অনলাইনে কাজ করার মজাই আলাদা

আমরা অনেকেই বিভিন্ন সময় সফটওয়ার ডাউনলোড করে থাকি । তবে সবাই তো আর সিরিয়াল বের করতে পারে না এবং এত সময়ই বা কোথায় সিরিয়াল বের করার। তাই দিন দিন অনলাইনে কাজ করাটা ব্যপকভাবে জনপ্রিয় হয়ে উঠতেছে । আজও কিছু ব্যতিক্রমী অনলাইনে কাজ করার ওয়েবসাইট নিয়ে টিউনটি সাজিয়েছি । এইসব সাইটের মধ্যে চ্যাট , ছবিতে ইফেক্ট যোগ করা , পছন্দের আইকন নামানো , ছবিতে ওয়াটার মার্ক দেয়া , টেক্স গ্লিটার ইফেক্ট যোগ করা ইত্যাদি নিয়েই টিউনটি সাজানো হয়েছে ।

imo

[thumb]https://imo.im[/thumb]
https://imo.im/

কোন কোন আইডিতে চ্যাট করতে পারবেনঃ

1 . Yahoo!
2 . Aim/Icq
3 . Myspace
4 . Msn
5 . Facebook
6 . Skype
7 . Google Talk

মূলত Facebook এর জন্যই এই সাইট টি জনপ্রিয় হয়ে উঠবে ।

watermark

[thumb]http://www.watermark.ws[/thumb]
http://www.watermark.ws/

এই সাইটটি থেকে আপনি আপানার ছবিতে watermark যোগ করতে পারবেন । এর ফলে আর কোন watermark এর সফটওয়ার ব্যবহার বা খোজার প্রয়োজন হবে না ।

glowtxt

[thumb]http://glowtxt.com[/thumb]
http://glowtxt.com/

এই সাইট থেকে আপনি আপনার সাইটের জন্য ব্যানার বা আপনার অন্য প্রয়োজনে গ্লিটার ইফেক্ট যোগ করতে পারবেন । এবং আপনি এই সাইট থেকে Html কোড এবং ইমেজটি ডাউনলোড করতে পারবেন ।

iconfinder

[thumb]http://www.iconfinder.net[/thumb]
http://www.iconfinder.net/

এই সাইট টি দেখে আমার খুব হাসি পেয়েছিল । যাইহোক আমরা আগে অনেক আইকন ডাউনলোড করতাম । তবে আমার জানা ছিল না যে আইকন খোজার জন্যই আলাদা সার্চ ইন্জিন আছে । আশা করি আপনার আইকনের আর অভাব হবে না ।

writeonit

[thumb]http://www.writeonit.org[/thumb]
http://www.writeonit.org/
এই সাইট থেকে তাদের দেয়া ছবিতে না না রকম টেক্স যোগ করতে পারবেন ।

funphotobox

[thumb]http://funphotobox.com[/thumb]
http://funphotobox.com/

এই সাইট থেকে আপনি আপনার ছবির নানা রকম কাজ করতে পারবেন । যেমনঃ এনিমেশন , ফটো ইফেক্ট ইত্যাদি । আরও নানা রকম কাজ করে আপনার ছবিকে আরও সুন্দর আরও আকর্ষনীয় করে তুলতে পারবেন।

iconpot

[thumb]http://www.iconpot.com[/thumb]
http://www.iconpot.com/

এই সাইটটি কোন অনলাইনে কাজ করার না তবুও ভাল লাগল সুন্দর সুন্দর আইকন দেখে তাই আপনাদের সাথে শেয়ার করলাম।

আনলিমিটেড ফ্রি SMS পাঠানঃ

এই টিউনটি আবারও নতুন একটি সাইট নিয়ে আপডেট করা হয়েছে যারা চান দেখতে পারেন ।
লিংকঃ https://www.techtunes.io/internet/tune-id/14613/
সকলকে ধন্যবাদ.........................

Level 0

আমি রাখাল বালক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 202 টি টিউন ও 1117 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

এদেশের ৯৯% মানুষই কোন না কোন ভাবে দূর্নীতির সাথে জড়িত। হয়ত কেউ ঘুষ দেয় অথবা কেউ নেয় দুটোই তো সমান অপরাধ। আর মায়ের পেটে থাকা শিশুটিও দূর্নীতির অর্থে কেনা খাবার খেয়ে বড় হয়ে উঠে। আর আমরা আশা করছি দেশপ্রেমিক এক নেতা। এটা নিম গাছ লাগিয়ে আম আশা করার মত হয়ে...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Various Details!! সেইরকম। ১ কেজি ধইন্যা দিলাম।

    মাত্র ১ কেজি ধইন্যা , এখন তো বাজারে এটার দাম কম । তাই আর একটু বেশি দিলে হত না !!!! হা হা হা

