টেলিটকের থ্রিজি সেপ্টেম্বরের শেষে (শুধু ঢাকায়!!!)

চলতি মাস সেপ্টেম্বরের শেষ সপ্তাহে তৃতীয় প্রজন্মের (থ্রি-জি) সেবা উদ্বোধন করতে যাচ্ছে রাষ্ট্রায়ত্ত মোবাইল ফোন অপারেটর টেলিটক।

টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক মুজিবর রহমান মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগামী ২৭ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বরর মধ্যে টেলিটক থ্রি-জি সেবা উদ্বোধনের জন্য প্রস্তুত রয়েছে।”

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়কে উদ্ভোধনের বিষয়ে চিঠি পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

ডাক ও টেলিযোগাযোগ সচিব ও টেলিটকের চেয়ারম্যান সুনীল কান্তি বোস বলেন, “আগামী ২৭ থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে যে কোন দিন থ্রি-জি সেবা উদ্বোধন করা হবে।”

প্রধানমন্ত্রী থ্রি-জি সেবা উদ্ধোধন করবেন উল্লেখ করে সুনীল কান্তিবলেন, “তিনি সম্মতি দিলেই ওই সময়ের মধ্যে থ্রি-জি সার্ভিস উদ্বোধন করা হবে।”

উদ্ভোধনের পর রাজধানীর তিন লাখের বেশি গ্রাহককে তৃতীয় প্রজন্মের (থ্রি-জি) সেবা দেওয়ার প্রস্তুতি নিয়েছে টেলিটক।

নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি’র হিসাবে গত জুলাই মাস পর্যন্ত হিসাব মতে টেলিটকের গ্রাহক সংখ্যা প্রায় ২৪ লাখ।

অন্যান্য অপারেটররা বাজারে আসার আগেই রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান হিসেবে টেলিটক গত মার্চ থেকে ছয় মাস পরীক্ষামূলক থ্রি-জি সেবা দেওয়ার অনুমতি পায়। তবে কারিগরি সমস্যা ও অন্যান্য কারণে টেলিটকের থ্রিজি সেবা চালু পিছিয়ে যায়।

থ্রি-জি প্রযুক্তির মাধ্যমে উচ্চ গতিতে তথ্য পরিবহন সম্ভব বলে মোবাইল ফোনেই টিভি দেখা, জিপিএসের মাধমে পথ নির্দেশনা পাওয়া, উচ্চ গতির ইন্টারনেট ব্যবহারসহ ভিডিও কনফারেন্সে অংশ নেওয়া সম্ভব।

তথ্যটি বিডিনিউজ২৪.কম থেকে নেওয়া।

Level New

আমি স্বার্থপর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 206 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি ভাই নাছোরবান্দা।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

তথ্যটি জানানোর জন্য ধন্যবাদ যদিও ঢাকার বাইরে থাকি আশাকরি বাংলাদেশের সর্বত্র অতি দ্রত এই থ্রিজি সেবা পৌছে যাবে

Level New

কারিগরী অসুবিধার কারণে 3 G চালুর এক সপ্তাহের মাথায় না আবার বন্ধ করে দেয়…

খুশি হতে পারলাম না। আমরা যারা গ্রামে থাকি কবে নাগাদ এই সুবিধা পাব জানতে পারলে ভালো হতো।

Level 0

@এম এম কৌশিক তা যা বলছেন 🙂 😀

Level 0

Ami 6 month age ekta teletalk sim kinci nd ekhon ami dhakay thaki……ami ki 3G pabo?

Bhaia, ami jessore a thaki, ami ki 3G pabo?

Level 0

আশা করি, বুড়া হইলে পাইতেও পারি ভাই। 😀 বাংলাদেশে (সরকারি বদৌলতে) এখন দুঃখ-তরঙ্গের খেলা, আশা তার একমাত্র ভেলা।

    Level 0

    However I just love my Bangladesh…..:)

      @umjonota: দেশকে ভালবাসলে দেশও একদিন আমাদের ভালবাসবে, শুধু আমলারা নন আপনার আমার মত আমজনতাও এর সুফল পাবো আশা করি।

Level 0

টেকটিউনস এ আছে জুলাই মাস পর্যন্ত হিসাব মতে টেলিটকের গ্রাহক সংখ্যা প্রায় ২৪ লাখ। কিন্তু তথ্যটি বিডিনিউজ২৪.কম এ দেওয়া আছে গত জুলাই মাস পর্যন্ত হিসাব মতে টেলিটকের গ্রাহক সংখ্যা প্রায় ১৪ লাখ। সাঠিক কি হবে………………………………???

থ্রিজি অচিরেই আসবে কারন টেলিটকের থ্রিজি নেটওয়ার্ক ঢাকার অনেক জাইগায় পাওয়া যাচ্ছে । আমি নিজেও ব্যবহার করে দেখেছি । যারা ঢাকায় আছেন এবং যাদের থ্রিজি সাপোর্টেড মোবাইল আছে তারা মোবাইল এর নেটওয়ার্ক অপশনে গিয়ে Wcdma/3g mode নির্বাচন করে ম্যানুয়াল সার্চ করুন । যদি থ্রিজি নেটওয়ার্ক পান তাহলে আপনি টেলিটক থ্রিজি নেটওয়ার্ক এর অন্তর্ভুক্ত ।

😉 😉 😉 😉 😉 😉 😉 😉

Level 0

@ স্বার্থপর LEGS (English Grammar For (S.S.C, H.S.C, Varsity Admission, BCS, IELTS) বইটির PDF তো আপনার কাছে আছে ।ভাই বইটি যদি আমাকে দিতেন খুশী হতাম ইমেইল – [email protected]

https://www.techtunes.io/edutunes/tune-id/161431#comment-351080