ধুই জানেন কিভাবে আবেদন করতে হয়। আবার অনেকেই আমার মত কম জানা পাবলিক। যারা আমার মত কম কম জানেন তাদের জন্য আজকের এই ব্লগটি। কথা না বাড়িয়ে চলুন কি ভাবে আবেদন করতে হয় জেনে নেই।
প্রথমেই আপনাকে নিচের লিংক এ ক্লিক করতে হবে।
নিচের মত পেইজ আসবে। তীর দিয়ে দেখানো আবেদন এ ক্লক করুন।
তার পর নিচের মত পেইজ আসবে। তথ্য গুলো সঠিক ভাবে দিয়ে ---Login এ ক্লিক করুন।
তার পর নিচের মত আরেকটি পেইজ আসবে। ভাল ভাবে নিয়ম গুলো পড়ুন এবং Proceed এ ক্লিক করুন।
তার পর নিচের মত পেইজ আসবে। নিম্নের কিছু বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে।
১। ধর্ম সিলেক্ট করতে হবে।
২। যদি কোন কোটা থাকে তাহলে কোটা সিলেক্ট করতে হবে না থাকলে বিশেষ কোটা নাই সিলেক্ট করতে হবে।
৩। বিভাগ সিলেক্ট করতে হবে। খেয়াল রাখবেন বিভাগ সিলেক্ট করে কিছু সময় অপেক্ষা করুন।
৪। কিছু সময় অপেক্ষা করার পর কলেজ অপশন টি আসবে। তখন ঐ বিভাগের কলেজ লিষ্ট আসবে সেখানে আবেদন কারী কোন কলেজে ভর্তি হতে চায় তা সিলেক্ট করুন।
তার পর নিনের মত আরেকটি পেইজ আসবে। এখানে খুবই সতর্কতার সাথে কাজ করতে হবে। আবেদন কারী পছন্দনীয় সাবজেক্ট গুলো বাম পাশের লিষ্ট থেকে ডান পাশে নিতে হবে। যদি তার প্রথম পছন্দ হয় রাষ্ট্রবিজ্ঞান তাহলে বাম পাশের টেবিলে থাকা রাষ্ট্রবিজ্ঞান সিলেক্ট করে মধ্যে থাকা এরোতে ক্লিক করলেই ডান পাশে চলে যাবে। এভাবে বাম পাশের সবগুলো সাবজেক্ট পছন্দ অনুযায়ী ডান পাশে নিতে হবে।
তার পর আবেদন কারী পছন্দনীয় বিষয়গুলো সঠিক ভাবে আসছে কি না তা দেখাবে। যদি সঠিক হয় তাহলে কনফার্ম এন্ড গ তে ক্লিক করুন।
তার পর নিচের মত একটি কনফার্মেশন ম্যাসেজ পাবেন। নিচে তীর দিয়ে দেখানো ডাউনলোড এডমিট কার্ড অপশনটিতে ক্লিক করুন। এডমিট কার্ড ডাউনলোড করুন।
আপনার কাজ শেষ। ডাউনলোড কৃত এডমিট কার্ডটি প্রিন্ট করে দিন। আবেদন কারী ফটো ও তুলতে ভূলবেন না। অবশেষে আপনার হাদিয়া নিয়ে নিন। আমাকে দেওয়া লাগবে না।
পোস্টটি ভাল লাগলে Say T--------------------------s
কোন সমস্যা হলে কমেন্টস অথবা মেইল করে জানাতে পারেন।
আমি বিডিফয়ছল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 182 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Foysol Ahmed Dowara Bazar, Sunamgonj.
ধন্যবাদ ফয়সাল ভাই স্ক্রীন শর্ট সহ বিস্তারিত শেয়ার করার জন্য।