Netspeed Monitor, DU meter এর পরিপূর্ণ বিকল্প


DU meter সম্পর্কে আমরা কমবেশি সবাই জানি। DU meter আমার একটি প্রিয় সফটওয়্যার ছিল, কিন্তু ইদানিং আমি Netspeed Monitor ব্যবহার করছি যা কিনা DU meter এর একটি পরিপূর্ণ বিকল্প। DU meter ইনস্টল করতে গেলে এই করো, সেই করো; নানান ঝামেলা। আর তাই আমি Netspeed Monitor কে বেছে নিয়েছি। সবচেয়ে বড় কথা, এটা ফ্রি। এর বৈশিষ্ট্যগুলোর বিস্তারিত বর্ণনা নিম্নরুপ:

সবগুলো TCP/UDP ইন্ডপয়েন্টের টেবিল:

NetSpeedMonitor আপনাকে আপনার সিস্টেমের লোকাল এবং রিমোট এ্যড্রেসের সবগুলো TCP/UDP ইন্ডপয়েন্টগুলো প্রদর্শন করবে। সিস্টেমের কোন্ কোন্ প্রসেসগুলো সেগুলো ব্যবহার করছে, তার নামও দেখাবে।

প্রতিদিনের ট্রাফিক মনিটর রিপোর্ট:

প্রতিদিন, মাসে, বছরে আপনার কত ডাটা ট্রান্সফার হলো তা আপনি দেখে নিতে পারেন যা কিনা SQLite ডাটাবেসে সংরক্ষন করে। এটা দেখার জন্য আপনাকে অতিরিক্ত কোনকিছু ইনস্টল করার দরকার নেই।

সম্পূর্ণ কাস্টমাইজ করার সুবিধা:

আপনি নেটস্পিড মনিটরকে আপনার প্রয়োজন অনুসারে সম্পূর্ণ কাস্টমাইজ করতে পারবেন।

সুন্দর এই সফটওয়্যারটি আপনার ডাউনলোড করতে পারেন নিম্নোক্ত লিঙ্কগুলো থেকে:

৩২ বিট

৬৪ বিট

সবাইকে ধন্যবাদ

Level 0

আমি শামীম রাহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 345 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

বিষন্নতা এক নীরব ঘাতক।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

বাহঃ দারুন জিনিস…. অনেক ধন্যবাদ

Level 0

darun jinish, ami aage DU meter use kortam, but amar expected onek kicui ekhane dekhlam, aaj theke etai use korbo. Thanks Shamim Rahman 🙂

Chotto ekta help: Ami comment box e karo ID tag kore reply dite parina, eta sikhiye dile onek upokar hoy. . .

    @Rashed: যাকে ট্যাগ করে রিপ্লাই করবেন তার কমেন্ট বক্সের নিচে Reply তে ক্লিক করুন। এভাবে যত জনকে খুশি ট্যাগ করতে পারবেন।

    @Rashed: আপনাকেও ধন্যবাদ। আশা করি ফারুক ভাই আপনার সমস্যার সমাধান দিয়েছেন।

Level 0

ভালো …… একটা বিকল্প পাওয়া গেলো DU meter er

দারুন। অনেক ধন্যবাদ

Level 0

vai ami eta kivabe use krbo? ami install korechi …er pore ai msg ase “netspeedmonitor can be activated at the toolsbars menu when you click on the windows taskbar ” ….

Level 2

এই রকম একটি লেখা দেখতে http://www.pchelplinebd.com/archives/23243 এই সাইটে যান

    @mahmudkoli: আপনিতো আমার আগেই এটা সম্পর্কে জানেন দেখছি, এতোদিনেও ইন্সটল করতে পারেন নি?? আজব তো!

Level 2

ভাই উপরে বনিত সাইট থেকে s0ftwer টি download করে install করেছি কিন্তু আমার windows 32/64 bit কোন টায়ই কাজ করেনা । কোন কিছু download করলে বা browse করলে data traffic এ কোন মেগাবাইট এর পরিমান show করেনা । প্লিজ সমাধান চাই ।

    @mahmudkoli: আপনার সমস্যাটা কি তা আমি নিজেও বুঝতে পারছি না। যদি উইন্ডোজ ৮ হয়, তাহলে এটা কাজ করবে না, কারন এখনো এটা উইন্ডোজ ৮ সাপোর্ট করে না। এছাড়া ইন্সটলেশনে কোন সমস্যা হবার কথা না। আমি নিজে ৩২/৬৪ দুই মেশিনেই ব্যবহার করে দেখেছি, কাজ করে।

