এক একাউন্টে আসা মেইল অন্য একাউন্টে ট্রান্সফার করুন

আমরা অনেকেই অনেকগুলো মেইল আইডি ব্যবহার করে থাকি যা অনেক সময় আমাদের বিরক্তির কারন হয়ে থাকে। তবে এই মেইলগুলোকে আপনি আপনার সবচেয়ে ব্যবহৃত মেইল এড্রেসে ট্রান্সফার করতে পারেন। এমনকি নতুন যেকোন মেইল ই আসুক না কেন সেটা আপনার ওই মেইল এড্রেস থেকে কপি হয়ে আপনার দেয়া মেইল এড্রেসে চলে আসবে। আসলে কথাগুলো শুনতে কঠিন হলেও কাজটি করা কিন্তু অত্যন্ত সহজ। হয়ত এই টিপসটি অনেকেই জানেন তারপরেও এটা নিয়ে টিউন করছি কেননা এর আগে মনে হয় না এটা নিয়ে টিউন হয়েছে। হয়ত অনেকেরই কাজে লাগবে।

এর জন্য প্রথমেই আপনাকে প্রয়োজন হবে একটি জিমেইল এড্রেস। যার রেফারে আপনার সকল মেইল একটি জিমেইল একাউন্টে জমা হবে। প্রথমেই Gmail একাউন্টে লগ ইন করুন। তারপর Setting- এ যান। ওখানে দেখতে পাবেন Account And Import এখানে ক্লিক করুন।


ওখানে দেখতে পাবেন Check mail using POP3 এবং নিচেই দেখতে পাবেন Add pop3 email account ব্যাস ওখানে মেইল এড্রেসটি দিয়ে যা যা করতে বলে সেগুলো ঠিক মত করুন।

এই পদ্ধতির ফলে আপনাকে বার বার অন্য একাউন্টে লগইন করতে হবে না।

করা শেষ হলে আপনি এই রকম দেখতে পাবেন। তবে অবশ্যই এর জন্য আপনাকে Varify কোডটি দিতে হবে।

বিদ্রঃ এই সার্ভিসটি শুধুমাত্র POP এনাবল করা একাউন্টের জন্যই প্রযোজ্য।
বোনাসঃ
এখানের প্রায় প্রত্যেকেরই কম বেশি ব্লগস্পটে ব্লগ আছে। অনেক সময় আমরা অন্যের ডোমেইন দেখে পরিবর্তন করতে চাই। এটা করাটা খুবই সোজা। এর জন্য আপনাকে কয়েকটি পদক্ষেপ অনুসরন করতে হবে।

প্রথমে আপনি Blogspot-এ লগইন করুন। তারপরে সেটিংসে যান। ওখানে দেখতে পাবেন Publishing ওখানে আপনার পছন্দের ডোমেইন নেমটি দিন এবং ক্যাপচা চেপে দেখুন ডমেইনটি খালি আছে কি না। খালি থাকলে ওখানে Save শব্দটি প্রদর্শিত হবে। ঠিক নিচের ছবিটির মত।

সকলকে ধন্যবাদ......

Level 0

আমি রাখাল বালক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 202 টি টিউন ও 1117 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

এদেশের ৯৯% মানুষই কোন না কোন ভাবে দূর্নীতির সাথে জড়িত। হয়ত কেউ ঘুষ দেয় অথবা কেউ নেয় দুটোই তো সমান অপরাধ। আর মায়ের পেটে থাকা শিশুটিও দূর্নীতির অর্থে কেনা খাবার খেয়ে বড় হয়ে উঠে। আর আমরা আশা করছি দেশপ্রেমিক এক নেতা। এটা নিম গাছ লাগিয়ে আম আশা করার মত হয়ে...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

@হাসিব,ফাটাফাটি টিউন করলা 🙂
এই ব্যাপারে আরও বিস্তারিত জানতে হলে মেহেদী আকরাম ভাইয়ের টিউনটি অবশ্যই ভিজিট করা দরকার।
https://www.techtunes.io/internet/tune-id/5587/
(ধন্যবাদ)

    হাসিব ভাই ধন্যবাদ।কাজের একটি টিউন।তবে অনেক চেষ্টা করে আমি আমার মেইলগুলি যোগ করতে পারলামনা।বার বার মেইল সার্ভার ও পোর্ট নাম্বার চেক করতে বলে।মেইল সার্ভার pop.mail.yahoo.com ও পোর্ট নাম্বার ৯৯৫ ইত্যাদি অনেক গুলি দিয়েও হলনা।সমস্যাটি আলোচনা করবেন প্লিজ?

    হ্যা রেজওয়ান ভাই আসলে আমি আগেই বলে দিয়েছি যে Pop ইনাবল করা সার্ভারে এই সার্ভিস চালু করা যাবে। তবে সাধারন Yahoo! মেইল গুলোতে Pop এনাবল করার সিস্টেম নেই। যদি টাকা দিয়ে আপনি আপডেট করেন Mail Plus তাহলেই এই সুবিধাটি পাবেন।

hasib vaia tune ta darun hoilo.tobe amar abdarta to sunlena

Level 0

দারুন লিখেছো হাসিব! আমার কাজে লাগবে।

দরকারি কাজ এরকম একটা টিউন খুজছিলাম।