ব্লগস্পটে সহজেই সরান তারিখ, লেখকের নাম, কমেন্ট সংখ্যা, লেবেলে পোস্টের সংখ্যা আর পোস্টের মাঝে ইচ্ছেমত বসান এডসেন্স এড

ব্লগস্পটের ব্লগে প্রতিটি পোস্টেই তারিখ, লেখকের নাম, কমেন্ট সংখ্যা থাকে। আবার লেবেল থেকে দেখা যায় কোন বিষয়ে কয়টি লেখা। কিন্তু অনেকেই চান না তাদের পোস্টে এগুলো দেখাতে। এটা নিয়ে টিউটো ভাই একটা গুরুগম্ভীর টিউন করেছিলেন। আবার অনেকে চান পোস্ট গুলোর মাঝে মাঝে এড দিতে সেটা নিয়ে জটিল টিউন করেছিলেন রিয়া আপু। কিন্তু একাজটি খুব সহজেই করা যায়।

এজন্য প্রথমেই যে ব্লগের জন্য এটা করতে চান তার লেআউট পেজে যান তারপার নিম্নের দেখানো অংশে যা ব্লগে পোস্টের এডিট মেন্যু।

Blogger -- Edit Layout_1264641650821

এরপর নিচের মত উইন্ডো ওপেন হবেঃ

untitled

এবার এখান থেকে পোস্টে তারিখ, সময়, লেখকের নাম, কমেন্ট সংখ্যা যেটা রাখতে চান সেটার পাশে চেক দিন আর না রাখতে চাইলে সেটার পাশের বক্সে আনচেক দিন তাহলেইই হয় যাবে। আর যদি চান এডসেন্স এড পোস্টগুলোর মাঝে বসাবেন তাহলে শেষের এডস বিটুইন... বক্সটি চেক করুন। এডসেন্স কনফিগার করার যে বক্সটি ওপেন হবে তা থেকে এডের সাইজ, কালার এবং কয়টি পোস্ট পরপর মাঝে এড বসবে তা ঠিক করে দিন। ব্যাস এবার সেভ করলেই হয়ে গেল।

আর যদি চান লেবেলে পোস্টের সংখ্যা দেখাবেন না বা লেবেল কে মন্যু বা অন্য কোন নাম দেবেন তাহলে একইভাবে লেবেল এর এডিট অপশনে যান তারপর নিচের মত পপ আপ উইন্ডো ওপেন হবে।

Blogger -- www.earnbd24.co.cc -- Configure Labels_1264656992402

এবার এখান থেকে লেবেল কে অন্য কোন নাম দিতে পারেন আর লেবেলে পোস্টের সংখ্যা যদি দেখাতে না চান তাহলে নিচের বক্সটি আনচেক করে দিলেই হবে। তারপর যথারীতি সেই সেভ।

উত্তর প্রকাশ http://www.earnbd24.co.cc/

Level 0

আমি প্রযুক্তি প্রেমী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 136 টি টিউন ও 2157 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

শাকিল ভাই, হলে অবশ্যই আসবো। তবে সবার আগে সময়টা নির্ধারন করা উচিত। টিনটিন ভাইকে আগাম ধন্যবাদ জানাই, এ্যাডমিন প্যানেল’র একজন হয়ে উপস্থিত থাকার সম্মতি জানানোর জন্য।

    সব ব্যাপারগুলো আপনারা প্রস্তাব করুন তারপর সিদ্ধান্ত নেয়া হবে।

ধুর গেলো আমার ঘুরতে যাবার প্লান করা। সব দোস শাকিল ভাই এর। আসতেই হইব আর কি……।।

    সাম্য ভাই, সব দোষ শাকিল ভাইয়ের না, তিনি শুধু আজ আমাদের জানালেন। প্রথম প্রস্তাবটি মিট-আপের দিন উঠান টিনটিন ভাই। কাকে দোষ দেয়া যায় বলেন? (মজা করার জন্য)। আসেন সময়টা ঠিক করি।

    হা হা হা, বিকাল ৪.৩০ কেমন হয়???

    সাম্য কি নিজের ডেট এর টাইম স্পেয়ার করে টাইম বললা নাকি? 😛

    Level 0

    ভাই মোঃ সাম্যর জন্যে আমার মায়া লাগতাছে?????????????? বেচারা কতই না প্লান ছিল????

