একই রকমের সাইটগুলো বের করার সবচেয়ে সহজ উপায়

কম্পিউটারের জন্য সবচেয়ে প্রয়োজনীয় হল সফটওয়ার আর ইন্টারনেটের জন্য হল ওয়েবসাইট। আমরা অনেকেই বিভিন্ন রকমের ওয়েবসাইট ভিজিট করে থাকি তবে অনেক ওয়েবসাইট আছে যেগুলো আমরা একইরকমের ওয়েব সাইট খুজতে চেষ্টা করি। হয়তবা অনেক সময় আমরা পেয়ে যায় অনেক সময় আমাদের খোজাটাই ব্যার্থ হয়। তাই মামুন ভাইয়ের দেখা দেখী এই টিউনটি করা। তিনি গুগল ক্রোমের প্লাগইন নিয়ে টিউনটি করেছিলেন।

[thumb]http://www.similarsites.com[/thumb]
http://www.similarsites.com/

এই সাইটে যান এবং যে কোন ওয়েব সাইটের নাম দিয়ে সার্চ দিন যেমনঃ Techtunes.com.bd অথবা Facebook দেখবেন আপনার সামনে ওইরকম অনেকগুলো সাইট আপনার সামনে প্রদর্শিত হবে। হয়ত আমার মত অনেকেরই কাজে আসবে।

বোনাসঃ

আমরা অনেকেই পাইরেটস সফটওয়ার ব্যবহার নিয়ে খামখা তর্ক বিতর্ক করে থাকি। যাই হোক আজকে বৈধ পদ্ধতিতে একটি সফটওয়ারের জেনুইন সিরিয়াল দিয়ে আপনার পিসিকে অপটিমাইজ সফটওয়ার নিয়ে বাকি অংশটুকু শুরু করলাম।

Speed Up My PC


প্রথমেই আপনাকে এই সাইটে যেতে হবে। এখানে গিয়ে নাম এবং মেইল এড্রেস দিয়ে সাবমিট করুন। কিছুক্ষনের মধ্যেই আপনাকে ওরা মেইলের মাধ্যমে আপনার সিরিয়ালটি পাঠিয়ে দিবে। যার মেয়াদ হবে এক বছর।

হয়ত কারও কাজে লাগবে। তবে বোনাস লেখাতো তাই বেশি বিস্তারিত লিখলাম না। সকলকে ধন্যবাদ.......

Level 0

আমি রাখাল বালক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 202 টি টিউন ও 1117 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

এদেশের ৯৯% মানুষই কোন না কোন ভাবে দূর্নীতির সাথে জড়িত। হয়ত কেউ ঘুষ দেয় অথবা কেউ নেয় দুটোই তো সমান অপরাধ। আর মায়ের পেটে থাকা শিশুটিও দূর্নীতির অর্থে কেনা খাবার খেয়ে বড় হয়ে উঠে। আর আমরা আশা করছি দেশপ্রেমিক এক নেতা। এটা নিম গাছ লাগিয়ে আম আশা করার মত হয়ে...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ।

হাসিব মিয়া জটিল সলিউশন চালায় যাও

Level 0

ধন্যবাদ।

hasib v aia thanks for your tune.vaia tumi ki vodafoner male abong femaler piture gulo dite parbe?

বস জটিল একটা টিউন । অনেক কাজে লাগবে ।
ধন্যবাদস বস !!

এখানে কোন সিন্ডিকেট নেই পুরো টেকটিউনস একটি পরিবার কেউ কেউ হয়তো নিজ গুনে এই পরিবারে গুরুত্বপূর্ণ।

Level 0

ভাইজান আপনি কি https://www.techtunes.io/download/tune-id/15480/ এটা একটু দেখবেন?

    হ্যা আপনার টিউনটি দেখলাম তবে এই সফটওয়ারটি নিয়ে কিন্তু আমি টিউন করি নাই। ওটা তো বোনাস হিসেবে দিয়েছি । আর আমি যেখানের এড্রেস দিয়েছি ওখানে কোম্পানীর দেয়া জেনুইন সিরিয়াল দেয়া হবে, অন্য কোন সার্ভারে আপলোড করে দেয়া হয় নি। এটা দেখুন শুখুমাত্র সিরিয়ালটি দিয়েছি আমি সফটওয়ারটি কিন্তু দেইনি। আশা করি বুঝতে পেরেছেন।

    Level 0

    ঐখানে কিন্তু জেনুইন সিরিয়াল সহ দেয়া আছে।

    হ্যা হয়ত দেয়া আছে তবে অন্য সার্ভারে আপলোড করে। আর আমি যে টা দিয়েছি ওটা শুধুমাত্র একজনেই ব্যবহার করতে পারবে।

    আচ্ছা EKH ভাই আপনি আমার সাথে একটু চ্যাটে আসেন। [email protected]

    Level 0

    কিন্তু আমার দেয়া সিরিয়াল তো আনলিমিটেড ইউজার-এর জন্য।
    মানে ধরা বাধা কোন নিয়ম নেই।

Level 0

হাসিব ভাইজান আমি [email protected] log-in আছি

হাসিব, http://www.similarsites.com/ সাইটটির খোঁজ দেওয়ার জন্য সহস্র ধন্যবাদ।