ডেস্কটপ থেকেই ছবি সার্চ এবং ডাউনলোড করুন

আমরা অনেকেই ছবি সার্চ করার জন্য গুগল , বিং , ইয়াহু প্রভৃতি সার্চ ইন্জিনে যেয়ে ছবি ডাউনলোড করে থাকি । তবে আজকে আমি একটি সফটওয়ার নিয়ে টিউন করতে বসলাম যার মাধ্যমে আপনার ডেস্কটপ থেকেই ছবি সার্চ করতে পারবেন এবং ডাউনলোডও করতে পারবেন ।

যেসব জায়গা থেকে আপনাকে ছবিগুলো সার্চ করে দিবেঃ

১ . Google Image,
২ . Yahoo Image,
৩ . Live Search,
৪ . Photobucket,
৫ . Picasa,
৬ . DevianArt etc....

কিভাবে আপনার ছবিগুলো সার্চ করবেনঃ

প্রথমেই আপনাকে এখান থেকে সফটওয়ারটি ডাউনলোড করে নিতে হবে । তারপর ইনস্টল করুন সফটওয়ারটি । তবে আপনাকে অবশ্যই আগে NET Framework 3.5 SP1 ইনস্টল করে নিতে হবে । তবে ভিসতা বা উইন্ডোজ ৭ ইনস্টল করা থাকলে আর NET Framework 3.5 SP1 ইনস্টল করতে হবে না।


ইনস্টল করার পর আপনি এইরকম একটি বক্স উপরে দেখতে পাবেন । ওখানে সার্চ দিলেই আপনার কাংক্ষিত ছবিটি আপনার সামনে ভেসে উঠবে । যেমনঃ

পাশেই পরবর্তী ছবি দেখার জন্য বাটন পাবেন । কারও উপকারে আসলেই এই টিউনটির সার্থকতা । তবে যদি এই সফটওয়ার নিয়ে বা এইরকম কোন টিউন আগে হয়ে থাকে তাহলে আমি আন্তরিকভাবে দুঃখিত।

সকলকে ধন্যবাদ........................

Level 0

আমি রাখাল বালক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 202 টি টিউন ও 1117 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

এদেশের ৯৯% মানুষই কোন না কোন ভাবে দূর্নীতির সাথে জড়িত। হয়ত কেউ ঘুষ দেয় অথবা কেউ নেয় দুটোই তো সমান অপরাধ। আর মায়ের পেটে থাকা শিশুটিও দূর্নীতির অর্থে কেনা খাবার খেয়ে বড় হয়ে উঠে। আর আমরা আশা করছি দেশপ্রেমিক এক নেতা। এটা নিম গাছ লাগিয়ে আম আশা করার মত হয়ে...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Thanks a lot.

এতো দেখছি হাতের নাগালেই পছন্দনীয় সকল ছবি !!
কিন্তু হাসিব তোমার ছবিতো পেলাম না ‌।

হাসিব ভাই এর তুলনা নাই…যা চাই ঠিক তাই এনে দেয়।

vaia sorryyyyyyyyyyyyy
ai software ke kaspersky virus mone kore delete kore day……..
ki jonno aktu bolben ????? plzzzz

    Hasan Jubair ভাই আমি যে ক্যসপারস্কি চালাই না । তাই বলতে পারলাম না ।

Level 3

ভাই আপনি কি? কোথা থেকে পান এই সব “মজার মজার সফটওয়ার? জোস…

    sujon ভাই আসলে আগে বেশি বেশি বাংলা ব্লগ পরতাম কিন্তু এখন আর তা ভাল লাগে না । কারন ইংরেজী ব্লগুলোতে অনেক তথ্য পাওয়া যায় যেগুলো বাংলা ব্লগে আসতে আসতে অনেক সময় লাগে । আর আমার এই সব সাইটগুলো কে খুজে দেয় জানেন ? টপটিউনার মামুন ভাই ।

Level 0

জটিল জিনিস দিছো Boss…
Thanx a lot….

বি.দ্র.- Cyberlink Power DVD 9 -এর কর্যকরি সিরিয়াল কী ম্যানেজ করে দিতে পারবা….????

THANKS

Level 0

ভাল ই খারাপ না? মাঝে মাঝে কাজে আসবে?