Level 2

ভাই আমি bluetooth এর মাধ্যমে mobile দিয়ে net use করি । প্লিজ সমাধান চাই ।

Level 0

দারুন কাজের জিনিস। শেয়ার করার জন্য ধন্যবাদ।

আমি বরাবরই ফ্রি সফট ব্যাবহার করার পক্ষপাতি। আমার উইন্ডোজ জেনুইন, যেটা আমার ল্যাপটপের সাথেই ছিলো, অন্যান্য সফট কিনে ব্যাবহার করার মতো সামর্থ্য নেই, তাই চেষ্টা করি অলটারনেটিভ কোন ফ্রিওয়্যার ইউজ করার। DU Meter ক্র্যাক করে ইউজ করা লাগে বলে আমি এতো দিন সেটা ব্যাবহার করিনি। বিকল্প হিসেবে ব্যাবহার করতাম Net Meter নামের একটা পিচ্ছি সফট, মোটামুটি চলে যাচ্ছিলো। আজকে আপনার টিউন থেকে আরেকটি অসাধারণ সফট সম্পর্কে জানতে পারলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ।।

Level 0

আজকে থেকে এটা ব্যাবহার করে দেখি। আসলে এইরকম একটা সফটওয়্যার খুজ ছিলাম।
শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

Level 0

শামিম রহমান ভাই আপনার পোষ্ট এর মধ্যে ছবি গুলা কিভাবে বসাইছেন একটু বলবেন প্লিজ।

ফ্রি হিসেবে সফটওয়্যারটা ভালই। কিন্তু, সত্যি কথা বলতে কিছু দিক দিয়ে DU Meter এর চেয়ে ভাল লাগেনি। কেননা, DU Meter প্রায় কন্সট্যান্ট একটা স্পীড দেখায়। যেটা Netspeed Monitor দেখায় না। উদাহরণস্বরূপ বলা যায়, IDM দিয়ে কোন কিছু ডাউনলোড দিলে সেখানে দেখায় স্পীড একবার ২ সেকেন্ড ১৬ KB/s পাচ্ছে আবার লাফ দিয়ে পরের কিছু সময়ের জন্য ৪৮ KB/s. কিন্তু, আসলে যে, অ্যাভারেজে ডাউনলোড স্পীড ৩২ KB/s থাকছে, তা কনরকম হিসাব-নিকাস ছাড়া একমাত্র DU Meter এই দেখা যায়। কিন্তু, Netspeed Monitor এ দেখলাম যে, এখানে ২-৩ সেকেন্ডের মধ্যে স্পীডের পরিবর্তন অনেক বেশি দেখায় যেমনটা বলেছিলাম IDM এর ক্ষেত্রে। এটা অবশ্য কোন বড় কোন সমস্যাই না, এমনকি কারো কারো জন্য এটা আদৌ কোন সমস্যাও হতে পারে না 🙂 কিন্তু, ৫ সেকেন্ড ধরে অনবরত অস্বাভাবিক স্পীড পরিবর্তন দেখার চেয়ে ঐ অল্প সময়টুকুর অ্যাভারেজ/কন্সট্যান্ট হিসাবটুকু দেখতেই আমার ভাল লাগে। তাই, ব্যক্তিগতভাবেই সমস্যাটার কথা বললাম শুধু। ধন্যবাদ ফ্রি এই সফটওয়্যারটার সাথে পরিচয় করিয়ে দেবার জন্য।

    @হৃদয়: আপনার গঠনমূলক মন্তব্যের জন্য ধন্যবাদ। DU Meter আমারো প্রিয় ছিল, কিন্তু এখন এটাই ভাল লাগে। এটা যার যার পছন্দ। আর ওই যে বললাম, এটা ফ্রি।

      @শামীম রাহমান: হুম সেটাই। যার যেটা ভাল লাগে। তবে ফ্রী হিসেবে ওটা DU Meter এর ভাল বিকল্প হবার যোগ্য-অস্বীকার করছি না। ধন্যবাদ।

Level 2

অনেক ধন্যবাদ Comment করার জন্য । ভাই আমি windows seven 64 bit ব্যবহার করি তা আগেই একবার বলেছি একটু খেয়াল করে দেখবেন । তবে Mobile থেকে Bluetooth এর মাধ্যমে Net use করি। আমার মোবইল Nokia 2690 তবে কি Bluetooth এর মাধ্যমে Net use করি তাই Data Traffic এ Download রেট Show করেনা । ভাই আরেকটি বিষয় Download বা Browse যাই করি না ক্যনো Data Traffic এ MB এর পরিমান Show করেন।

