আসসালামু আলাইকুম ওয়া রমাতুল্লাহি ওয়া বারাকাতু
আমরা যারা কম্পিউটার চালাই তাদের মধ্যে প্রায় সবাই ইন্টারনেট চালাই। আমাদের দেশের ইন্টারনেটের স্পিড কেমন আমরা সবাই জানি।
অন্যান্য দেশ যখন ৪জি তে চলে গেছে আমরা এখনও প্রাচীন যুগে আছি।
দুঃখের কথা আর নাই বলা ভাল।
জেনে নিন বাংলাদেশ অন্যান্য দেশের ইন্টারনেট স্পিড সম্পর্কে।
নিচে বাংলাদেশ সহ ১৭৮ টি দেশের ইন্টারনেট স্পিডের তুলনা মূলক চিত্র তুলে ধরা হল।
তালিকাটি গড় ডাউনলোড স্পিডের ভিত্তিতে করা হয়েছে।
নিয়মিত আপডেট এখান http://www.netindex.com/download/allcountries/ থেকে দেখে নিতে পারেন
সূত্র: http://www.netindex.com/download/2,138/Bangladesh/
এবার আসি ৩জি নিয়ে, টেলিটক নিয়ে অনেক আশা ছিল, কিন্তু সব আশা নিরাশ করে দিল। ভেবেছিলাম কম দামের মধ্যে ভাল স্পিড পাব কিন্তু সব গুড়োবালি।
তারপর আশায় আছি আমরাও একদিন 1gbps এ নেট চালাব। (এখন সপ্নে, ইনশাআল্লাহ বাস্তব একদিন হবেই)
- https://www.facebook.com/easines (my profile)
- https://www.facebook.com/onlytrue.es (like this page)
- https://www.facebook.com/groups/Unemployeds.shop (fun group)
আমি Muhammad Easin Islam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 82 টি টিউন ও 113 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
i think s0methink wr0ng here. Caz i kn0w bef0r than South Korea is t0p 1st in list. and usa ett0 niche???!