!!নিজস্ব সাইট ছাড়াই Adsense দ্বারা মোটা অঙ্কের টাকা আয় করার Awsome সুযোগ!!

নিশ্চয় এতদিন জানতেন Adsense For Contant কেবল মাত্র আপনার নিজস্ব সাইট ছাড়া ব্যবহার করা সম্ভব নয়, তাই না?? কিন্তু আজ আপনাদের আমি একটি মজার জিনিস দেখাতে যাচ্ছি যা দ্বারা আপনারা আপনাদের নিজস্ব সাইট ছাড়াও একটু বুদ্ধি খাটিয়ে এডসেন্স দিয়ে ভাল লাভ করতে পারবেন। তো আসুন দেখে নেয়া যাক।

-- প্রথমত আপনাদের মূল বিষয়টা খুলে বলি: "আমি এমন একটি সাইটের কথা বলছি যা থেকে অনেকপ্রকারের ফ্রি সফ্টওয়্যার ডাউনলোড করা যায়। আপনি ফ্রিতে রেজিষ্ট্রশান করার সময় তারা আপনার এডসেন্স পাবলিশার আইডি যেমন: pub-9873992212481234 চাবে। রেজিষ্ট্রেশানের পর তারা আপনাকে কিছু রেফার কোড দিবে। এখন আপনার কাজ হচ্ছে কেবল মাত্র এই সকল কোড দ্বারা মানুষকে রেফারিং করা যেমন ধরুন নিচের লিংকটা

Free Download 50000+ Freeware Shareware NOW.

এখন আপনারা যদি উপরের লিংক এ ক্লিক করেন তবে যে সাইটে প্রবেশ করবেন সেখানের ৯০% Ads by google আমার একাউন্ট থেকে দেখতে পাবেন। এই সকল এডের যেকোনোটায় ক্লিক করলেই আমার নিকট টাকা আসবে(Adsense Account এ)।" কি দারুন না?

আরও একটি মজার কথা আছে। যদি আপনার রেফারিং এ কেউ রেজিষ্টার হয় তবে তারা ৯০% এড পাওয়ার পরও আপনি পাবেন বাকি ১০% এড(রেফার না হয়ে Direct হলে বাকি ১০% সাইটের মালিক পায়)। ওয়াও দারুন না? অন্যরা রেফারিং করলেও আপনার লাভ। তো আর দেরী কিসের? এখনই প্রবেশ করুন এবং নিজস্ব সাইট ছাড়াও Adsense দিয়ে টাকা আয় করুন।

একটু সহায়তা: যদি আপনি এডসেন্সে নতুন হন তবে হয়ত পাবলিশার আইডি খুজে বের করতে কষ্ট হবে। তাই বলে দিচ্ছি। প্রথমে adsense.google.com এ প্রবেশ করে আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করুন। এবার ডান পাশের উপরের দিকে লক্ষ করুন। না পেলে নিচের ছবিটির সাহায্য নিন।

রেজিষ্ট্রেশানের পর ভেরিফিকেশান হবে(ইমেইল এড্রেস) তারপর আপনাকে রেফারিং কোড পাওয়ার জন্য লগইন করে Get Links এ ক্লিক করতে হবে।

--আমিও এই সাইটটাতে নতুন তাই কোনো প্রকার সমস্যা হলেও সাহায্য করতে অক্ষম। আপনাদের এই ব্যাপারে(সাইট ছাড়াও এডসেন্স দিয়ে আয় করা) জানানোই ছিল আমার এই লেখার মূল উদ্দেশ্য। কমেন্ট করলে খুশী হব।

Level 0

আমি ফয়সল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 47 টি টিউন ও 149 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

জানতে হলে আরও অনেক ঘাটতে হবে!!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

আমার পাবলিশ আইডি যদি তারা জানে তবেতো সম্যসা হতে পারে। তারা ভাই অনেক অভিজ্ঞ ব্যক্তি। তারা অনেক কিছু করতে পারে। তাই নয় কি?

    তারা কি করবে আপনার পাবলিশার আইডি দিয়া??

    Level New

    সমস্যা হবে নাকি জানতে চায়।

sohomot

আমার ID হ্যাক করে যদি আমার সব টাকা ওরা ওদের একাউন্টে পার করে নেয় তাইলে তো আমি শেষ !!!!!!!

    এটা সম্ভব না আর পাবলিশার আইডি তো এমনিতেই পেতে পারে সবাই

হাহা আপনারা সকলে আমাকে হাসালেনই বটে। আরে পাবলিশার আইডি পাওয়া তো তুলির মতই সোজা ব্যাপার। আপনি আপনার সাইটের এড্রেস কেবল আমাকে দেন যেখানে কিনা Ads By google আছে। আমি সাথে সাথেই আপনাকে পাবলিশার আইডি বলে দিতে পারব(সোর্স কোড দেখে)। দেখুন আমি সাইট তৈরী করাতে একেবারেই নতুন তারপরও আমি যদি পাবলিশার আইডি সহজে বের করতে জানি তবে নিশ্চয় যারা আরও অভিজ্ঞ তারা তো…….

–যা হোক আমি বলছি কোনো সমস্যা নাই। বাকিটা আপনার ইচ্ছা।

Level 0

শাকিল আরেফিন ভাইয়ের মন্তব্য চাই

আমার আইডি টা মাত্র সাবমিট করলাম
দেখি কি হয়

Level 0

we are waiting for shakil arefine vhi. please comments here. thank for the post

Level 0

এটা আমার লিংক
Make Money With Adsense Without Your Website. Apply now!
দেখি কি হয়।

আমারটাও ভাবছি দিব। ধন্যবাদ।

টাকা পাঠাবে কিভাবে।

Level 0

ভাই ফয়সল আাপনার মোবাইল নাম্বার টা পারলে দিবেন আপনার সাথে কথা বলব ।

Level 0

bai adsense ae account open korta “I will show ads on:” chy ki korba?

Level 0

bai adsense ae account open korta nejar website address chy ki korbo?