নতুন আরটিকোল রাইটারদের জন্য ২২ টি অনুশীলন

আসলে একজন রাইটারের অকুতিই হল, তার লেখা যেন কেউ বিকৃত না করে। কপি পেষ্ট লেখাকে বিকৃত করে। রাইটারের সত্ত্বা বন্ধি হয়। এতে উভয়পক্ষই ক্ষতিগ্রস্থ হয়।আপনি কি সত্যিই আরটিকোল রাইটার হতে চান? তার আগে শুনন কেন আমি আরটিকোল রাইটার হলাম এবং রাইটার হয়ে আমি কতটা অপূর্ণ্য। কাজটি দুটি শব্দ দ্বারা শুনা যতটা সহজ কাজটা কিন্তু ততটা সহজ নয়। ইতিমধ্যে হয়ত আপনি চেষ্টা করে ব্যার্থও হয়েছেন। আপনি কেন আরটিকোল রাইটার হতে চান তা খুজে বের করুন। আমি আরটিকোল রাইটার হয়েছি কারণ আমি লিখতে প্রছন্দ করি। আমি লিখব, আর আমি লিখেই চলেছি কারণ আমি লিখতে চাই। আমি লিখে আনন্দ পাই। আমি লিখতে জানি। আর আমি জানি কিভাবে কয়েকটি শব্দকে একত্র করে ভিজিটরদের জন্য উপভোগ্য করে তুলতে হয়। আমি শুধু আনন্দ দেওয়ার জন্য লিখি না। আমি লিখি আমার শিক্ষাকে পূণ্যতা দেয়ার জন্য আর আমি লিখাকে প্রকাশ করি শুধু অন্যকে শিখানোর জন্য নয় বরং আমার ভুলগুলো আরো একজনের কাছ থেকে শেখার জন্য। আর রাইটিংকে আমি পেশা হিসেবে নিয়েছি কারণ আমি চাই আমি যাকে ভালবাসি সে যেন আমার মাঝে বেঁচে থাকে। প্রতিদিন যেন আমি সেই সুখ ভোগ করতে পারি। আমার লেখাকে ধর্ষন করে যে বা যারা কপি পেষ্ট করে তাদের জন্য আমি চিরকাল লিখে যাব যেন তারা ধর্ষনে তৃপ্ত না হয়।

ভাল রাইটার হওয়ার ২২ টি অনুশীলন

১। ব্লগিং শুরু করুন।
২। একটি বিষয় ঠিক করুন লিখুন।
৩। ভুল ঠিক হওয়ার আগ পযর্ন্ত বার বার পড়ুন।
৪। লেখা শেষ করে তার পর এডিট করুন।
৫। এডিট শুরু করার আগে এক মিনিট ভাবুন।
৬। ইংরেজী মুভি দেখুন।
৭। যে কোন বিষয়ে পড়ুন এবং যা বুঝতে পারলেন তাই লেখার চেষ্টা করুন।
৮। সবাইকে বলুন, আপনি একজন রাইটার।
৯। সব সময় সুন্দর একটি শিরোনাম ঠিক করে নিন।
১০। ব্লগ পড়ুন এবং শেষে কমেন্ট করুন।
১১। প্রতিদিন নতুন একটি শব্দ শিখুন।
১২। লিখতে ভয় পাবেন না। যাই মাথায় আসে তাই লিখুন।
১৩। আরটিকোলে একই শব্দ বার বার ব্যবহার থেকে বিরত থাকুন।
১৪। নিশ্চিত হয়ে নিন, আমি আপনার মনের কথাগুলো লিখতে পেরেছেন।
১৫। সব সময় ভাল একটি গ্রামার বইয়ের সংস্পর্শে থাকুন।
১৬। পেসিব বয়েজ ব্যবহার করা থেকে সচেষ্ট হোন।
১৭। কি লিখবেন না ভেবে একটি নতুন পৃষ্টা খুলুন আর কীবোর্ডে হাত রাখুন।
১৮। সব সময় নিজের জন্য নয় বরং অন্যের জন্যও লিখুন।
১৯। একজন ভাল রাইটার ঠিক করে নিন। তাকে অনুসরণ করুন, অনুকরণ করবেন না।
২০। প্রতিদিন সকালে কিছু লেখার অভ্যাস করুন।
২১। সব সময় ভাবুন, একজন লেখক হিসেবে আপনি খুশি।
২২। যে যাই বলুক, আপনি থামবেন না।
একজন রাইটার হতে আমাকে এই বিষয়গুলো সাহায্য করেছে তাই আমার বিশ্বাস নতুন রাইটাদের জন্য এই তথ্যগুলো হেল্পফুল হবে। ভাল লাগলে কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।

প্রথম প্রকাশিত হয় এই সাইটে

Level 2

আমি ভুলো মন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 50 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

নতুন ফ্রিলেন্স মার্কেট: https://upclerks.com/ আমাকে পাবেন : https://www.kulauranews.com/ মোবাইল: +8801929766847 (whatsapp)


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

valo laglo …..Thanks 🙂

ভালো লিখছেন

    @rasel japan: ধন্যবাদ। আরো ভাল করতে যেন পারি সেই দোয়া করবেন।

Level 0

rasel japan: Thanks Nice Tips

আপনার উপদেশ টা আমার জন্য খুব কাজে দিবে।ভাল টিউন।

@riponzm: এরকম কমেন্টে আমি সাধারণত রিপলাই করি না। লিংক দিবেন ভাল কথা একটু কৌশলে দেন।

আমি আগে ফলো করি নি। এটি এতটাই ইউনিক আরটিকোল যে, টি.টি এরকম আর কোন টিউন খুজে পায় নি। কমেন্টের জন্য সবাইকে ধন্যবাদ।

Level 0

Khub Valo Holo….!

Level 0

nice and helpful post.

Level 0

Nice .. তবে অনুশীলন এর ক্রমটা আরো সুন্দর হলে আরো ভাল লাগতো

প্রতিটি আর্টিকেলে আয়ের পরিমাণ টা কতো হতে পারে?

    @অর্থহীন জীবন: আপনার আরটিকোলের মান এবং আপনার আরটিকোল ব্যবহারের কৌশলের উপর নির্ভর করে। ফ্রিলেন্স মার্কেটপ্লেসগুলো ১-১২ ডলার পর্যন্ত অফার করে। কিন্তু আপনি যদি এরকম আরটিকোল লিখতে পারেন যা আপনার সাইটকে গুগলের প্রথম পাতায় নিয়ে আসে আর এজন্য অবশ্যই কীওয়ার্ড একটি ফ্যাক্টর। একটি আরটিকোল আপনাকে হাজার হাজার ভিজিটর দিতে পারে। ফলে আপনি বহুমুখী আয়ে যুক্ত হতে পারেন।

Level 0

এক কথায় অসাধারন !!!

@ অর্থহীন জীবন : আর্টিকেলের আয়ের পরিমান কত হবে তা আপনার লেখার উপর নির্ভর করবে, ভাল লিখলে কমপক্ষে $১০, নাক গলিয়ে ফেল্লাম ।

ভুলো-মন…আপনার কাছ থেকে আরটিকেল রাইটিং নিয়ে আরো পোষ্ট চাই…শীঘ্রই।

    @মুকি: লেখালেখি নিয়েই আছি। প্রতিদিন কমপক্ষে ৫ টি আরটিকোল লিখতে হয়। সময় সুয়োগ হলে টি.টি তে অবশ্যই লিখব। ধন্যবাদ।