কম্পিউটারের জন্য সবচেয়ে প্রয়োজনীয় হল সফটওয়ার আর ইন্টারনেটের জন্য হল ওয়েবসাইট। আমরা অনেকেই বিভিন্ন রকমের ওয়েবসাইট ভিজিট করে থাকি তবে অনেক ওয়েবসাইট আছে যেগুলো আমরা একইরকমের ওয়েব সাইট খুজতে চেষ্টা করি। হয়তবা অনেক সময় আমরা পেয়ে যায় অনেক সময় আমাদের খোজাটাই ব্যার্থ হয়। তাই মামুন ভাইয়ের দেখা দেখী এই টিউনটি করা। তিনি গুগল ক্রোমের প্লাগইন নিয়ে টিউনটি করেছিলেন।
[thumb]http://www.similarsites.com[/thumb]
http://www.similarsites.com/
এই সাইটে যান এবং যে কোন ওয়েব সাইটের নাম দিয়ে সার্চ দিন যেমনঃ Techtunes.com.bd অথবা Facebook দেখবেন আপনার সামনে ওইরকম অনেকগুলো সাইট আপনার সামনে প্রদর্শিত হবে। হয়ত আমার মত অনেকেরই কাজে আসবে।
আমরা অনেকেই পাইরেটস সফটওয়ার ব্যবহার নিয়ে খামখা তর্ক বিতর্ক করে থাকি। যাই হোক আজকে বৈধ পদ্ধতিতে একটি সফটওয়ারের জেনুইন সিরিয়াল দিয়ে আপনার পিসিকে অপটিমাইজ সফটওয়ার নিয়ে বাকি অংশটুকু শুরু করলাম।
প্রথমেই আপনাকে এই সাইটে যেতে হবে। এখানে গিয়ে নাম এবং মেইল এড্রেস দিয়ে সাবমিট করুন। কিছুক্ষনের মধ্যেই আপনাকে ওরা মেইলের মাধ্যমে আপনার সিরিয়ালটি পাঠিয়ে দিবে। যার মেয়াদ হবে এক বছর।
হয়ত কারও কাজে লাগবে। তবে বোনাস লেখাতো তাই বেশি বিস্তারিত লিখলাম না। সকলকে ধন্যবাদ.......
আমি রাখাল বালক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 202 টি টিউন ও 1117 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এদেশের ৯৯% মানুষই কোন না কোন ভাবে দূর্নীতির সাথে জড়িত। হয়ত কেউ ঘুষ দেয় অথবা কেউ নেয় দুটোই তো সমান অপরাধ। আর মায়ের পেটে থাকা শিশুটিও দূর্নীতির অর্থে কেনা খাবার খেয়ে বড় হয়ে উঠে। আর আমরা আশা করছি দেশপ্রেমিক এক নেতা। এটা নিম গাছ লাগিয়ে আম আশা করার মত হয়ে...
ধন্যবাদ।