আপনার ব্লগের যত সমস্যা সব এক নিমিষেই শেষ।

সবাই সালাম নিবেন।কেমন আছেন সবাই?একটা প্রবাদ বাক্য আছে,"দশে মিলে করি কাজ হারি জিতা নাহি লাজ"
এই প্রবাদ বাক্য কে মাথায় রেখে আমার একটা কাজ মাথায় আসল।আমরা জানি মানুষ সামাজিক জীব।একা বাস করতে পারেনা।ধরুন,আমরা সব ব্লগার রা মিলে যদি চেষ্টা করি যে কোন ব্লগের সমস্যা অর্থাত্‍,ব্লগ ডিজাইন এবং টিউটোরিল পাবো।
পৃথীবিতে এমন কোনো মানব আছে বলে মনে হয়না যে সবজান্তা।
আমি প্রদক্ষেপ নিলাম,যাতে সকল বাঙালী ব্লগাররা এক হতে পারি।আমি একটা ব্লগ খুলেছি।এটার মধ্য ব্লগ লেখক/এডমিন চাড়া কেউ প্রবেশ করতে পারবেনা।তাই এই ব্লগটা আমাদের সব ব্লগার ভাইদের নির্জন যায়গা যেখানে আপনার নিশ্চিন্তে যে কোন সমস্যা উল্লেখ করতে পারবেন।এ চাড়া আপনি যা জানেন তা প্রকাশ করবেন।এভাবে আমরা সবাই সবার কাছ থেকে কিচু শিখতে পারবো।
যারা আমার এই প্রদক্ষেপ কে ভালো বলে মনে করেন শুধু মাত্র তারা এই blog এ যোগ দেওয়ার জন্য বিশেষ ভাবে অনুরোধ র ইলো।


যেভাবে http://www.BDBLOGGERCLUB.blogspot.com এ যোগ দিবেনঃ
bdbloggerclub এ যোগ দিতে আপনাকে প্রথমে এই লিইনক এ গিয়ে আপনার Gmail আইডি (যেটি দিয়ে আপনার ব্লগ এ লগিন দেন) টা কমেন্ট করে দিবেন।এর পর 24 ঘন্টার ভিতরে আপনার ইমেল ইনভাইট মেসেজ যাবে।


#দয়া করে কেউ এই পোস্ট টাকে বিজ্ঞাপন ভাববেন না।
এটি শুধু আপনাদের কল্যাণের জন্যাই খুলেছি।যাদের এলার্জি আছে তারা আমার সাথে যোগাযোগ করতে পারেনঃ twitterfacebookgoogle pluslinkedinrss feedemail

সবাই ভালো থাকবেন।বন্দুদের মাঝে পোস্টটি শেয়ার করুন।

Level 0

আমি রিয়াদ হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 33 টি টিউন ও 111 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

লেখা পড়া করে যে গাড়ি ছাপা পড়ে সে... :D Me on facebook|twitter|My blog


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস