কিছুদিন আগেও অনেক সাড়া পেয়েছিলাম আইপি হাইড করা নিয়ে। তাই আজও একটি জটিল সফটওয়ার নিয়ে হাজির হলাম। আশা করি এই সফটওয়ারটি আগের UltraSurf সফটওয়ার থেকে আরও ভাল কিছু সুবিধা পাবেন। এর ফলে যে কোন সময় কোন স্পিড না কমিয়েই আপনার রিয়েল আইপি হাইড করতে পারবেন।
প্রায় প্রত্যেকটি আইপি হাইড করার সফটওয়ারেরই মূল উদ্দেশ্য হল রিয়েল আইপি হাইড করে রাখা। তবে তারপরেও এদের মধ্যে বেশ কিছু পার্থক্য লক্ষ করা যায়।
১. ব্রাউজিং এবং ডাউনলোড স্পিড কমায় না
২. আগের সফঠওয়ারের তুলনায় আরও ৩টি নতুর আইপি এড করা এবং Ultrasurf এর আইপি থেকে সম্পূর্ন আলাদা
৩. ফ্রিওয়ার সফটওয়ার বলে কোন প্যাচ বা সিরিয়াল খুজতে হয় না
আরও কিছু সুবিধা আপনি পাবেন। আর এখান থেকে সফটওয়ারটি ডাউনলোড করতে পারবেন। সফটওয়ারটি মাত্র ৩৯৮ কিলোবাইটের। তবে আগেরটি শুধুমাত্র Internet Explorer-এর জন্য ছিল কিন্তু এই সফট্ওয়ারটি গুগল ক্রোমেও সাপোর্ট করে।
আমরা অনেকেই অনেকসময় বিভিন্ন অপ্রয়োজনীয় ফাইল দেখে বিরক্ত হই। এগুলোর মধ্যে সবেচেয়ে বেশী নিচের ফাইলগুলো দেখতে পাওয়া যায়।
Config.msi
Thumbs.db
Iconcache.db
.sqm-files
Desktop.ini
Fntcache.dat
software distribution logs
wmi logs
windows update installation files
মাত্র ৩০ কিলোবাইটের একটি সফটওয়ারের মাধ্যমে যখন তখন এই অপ্রয়োজনীয় ফাইলগুলো পরিষ্কার করা যায়। এখান থেকে ডাউনলোড করতে পারবেন। সকলকে ধন্যবাদ............
আমি রাখাল বালক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 202 টি টিউন ও 1117 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এদেশের ৯৯% মানুষই কোন না কোন ভাবে দূর্নীতির সাথে জড়িত। হয়ত কেউ ঘুষ দেয় অথবা কেউ নেয় দুটোই তো সমান অপরাধ। আর মায়ের পেটে থাকা শিশুটিও দূর্নীতির অর্থে কেনা খাবার খেয়ে বড় হয়ে উঠে। আর আমরা আশা করছি দেশপ্রেমিক এক নেতা। এটা নিম গাছ লাগিয়ে আম আশা করার মত হয়ে...
আগে ভার্সিটি ফেসবুক চালাতে ফ্রিগেট ইউজ করতাম । কাজের জিনিস । তবে আমার জানা মতে এটা IE ছাড়া অন্যগুলোতে কাজ করে না । আর পরে বুঝতে পেরে ছিলাম এটা শুধু IE এর সেটিংসে যেয়ে Proxy সেটিংসে একটা Proxy Address বসিয়ে দেয় আর কিছু না । হতে পারে এখন এর কাজের ধরন পাল্টিয়েছে । আমি আগের কথা বললাম ।