লুফে নিন নতুন স্কাইপ অ্যাপ সাথে ফ্রি উইন্ডোজ ডেভেলপার লাইসেন্স!

সালামুআলাইকুম, আশা করি ভালই আছেন। আজ আমি আবার আপনাদের সামনে হাজির হলাম একটি অফিসিয়ালি আনরিলিজড সফটয়্যার নিয়ে (তবে শীঘ্রই রিলিজ হবে আশা করা যায় )। সফটয়্যারটি আমাদের সবার পরিচিত (এবং আদরের ইন্টারনেট খেক 😛 ) স্কাইপ। তবে যারা তুমুল আগ্রহ নিয়ে কিংবা আগ্রহ ছাড়া এ পর্যন্ত পড়েছেন কিন্তু কম্পিউটারে উইন্ডোজ ৮ ইন্সটল করা নেই এবং ভবিষ্যতে ইন্সটল করার কোন সম্ভাবনাও নেই তারা এইখান থেকে এই টিউনটিকে গ্রহণ করতে পারেন For educational purpose only.

কি আছে তাহার মাঝে?

আসলে তাহার মাঝে তেমন কোন জিনিস ই নেই। এইটা শুধুমাত্র স্কাইপের মেট্রো থুক্কু মর্ডার্ণ স্টাইল অ্যাপ। তবে আপনি এই অ্যাপটি স্টোর এ পাবেন না। কারণ এটি এখনো রিলিজ পায়নি। তাহলে আমি পেলাম কিভাবে? মাইক্রোসফটের এমপ্লয়রা অ্যাপলের এমপ্লয়দের মত ক্ষুদ্র হ্রদয়ের অধিকারী নন। তাই একজন সহ্রদয়বান ইঞ্জিনিয়ার ইন্টারনাল একটি বিল্ড লিক করেছেন। অ্যাপটি বর্তমানে আলফা স্টেজে আছে। আশা করি শীঘ্রই রিলিজ পাবে।

ডাউনলোড

মিডিয়াফায়ার লিঙ্কঃ http://www.mediafire.com/?hwer6ksgvew4714

ইন্সটলেশন

এটি যেহেতু একটি প্রাইভেট বিল্ড তাই অ্যাপটি আপনাকে সাইডলোড করতে হবে। সাইডলোড হল অনেকটা জেইলব্রেক করার মত। তবে অত ঝামেলা নেই।

১. প্রথমে আপনি ZIP ফাইলটা Unzip করুন।

২. তারপর Add-AppDevPackage নামক ফাইলটাতে রাইট ক্লিক করে সিলেক্ট করুন Run with Powershell

৩. কিছুক্ষণ পরে আপনাকে আপনার মাইক্রোসফট একাউন্ট এ সাইন ইন করতে বলবে, সাইন ইন করুন।

৪. সাইন ইন দেয়ার পর তারা আপনার জন্য ডেভেলপার লাইসেন্স করে দিবে, যা বর্তমানে ফ্রি, লাইসেন্স তৈরী হবার পর ডায়লগটিতে ok দিন।

৫. পরবর্তি তে আপনাকে প্রশ্ন করা হবে Y (yes) এবং N (no) অপশন সহ, সবগুলোর উত্তর Y দিয়ে যাবেন, এক সময় শেল উইন্ডোতে লেখা উঠবে “Your package was successfully installed”. ব্যাস হয়ে গেল ইন্সটল সাথে ফ্রি ডেভেলপার লাইসেন্স তো আছেই।

৬. (এইধাপ শুধুমাত্র তাদের জন্য যাদের ইন্সটল হয় নি) আপনি যদি ৫ নং ধাপের পর Error মেসেজ পান তবে C:\Program Files\WindowsApps\ ফোল্ডারের ওনারশিপ গ্রহণ করুন। (ওনারশিপ গ্রহণ করতে না পারলে এই zip টি ডাউনলোড করে রেজিষ্ট্রি কি টা ইন্সটল করুন। ফোল্ডারটি হিডেন থাকে ফোল্ডার অপ্সশন্স থেকে আনহাইড করে নিন)

৭. ওই ফোল্ডারে থাকা Microsoft.VCLibs.110_11.0.50522.1_x86__8wekyb3d8bbwe নামক এই ফোল্ডারটিকে Microsoft.VCLibs.110_11.0.50522.1_x86__8wekyb3d8bwe নামে রিনেম করুন।

