আমরা অনেকেই কম্পিউটার ব্যবহারের সময় ভুলে যাই আমাদের চোখের বিশ্রামের কথা। প্রায় সবাই কম্পিউটারের দিকে একবার তাকালে তার চোখের পলক ফেলতে অনেকটাই সময় নেয় যা ফলে আমাদের চোখে খুব দ্রুত সমস্যা দেখা দেয়। তাই কিছু কিছু সফটওয়ার আছে যেগুলো আপনাকে একটি নির্দিষ্ট সময় পরে চোখের বিশ্রাম নেয়ার জন্য অনুরোধ করবে। আশা করি অনেকেরই এই সফটওয়ারগুলো কাজে লাগবে।
RelaxMyEyes
এই সফটওয়ারটি মূলত চোখের বিশ্রামের জন্যই তৈরি করা হয়েছে। এই সফটওয়ারটি ব্যবহার করলে আপনাকে মনে করিয়ে দেবে আপনার চোখের বিশ্রাম নেবার সময় হয়েছে এবং এর জন্য আপনাকে একটি ম্যাসেজ দেয়া হবে। তবে আপনি ইচ্ছা করলে আপনার কাজের সময় বাড়িয়ে নিতে পারবেন।
BlackScreen
এই সফটওয়ারটি আপনাকে একটি নির্দিষ্ট সময় তবে ডিফল্ট হিসেবে ৩০ মিনিট পর BlackScreen হয়ে যাবে। এর ফলে আপনি আপনার চোখকে কিছুটা সময়ের জন্য হলেও বিশ্রাম দিতে পারবেন।
এই সফটওয়ারটি সম্পূর্ন ফ্রি এবং নির্দিষ্ট সময় পরে এটি বিরতি নেয়ার জন্য অসাধারন একটি সফটওয়ার। যা আপনাকে চক্ষুর দৃষ্টি এবং চোখের টনটনানি ভাব থেকে আপনাকে মুক্তি দেবে।
EyeDefender
এই সফটওয়ারটি আপনাকে মনে করিয়ে দেবে আপনি কতক্ষন কম্পিউটারটি ব্যবহার করছেন। এবং একটি নির্দিষ্ট সময় পরে আপনাকে মনে করিয়ে দেবে বিরতির সময়টি।
আশা করি এই সফটওয়ারগুলোর প্রয়োজনীয়তা অনুধাবন করতে পারবেন। সকলকে ধন্যবাদ.................
আমি রাখাল বালক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 202 টি টিউন ও 1117 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এদেশের ৯৯% মানুষই কোন না কোন ভাবে দূর্নীতির সাথে জড়িত। হয়ত কেউ ঘুষ দেয় অথবা কেউ নেয় দুটোই তো সমান অপরাধ। আর মায়ের পেটে থাকা শিশুটিও দূর্নীতির অর্থে কেনা খাবার খেয়ে বড় হয়ে উঠে। আর আমরা আশা করছি দেশপ্রেমিক এক নেতা। এটা নিম গাছ লাগিয়ে আম আশা করার মত হয়ে...
হাসিব vai ki tune korlan…….Jotil / josS…..thanks হাসিব vai. 🙂