    @mahmudkoli: ভাই, একটু কষ্ট করে কাষ্টমাইজেশনের স্ক্রিনশট গুলো দেখুন, আপনি আপনার ইচ্ছামতো কাষ্টমাইজ করতে পারবেন। টাস্ক বারের নেটস্পীড মনিটরের উপর রাইট মাউস ক্লিক করে configuration সিলেক্ট করুন। জেনারেল ট্যাবের প্রথম অপশনই হলো Network Interface। সেখানে আপনার কানেকশনের নামটা শো করানোর কথা। আপনি ব্লুটুথ দিয়ে ব্যবহার করলেও কম্পিউটার আপনার জন্য একটা ডায়াল-আপ কানেকশন সেটআপ করে দেয়। আপনি দেখে নিন, সেটার নাম কি। ব্যস, সেটি সিলেক্ট করে দিলেই এর পর থেকে আপনার Data Traffic এ Download রেট Show করবে। অন্য কোন কিছু জানতে চাইলে রিপ্লাই করবেন। ধন্যবাদ

সুন্দর রিভিউ লিখেছেন।
দারুন সফট এটা ! আমি গত ২ বছর ধরে ব্যবহার করছি। 🙂

Level 2

হৃদয় ভাই DU meter থেকে এটি হাজার গুন ভালো। যদিও শামিম ভাই এ বিষয়টি অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন তার পরও DU meter থেকে এটি ক্যনো হাজার গুন ভালো তা আরো ভলো ভাবে জানতে এই লিঙ্কে যান http://www.pchelplinebd.com/archives/23243 আশাকরি আপনার ভুল ………….

    @mahmudkoli: হুম, আমিও বলছি না যে, ওটা খারাপ। এর ভাল দিক হচ্ছে, এটা থেকে প্রতিদিনের ইউসেজ দেখা যায়। DU Meter এর Tools and reports অপশনেও সম্ভবত ওটি দেখায়। একটু কনফিগার করে নিতে হয় মনে হয়। তারপরেও এই জিনিসটা Netspeed Monitor-এই সবচেয়ে ভাল দেখায়-স্বীকার করছি। তবে, আপনার লিংকে IDM এর ব্যপারে একটা কথা বলা আছে। IDM এর স্পীড ওখানে হুবুহু দেখায় যেটা DU Meter-এ দেখায় না, DU Meter এ বরং অ্যাভারেজ/প্রায় কন্সট্যান্ট একটা হিসাব দেখায়-এটা আমিও বলেছি। এটার সুবিধা-অসুবিধা দুটোই আছে। সুবিধাটা হচ্ছে, ধরেন একজন সাধারন ইউসার ব্রডব্র্যন্ডের 256 kbps এর লাইন ইউস করে। হটাৎ একদিন ডাউনলোড দেয়ার সময় মনে হল যে, তার স্পীড কম পাচ্ছে নরমালের চেয়ে।অনেকক্ষণ এরকম মনে হওয়ার পর সে প্রভাইডারদের কাছে ফোন দিয়ে অভিযোগ করে বলল যে, সে ডাউনলোড স্পীড অনেক কম পাচ্ছে। ওরা তখন তাকে জিজ্ঞেস করল যে, সে স্পীড কত পাচ্ছে। সে তখন সেই সময় ডাউনলোড দিল দেখার জন্য যে সেই সময় সে আসলে স্পীড কত পাচ্ছে। IDM দিয়ে ডাউনলোড দিল এবং দেখল যে, ৪-৫ সেকেন্ড 10 KB/s হারে ডাউনলোড হল এবং লাফ দিয়ে আবার দেখল 40 KB/s হারে ডাউনলোড হচ্ছে। তখন সে আসলে কি বলবে? ১০ না ৪০? হয়ত বলবে, কিছুক্ষন ১০ পাচ্ছে আবার কিছুক্ষন ৪০ পাচ্ছে। প্রভাইডার লোকটির সেই সময় আপনার অ্যাকাউন্টে ঢুকে চেক করার যথেষ্ট সময় না থাকলে বলতেও পারে ৪০ তো উঠতেছেই মাঝে মাঝে আর স্পীড তো এরকম আপডাউন করবেই(সবসময় এরকম নাও হতে পারে, বেশীরভাগ ক্ষেত্রে ওরা অভিযোগ পেলে আপনার স্পীড চেক করেই)। কিন্তু, আপনার যদি সেখানে DU Meter ইন্সটল থাকে, তাহলে সেক্ষেত্রে দেখবেন সেখানে ডাউনলোড স্পীড প্রায় 22 KB/s এর কাছাকাছি দেখাছে। তখন আপনি সহজেই তাদের বলতে পারবেন যে, যেখানে আপনার প্রায় 32 KB/s পাওয়ার কথা সেখানে আপনি মাত্র 22 KB/s পাচ্ছেন। আমি আগেও বলেছি, এটা তেমন কোন সমস্যাই না, শুধু মাত্র এই জিনিসটুকুই আমার কাছে সবচেয়ে বেস্ট ফ্লেক্সিবিলিটি মনে হল না। তাই বললাম আর কি। আর আমার খুব বাজে একটা স্বভাব আছে আমার কাছে যেটা শুধুমাত্র আমার কাছে একটু খুতখুতে মনে হয় সেই জিনিসটা সবার কাছে তুলে ধরার জন্য অনেক আজাইরা পেচাল পারি সবসময়-যেটা অনেকের কাছেই ভাল লাগে না। সেরকম কিছু হলে, এত বড় কমেন্টের জন্য অ্যাডভান্স দুঃখ প্রকাশ করে রাখছি। আর এখনও বলছি সফটওয়্যারটা আসলেই ভাল। ধন্যবাদ

