কী অবাক হচ্ছেন? mozilla তে আবার কি করে TV দেখা যাবে???? হ্যা, এটা অবাক হওয়ার মতই ঘটনা। তবে ঘটনা সত্য। mozilla তে একটা add-on install করলেই আপনি খুব সহজেই TV দেখতে পারবেন। তবে আপনার Windows Media Player থাকতে হবে। যদি না থাকে তাহলে এখান থেকে WMP plugin
টি Download করেনিন।
আর যদি Windows Media Player আগেই থাকে তাহলেতো কোন কথাই নেই। প্রথমে এই add-on টি Download করেনিন। TV-FOX
তারপর install করে mozilla restart করুন। এরপর উপরে দেখতে পাবেন দুইটি TV icon দেখা যাচ্ছে।
ব্যস হয়ে গেল। এখন 2780 Live TV Channels দেখুন খুব সহজেই।
এটা যদি আপনাদের কোন কাজে লাগে তাহলে জানাবেন। সামনে এরকম আরও Tune করব।
আপনাদের comment এর আশায় রইলাম।
সবাই কে ধন্যবাদ।
আমি হাসান যোবায়ের। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 157 টি টিউন ও 4939 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 166 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
নতুন কিছু করার দারুন আকাঙ্ক্ষা!
কাজ হলে দারুন হবে। দেখতেসি টেস্টিং করে।