৮. পুনরায় ২ নং স্টেপ থেকে ফলো করুন, ইন্সটল হয়ে যাবে।

স্ক্রিনশট

যাদের জিহবা দিয়ে পানি ঝরছে কিন্তু হাতের নিচে উইন্ডোজ নানা, দাদা (এক্সপি, ৭, ভিস্তা 😛 ) তাদের জন্য কিছু স্ক্রিনশট

আজ আর লিখতে পারছিনা, সামনে এসএসসি পরীক্ষা বেশিক্ষণ থাকলে মা বাসার থেকে বের করে দেবে। সমস্যা হলে কমেন্ট করে জানাবেন এবং আজকের মত বিদায় 🙂

Level 0

আমি মুশফিকুস সালেহীন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 229 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

” মাইক্রোসফটের এমপ্লয়রা অ্যাপলের এমপ্লয়দের মত ক্ষুদ্র হ্রদয়ের অধিকারী নন। ” হা হা হা 😀

যাহোক একটা প্রশ্নঃ আগের ইনস্টল করা স্কাইপটা বহাল তবিয়তে রাখলে কোন সমস্যা হতে পারে?

    @সাইফুল ইসলাম: ভাই যতই হাসেন মাগার কথা কিন্তু ১০০% সত্যি। আর আপনি পুরানো টার সাথে একসাথে ইন্সটল করতে পারবেন। আমিও এখন একসাথে দুইটা চালাচ্ছি।

“মাইক্রোসফটের এমপ্লয়রা অ্যাপলের এমপ্লয়দের মত ক্ষুদ্র হ্রদয়ের অধিকারী নন” সোনা দিয়ে বেঁধে রাখার মত একটা কথা বলেছেন।ডাউনলোড করলাম এবং ইন্সটল করবো গভীর রাতে।কোন সমস্যা হলে আপনাকে নক করবো কেমন?

আই তেরি। দারুন 😀
আচ্ছা মেট্রো এপগুল এরকম আলাদা করে ডাউনলোড করার কোন পদ্ধতি বা সাইট আছে?

    @আ জ ব: আপাতত নেই। তবে উইন্ডোজ ৮ একবার জনপ্রিয় হয়ে গেলে ঘাটে পথে পদ্ধতি ও সাইট দুইটাই পাবেন 😀

ধন্যবাদ

Level 2

@ মুশফিকুস সালেহীন
vai ami to xp use kori but unzip korar por 2 no.(২. তারপর Add-AppDevPackage নামক ফাইলটাতে রাইট ক্লিক করে সিলেক্ট করুন Run with Powershell)korte gele run with powershell ase na dirrect windows explorar diya open hoy r sekhane ai page ase “http://shell.windows.com/fileassoc/0409/xml/redir.asp?Ext=ps1” plz help me bcoz ager install kora skype uninstall hore felsi………………….

Level 0

ঠিক মতই হয়ে গেল । ধন্যবাদ ।

একটা প্রশ্ন ছিল, ডেভেলপার লাইসেন্স টা কিসের জন্য ? আর এর মেয়াদ শেষ হয়ে গেলে কি আমি আর Skype app টা ব্যাবহার করতে পারব না ??

আপনার ফেসবুক আইডি টা কি দেয়া যাবে??

    @Harry: ডেভেলপার লাইসেন্স লাগে কারন অ্যাপ টা তো লিকড, শুধু ডেভ রা ইউস করতে পারে একারণে। লাইসেন্স এর মেয়াদ শেষ হয়ে গেলেও ইউস করতে পারেন।
    আমি বেশি রিকুয়েস্ট এক্সেপ্ট করি না তো, আপনি যদি রিকুয়েস্ট পাঠান, একটা মেসেজ দিয়েন 🙂
    https://www.facebook.com/musfiqus

http://winaero.com এই সাইটিতে উইনডোজ ৮ এর জন্য দারুন ছোট ছোট কয়েকটি টুলস আছে।
টিউন করতে পারেন এগুলি নিয়ে অনেকেরই কাজে দিবে 😉

@সাইফুল ইসলাম: আসলে সামনে পরীক্ষা তাই খুব একটা সময় পাইনা। আপনিই করে ফেলেন না একটা টিউন 🙂

Microsoft.VCLibs.110_11.0.50522.1_x86__8wekyb3d8bbwe নামক kono file nay. only 2 ta file ase.

Level 0

@মুশফিকুস সালেহীন

bro, link টা কি আবার দেওয়া যাবে???

এই আপ্লিকেশন টা apps store এ এখন পাওয়া যাবে???