      @হৃদয়: ধৈর্য ধরে এত্তো বড় একটা কমেন্ট করার জন্য সত্যি আপনার প্রশংসা না করে পারছি না। আর আপনি আজাইরা প্যাচাল পারেন নি। আপনার কাছে যেটা মনে হয়েছে তাই বলেছেন। এটা ঠিক যে netspeed monitor রিয়েল টাইম স্পিড দেখায়, আর এই জিনিসটাই মনে হয় আমার সবচেয়ে বেশি ভাল লাগে। একটা ছবি দেখিয়ে যদি ৩ জন ব্যক্তিকে বলা হয় ছবিটার বর্ণনা দিতে তাহলে দেখা যাবে ৩ জনই একই ছবির জন্য ভিন্ন ভিন্ন মতামত দিচ্ছে। এটা আসলে দৃষ্টিভঙ্গির ব্যপার। আমি টিউন করি না আর করলেও খুব কম। সামান্য একটা টিউনে আপনাদের সবার এত্তো রিসপন্স পাবো তা কখনো ভাবিনি। আপনার মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

        @শামীম রাহমান: আপনাকেও অনেক ধন্যবাদ এত সুন্দর রিপ্লাই দেয়ার জন্য। আর প্যাঁচালের চোটে একটা জিনিস বলতে ভুলেই গিয়েছিলাম যে, আপনার টিউনটা খুব সাজানো-গোছান হয়েছে 🙂 আর শেয়ারও করেছে ভাল এবং ফ্রী একটা সফটওয়্যার। এজন্যই সবার কাছ থেকে এত রেসপন্স পেয়েছেন।
        অফ টপিক, টিটিতে আপনার মত আমারও খুব বেশি টিউন করা হয় না। তাই, যারা এরকম সুন্দর সুন্দর টিউন করে-তাদের সবার প্রতিই আমার যথেষ্ট শ্রদ্ধাবোধ আছে। আমি খুব বেশি এক্সপার্ট কেউ না। তারপরেও মাঝে মাঝে কিছু কিছু বিষয় শেয়ার করতে চাই। কিন্তু, ধৈর্য আর সময়ের অভাবে কিছুই করা হয় না। তাই, নিঃস্বার্থভাবে যারা এভাবে মানুষের উপকার করে যায়, তাদের প্রতি আমার শ্রদ্ধাবোধ অনেক বেশি…

ami aita onek din jabot use kori.. Tobuo post ta korar jonno onek onek dhonnobad..

Level 2

শামিম রহমান ভাই আপনার পোষ্ট এর মধ্যে ছবি গুলা কিভাবে বসাইছেন একটু বলবেন প্লিজ।

ভাইজান, ছবিগুলো দুইভাবে পোষ্টে বসানো যায়। এ ব্যাপারে আগেই টিউন করা হয়েছে যেখানে আপনি বিস্তারিতে জানতে পারবেন। যদি একটু কষ্ট করে খুঁজে নেন তাহলে ভালো হয়।

Level 2

Thank you , ভাই যদি ডায়রেক লিঙ্কটা দেন তাহলে উপক্রিত হতাম । আপনার অপেক্ষায় ……

Level 0

thanks

Thanks you such a good Tutorial !
Please change two links that you mentioned for 32 bit and 64bit.