Incredimail একটি মেইলিং সফটওয়ার যার মাধ্যমে আপনি আপনার মেইল ডেস্কটপ থেকেই পাঠাতে পারবেন। এটি এতটাই জনপ্রিয় সফটওয়ার যা অন্য কোন মেইলিং সফটওয়ারের সাথে তুলনা করা যায় না। এর আগেই যেহেতু এই সফটওয়ারটি নিয়ে টিউন হয়েছে তাই বিস্তারিত লেখার প্রয়োজনীয়তা মনে করছি না। তবে আপনাদের কে এর নতুন ভার্সন এবং প্রিমিয়াম সার্ভিসের মতই ব্যবহার করতে পারবেন আজকের পর থেকে।
* Incredimail দিয়ে আপনি আপনার ডেস্কটপ থেকেই মেইল পাঠাতে পারবেন
* ডেস্কটপ থেকেই আপনার প্রাপ্ত মেইল টি পড়তে পারবেন।
* মেইলে হাজার রকমের এনিমেশন যুক্ত ইমোশন পাঠাতে পারবেন, যার মধ্যে দুঃখ, আনন্দ, হাসি-কান্না প্রকাশ করবে।
* Incredimail দিয়ে এখন থেকে আপনি Junk mail ফিল্টারের সুবিধা পাবেন যা আপনারা এতদিন পান নি।
* Incredimail এর এই ভার্সনটি উইন্ডোজ সেভেন সাপোর্ট করবে।
* এটি অন্যান্য ভার্সন থেকে দেখতেও সুন্দর এবং আকর্ষনীয়। যা এখন থেকে Gmail, Yahoo! প্রভৃতি মেইল আইডি সাপোর্ট করবে।
* পিকচার মেইল সার্ভিসের সুবিধা পাবেন।
এছাড়াও আপনি আরও নানা রকম সুবিধা পাবেন যা অন্য কোন মেইলিং সফটওয়ারে পাওয়া সম্ভব না।
প্রথমেই নিচের লিংকগুলো থেকে ডাউনলোড করে নিন।
Or
http://sharingmatrix.com/file/825290/IncrediMail.6.03.4424.rar
Or
ডাউনলোড করে Rar ফাইলটি ওপেন করুন। ওপেন করে EXE ফাইলটি ইনস্টল করুন। ইনস্টল করার পর ট্রাই আইকন থেকে Incredimail এর আইকনটি Exit করুন। যদি ইনস্টল করতে সমস্যায় পরেন তাহলে এই টিউনটি দেখতে পারেন । প্যাচটি আগে ইনস্টল করে নিন। তারপর ইনস্টল করে জাংক ফিল্টার প্লাসটি ইনস্টল করুন। আশা করি বাকি কাজটুকু নিজেরাই পারবেন। অনেকেই এই জাংক ফিল্টারটির জন্য আগে Incredimail সফটওয়ারটি ব্যবহার করেন নাই আশা করি তাদের জন্য আর কোন সমস্যা থাকল না। আর কোন সমস্যা হলে তো আমি আছি। সকলকে ধন্যবাদ....
আমি রাখাল বালক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 202 টি টিউন ও 1117 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এদেশের ৯৯% মানুষই কোন না কোন ভাবে দূর্নীতির সাথে জড়িত। হয়ত কেউ ঘুষ দেয় অথবা কেউ নেয় দুটোই তো সমান অপরাধ। আর মায়ের পেটে থাকা শিশুটিও দূর্নীতির অর্থে কেনা খাবার খেয়ে বড় হয়ে উঠে। আর আমরা আশা করছি দেশপ্রেমিক এক নেতা। এটা নিম গাছ লাগিয়ে আম আশা করার মত হয়ে...
🙂