DU meter সম্পর্কে আমরা কমবেশি সবাই জানি। DU meter আমার একটি প্রিয় সফটওয়্যার ছিল, কিন্তু ইদানিং আমি Netspeed Monitor ব্যবহার করছি যা কিনা DU meter এর একটি পরিপূর্ণ বিকল্প। DU meter ইনস্টল করতে গেলে এই করো, সেই করো; নানান ঝামেলা। আর তাই আমি Netspeed Monitor কে বেছে নিয়েছি। সবচেয়ে বড় কথা, এটা ফ্রি। এর বৈশিষ্ট্যগুলোর বিস্তারিত বর্ণনা নিম্নরুপ:
NetSpeedMonitor আপনাকে আপনার সিস্টেমের লোকাল এবং রিমোট এ্যড্রেসের সবগুলো TCP/UDP ইন্ডপয়েন্টগুলো প্রদর্শন করবে। সিস্টেমের কোন্ কোন্ প্রসেসগুলো সেগুলো ব্যবহার করছে, তার নামও দেখাবে।
প্রতিদিন, মাসে, বছরে আপনার কত ডাটা ট্রান্সফার হলো তা আপনি দেখে নিতে পারেন যা কিনা SQLite ডাটাবেসে সংরক্ষন করে। এটা দেখার জন্য আপনাকে অতিরিক্ত কোনকিছু ইনস্টল করার দরকার নেই।
আপনি নেটস্পিড মনিটরকে আপনার প্রয়োজন অনুসারে সম্পূর্ণ কাস্টমাইজ করতে পারবেন।
আমি শামীম রাহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 345 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
বিষন্নতা এক নীরব ঘাতক।
বাহঃ দারুন জিনিস…. অনেক ধন্যবাদ