চোখকে রক্ষা করার জন্য কয়েকটি সফটওয়ার

আমরা অনেকেই কম্পিউটার ব্যবহারের সময় ভুলে যাই আমাদের চোখের বিশ্রামের কথা। প্রায় সবাই কম্পিউটারের দিকে একবার তাকালে তার চোখের পলক ফেলতে অনেকটাই সময় নেয় যা ফলে আমাদের চোখে খুব দ্রুত সমস্যা দেখা দেয়। তাই কিছু কিছু সফটওয়ার আছে যেগুলো আপনাকে একটি নির্দিষ্ট সময় পরে চোখের বিশ্রাম নেয়ার জন্য অনুরোধ করবে। আশা করি অনেকেরই এই সফটওয়ারগুলো কাজে লাগবে।

RelaxMyEyes

RelaxMyEyes
এই সফটওয়ারটি মূলত চোখের বিশ্রামের জন্যই তৈরি করা হয়েছে। এই সফটওয়ারটি ব্যবহার করলে আপনাকে মনে করিয়ে দেবে আপনার চোখের বিশ্রাম নেবার সময় হয়েছে এবং এর জন্য আপনাকে একটি ম্যাসেজ দেয়া হবে। তবে আপনি ইচ্ছা করলে আপনার কাজের সময় বাড়িয়ে নিতে পারবেন।

BlackScreen

BlackScreen
এই সফটওয়ারটি আপনাকে একটি নির্দিষ্ট সময় তবে ডিফল্ট হিসেবে ৩০ মিনিট পর BlackScreen হয়ে যাবে। এর ফলে আপনি আপনার চোখকে কিছুটা সময়ের জন্য হলেও বিশ্রাম দিতে পারবেন।

Eyes Relax

Eyes Relax

এই সফটওয়ারটি সম্পূর্ন ফ্রি এবং নির্দিষ্ট সময় পরে এটি বিরতি নেয়ার জন্য অসাধারন একটি সফটওয়ার। যা আপনাকে চক্ষুর দৃষ্টি এবং চোখের টনটনানি ভাব থেকে আপনাকে মুক্তি দেবে।

EyeDefender

EyeDefender
এই সফটওয়ারটি আপনাকে মনে করিয়ে দেবে আপনি কতক্ষন কম্পিউটারটি ব্যবহার করছেন। এবং একটি নির্দিষ্ট সময় পরে আপনাকে মনে করিয়ে দেবে বিরতির সময়টি।

Computer Eye Strain Care

Computer Eye Strain Care


আশা করি এই সফটওয়ারগুলোর প্রয়োজনীয়তা অনুধাবন করতে পারবেন। সকলকে ধন্যবাদ.................

Level 0

আমি রাখাল বালক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 202 টি টিউন ও 1117 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

এদেশের ৯৯% মানুষই কোন না কোন ভাবে দূর্নীতির সাথে জড়িত। হয়ত কেউ ঘুষ দেয় অথবা কেউ নেয় দুটোই তো সমান অপরাধ। আর মায়ের পেটে থাকা শিশুটিও দূর্নীতির অর্থে কেনা খাবার খেয়ে বড় হয়ে উঠে। আর আমরা আশা করছি দেশপ্রেমিক এক নেতা। এটা নিম গাছ লাগিয়ে আম আশা করার মত হয়ে...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

হাসিব vai ki tune korlan…….Jotil / josS…..thanks হাসিব vai. 🙂

Level 0

হাসিব ভাই চোখ টা কে নিয়ে খুব চিন্তায় আছি৷ যেভাবে সারাদিন কম্পিউটারের সামনে কোন রকম গ্লাস ছাড়া বসে থাকি কখন জানি ভাই চোখে সমস্যা দেখা দেয়৷ সারাদিন কম্পিউটারের সামনে বসে থাকতে হয় কারণ আসি প্রফেশনাল তাই কিছুদিনের মধ্যে চোখে গ্লাস দেয়ার চিন্তা ভাবনা করতেছি৷ ধন্যবাদ আপনাকে সেম টাইম সেম টিউনটির জন্য৷

হাসিব মিয়া আমি কয়েকদিন ধরে চিন্তা করতেছি এত সময় কম্পিউটারের সামনে বসে থাকলে চোখেতো চশমা লাগাতে হবে।আর তুমি একেবারে টিউন নিয়ে হাজির ।লও এককেজি ধন্যবাদ লও।তবে কম্পিউটার ইউজারদের হেলথ টিপস নিয়ে একটা টিউন কর তাড়াতাড়ি।না হয় আমাকেই করতে হবে।

    মামুন ভাই আপনে টিউন করেন কারন আপনে আমার চাইতে হিট হন তাই ওইটা আপনারে দায়িত্ব দিয়ে দিলাম। যত তারাতারি সম্ভব টিউনটা করে ফেলেন। ধন্যবাদ তো দিলেন সাথে যদি একটা ব্যাগ দিতেন তাহলে ভাল হত।

    টিউনের হিট নির্ভর করে টিউনের সাবজেক্ট আর টাইটেলের উপরে।তুমিই কর এইটা হিট সাবজেক্ট সাথে একটা কড়া টাইটেল মাইরা দিও ।ব্যাস নাকে তৈল দিয়া ঘুমাও

জট্টিলসসসসস

hasib bay,. Good ieda you will prosper in life. Thank you

আগে দিলেন না কেন?
অলরেডি আমারটায় সমস্যা দেখা দিয়েছে

এই টিউনটি করে হাসিব তুমি জানিয়ে দিলে চোখের যন্ত নেওয়া দরকার ।
@ ধন্যবাদ @

Level 0

thnx man

দরকারী ও সময়োপযোগী টিউনটা লেখার জন্য অনেক ধন্যবাদ। কম্পিউটারের সামনে বসে থেকে ইদানিং আমার ঘাড়ে ব্যথা শুরু হয়েছে। আশা করি এর মাধ্যমে কিছুটা রিলিফ পাব।

Level 0

excellent tune Hasib. Go ahead.

ধন্যবাদ ১০০১টি।

জটিল টিউন ভাই।দারুন উপকারী Softwares.

ধন্যবাদ ভাই সবগুলাই উপকারি তবে একসাথে এতোগুলা softwares install করলে computer slow হয়ে যায়, portable হইলে সুবিধা হইত…

well done,thankx bro