ব্লগস্পটের ব্লগে প্রতিটি পোস্টেই তারিখ, লেখকের নাম, কমেন্ট সংখ্যা থাকে। আবার লেবেল থেকে দেখা যায় কোন বিষয়ে কয়টি লেখা। কিন্তু অনেকেই চান না তাদের পোস্টে এগুলো দেখাতে। এটা নিয়ে টিউটো ভাই একটা গুরুগম্ভীর টিউন করেছিলেন। আবার অনেকে চান পোস্ট গুলোর মাঝে মাঝে এড দিতে সেটা নিয়ে জটিল টিউন করেছিলেন রিয়া আপু। কিন্তু একাজটি খুব সহজেই করা যায়।
এজন্য প্রথমেই যে ব্লগের জন্য এটা করতে চান তার লেআউট পেজে যান তারপার নিম্নের দেখানো অংশে যা ব্লগে পোস্টের এডিট মেন্যু।
এরপর নিচের মত উইন্ডো ওপেন হবেঃ
এবার এখান থেকে পোস্টে তারিখ, সময়, লেখকের নাম, কমেন্ট সংখ্যা যেটা রাখতে চান সেটার পাশে চেক দিন আর না রাখতে চাইলে সেটার পাশের বক্সে আনচেক দিন তাহলেইই হয় যাবে। আর যদি চান এডসেন্স এড পোস্টগুলোর মাঝে বসাবেন তাহলে শেষের এডস বিটুইন... বক্সটি চেক করুন। এডসেন্স কনফিগার করার যে বক্সটি ওপেন হবে তা থেকে এডের সাইজ, কালার এবং কয়টি পোস্ট পরপর মাঝে এড বসবে তা ঠিক করে দিন। ব্যাস এবার সেভ করলেই হয়ে গেল।
আর যদি চান লেবেলে পোস্টের সংখ্যা দেখাবেন না বা লেবেল কে মন্যু বা অন্য কোন নাম দেবেন তাহলে একইভাবে লেবেল এর এডিট অপশনে যান তারপর নিচের মত পপ আপ উইন্ডো ওপেন হবে।
এবার এখান থেকে লেবেল কে অন্য কোন নাম দিতে পারেন আর লেবেলে পোস্টের সংখ্যা যদি দেখাতে না চান তাহলে নিচের বক্সটি আনচেক করে দিলেই হবে। তারপর যথারীতি সেই সেভ।
উত্তর প্রকাশ http://www.earnbd24.co.cc/
আমি প্রযুক্তি প্রেমী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 136 টি টিউন ও 2157 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
শাকিল ভাই, হলে অবশ্যই আসবো। তবে সবার আগে সময়টা নির্ধারন করা উচিত। টিনটিন ভাইকে আগাম ধন্যবাদ জানাই, এ্যাডমিন প্যানেল’র একজন হয়ে উপস্থিত থাকার সম্মতি জানানোর জন্য।