প্রথমেই বলে নেই DNS রিসলভিং কি । আমরা কোন ওয়েবসাইট দেখতে যখন কোন Address লিখি, তখনতা লিখি সাইটির ডোমেন নেম আকারে (যেমন: http://www.google.com) । DNS server এই নামকে আইপি Address-এ রুপান্তর করে (যেমন: 74.125.45.100) । প্রত্যেকবারই এটা করতে হয় এবং বেশীরভাগ ওয়েবসাইটের সঠিক আইপি পেতে কয়েকবার রিসলভিং করতে হয় । তাছাড়া যখন অনেকজন একই সাথে অনেকগুলো পেজ ভিজিট করে তখন স্বাভাবিকভাবেই server এ চাপ পরেও রিসলভিং এ কিছুটা সময়বেশী লাগে তাই পেজ লোড হতেও বেশী সময় লাগে । এই সমস্যা থেকে কিছুটা স্বস্তি দিতে আইএসপি ছাড়াও DNS resolver server ব্যবহার করা হয় (যেমন: Open DNS) । বেশ কয়েকদিন হল গুগল নিজস্ব DNS সার্ভিস চালু করেছে । গুগল সার্ভিসটি চালু করেছে যাতে আরো দ্রুত ওয়েবসাইট ভিজিট করা যায় ।অনেকেই হয়ত এর দ্বারা লাভও হচ্ছেন । আমার নিজেরটা অব্যশ বুঝে উঠতে পারছি না !
আপনি নিজে এই সার্ভিসটি উপভোগ করতে পারবেন । গুগল নিজস্ব DNS Server Address হচ্ছে 8.8.8.8 ( এটা বাংলা চার নয় ,ইংরেজী আট)
এবং 8.8.4.4 । আপনার আইএসপি এর দেয়া DNS Server Address কে এগুলো দ্বারা রিপ্লেস করে নিন । DNS Server Address সেটিংস XP, Vista , 7 , Ubuntu এ ভিন্ন ভিন্ন জায়গায় অবস্থিত, তাই দেখালাম না । তাছাড়া অনেক ছোট ছোট টুল পাওয়া যায় যার দ্বারা এক ক্লিকেই এটি আইএসপি এর এবং গুগলের DNS Server Address এ সুইচ করতে পারবেন । নিচে একটি এমন একটি টুল দিলাম ।
Google DNS Helper: এটি একটি পোর্টেবল টুল । এটি চালু করে Switch to Google DNS এ ক্লিক করলেই আপনার সেটিংস পরিবর্তন হয়ে যাবে । তারপর Restore DNS এ ক্লিক করলে আগের সেটিংসে ফিরত যাবে । ডাউনলোড ।
সতর্কতা : DNS Server Address পাল্টানোর পূর্বে আগের Addressটি কোন স্থানে সংরক্ষন করুন । এতে আর চিন্তার কোন কারন থাকবেনা ।
আমি আরিফ নিজামী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 148 টি টিউন ও 307 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Nothing to say....
ভালই তো, ধন্যবাদ।