    সাম্য ভাইয়ের জন্য মায়া লাগার কিছু নাই। উনি তার প্ল্যান ঠিক রেখেই বিকেল ৪.৩০ মিঃ সময় দিছে। টিনটিন ভাইয়ের কথাই ঠিক।তবে আমার মনে হয় সময়টা আর একটু এগিয়ে বিকেল ৩.০০ টা করলে ভালো হয়, (সাম্য ভাইয়ের প্ল্যানেও একটু ব্যাঘাত ঘটানো যাব, বেচারাকে আবার নতুন করে সবকিছু করতে হবে) সবার কি মত?

    আমি কিন্তু খেলব না । বইলা দিলাম। 😛

শাকিল ভাই প্রোগ্রাম ঠিক করেন,আমি অবশ্যই আসবো । আর এই রকম একটা উদ্যোগ
নেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।দেখা হবে প্রোগ্রামে।

এ প্রস্তাব খুবই সুন্দর আমি মনে করি।
এটা শুধু বিজয় দিবস এর প্রোগ্রাম নয়,বরং
টিউনারদের মিলন মেলাও বটে
সুতরং আমার মনে হয় সবারই এর পক্ষে মত দেওয়া উচিত,
আর আমি তো এক পায়ে খারা

    আমার আর অপেক্ষা করতে ইচ্ছা করছে না সুতরং সময় টা তারাতারি ঠিক করে আমাদের জানান plz

tsc হলে যাওয়া যায় … সাভার হলে সম্ভব না । আর ১২টা সময়টাও খারাপ না । তবে tsc তে জায়গা একটা সমস্যা । তারচেয়ে বইমেলার পাশের বিশাল মাঠটাতে যাওয়া যায় । কয়েক লক্ষ টিউনার আর পাঠক আসতে পারবে 😉

ঘুরতে চায় মন, কিভাবে ঘুরব আছি যে কারাগারে, আসল কথা হল কিভাবে আমি যে দেশের বাইরে, আপনারা দেশে আছেন আপনারা প্রোগ্রাম করেন, আমরা দুর থেকে দেখব,শুনব তাইনা টেকটিউনস আছে তাহলে আর কি নেটওয়ারকের বাইরে না ভিতরে আছি হাহাহাহাহাহাহাহা জানতে পারব কি করলেন প্রোগ্রামে । এমন সুন্দর একটা প্রস্তাব উপসতাপন করার জন্য শাকিল ভাই ধন্যবাদ ।

Level 0

আসবো মানে………???!!! অবশ্যই আসবো & প্রোগ্রামও হবে…..
সব টিউনারের মিট-আপে না এসে কি পারা যায়……????

Level 0

আসতেই হবে।

Level 0

আসতে তো মন চায়,তবে ঐ যে আমিন ভাইয়ের কথাটায় আবার বলতে হচ্ছে। আমরা শুধু দুর থেকে দেখব আর উপলব্ধি করব। আশা করছি সকলের ঐক্যমতের ভিত্তিতে সুন্দর স্থান নির্বাচন করে একটি “টেকটিউনসমিলনমেলা”র বিশদ বর্ণনা হতে আমাদের বঞ্ছিত করবেন না।<<<<<<>>>>>>> সকলকে।

Level 2

আমার যাবার খুব ইঞ্ছা টিনটিন ভাইযের সাথে দেখা করার জন্য। but আমার বাডী রংপুর কিভাবে যাব ?? 🙁 🙁

    Level 0

    ওনাকে আপনার বাসায় দাওয়াত করেন, ওনি নিশ্চয় যাবেন………

Level 0

সকালে সামুর অনুষ্ঠান আছে । বিকালে হলেও চলে ।

Level 0

টিএসসিতে হলে আমার জন্য সুবিধা হবে৷ কারণ তো আমার মনে হয় সকলের ই জানা৷ আর টেকটিউনের সম্মেলন যদি চাঁেদর দেশে ও হয় তাহরে বাড়িঘর বিক্রি করে হলেও আসবো৷ ধন্যবাদ শাকিল ভাইকে, যেখানেই হোক যত দূরেই হোক, আসতে তো হবেই৷ তবে ৩ টা থেকে ৩.৩০ টার মধ্যে হলে আমার ভাল হয়৷

টিউনারদের এখনও আশানুরুপ সাড়া পাইলাম না!

ধন্যবাদ! আমার এটা দরকার িছেলা।