আপনার মোবাইলে কি জিপি ইন্টারনেট স্লো?আসুন এবার নেট স্পীড একটু বাড়িয়ে নিই।

আসসালামুআলাইকুম বন্ধুরা কেমন আছেন। আশা করি সবাই ভাল আছেন।আজ আপনাদের দারুন একটি খবর শেযার করবো সেটি হলো গ্রামীনফেনের ইন্টারনেট।
আমরা যারা ফেসবুক বা নেটটের সাথে বিভিন্ন ভাবে যুক্ত তারা প্রায় সময় বাইরে থাকলে মোবাইলে ইন্টারনেট ব্যবহার করি এবং এই কাজে ৯০% লোকই ব্যবহার করি গ্রামীনফেনের ইন্টারনেট।

সমস্যা হল গ্রামীন ফোনের ইন্টারনেট ব্যবহার করতে মাঝে মাঝে দেখা যায়, এত স্লো যে কোন সাইডে বা ফেসবুকে ঢুকতে চায়না।
তাই এই সমস্যার সমাধানের বিষয় গুলি নিযে আপনাদের সাথে শেয়ার করবো।নিচের ছরিটি দিকে লক্ষ করুন।

  •  Go to opera mini SETTINGS (press #8)
  •  Find out NETWORK PROTOCOL and make it HTTP (if it wasSOCKET previously)
  • SAVE your settings.

এবার আপনার মোবাইল থেকে ইন্টারনেট ব্যবহার করে দেখুন অবশ্যই উন্নতি হয়েছে।
ধন্যবাদ সবাইকে।

কেমন লাগল জানাতে ভুলবেন না কিন্তু। ভাল থাকবেন ।

আরও অনেক কিছু জানতে এখানে ক্লিক করুন

Level 0

আমি এস,এম অহিদুজ্জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 44 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

নতুন কিছু জানার অপেক্ষায় আছি ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

আমি জানতাম SOCKET এর স্পীড বেশি…

    Level 0

    মোবাইলের ইন্টারনেট স্পিডের উপর নির্ভর করে না, করে কানেক্শনের উপর। আপনি লক্ষ করবেন যে, জখন কানেক্ট হয় তখন উপরে E অথবা G ঘেরা আসে। আবার কিছুক্ষন পরে চলে যায়। (OPERAর ক্ষেত্রে) পিসি দিয়ে কানেক্ট দিতে যে সময় লাগে, এতে প্রতিবার সেই পরিমান সময় বাড়তি লাগে। আপনি UC BROWSERব্যবহার করতে পারে। UC BROWSER ডায়াল আপ ধরে রাখে যা বাড়তি সময় নষ্ট করে না। আর এর একটি খুব সুন্দর DOWNLOAD MANAGER আছে। ডাউনলোড করুন UC BROWSER