    আইছছা যাও। ৫০০ গ্রাম বেশি নিও। দামাদামি অভ্যাস বাদ দাও মিয়া।হে হে হে।

    এক-দেড় কেজি ধইন্যাতেও হাসিবের হয়না আরো লাগে? সাম্য খবর নাও তো কোন ধইন্যা চাষী বা ধইন্যা ব্যাবসায়ীর মেয়ে টেয়ে আছে নাকি তাইলে হাসিবের সাথে একটা ব্যাবস্থা কর যাতে সে সব সময় মণ মণ ধইন্যাপাতা পায়।

    @হাসিব টিউন করা খুবই ভালো কথা কিন্তু যারা মেধাবী তারা সব কিছুই একসাথে করে এবং সবকিছুতেই তারা সেরা হয় তাই তোমাকেও হতে হবে, ঠিক ভাবে পড়াশুনা না করলে তোমার টিউনে এইটাই আমার শেষ কমেন্ট। বুঝছ যেই পযর্ন্ত না খবর পাবো যে তুমি ভালো ভাবে পড়াশুনা করতেছ সেই পযর্ন্ত তোমার টিউনে কমেন্ট বয়কট।

    @শাকিল ভাই, আমি এই পোলারে অনেক বুঝাইসি। এখন ভাবতাসি ওর বাসায় যাইয়া আন্টিরে বুঝাবো।

    @হাসিব মিয়া, শাকিল ভাইএর কথাটা চিন্তা করে দেখো।

    না না শাকিল ভাই এইটা কি বলেন । আমি তো বলছি আমি চেষ্টা করতেছি :-O

Level 0

আমি তো আরো আগেই ধইন্যা পাতা দিছিলাম তা কি শেষ হইয়া গেছে নাকি?

    mak_nader ধইন্যা আর ধইন্যা পাতা তো এক না ।

ধন্যবাদ ভাই চালিয়ে যান । আমি আছি আপনার সাথে………….

    শফিকুল ইসলাম খোকন ভাই আপনার আছেন বলেই তো আমরা টিউন করার অনুপ্রেরনা পাই ।

সত্যিই সাইটগুলো দারুন !!
শেয়ার করার জন্য হাসিব তোমাকে জানাই অন্তরের ঠিক কেন্দ্রবিন্দু হতে অশেষ ধন্যবাদ ।
@ ধন্যবাদ @

    রুহুল আমীন ভাই আপনাকেও অশেষ ধন্যবাদ…………………………….

আছি আছি আছি আছি সিন্ডিকেটে আছি হাহাহাহাহ

Level 0

হাসিব ভাই, তোমারে ৫ কেজি কাঁচা মরিচ দিলাম 😀 😀 😀
তুমি তো মিয়া আমার কাজ কাম অনেক সহজ কইরা দিলা…….ফ্রী SMS নিয়া তো মহা সুখে আছি….. এইবার পারলে ফ্রী কল করার ব্যবস্থা কর……

হাসিব মিয়া কি শেষশেষ ধইন্যা সিন্ডিকেটে গেলা।দূর মিয়া

হহাহাহাহাহহাহ…. টিউন হইছে সফটওয়ার নিয়ে। এখন দেখি সবাই কাচা বাজারে চলে গেছে।।

    ধন্যবাদ হাসিব মিয়া অনেক সুন্দর একটা টিউন করার জন্য।

হাসিব ভাই আপনার টিউনটি এক-সিলেন্ট হয় নাই। বরঙ আমি বলবো দুই-সিলেন্ট হইছে। আর ভায়া একটু কম ধইন্যা নিলে অয়না, সবাইরে তো একটু একটু ধইন্যা দিতে অয়। বুজেন না কিলাই, তাই মুই আপনারে ১ পোয়া (সঙ্গে আরো ১.৭৫) ধইন্যা দিলুম। আরো দুই-সিলেন্ট টিউনস করেন মিয়া। 🙂 🙂 🙂

Level 2

ami ki komu??? aktu chinta koira nai……………………..

ও ভাইয়া তোমার টিউন টা ভালোই হয়েছে।এখন চাই বিনা পয়সাই কল করার সুযোগ।তাও কম্পিউতার থেকে।

কিরে কি হইতাছে এইখানে… বাজারে কি আগুন লাগছে?

    কিরে আবার বাজার গরম করস কেন ?

দেখি ভাই একটু সরেন না, ফায়ার সার্ভিসের গাড়িটা যেতে দেন। আগুনতো নিভাতে হবে তাই না।

Level 0

বাজার…বাজার…বাজার। গরু-ছাগলের বিরাট বাজার। গরুর সাথে ছাগল ফ্রি…ফ্রি…ফ্রি। বউ এর সাথে শালী ফ্রী….ফ্রী…..ফ্রী। সুযোগ সীমিত। যোগাযোগ করুন শ্রদ্বেয় হাসিব ভাইয়ার সাথে (যদি প্রয়োজন হয়)।

hasib viaia khub valo

balo hoisa